Legal Problem Solution

Legal Problem Solution Get your Legal Services
(1)

আপনি কি জানেন একটা ট্রেড লাইসেন্স মেয়াদ কত দিন থাকে?সাধারনত একটা ট্রেড লাইসেন্স এর মেয়াদ ১ বছর হয়ে থাকে। যা শুরু হয় ১ লা...
11/06/2024

আপনি কি জানেন একটা ট্রেড লাইসেন্স মেয়াদ কত দিন থাকে?

সাধারনত একটা ট্রেড লাইসেন্স এর মেয়াদ ১ বছর হয়ে থাকে। যা শুরু হয় ১ লা জুলাই থেকে আবার শেষ হয় ৩০ শে জুন । সুতরাং যারা এখন ট্রেড লাইসেন্স করার ভাবছেন , যদি আপনাদের ট্রেড লাইসেন্স এর ইমাজেন্সি প্রয়োজন না থাকে তাহলে আপনারা এই মাসে না করে ১ জুলাই থেকে করতে পারেন । তবে কারো যদি কোন কারণে ইমাজেন্সি লাগে তারা করতে পারেন। আপনি যদি এখন করেন তাহলে সেপ্টেম্বর পর্যন্ত রিনিউ করার সময় পাবেন।

আমরা ট্রেড লাইসেন্স নিয়ে পুরো ঢাকা সিটিতে কাজ অরে থাকি। কারো যদি ট্রেড লাইসেন্স সংকান্ত কোন বিষয়ে জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পোস্টে কমেন্ট করে জানাতে পারেন।

যোগাযোগঃ 0174-748257

আপনি লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন কেন করবেন ?  আপনি যখন আপনার কোম্পানি নিবন্ধন করেন, তখন আপনি একটি আইনি সত্তা তৈরি করেন...
04/06/2024

আপনি লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন কেন করবেন ?

আপনি যখন আপনার কোম্পানি নিবন্ধন করেন, তখন আপনি একটি আইনি সত্তা তৈরি করেন যা তার মালিকদের থেকে আলাদা। এর মানে হল যে আপনার ব্যক্তিগত সম্পদ যেকোনো ব্যবসায়িক ঋণ বা আইনি সমস্যা থেকে সুরক্ষিত। কোম্পানির নিবন্ধন ছাড়া, আপনি ব্যক্তিগতভাবে ব্যবসা-সম্পর্কিত ঋণ বা মামলার জন্য দায়ী থাকবেন। আপনার কোম্পানী নিবন্ধন করে, আপনি আপনার ব্যক্তিগত আর্থিক এবং সম্পদ রক্ষা করতে পারেন।

আরো বিস্তারিত জানতে Legal problem solutions সাথে যোগাযোগ করুন।

𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐔𝐒,
Call for Free Consultation: 01747-482517
Call +880 1747-482517 (WhatsApp, or Viber)
Mail us at: [email protected]
𝐕𝐢𝐬𝐢𝐭 𝐍𝐨𝐰:
https://wa.me/c/8801747482517

📌 G-5, bti Centara Grand, 144. 144/1 Green Road, Dhaka-1215, Bangladesh.


আমাদের আমদানি ও রপ্তানি লাইসেন্স কেনো প্রয়োজন ,,,,,, আমদানি ও রপ্তানি বাণিজ্যের জন্য আপনাকে প্রাথমিকভাবে যে অনুমতি পত্র...
09/05/2024

আমাদের আমদানি ও রপ্তানি লাইসেন্স কেনো প্রয়োজন ,,,,,,

আমদানি ও রপ্তানি বাণিজ্যের জন্য আপনাকে প্রাথমিকভাবে যে অনুমতি পত্র গ্রহন করতে হয় তা আমদানি লাইসেন্স (IRC) & রপ্তানি লাইসেন্স (ERC) License.
প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টিকে থাকতে গিয়ে এই লাইসেন্স সংগ্রহ/নবায়ন করতে অনেকেই আমলাতান্ত্রিক জটিলতার মুখমুখী হন,যার ফলশ্রুতীতে আপনার ব্যাবসা বাণিজ্য হুমকির মুখে পরে। তাই খুব সহজে দ্রুত সময়ে IRC & ERC License করতে/নবায়ন করতে প্রয়োজনীয় কাগজপত্র তৈরী রাখুন-ঃ

(যদি ব্যক্তিমালিকাধীন প্রতিষ্ঠান হয়)

১। মালিকের জাতীয় পরিচয়পত্র (NID)
এটা নিয়ে বিস্তারিত বলার কিছু নেই ৷ এখন সবখানেই প্রতিষ্ঠানের মালিকের জাতীয় পরিচয় পত্র বাধ্যতামুলক ৷

২। মালিকের ছবি (Picture)
আপনার সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ৷

৩। ট্রেড লাইসেন্স (Trade License)
ট্রেড লাইসেন্স বাধ্যতামুলক ৷ আপনি প্রথমেই ট্রেড লাইসেন্স করে নিবেন ৷ ট্রেড লাইসেন্স কিভাবে করতে হয় সেটা আপনারা সবাই কম বেশী জানেন৷

৪। ট্রেড লাইসেন্স ঠিকানায় ব্যাংক সলভেন্সী (Bank Solvency)
ট্রেড লাইসেন্স করার কাজ শেষ হলে ব্যাংক এ্যাকাউন্ট করার পালা ৷ ব্যাংকে আপনার প্রতিষ্ঠানের নামে একটি এ্যাকাউন্ট খুলবেন ৷ কোন মতেই ভিন্ন নাম দিবেননা ৷ এবার কিছু লেনদেন করুন ৷ কিছু দিন পর ব্যাংক কে বলবেন আপনাকে একটি ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিতে ৷

৫। ট্রেড লাইসেন্স ঠিকানায় ই-টিআইএন (Tin Certificate)
টিন সার্টফিকেট এখন অনলাইনে সহজেই পাওয়া যায় ৷ আপনি নিজেও আপনার টিন সার্টফিকেট নিতে পারবেন ৷ এটা করতে কোন ফি লাগেনা।

৬৷ ভ্যাট সার্টফিকেট (VAT Certificate)
এখন প্রত্যেকটি উৎপাদন, সার্ভিস প্রদান কারী ইত্যাদি প্রতিষ্ঠানের জন্য ভ্যাট বাধ্যতামুলক ৷ অনলাইনে সহযেই ভ্যাট রেজিট্রেশন করা যায় ৷ তবে এক্সপার্ট কারো কাছে সাহায্য নিয়ে সহজেই কাজটি করে নিতে পারবেন ৷

৭। সংশ্লিষ্ট এসোসিয়েশনের সদস্যতা সনদ (মেম্বারশীপ সার্টিফিকেট) এবং সর্বশেষ আপনাকে যে কোন একটি ব্যবসায়ী সংঘঠনের থেকে সার্টফিকেট নিতে হবে ৷

তবে যদি আপনার লিমিটেড কোম্পানী হয় সে ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালকের ছবি ও জাতীয় পরিচয়পত্র। এছাড়া মেমোরেন্ডাম আর্টিকেল, ইনকর্পোরেশন এবং ফরম-১২। যা আপনাকে RJSC থেকে দিবে।

আরো বিস্তারিত জানতে Legal Problem Solution সাথে যোগাযোগ করুন।

𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐔𝐒,
Call for Free Consultation: 01747-482517
Call +880 1747-482517 (WhatsApp, or Viber)
Mail us at: [email protected]
𝐕𝐢𝐬𝐢𝐭 𝐍𝐨𝐰:
https://wa.me/c/8801747482517

📌 G-5, bti Centara Grand, 144. 144/1 Green Road, Dhaka-1215, Bangladesh.


প্রাইভেট লিমিটেড কোম্পানির মৌলিক তথ্য:প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ন্যূনতম শেয়ারহোল্ডার থাকতে হয় দুই জন। আর সর্বোচ্চ শে...
30/04/2024

প্রাইভেট লিমিটেড কোম্পানির মৌলিক তথ্য:

প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ন্যূনতম শেয়ারহোল্ডার থাকতে হয় দুই জন। আর সর্বোচ্চ শেয়ারহোল্ডার হতে পারে ৫০ জন। এর বেশি শেয়ারহোল্ডার নিতে হলে প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত করতে হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে কোম্পানির সদস্য সংখ্যা ও অবকাঠামোর উপর ভিত্তি করে কোন কোম্পানিকে লিমিটেড কোম্পানি বলা হয়। যে সীমাবদ্ধ দায় কোম্পানিতে সদস্যের সংখ্যা ন্যূনতম ২ বা সর্বোচ্চ ৫০ জন রাখা হয় এবং সীমাবদ্ধ দায়ের ভিত্তিতে কোম্পানিকে প্রদত্ত আইনের আওতায় নিবন্ধিত করা হয়, তাকে ঘরোয়া মালিকানায় সীমাবদ্ধ কোম্পানি বা প্রাইভেট লিমিটেড কোম্পানি (Private Limited Company) বলে। প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার হস্তান্তর ও ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকে। প্রাইভেট লিমিটেড কোম্পানির কোনো শেয়ারহোল্ডার শেয়ার বিক্রি করতে চাইলে তাকে বিদ্যমান শেয়ারহোল্ডারদের মধ্যই তা বিক্রি করতে হয়। তবে তাদের সম্মতি সাপেক্ষে বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে শেয়ার বিক্রি বা হস্তান্তর করা যায়। কোম্পানি জনসাধারণের কাছে শেয়ার এবং ডিবেঞ্চার ও বন্ডসহ কোনো ধরনের ঋণপত্র বিক্রি করতে পারে না।

**প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠনের প্রক্রিয়া:

আগেই বলা হয়েছে নূন্যতম ২ জন এবং অনধিক ৫০ জন মিলে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করতে পারেন।

প্রয়োজনীয় কাগজপত্র
(১) কোম্পানির নাম (নামের ক্লিয়ারেন্স প্রাপ্ত হওয়া আবশ্যক)
(২) সংঘ বিধি ও সংঘ স্মারক।
(৩) শেয়ারহোল্ডারদের বিবরণী (যদি শেয়ারহোল্ডার একজন বাংলাদেশী হয় তবে জাতীয় পরিচয়পত্র)
(৪) পরিচালক বিবরণী (ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর সহ)
(৫) নিবন্ধিত ঠিকানা
(৬) স্বাক্ষরিত IX ফরম
(৭) বিদেশী শেয়ারহোল্ডার এবং পরিচালক পাসপোর্ট অনুলিপি।

ধাপ-১: নামের ছাড়পত্র:
বাংলাদেশ একটি কোম্পানি প্রতিষ্ঠা করতে, আপনার প্রথম পদক্ষেপ প্রস্তাবিত কোম্পানির নাম জন্য একটি নাম ক্লিয়ারেন্স প্রাপ্ত হওয়া। http://www.roc.gov.bd ভিজিট করে নিজের নামে একটি একাউন্ট করে নাম ক্লিয়ারেন্স জন্য আবেদন করতে পারেন। নাম ক্লিয়ারেন্সের জন্য আবেদন করার পর, আপনি একটি ব্যাংক পেমেন্ট স্লিপ পাবেন এবং আপনাকে নির্ধারিত ব্যাংকে ৬০০ টাকা এবং ১৫% ভ্যাট তথা ৯০ টাকা জমা দিতে হবে। পেমেন্ট করার পরে, আপনাকে পুনরায় ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্টে লগ ইন করলে নামের একটি ক্লিয়ারেন্স সনদ পাবেন।

নেইম ক্লিয়ারেন্সের জন্য RJSC এর গাইড লাইন অনুসরণ করতে পারেন। গাইড লাইনটি দেখতে এখানে ক্লিক করুন।
অনুমোদিত নামটি ক্লিয়ারেন্সের তারিখ থেকে ৬ মাস পর্যন্ত সংরক্ষিত থাকবে। মেয়াদ শেষ হওয়ার পূর্বে টাইম এক্সটেনশন অনুরোধ দাখিল করে নামটির মেয়াদকাল বর্ধিত করতে পারেন।

ধাপ ২: কোম্পানি নিবন্ধন
কোম্পানি নিবন্ধন করার জন্য RJSC এর ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হয়। এছাড়াও আপনাকে ফরম IX এবং কোম্পানির শেয়ার-হোল্ডিং পাতা (স্বাক্ষরসহ) আপলোড করতে হবে। আপনি সমস্ত প্রক্রিয়া শেষ করার পরে, স্ট্যাম্প ডিউটি সহ রেজিস্ট্রেশন ফি পরিশোধ করার জন্য আপনাকে একটি ব্যাংক পেমেন্ট স্লিপ পাবেন।
ব্যাংকের পেমেন্ট করার পরে, আপাতত দৃষ্টিতে আপনার কাজ সম্পন্ন হয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে। RJSC এর কর্মকর্তারা আপনার প্রদত্ত নথি ও তথ্য পরীক্ষা করবে। তারা সন্তুষ্ট হলে, উক্ত নথি ডিজিটাল-ভাবে স্বাক্ষরিত হবে এবং নিম্নোক্ত ডকুমেন্ট আপনার ই-মেইলে পাঠানো হবে।
১) সার্টিফিকেট অফ ইন-কর্পোরেশন;
২) MOA এবং AOA; এবং
৩) ফরম XII

এসব ডকুমেন্ট প্রাপ্ত হওয়ার অর্থ হচ্ছে, কোম্পানিটি নিবন্ধিত হয়েছে। কোম্পানি নিবন্ধনের পর আরও কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হয়ে। এনবিআর এর নির্দেশনা অনুযায়ী ট্যাক্সের বিষয়টি যথাযথভাবে পরিপালন করতে হয়। একটি ট্রেড লাইসেন্সের প্রয়োজন রয়েছে, সর্ব ক্ষেত্রে ট্রেড লাইসেন্স প্রয়োজন। আবার কোম্পানির নাম বা লগো ট্রেডমার্কও রেজিস্ট্রেশন করে নিতে পারেন সুরক্ষা নিশ্চিত করার জন্য। তবে কোম্পানি কর্তৃক উৎপাদিত পণ্য বা প্রদত্ত সেবার নাম, লগো ট্রেডমার্ক নিবন্ধন করে নেওয়া জরুরী অন্যথায় উহা নকল হবার সম্ভাবনা থাকে।

লিমিটেড কোম্পানি সংকান্ত যে কোন তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐔𝐒,
Call for Free Consultation: 01747-482517
Call +880 1747-482517 (WhatsApp, or Viber)
Mail us at: [email protected]
𝐕𝐢𝐬𝐢𝐭 𝐍𝐨𝐰:
https://wa.me/c/8801747482517

📌 G-5, bti Centara Grand, 144. 144/1 Green Road, Dhaka-1215, Bangladesh.


ঈদ মোবারক,, 🎉🌙🌙সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা,,,
10/04/2024

ঈদ মোবারক,, 🎉🌙🌙

সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা,,,

সাধারণতো Trade  অর্থ ব্যবসা এবং License অর্থ অনুমতি; অর্থাৎ, ব্যবসা করার জন্য যে অনুমতি, পত্রের মাধ্যমে দেওয়া হয়, তাকে T...
13/02/2024

সাধারণতো Trade অর্থ ব্যবসা এবং License অর্থ অনুমতি; অর্থাৎ, ব্যবসা করার জন্য যে অনুমতি, পত্রের মাধ্যমে দেওয়া হয়, তাকে Trade License Paper বলা হয়।
সিটি কর্পোরেশন কর বিধি, ২০০৯ এর মাধ্যমে বাংলাদেশে ট্রেড লাইসেন্সের সূচনা ঘটে।
এই লাইসেন্স উদ্যোক্তাদের আবেদনের ভিত্তিতে প্রদান করা হয়। ট্রেড লাইসেন্স শুধুমাত্র লাইসেন্সধারী ব্যক্তির বা প্রতিষ্ঠানের নামে প্রদান করা হয় যা কোনোভাবে হস্তান্তরযোগ্য নয়। প্রতিটি ব্যবসার জন্য ভিন্ন ভিন্ন লাইসেন্স থাকা বাধ্যতামূলক।
সুতরাং বৈধভাবে কোনো ব্যবসা পরিচালনা করতে চাইলে ট্রেড লাইসেন্স করা অত্যাবশ্যক।

ক) সাধারণ ব্যবসার ট্রেড লাইসেন্স এর ক্ষেত্রে (𝐈𝐧 𝐜𝐚𝐬𝐞 𝐨𝐟 𝐠𝐞𝐧𝐞𝐫𝐚𝐥 𝐛𝐮𝐬𝐢𝐧𝐞𝐬𝐬 𝐭𝐫𝐚𝐝𝐞 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞)
১. নির্দিষ্ট আবেদন ফরম পূরণ করতে হবে।
২. ব্যবসা প্রতিষ্ঠান এর স্থান ব্যক্তিগত হলে সিটি কর্পোরেশনের হালনাগাদ হোল্ডিং ট্যাক্সের রশিদ, নিজের দোকান হলে ইউটিলিটি বিল এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাড়ায় হলে ৩০০ টাকার স্ট্যাম্পে ভাড়ার চুক্তিপত্রে সত্যায়িত ফটোকপি।
৩. আবেদনকারীর ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি।
৪. ব্যবসা যদি যৌথভাবে পরিচালিত হয় তাহলে ৩০০ টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে পার্টনার শিপের অঙ্গীকারনামা/শর্তাবলী জমা দিতে হবে।
খ) ফ্যাক্টরির ট্রেড লাইসেন্স এর ক্ষেত্রে (𝐈𝐧 𝐜𝐚𝐬𝐞 𝐨𝐟 𝐅𝐚𝐜𝐭𝐨𝐫𝐲 𝐓𝐫𝐚𝐝𝐞 𝐋𝐢𝐜𝐞𝐧𝐬𝐞)
১) পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের কপি।
২) প্রস্তাবিত ফ্যাক্টরি/কারখানার পার্শ্ববর্তী অবস্থান/স্থাপনার বিবরণসহ নকশা/লোকেশন ম্যাপ।
৩) প্রস্তাবিত ফ্যাক্টরি/কারখানার পাশ্ববর্তী অবস্থান/স্থাপনার মালিকের অনাপত্তিনামা।
৪) ফায়ার সার্ভিস এর ছাড়পত্র।
গ) সিএনজি ষ্টেশন/দাহ্য পদার্থ ব্যবসার ক্ষেত্রে বিস্ফোরক অধিদপ্তর/ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র/অনুমতিপত্র
ঘ) ক্লিনিক/প্রাইভেট হাসপাতালের ক্ষেত্রে ডিরেক্টর জেনারেল– স্বাস্থ্য, কর্তৃক অনুমতিপত্র
ঙ) লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কোম্পানির মেমোরেন্ডাম অব আর্টিকেল অথবা সার্টিফিকেট অব ইনকর্পোরেশন
চ) প্রিন্টিং প্রেস এবং আবাসিক হোটেল এর ক্ষেত্রে ডেপুটি কমিশনার, কর্তৃক অনুমতিপত্র
ছ) রিক্রুটিং এজেন্সির ক্ষেত্রে মানব সম্পদ রপ্তানী ব্যুরো কর্তৃক প্রদত্ত লাইসেন্স
জ) অস্ত্র ও গোলা-বারুদ এর ক্ষেত্রে অস্ত্রের লাইসেন্স
ঝ) ঔষধ ও মাদকদ্রব্যের ক্ষেত্রে ড্রাগ লাইসেন্স এর কপি
ট) ট্রাভেলিং এজেন্সির ক্ষেত্রে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অনুমতি।

আরো বিস্তারিত জানতে Legal problem solutions সাথে যোগাযোগ করুন।

𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐔𝐒,
Call for Free Consultation: 01747-482517
Call +880 1747-482517 (WhatsApp, or Viber)
Mail us at: [email protected]
𝐕𝐢𝐬𝐢𝐭 𝐍𝐨𝐰:
https://wa.me/c/8801747482517

📌 G-5, bti Centara Grand, 144. 144/1 Green Road, Dhaka-1215, Bangladesh.


আমদানি ও রপ্তানি লাইসেন্স,,,,,, আমদানি ও রপ্তানি বাণিজ্যের জন্য আপনাকে প্রাথমিকভাবে যে অনুমতি পত্র গ্রহন করতে হয় তা আমদা...
03/02/2024

আমদানি ও রপ্তানি লাইসেন্স,,,,,,

আমদানি ও রপ্তানি বাণিজ্যের জন্য আপনাকে প্রাথমিকভাবে যে অনুমতি পত্র গ্রহন করতে হয় তা আমদানি লাইসেন্স (IRC) & রপ্তানি লাইসেন্স (ERC) License.
প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টিকে থাকতে গিয়ে এই লাইসেন্স সংগ্রহ/নবায়ন করতে অনেকেই আমলাতান্ত্রিক জটিলতার মুখমুখী হন,যার ফলশ্রুতীতে আপনার ব্যাবসা বাণিজ্য হুমকির মুখে পরে। তাই খুব সহজে দ্রুত সময়ে IRC & ERC License করতে/নবায়ন করতে প্রয়োজনীয় কাগজপত্র তৈরী রাখুন-ঃ

(যদি ব্যক্তিমালিকাধীন প্রতিষ্ঠান হয়)

১। মালিকের জাতীয় পরিচয়পত্র (NID)
এটা নিয়ে বিস্তারিত বলার কিছু নেই ৷ এখন সবখানেই প্রতিষ্ঠানের মালিকের জাতীয় পরিচয় পত্র বাধ্যতামুলক ৷

২। মালিকের ছবি (Picture)
আপনার সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ৷

৩। ট্রেড লাইসেন্স (Trade License)
ট্রেড লাইসেন্স বাধ্যতামুলক ৷ আপনি প্রথমেই ট্রেড লাইসেন্স করে নিবেন ৷ ট্রেড লাইসেন্স কিভাবে করতে হয় সেটা আপনারা সবাই কম বেশী জানেন৷

৪। ট্রেড লাইসেন্স ঠিকানায় ব্যাংক সলভেন্সী (Bank Solvency)
ট্রেড লাইসেন্স করার কাজ শেষ হলে ব্যাংক এ্যাকাউন্ট করার পালা ৷ ব্যাংকে আপনার প্রতিষ্ঠানের নামে একটি এ্যাকাউন্ট খুলবেন ৷ কোন মতেই ভিন্ন নাম দিবেননা ৷ এবার কিছু লেনদেন করুন ৷ কিছু দিন পর ব্যাংক কে বলবেন আপনাকে একটি ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিতে ৷

৫। ট্রেড লাইসেন্স ঠিকানায় ই-টিআইএন (Tin Certificate)
টিন সার্টফিকেট এখন অনলাইনে সহজেই পাওয়া যায় ৷ আপনি নিজেও আপনার টিন সার্টফিকেট নিতে পারবেন ৷ এটা করতে কোন ফি লাগেনা।

৬৷ ভ্যাট সার্টফিকেট (VAT Certificate)
এখন প্রত্যেকটি উৎপাদন, সার্ভিস প্রদান কারী ইত্যাদি প্রতিষ্ঠানের জন্য ভ্যাট বাধ্যতামুলক ৷ অনলাইনে সহযেই ভ্যাট রেজিট্রেশন করা যায় ৷ তবে এক্সপার্ট কারো কাছে সাহায্য নিয়ে সহজেই কাজটি করে নিতে পারবেন ৷

৭। সংশ্লিষ্ট এসোসিয়েশনের সদস্যতা সনদ (মেম্বারশীপ সার্টিফিকেট) এবং সর্বশেষ আপনাকে যে কোন একটি ব্যবসায়ী সংঘঠনের থেকে সার্টফিকেট নিতে হবে ৷

তবে যদি আপনার লিমিটেড কোম্পানী হয় সে ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালকের ছবি ও জাতীয় পরিচয়পত্র। এছাড়া মেমোরেন্ডাম আর্টিকেল, ইনকর্পোরেশন এবং ফরম-১২। যা আপনাকে RJSC থেকে দিবে।

আরো বিস্তারিত জানতে Legal Problem Solution সাথে যোগাযোগ করুন।

𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐔𝐒,
Call for Free Consultation: 01747-482517
Call +880 1747-482517 (WhatsApp, or Viber)
Mail us at: [email protected]
𝐕𝐢𝐬𝐢𝐭 𝐍𝐨𝐰:
https://wa.me/c/8801747482517

📌 G-5, bti Centara Grand, 144. 144/1 Green Road, Dhaka-1215, Bangladesh.


আপনার পরিচয় গড়তে ট্রেড লাইসেন্স নিন এখনি? 🟪 ব্যবসা শুরুর ক্ষেত্রে সব থেকে চ্যালাঞ্জিং হলো কাগজপত্র সঠিক রেখে শুরু করা।🟦 ...
24/01/2024

আপনার পরিচয় গড়তে ট্রেড লাইসেন্স নিন এখনি?

🟪 ব্যবসা শুরুর ক্ষেত্রে সব থেকে চ্যালাঞ্জিং হলো কাগজপত্র সঠিক রেখে শুরু করা।

🟦 ব্যাবসার শুরুতেই সবার আগে প্রয়োজন হয় ট্রেড লাইসেন্স, যা ছাড়া ব্যাবসার কোন বাস্তবিক পরিচয় নাই, না ব্যাংকিং কোন প্রোফাইল বা কোন সুযোগ সুবিধা।

🟨 জাতীয় পরিচয় পত্র না থাকলে আপনার নাগরিক হিসেবে যেমন কোন স্বীকৃতিই নেই, তেমনি উদ্যোক্তা হিসেবে "ট্রেড লাইসেন্স" না থাকলে আপনার উদ্যোগের ও কোন স্বীকৃতিই নেই।

🟫 উদ্যোক্তাদের ব্যাবসায়িক সুযোগ গ্রহন ও আইনি ঝামেলা এড়াতে নিজের ব্যাবসার ধরনের উপর ভিত্তি করে ট্রেড লাইসেন্স গ্রহন করতে হবে।ব্যাবসার ধরনের উপর ভিত্তি করে ট্রেড লাইসেন্স এর ভিত্তি মূল্য, সাইনবোর্ড কর, ভ্যাট ও বই ফি দিয়ে ট্রেড লাইসেন্স এর জন্যে আপনাকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদ) থেকে ট্রেড লাইসেন্স ফর্ম সংগ্রহ, ব্যাবসার ঠিকানা, মালিকানা এর ধরন, ব্যাবসার ধরন এগুলো বিস্তারিত লিখে ও প্রযোজনীয় কাগজপএ দিয়ে আবেদন করতে হবে।এরপর স্থানীয় সরকার (সিটি করপোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদ) থেকে এড্রেস ভেরিফিকেশনের পর পেয়ে যাবেন আপনার ট্রেড লাইসেন্স।

আরো বিস্তারিত জানতে যে কোন সহায়তায় পেতে
Legal problem solutions পাশে আছে সবসময়।

🔎𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐔𝐒,
Call for Free Consultation: ☎️01747-482517
Call +880 1747-482517 (WhatsApp, or Viber)
Mail us at: [email protected]
𝐕𝐢𝐬𝐢𝐭 𝐍𝐨𝐰:
https://wa.me/c/8801747482517

📌 G-5, bti Centara Grand, 144. 144/1 Green Road, Dhaka-1215, Bangladesh.


আপনার ব্যবসার প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স কতটা জরুরী এবং কিভাবে করবেন ?নাগরিক হিসেবে যেমন জাতীয় পরিচয় পত্র থাকা বাধ্যত...
13/12/2023

আপনার ব্যবসার প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স কতটা জরুরী এবং কিভাবে করবেন ?

নাগরিক হিসেবে যেমন জাতীয় পরিচয় পত্র থাকা বাধ্যতামূলক,

তেমনি উদ্যোক্তা হিসেবে "ট্রেড লাইসেন্স" না থাকলে আপনার ব্যবসার কোন স্বীকৃতি বা আইনি লাইসেন্স নেই। ফলে যেকোন ধরনের অনুদান, ব্যবসায়িক ব্যাংক একাউন্ট, প্রণোদনা বা ব্যবসায়িক সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে অনেক দেশীয় উদ্যোক্তারা। এছাড়াও যেকোন মুহুর্তে পড়তে পারেন আইনি জটিলতায় ।

তাই নিজের ব্যবসার ধরনের উপর ভিত্তি করে ট্রেড লাইসেন্স গ্রহন করুন।

ট্রেড লাইসেন্স এর জন্যে আপনাকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদ) এ যোগাযোগ করতে হবে।

সেখান থেকে ট্রেড লাইসেন্স ফর্ম সংগ্রহ করে, বিস্তারিত বিবরণ যেমন ব্যবসার ঠিকানা, মালিকানা এর ধরন, ব্যবসার ধরন এগুলো বিস্তারিত লিখে, জাতীয় পরিচয় পত্র ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে
আবেদন করতে হবে।

ব্যবসা এর ধরনের উপর ভিত্তি করে ট্রেড লাইসেন্স এর ভিত্তি মূল্য, সাইনবোর্ড কর, ভ্যাট, বই মূল্য, এগুলো দিয়ে আপনি আবেদন করতে পারবেন।

ঠিকানা ভেরিফিকেশন এর পর পেয়ে যাবেন আপনার ট্রেড লাইসেন্স।
আরো বিস্তারিত জানতে Legal problem solutions সাথে যোগাযোগ করুন।

𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐔𝐒,
Call for Free Consultation: 01747-482517
Call +880 1747-482517 (WhatsApp, or Viber)
Mail us at: [email protected]
𝐕𝐢𝐬𝐢𝐭 𝐍𝐨𝐰:
https://wa.me/c/8801747482517

📌 G-5, bti Centara Grand, 144. 144/1 Green Road, Dhaka-1215, Bangladesh.


আয়কর রিটার্ন শুরু হয়ে গেল ‍আয়কর রির্টান ২০২৩-২০২৪...!!অনেকে না বুঝে ভুল রিটার্ন দাখিল করেন। বুঝে শুনে সঠিক ভাবে রিটার্ন ...
19/11/2023

আয়কর রিটার্ন

শুরু হয়ে গেল ‍আয়কর রির্টান ২০২৩-২০২৪...!!
অনেকে না বুঝে ভুল রিটার্ন দাখিল করেন। বুঝে শুনে সঠিক ভাবে রিটার্ন দাখিল করুন। ভুল রিটার্ন দাখিলের জন্য আপনার রিটার্ন অডিটে পরতে পারে। অযথা বাড়তি ঝামেলা ও জরিমানা থেকে দূরে থাকুন। তাই আপনার রিটার্ন নির্ভূল ভাবে দাখিল করুন।

করবর্ষ ২০২৩-২০২৪ এর আয়কর রির্টান দাখিল করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ (০১.০৭.২২--৩০.০৬.২৩)

1. E-TIN Certificate
2. NID
3. Bank Statements
4. Salary Certificate/ Statement
5. Business Income Details with Trade License
6. Last Year Income Tax Return Copy
7. TAX Challan and AIT Documents
8. D.P.S/FDR
9. Insurance Certificate
10. Share Market Investment
11. Sanchaypatro
12. Land/Flat
13. Motor Vehicle
14. Gold
15. Furniture
16. Electric Equipment
17. Bank Loan
18. Others Loan

এগুলার মধ্যে যা যা আছে তাই দিবেন। এগুলো ছাড়াও যদি কিছু থাকে তবে তা অবশ্যই দিবেন।

আপনি আমাদের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করতে চাইলে উপরের তথ্য গুলোর মধ্যে আপনার যা যা আছে তা আমাদের ইনবক্সে দিন।

এছাড়াও আমরা নিম্নোক্ত সেবা দিয়ে থাকি।

* ভ্যাট রিটার্ণ
* ব্যক্তি ও কোম্পানি ট্যাক্স রিটার্ণ
* জয়েন্ট স্টক কোম্পানির রিটার্ণ
* এ্যাকাউন্টিং ও অডিট
* লিমিটেড কোম্পানি গঠন ।
* পার্টনারশীপ কোম্পানি গঠন ।
* ই-টিন ।
* আইআরসি ।
* ইআরসি ।
* বিডা।
* ফায়ার ।
* কলকারখানা ।
* পরিবেশ।
* সকল লাইসেন্স নবায়ন ।
* এসোসিয়েশন মেম্বারশীপ ইত্যাদি ।

আরো বিস্তারিত জানতে Legal problem solutions সাথে যোগাযোগ করুন।

𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐔𝐒,
Call for Free Consultation: 01747-482517
Call +880 1747-482517 (WhatsApp, or Viber)
Mail us at: [email protected]
𝐕𝐢𝐬𝐢𝐭 𝐍𝐨𝐰:
https://wa.me/c/8801747482517

📌 G-5, bti Centara Grand, 144. 144/1 Green Road, Dhaka-1215, Bangladesh.


২০২৩-২০২৪ করবর্ষে  রিটার্ন জমাদানের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৩ইং।📣 আয়কর আইন ২০২৩ এ সকল গণকর্মচারী ও TIN নিবন্ধনকারীদের আয়...
31/10/2023

২০২৩-২০২৪ করবর্ষে রিটার্ন জমাদানের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৩ইং।

📣 আয়কর আইন ২০২৩ এ সকল গণকর্মচারী ও TIN নিবন্ধনকারীদের আয়কর রিটার্ন জমা দেয়া বাধ্যতামূলক।

⚠️২০২৩-২০২৪ করবর্ষে রিটার্ন জমাদানের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৩ইং।

⛔ ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা না দিলে কর রেয়াত ও কর অব্যাহতির সুবিধা প্রাপ্ত হবেন না সেই সাথে গুণতে হবে অতিরিক্ত কর এবং জরিমানা।☠️

📒আয়কর বর্ষ ২০২৩-২০২৪ এ আয়কর রিটার্ন জমা দিতে আপনার যা যা প্রয়োজন -

#ব্যক্তিগত_তথ্য🚻
1. Photocopy of E-TIN certificate.
2. Photocopy of NID.

#চাকুরির_তথ্য👔
1. Salary certificate.
2. Bank statement from 01-07-2021 to 30-06-2022.
3. Provident fund info. (if any)

#বিনিয়োগের_তথ্য💵💵
1. D.P.S (যদি থাকে)
2. Insurance certificate (যদি থাকে).
3. Share Market Investment (যদি থাকে)
4. (সঞ্চয় পত্র - যদি থাকে)

#সম্পদ_ও_দায়_বিবরনী🏠
1. House, Apartment (যদি নিজ নামে থাকে)
2. Land, Car , Furniture , Electronics, etc. (যদি নিজের নামে থাকে)
3. Bank Loan info. (যদি নিজ নামে হয়)
4. Others Loan (যদি নিজ নামে হয়)।

বি দ্রঃ যদি আপনি আগে রিটার্ন জমা দিয়ে থাকেন তাহলে অবশ্যই ঐ রিটানের একটি কপি লাগবে।

আরো বিস্তারিত জানতে Legal problem solutions সাথে যোগাযোগ করুন।

𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐔𝐒, ☎️
Call for Free Consultation: 01747-482517
Call +880 1747-482517 (WhatsApp, or Viber)
Mail us at: [email protected]
𝐕𝐢𝐬𝐢𝐭 𝐍𝐨𝐰:
https://wa.me/c/8801747482517

📌 G-5, bti Centara Grand, 144. 144/1 Green Road, Dhaka-1215, Bangladesh.


আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য যে সব বিষয় জানতে হবে।রিটার্ন জমার মৌসুম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সে জন্য এখন থেকেই আপনাকে প্...
09/10/2023

আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য যে সব বিষয় জানতে হবে।

রিটার্ন জমার মৌসুম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সে জন্য এখন থেকেই আপনাকে প্রস্তুতি নিতে হবে। কারণ, নতুন আয়কর আইনে কিছু পরিবর্তন আনা হয়েছে। পুরোনো ফরমে এবার রিটার্ন জমা দেওয়া যাবে না। আইনের নতুন ধারা অনুযায়ী রিটার্ন সাজাতে হবে।

নতুন আয়কর আইনে আপনাকে বার্ষিক আয়-ব্যয়ের খবর জানিয়ে তবেই রিটার্ন জমা দিতে হবে। রিটার্ন জমার মৌসুম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সে জন্য এখন থেকেই আপনাকে প্রস্তুতি নিতে হবে। কারণ, পুরোনো ফরমে আর রিটার্ন জমা দেওয়া যাবে না। আইনের নতুন ধারা অনুযায়ী রিটার্ন সাজাতে হবে। এটি বুঝতে আপনার কিছু সময় লেগেও যেতে পারে।

নতুন আইনের আলোকে আপনি কীভাবে রিটার্ন তৈরি করবেন, সেটিই এখানে তুলে ধরা হয়েছে। চলুন দেখা যাক কোথায় কী পরিবর্তন ঘটল। প্রথমেই বলা যায়, করমুক্ত আয়ের ও সারচার্জের সীমা বেড়েছে। যা-ই হোক, আবার এক পাতার রিটার্ন ফরম তৈরি হয়েছে।

বর্তমানে দেশে প্রায় ৯০ লাখ টিআইএনধারী আছেন। তাঁদের মধ্যে প্রতিবছর ৩০ লাখের মতো লোক নিজেদের আয়-ব্যয়ের বিস্তারিত জানিয়ে রিটার্ন জমা দেন। রিটার্ন জমার সময় হলো ১ জুলাই থেকে ৩০ নভেম্বর।

নতুন আইন অনুযায়ী, জীবনযাত্রার বিবরণীতে ৯ ধরনের তথ্য দিতে হবে। এগুলো হচ্ছে ব্যক্তিগত ও পরিবারের ভরণপোষণের ব্যয়, আবাসনসংক্রান্ত খরচ, গাড়ির ব্যয়, পরিষেবা খরচ, শিক্ষা ব্যয়, নিজ খরচে দেশ-বিদেশ ভ্রমণ ও অবকাশসংক্রান্ত তথ্য, উৎসবের খরচ, সঞ্চয়পত্রসহ অন্যান্য উৎসে করের হিসাব এবং প্রাতিষ্ঠানিক ও অন্যান্য উৎস থেকে নেওয়া ঋণের সুদ পরিশোধের তথ্য।

করমুক্ত আয়সীমা বৃদ্ধি

ব্যক্তিশ্রেণির করদাতারা তিন-চার মাস আগেই চলতি ২০২৩-২৪ অর্থবছরে বার্ষিক করমুক্ত আয়সীমা তিন লাখ থেকে বাড়িয়ে সাড়ে ৩ লাখ টাকা করার সুখবর পেয়েছেন। সেই সঙ্গে নারী করদাতা ও ৬৫ বছরের বেশি বয়সী করদাতাদের করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করা হয়েছে, যা তৃতীয় লিঙ্গের করদাতা ও প্রতিবন্ধী করদাতাদের জন্য ৪ লাখ ৭৫ হাজার টাকা এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতাদের ক্ষেত্রে ৫ লাখ টাকা করা হয়।

আপনার আয় করমুক্ত সীমা অতিক্রম করলেই ন্যূনতম কর দিতে হবে। সে ক্ষেত্রে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং চট্টগ্রাম সিটির করদাতাদের ৫ হাজার টাকা; অন্যান্য সিটির করদাতাদের ৪ হাজার টাকা এবং বিভিন্ন এলাকার করদাতাদের ন্যূনতম ৩ হাজার টাকা কর দিতেই হবে।

এবারের বাজেটে সারচার্জে ধনীদের ছাড় দেওয়া হয়েছে। এত দিন তিন কোটি টাকার বেশি সম্পদ থাকলেই সারচার্জ দেওয়া বাধ্যতামূলক ছিল। এবারের বাজেটে এই সীমা বাড়িয়ে চার কোটি টাকা করা হয়েছে।

যাঁদের রিটার্ন দেওয়া বাধ্যতামূলক

দেশে সব মিলিয়ে ৪৩টি সরকারি-বেসরকারি সেবা নিতে আগের মতো রিটার্ন জমার রসিদ লাগবে। গত বছর পর্যন্ত ৩৮টি সেবা পেতে রিটার্ন জমার রসিদ লাগত। নতুন আয়কর আইনে পাঁচটি সেবা যোগ করা হয়েছে। সেবাগুলো হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক সিটি করপোরেশন এলাকায় বাড়িভাড়া বা লিজ গ্রহণ (বাড়ির মালিক); নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক সেবা বা পণ্য গ্রহণ (সরবরাহকারী); ট্রাস্ট, তহবিল, ফাউন্ডেশন, এনজিও, ক্ষুদ্রঋণ বিতরণকারী সংস্থা, সোসাইটি ও সমবায় সমিতির ব্যাংক হিসাব খোলা ও চালু রাখা; স্ট্যাম্প, কোর্ট ফি ও কার্টিজ পেপারে ভেন্ডর বা দলিল লেখক হিসেবে নিবন্ধন, লাইসেন্স বা তালিকাভুক্ত করা বা বহাল রাখা; রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বা সরকার কর্তৃক বিভিন্ন সময়ে গঠিত এমন কর্তৃপক্ষ বা অন্যান্য সিটি করপোরেশন ও পৌরসভায় অনুমোদনের জন্য ভবন নকশার আবেদন দাখিল।

আগে থেকেই রিটার্ন জমার রসিদ দেওয়ার বাধ্যবাধকতা আছে, সেগুলোর মধ্যে অন্যতম হলো ২০ লাখ টাকার বেশি ঋণের জন্য আবেদন করলে; ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনলে; গাড়ি থাকলে, ক্রেডিট কার্ড নিলে; সরকার থেকে ১৬ হাজার টাকার বেশি বেতন পেলে; কোনো কোম্পানির পরিচালক বা শেয়ারহোল্ডার হলে; ব্যবসায়ী সমিতির সদস্য হলে; কারও সন্তান বা পোষ্য ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করলে; অস্ত্রের লাইসেন্স নিলে; উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ, সিটি করপোরেশন ও জাতীয় নির্বাচনে প্রার্থী হলে।

