29/05/2023
বাংলাদেশে হিজাব বিতর্কে লাগাম টানলেন আপিল বিভাগ: পরীক্ষা হলে ছাত্রীদেরকে মুখমণ্ডল খোলা রাখতে হবে
বাহ! কী যুক্তি? “শিক্ষক বাবার মত। অত:এব শিক্ষকের সামনে ছাত্রীরা মুখ খোলা রাখলে তাতে কোনও সমস্যা নেই।” তাহলে ছাত্রী-শিক্ষক বিয়ে হয় কীভাবে? ছাত্রী-শিক্ষকের এত এত প্রেম কাহিনী শোনা যায় কেন?
মূলত: ইসলামের দৃষ্টিতে নারীদের জন্য জন্মদাতা পিতা এবং মাহরাম পুরুষ (যাদের সাথে স্থায়ীভাবে বিয়ে নিষিদ্ধ-যেমন: ভাই, দাদা, চাচা, মামা, ভাতিজা, ভাগনে, শ্বশুর ইত্যাদি পুরুষগণ) ছাড়া অন্য কোনও পুরুষের সামনে মুখমণ্ডল খোলা রাখার সুযোগ নেই-যদিও তারা সম্মানের ক্ষেত্রে পিতৃ সমতুল্য। সুতরাং শিক্ষকগণ পিতৃ সমতুল্য হলেও তাদের সামনে পর্দা করা ফরজ। কারণ তারা নন মাহরাম।
- আর নকল প্রতিরোধের ক্ষেত্রে সহজ সমাধান হল, নারীদের জন্য আলাদা পরীক্ষার হলের ব্যবস্থা করা যেখানে, পরীক্ষার গার্ড থাকবে মহিলা শিক্ষকগণ; কোনও পুরুষ নয়।
রাষ্ট্রধর্ম ইসলামকে ধারণকারী ৯২ পার্সেন্ট মুসলিম অধ্যুষিত মুসলিম প্রধান দেশে এতটুকু প্রত্যাশা করা কি খুব বেশি কিছু?
অত:এব পরীক্ষা হলে ছাত্রীদের মুখমণ্ডল খোলা রাখার হাইকোর্ট-এর এমন ইসলাম এবং ধর্ম পালনের সাংবিধানিক স্বাধীনতা বিরোধী সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানানো যাচ্ছে।
মূল খবরের লিংক দেখুন কমেন্টে:
-আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল