Fi-Sabilillah

Fi-Sabilillah আমাদের যাত্রা শুরু ২০১১ সাল থেকে...

Please Like & Follow this page to get new posts on your newsfeed.

পেজ নিয়ে কোনও রকম পরামর্শ বা মতামত ও জানাতে পারেন ম্যাসেজ বক্স এ :)

29/05/2023

বাংলাদেশে হিজাব বিতর্কে লাগাম টানলেন আপিল বিভাগ: পরীক্ষা হলে ছাত্রীদেরকে মুখমণ্ডল খোলা রাখতে হবে

বাহ! কী যুক্তি? “শিক্ষক বাবার মত। অত:এব শিক্ষকের সামনে ছাত্রীরা মুখ খোলা রাখলে তাতে কোনও সমস্যা নেই।” তাহলে ছাত্রী-শিক্ষক বিয়ে হয় কীভাবে? ছাত্রী-শিক্ষকের এত এত প্রেম কাহিনী শোনা যায় কেন?

মূলত: ইসলামের দৃষ্টিতে নারীদের জন্য জন্মদাতা পিতা এবং মাহরাম পুরুষ (যাদের সাথে স্থায়ীভাবে বিয়ে নিষিদ্ধ-যেমন: ভাই, দাদা, চাচা, মামা, ভাতিজা, ভাগনে, শ্বশুর ইত্যাদি পুরুষগণ) ছাড়া অন্য কোনও পুরুষের সামনে মুখমণ্ডল খোলা রাখার সুযোগ নেই-যদিও তারা সম্মানের ক্ষেত্রে পিতৃ সমতুল্য। সুতরাং শিক্ষকগণ পিতৃ সমতুল্য হলেও তাদের সামনে পর্দা করা ফরজ। কারণ তারা নন মাহরাম।

- আর নকল প্রতিরোধের ক্ষেত্রে সহজ সমাধান হল, নারীদের জন্য আলাদা পরীক্ষার হলের ব্যবস্থা করা যেখানে, পরীক্ষার গার্ড থাকবে মহিলা শিক্ষকগণ; কোনও পুরুষ নয়।
রাষ্ট্রধর্ম ইসলামকে ধারণকারী ৯২ পার্সেন্ট মুসলিম অধ্যুষিত মুসলিম প্রধান দেশে এতটুকু প্রত্যাশা করা কি খুব বেশি কিছু?
অত:এব পরীক্ষা হলে ছাত্রীদের মুখমণ্ডল খোলা রাখার হাইকোর্ট-এর এমন ইসলাম এবং ধর্ম পালনের সাংবিধানিক স্বাধীনতা বিরোধী সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানানো যাচ্ছে।
মূল খবরের লিংক দেখুন কমেন্টে:
-আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল

28/05/2023

পৃথিবীর কোনো কিছুকেই পুরোপুরিভাবে নিজের মনের মতো করে পাবেন না।
কিন্তু,
আপনার রবকে আপনি যেভাবে চাইবেন সেভাবেই পাবেন।

®

22/05/2023

[সবাইকে বেশি বেশি শেয়ার করার অনুরুধ রইলো]

এক উ/গ্রবাদী লেখক উদ্দেশ্য প্রণোদিতভাবে
হিজাবী বোনদের চরিত্র ও হিজাব নিয়ে
কুরুচিপূর্ণ বই লিখেছে, যার নাম দিয়েছে 'হিজাব রাঙা কন্যা'।
এই বইয়ে লেখক মুসলিম নারীদের নিয়ে
রুচিহীন রসালো, ব্যাঙ্গাত্বক ও হাসি ঠাট্টাভরা
বিভিন্ন নোংরা ফ্যান্টাসি তুলে ধরেছে।
সমস্যা হলো,
এই বই পড়ে পাঠকরা হিজাবী বোনদের ব্যাপারে
ন/ষ্ট ফ্যান্টাসিতে ভাসবে বলে আমার আশংকা।

হিজাব ইসলামের মূল স্তম্ভের একটি।
এটিকে নিয়ে ফ্যান্টাসি করা,
উপহাস ও অবজ্ঞা করে ব্লা/সফেমি অপরাধ।
পাশাপাশি এটি ধর্মীয় উ/সকানি।
বইটি নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করা হোক,
এবং ধর্ম অ/বমাননার দায়ে লেখককে দ/ন্ডিত করা হোক।
আপডেটঃ
রকমারি.কম থেকে বইটি সরানো হয়েছে,
আলহামদুলিল্লাহ।

[সোর্স: শায়েখ মুখতার আহমেদ স্যারের পেইজ থেকে নেওয়া]

কি সব ভয়ংকর কথা বলছে খান সাহেব। আল্লাহ্ যেন তাকে হেদায়েত দান করেন।ভিডিওটি সবাইকে দেখার অনুরুধ রইলো।
21/05/2023

কি সব ভয়ংকর কথা বলছে খান সাহেব। আল্লাহ্ যেন তাকে হেদায়েত দান করেন।

ভিডিওটি সবাইকে দেখার অনুরুধ রইলো।

সবকিছু হালাল হারাম বিবেচনায় করি না..। খান সাহেব। কাতিব টিভি । Beautiful Islam

19/05/2023
“যুবকেরা! তোমরা আখিরাত অন্বেষণ করো। এমন অনেককে দেখেছি, যারা আখিরাত তালাশ করতে গিয়ে দুনিয়াও পেয়ে গেছে। কিন্তু এমন কাউকে দ...
18/05/2023

“যুবকেরা! তোমরা আখিরাত অন্বেষণ করো। এমন অনেককে দেখেছি, যারা আখিরাত তালাশ করতে গিয়ে দুনিয়াও পেয়ে গেছে। কিন্তু এমন কাউকে দেখিনি, যে দুনিয়া তালাশ করতে গিয়ে আখিরাতও পেয়ে গেছে।”

— হাসান আল বসরি (রহ.)

21/04/2023

ঈদ মুবারাক
তাক্বাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম🤲

একটি আদর্শ পরিবার মানেই দুজন দ্বীনদার স্বামী-স্ত্রীর মধুময় ভালোবাসার সংসার❤️❤️❤️❤️
07/04/2023

একটি আদর্শ পরিবার মানেই দুজন দ্বীনদার স্বামী-স্ত্রীর মধুময় ভালোবাসার সংসার❤️❤️❤️❤️

জীবনসঙ্গীর জন্য দুআটা এমন হোক!হে রব!আমায় এমন কাউকে দান করুন, যিনি দুনিয়া ও আখেরাতে আমার সঙ্গী হবে। আমাকে দ্বীনের পথে আগল...
30/03/2023

জীবনসঙ্গীর জন্য দুআটা এমন হোক!

হে রব!
আমায় এমন কাউকে দান করুন, যিনি দুনিয়া ও আখেরাতে আমার সঙ্গী হবে। আমাকে দ্বীনের পথে আগলে রাখবে। খুব করে ভালোবাসবে। এমন ভালোবাসা, যা পছন্দ করেনআপনি এবং আপনার রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

হে রব!
উত্তম জীবনসঙ্গী মিলিয়ে দিন। যে হবে আপনার রঙে রঙ্গিন। আর ভালোবেসে রাঙিয়ে দেবে আমাকেও আপনার রঙে।

ওগো রব!
বাহ্যিক দ্বীনদারিত্ব অনেককেই আজ ঘায়েল করে বসেছে। উপরে দ্বীনদারিত্বের মোড়কে নিজেকে আগলে নিলেও, দিলে দ্বীনদারিত্ব আগলে নিতে পারেনি অনেকে। এমন লোক থেকে রব আমাকে হেফাজত করুন। এমন জীবনসঙ্গী দান করুন, যিনি দ্বীনদার, আর আমাকেও দ্বীনদার বানিয়ে আপনার পথে হাঁটতে শেখাবে।

হে অন্তরের মালিক!

ইলমহীন অন্তর একদম শূন্য। যেকোনো সময় শয়তান ধোঁকা দিতে পারে। এমন একজন জীবনসঙ্গী আমাকে দান করুন, যিনি দ্বীন পালনের মতো সঠিক জ্ঞান রাখে। এমন জ্ঞান যা সমাজে ফিতনা সৃষ্টি করে না। ঈমান ধ্বংস করে না। যার ইলম নিজেকে দ্বীনের পথে রাখতে পারে না তার থেকে আমাকে হেফাজত করুন!
এমন একজনকে দান করুন, যিনি শুধু ইলমের অধিকারী না, আমলেরও করেন যথাযথ প্রবন্দি।

হে কা'বার মালিক!

ফিতনা ভরা যুগে একাকী ঈমান আগলে বাঁচা কঠিন।
হে পরওয়ারদিগার! এমন কাউকে দান করুন, যিনি ফিতনা থেকে আমাকে আগলে রাখবে। নিজেও ফিতনা থেকে বেঁচে থাকবে।
আমি যে একাকী আর ফিতনার সাথে লড়তে পারছি না মালিক!
আমাকে আপনার পছন্দের কাউকে মিলিয়ে দিন, যিনি শুধু আমাকে ভালোবাসবে না, সাথে আপনাকেও ভালোবাসতে শেখাবে। রব আমি যে আপনাকে ভীষণ ভালোবাসতে চাই! চাই প্রিয়মানুষটাকে সঙ্গে নিয়ে আপনার সিজদায় মন ভরে কাঁদতে।

হে আরশের অধিপতি!
এমন কাউকে দান করুন, যার মাধ্যমে পৃথিবীতে আসবে নেক সন্তান! যে হবে ইলমের ময়দানে আলিমগণের রাহবার আর জি-হা-দের ময়দানে মু-জা-হিদদের সিপাহসালার!

হে মালিক!
আমাদের এমন সন্তান দান করুন! যে জন্ম দেবে আপনার ঘর মসজিদে আকসা উদ্ধারকারী সন্তান। যে হবে গজওয়াতুল হিন্দের অংশীদার।

হে রব!
দ্বীনের পূর্ণতা দানে আমার জীবনসঙ্গীকে উত্তমরূপে আমার জীবনে মিলিয়ে দিন। সে যেন হয় সম্ভ্রান্ত পরিবারের সন্তান। যাকে দেখে এক দেখায় আমার মন ভরে যাবে। আর তখন আপনার দুয়ারে কৃতজ্ঞতা আদায় করে বলব—মালিক আলহামদুলিল্লাহ! আমি জিতেছি, চাওয়া জিনিসটা থেকেও আপনার কাছে ভীষণ বেশি পেয়েছি।

~আদিব সালেহ।

আমিন ছুম্মা আমিন ইয়া রব'!🥹🤲🏻

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Fi-Sabilillah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category