৫ লাখ টাকার কম আয়ে এক পাতার রিটার্ন

বার্ষিক করযোগ্য আয় পাঁচ লাখ টাকার কম হলে ও সম্পদের পরিমাণ ৪০ লাখ টাকার নিচে থাকলে এবার এক পাতার আয়কর বিবরণী জমা দিলেই হবে। এ ধরনের করদাতার জন্য এক পাতার একটি ফরম প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এক পাতার ওই ফরমে সব মিলিয়ে ১৬ ধরনের তথ্য দিতে হবে। এগুলো হচ্ছে নাম, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন), সার্কেল, কর অঞ্চল, করবর্ষ, আবাসিক মর্যাদা, মোবাইল নম্বরসহ যোগাযোগের ঠিকানা, আয়ের উৎস, মোট পরিসম্পদ, মোট আয়, আরোপযোগ্য কর, কর রেয়াত, প্রদেয় কর, উৎসে কাটা করের পরিমাণ (যদি থাকে), এই রিটার্নের সঙ্গে প্রদত্ত কর, জীবনযাপন ব্যয়।

যেসব কাগজ জমা দিতে হবে

আয়কর বিবরণী দাখিলের সময় প্রমাণ হিসেবে কিছু কাগজপত্র জমা দিতে হয়। এখন সেসব কাগজপত্র জোগাড় করতে হবে। এগুলোর অন্যতম হলো বেতন খাতের আয়ের দলিল, সিকিউরিটিজের ওপর সুদ আয়ের সনদ, ভাড়ার চুক্তিপত্র, পৌরকরের রসিদ, বন্ধকি ঋণের সুদের সনদ, মূলধনি সম্পদের বিক্রয় কিংবা ক্রয়মূল্যের চুক্তিপত্র ও রসিদ, মূলধনি ব্যয়ের আনুষঙ্গিক প্রমাণপত্র, শেয়ারের লভ্যাংশ পাওয়ার ডিভিডেন্ড ওয়ারেন্ট, সুদের ওপর উৎসে কর কাটার সার্টিফিকেট।

কর রেয়াত নিতে চাইলে বেশ কিছু কাগজপত্র লাগবে। সেগুলোর মধ্যে অন্যতম হলো জীবনবিমার কিস্তির প্রিমিয়াম রসিদ, ভবিষ্য তহবিলে চাঁদার সনদ, ঋণ বা ডিবেঞ্চার, সঞ্চয়পত্র, শেয়ারে বিনিয়োগের প্রমাণপত্র, ডিপোজিট পেনশন স্কিমের (ডিপিএস) চাঁদার সনদ, কল্যাণ তহবিলের চাঁদা ও গোষ্ঠী বিমার কিস্তির সনদ, জাকাত তহবিলে দেওয়া চাঁদার সনদ।

২২ খাতের আয়ে কর অব্যাহতি

একজন করদাতাকে তাঁর সব ধরনের আয়ের ওপর কর দিতে হয় না। কোনো কোনো আয় পুরোপুরি করমুক্ত; আবার কোনো আয়ে নির্দিষ্ট সীমা পর্যন্ত কর অব্যাহতি সুবিধা মেলে। নতুন আয়কর আইনে এমন ২২টি খাত চিহ্নিত করা হয়েছে।

এই খাতগুলোর মধ্যে রয়েছে সরকারি পেনশন তহবিল থেকে করদাতার গৃহীত বা বকেয়া পেনশন; সরকারি আনুতোষিক তহবিল থেকে করদাতার প্রাপ্ত ২ কোটি ৫০ লাখ টাকা পর্যন্ত; পেনশনার সেভিংস সার্টিফিকেট থেকে সুদ হিসেবে গৃহীত কোনো অর্থ বা গৃহীত অর্থের সমষ্টি, যে ক্ষেত্রে সংশ্লিষ্ট আয় করবর্ষের শেষে উক্ত সার্টিফিকেটের বিনিয়োগ করা অর্থের মোট পুঞ্জীভূত অর্জিত মূল্য/প্রকৃত মূল্য/আক্ষরিক মূল্য/ক্রয়মূল্য (অনধিক ৫ লাখ টাকা পর্যন্ত); বিদেশে উপার্জিত কোনো আয়; কোনো করদাতা কর্তৃক ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট ফান্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড, ইউরো প্রিমিয়াম বন্ড, ইউরো ইনভেস্টমেন্ট বন্ড, পাউন্ড স্টার্লিং ইনভেস্টমেন্ট বন্ড বা পাউন্ড স্টার্লিং প্রিমিয়াম বন্ড থেকে গৃহীত আয়; শর্ত সাপেক্ষে দুই লাখ টাকা পর্যন্ত ‘কৃষি থেকে আয়’; পুরস্কারের অর্থ; তথ্যপ্রযুক্তি খাতের ২৭ ধরনের আয়।

মোবাইল রিচার্জের খবর জানাতে হবে

বার্ষিক পাঁচ লাখ টাকার বেশি আয় এবং ৪০ লাখ টাকার বেশি সম্পদ থাকলেই সম্পদের বিবরণীসহ জীবনযাত্রার বিবরণী জমা দিতেই হবে।

জীবনযাত্রার খরচের বিবরণীতে এবার মোবাইল ফোনের রিচার্জ, ইন্টারনেট প্যাকেজের তথ্যও দিতে হবে। নতুন আয়কর আইন অনুযায়ী, রিটার্ন জমার সময় জীবনযাত্রার খরচের বিবরণী দাখিলের সব তথ্য দিতে হবে। এ ছাড়া গ্যাস, পানি ও বিদ্যুৎ বিলের তথ্যও দিতে হবে। আইটি ১১গ (২০২৩) ফরমে জীবনযাত্রার ব্যয়-সম্পর্কিত বিষয়াবলি দিতে হয়।

নতুন আইন অনুযায়ী, জীবনযাত্রার বিবরণীতে ৯ ধরনের তথ্য দিতে হবে। এগুলো হচ্ছে ব্যক্তিগত ও পরিবারের ভরণপোষণের ব্যয়, আবাসনসংক্রান্ত খরচ, গাড়ির ব্যয়, পরিষেবা খরচ, শিক্ষা ব্যয়, নিজ খরচে দেশ-বিদেশ ভ্রমণ ও অবকাশসংক্রান্ত তথ্য, উৎসবের খরচ, সঞ্চয়পত্রসহ অন্যান্য উৎসে করের হিসাব এবং প্রাতিষ্ঠানিক ও অন্যান্য উৎস থেকে নেওয়া ঋণের সুদ পরিশোধের তথ্য।

আরো বিস্তারিত জানতে Legal problem solutions সাথে যোগাযোগ করুন।

𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐔𝐒,
Call for Free Consultation: 01747-482517
Call +880 1747-482517 (WhatsApp, or Viber)
Mail us at: [email protected]
𝐕𝐢𝐬𝐢𝐭 𝐍𝐨𝐰:
https://wa.me/c/8801747482517

📌 G-5, bti Centara Grand, 144. 144/1 Green Road, Dhaka-1215, Bangladesh.


আমদানি ও রপ্তানি ব্যবসা ?আপনিও শুরু করতে পারেন লাভজনক আমদানি রপ্তানি ব্যবসা। তবে আমদানি রপ্তানি ব্যবসা শুরু করতে হলে আমদ...
04/10/2023

আমদানি ও রপ্তানি ব্যবসা ?

আপনিও শুরু করতে পারেন লাভজনক আমদানি রপ্তানি ব্যবসা। তবে আমদানি রপ্তানি ব্যবসা শুরু করতে হলে আমদানি ও রপ্তানির লাইসেন্স করতে হবে। আমদানি লাইসেন্সকে বলা হয় ইমপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট (IRC) এবং রপ্তানি লাইসেন্সকে বলা হয় এক্সপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট (ERC)। আজকে আমরা দেখবো কিভাবে ইমপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট (IRC) করা যায়।

ইমপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট পেতে নিম্নলিখিত ধাপসমূহঃ

১. আমদানি ও রপ্তানির চীফ কন্ট্রোলারের অফিস থেকে আমদানি নিবন্ধন ফরম সংগ্রহ করুন।

২. আমদানি লাইসেন্স নিবন্ধনের জন্য নির্ধারিত হারে নিবন্ধন ফি জমা দিতে হয়। বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকের শাখায় সিডিউল ফি জমা দিন।

৩. নির্ধারিত ফিস সহ আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন ফরম পূরণ পূর্বক আমদানি ও রপ্তানির চীফ কন্ট্রোলারের অফিস জমা দিন।

প্রয়োজনীয় কাগজপত্রসমূহ

• প্রতিষ্ঠানের নাম ও ঠিকানায় হালনাগদকৃত ট্রেড লাইসেন্স

• ই-টিনআইএন/আয়কর প্রত্যয়নপত্র

• প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছলতা সম্পর্কিত মনোনীত ব্যাংক কর্তৃক প্রত্যয়নপত্র বা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট

• স্বীকৃত চেম্বার/ব্যবসায় সংশ্লিষ্ট ট্রেড এসোসিয়েশনের হালনাগদকৃত সদস্যতা সনদ

• আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র ও সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি

• বিশেষায়িত ব্যবসায়ভুক্ত আমদানির ক্ষেত্রে প্রয়োজনীয় লাইসেন্স/অনুমতিপত্র (প্রযোজ্যক্ষেত্রে)

• অংশীদারী ব্যবসায় হলে রেজিস্টার্ড অংশীদারী দলিল (আরজেএসসি/সাব-রেজিস্ট্রি অফিস হতে জারিকৃত)

• লিমিটেড কোম্পনির ক্ষেত্রে সার্টিফিকেট অব ইনকর্পোরেশন, আর্টিক্যাল অব এসোসিয়েশন, মেমোরেন্ডাম অব এসোসিয়েশন

সাধারণভাবে ইমপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট (IRC) এর জন্য উপরোল্লোখিত কাগজপত্রই যথেষ্ট। তবে শিল্প প্রতিষ্ঠান, যৌথ বিনিয়োগ/১০০% বিদেশী বিনিয়োগ, ইন্ডেন্টিং ফার্ম ও বিশেষ উদ্দেশ্যে বা বিশেষ পণ্য আমদানির ক্ষেত্রে আরও কিছু কাগজপত্র জমা দিতে হয়।

আরো বিস্তারিত জানতে Legal problem solutions সাথে যোগাযোগ করুন।

𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐔𝐒,
Call for Free Consultation: 01747-482517
Call +880 1747-482517 (WhatsApp, or Viber)
Mail us at: [email protected]
𝐕𝐢𝐬𝐢𝐭 𝐍𝐨𝐰:
https://wa.me/c/8801747482517

📌 G-5, bti Centara Grand, 144. 144/1 Green Road, Dhaka-1215, Bangladesh.


আবার বাড়ানো হয়েছে ট্রেড লাইসেন্স নবায়ন এর মেয়াদ। ট্রেড লাইসেন্সের নবায়নের মেয়াদ ৩০ শে সেপ্টেম্বর,, উত্তর সিটি কর্প...
03/10/2023

আবার বাড়ানো হয়েছে ট্রেড লাইসেন্স নবায়ন এর মেয়াদ।

ট্রেড লাইসেন্সের নবায়নের মেয়াদ ৩০ শে সেপ্টেম্বর,, উত্তর সিটি কর্পোরেশন আরো দুই মাস সময় বৃদ্ধি করেছেন ৩০ নভেম্বর পর্যন্ত। মেয়াদ শেষ হওয়ার আগে নির্দিষ্ট সময়ের মধ্যে। জরিমানা এড়াতে ট্রেড লাইসেন্স নবায়ন করুন আজ'ই...

তাছাড়া ট্রেড লাইসেন্স নবায়ন করা এখন খুব'ই সহজ। মাত্র ২ মিনিটে নবায়ন প্রসেস করুন Legal Problem Solution সাথে...

১. সর্বশেষ নবায়নকৃত ট্রেড লাইসেন্সের ছবি দিন।
২. ট্রেড লাইসেন্স নবায়নের খরচ জানুন।
৩. ব্যাংক অথবা বিকাশে অনলাইন পেমেন্ট করে অর্ডার কনফার্ম করুন।
৪. সর্বোচ্চ ২ কর্মদিবসে নবায়ন কপি বুঝে নিন।

এই সার্ভিসটি শুধুমাত্র ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য প্রযোজ্য। এছাড়াও নতুন ট্রেড লাইসেন্স, ট্রেড লাইসেন্স সংশোধন, মালিকানা পরিবর্তন, ব্যবসার ধরন সংযুক্তকরণ, ইংরেজিতে অনুবাদ, ট্রেড লাইসেন্স বিলুপ্তকরণ সহ ট্রেড লাইসেন্স সংক্রান্ত যেকোন পরামর্শ ও সহযোগিতার জন্য Legal Problem Solution আছে আপনার পাশে।
𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐔𝐒,
Call for Free Consultation: 01747-482517
Call +880 1747-482517 (WhatsApp, or Viber)

Mail us at: [email protected]
𝐕𝐢𝐬𝐢𝐭 𝐍𝐨𝐰:
https://wa.me/c/8801747482517

📌 G-5, bti Centara Grand, 144. 144/1 Green Road, Dhaka-1215, Bangladesh.


Address

Suite-G-5 (Ground Floor), BTI Centara Grand, Green Road
Dhaka
1215

Opening Hours

Monday 12:00 - 19:00
Tuesday 12:00 - 19:00
Wednesday 12:00 - 19:00
Thursday 12:00 - 19:00
Saturday 12:00 - 19:00
Sunday 12:00 - 19:00

Telephone

+8801747482517

Alerts

Be the first to know and let us send you an email when Legal Problem Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Legal Problem Solution:

Videos

Share

Nearby media companies


Other Dhaka media companies

Show All

You may also like