Sayem's World

Sayem's World Video Creator
(7)

ইদানিং খুব অলস হয়ে গেছি 😔 আরেকটু সতেজ হওয়া দরকার 🤗। ভাবছি, কিছু বাংলাদেশী কন্টেন্ট এই মাসে রিলিজ করবো। দেখি, পারি কিনা.....
04/12/2024

ইদানিং খুব অলস হয়ে গেছি 😔 আরেকটু সতেজ হওয়া দরকার 🤗। ভাবছি, কিছু বাংলাদেশী কন্টেন্ট এই মাসে রিলিজ করবো। দেখি, পারি কিনা...

26/11/2024
গাছের হলুদ পাতাগুলোই বলে দিচ্ছে, শীত প্রায় চলে এসেছে, এই মাস থেকেই হয়তো স্নোফল শুরু হয়ে যাবে 🥸 শুরু হবে প্রায় ৬ মাসের শী...
05/10/2024

গাছের হলুদ পাতাগুলোই বলে দিচ্ছে, শীত প্রায় চলে এসেছে, এই মাস থেকেই হয়তো স্নোফল শুরু হয়ে যাবে 🥸 শুরু হবে প্রায় ৬ মাসের শীতকাল, নভেম্বর থেকে এপ্রিল। বন্ধ হয়ে যাবে রাস্তায় হাটাহাটি। তখন শুধু ঘর, কর্মস্থল, শপিং মল আর গাড়িই হবে আমাদের ঘোরাফেরার একমাত্র যায়গা 😔

26/09/2024

কানাডা যেতে কি আসলেই এতো টাকা লাগে? সম্পূর্ণ ভিডিও লিংক প্রথম কমেন্টে দেয়া আছে

কানাডায় ভালো কোনো ড্রেস দেখলেই বুঝি এইটা বাংলাদেশের তৈরী! আজ বড় এক ব্র‍্যান্ডের শো রুমে ঢুকে Levi's এর জিন্সটা নজর কাড়লো...
15/09/2024

কানাডায় ভালো কোনো ড্রেস দেখলেই বুঝি এইটা বাংলাদেশের তৈরী! আজ বড় এক ব্র‍্যান্ডের শো রুমে ঢুকে Levi's এর জিন্সটা নজর কাড়লো আমার। হাতে নিয়েই দেখি, Made in Bangladesh! দাম CAD100, অর্থাৎ বাংলাদেশী টাকায় প্রায় ৯০০০ টাকা।

যদিও, ভিয়েতনামেরও অনেক কাপড় দেখি এখানে। সেইটাও ভাববার বিষয়!

তবে, জিন্স কিন্তু কিনিনি, শুধু ছবি তুলে চলে এসেছি 😐

দেশের বন্যার অবস্থা বলে বোঝানোর মতো না। আল্লাহ মাফ করুক আমাদের - আমীন...ভাই-বোনেরা,আপনারা যারা দেশের বাইরে থাকেন সবাই অন...
23/08/2024

দেশের বন্যার অবস্থা বলে বোঝানোর মতো না। আল্লাহ মাফ করুক আমাদের - আমীন...

ভাই-বোনেরা,
আপনারা যারা দেশের বাইরে থাকেন সবাই অন্তত ১০০ ডলার করে পাঠানোর ব্যবস্থা করেন। দেশে অনেক স্বাচ্ছাসেবী সংগঠন আছে। আপনার পছন্দের সংগঠনের সাথে যোগাযোগ করে সাহায্য পাঠিয়ে দিন প্লিজ...

আমি বুঝি, হয়তো প্রত্যেকেই কাজটা অনেক আগেই করে ফেলেছেন। তবু, জাস্ট আরেকবার মনে করিয়ে দিলাম। আপনাদের মতো আমিও শরিক হয়েছি, আলহামদুলিল্লাহ।

বি: দ্র: ছবিটি গত বছরের তোলা

15/08/2024

কানাডায় কেন আমি ১৮ বছরের পুরাতন গাড়ী কিনলাম | Vehicle Buying Tips for Canada | Sayem's World

স্যালুট জানাই বাংলার তরুণ প্রজন্মকে 🫡আমরা কখনোই বুঝতে পারিনি যে, তোমরা এতো সাহসী, তোমরা এতো বেশী ভালোবাসো আমাদের এই বাংল...
05/08/2024

স্যালুট জানাই বাংলার তরুণ প্রজন্মকে 🫡
আমরা কখনোই বুঝতে পারিনি যে, তোমরা এতো সাহসী, তোমরা এতো বেশী ভালোবাসো আমাদের এই বাংলাদেশকে। আলহামদুলিল্লাহ।

তোমরা অমর হয়ে থাকবে পৃথিবীর ইতিহাসে।

সকল শহীদ ভাই বোনের প্রতি শ্রদ্ধা। তোমাদের সাহস এবং রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা 🫡

আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি...

আমার সোনার বাংলা,আমি তোমায় ভালোবাসি...লজ্জায়, ঘৃণায় বাকহীন হয়ে গেছি আমি। আমি আমার সত্যিকারের বাংলাদেশকে ফিরে পেতে চাই। আ...
18/07/2024

আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি...

লজ্জায়, ঘৃণায় বাকহীন হয়ে গেছি আমি। আমি আমার সত্যিকারের বাংলাদেশকে ফিরে পেতে চাই। আমি দেখতে চাই আমার প্রিয় বাংলাদেশের আসল রূপ।

এখন সময় এসেছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার। সময় এসেছে মানুষরুপি জানোয়ারদের বয়কট করার।

আপনার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, পাড়াপ্রতিবেশীদের মধ্যেই খুজে পাবেন এদেরকে। বয়কট করুন তাদের..

আমি শুরু করেছি, আশা করছি আমার পাশে আপনাকেও পাবো ইন শা আল্লাহ

3S:Sumon,ShapanSayemSubscriber এর দিক থেকে কারো সাথে কারো মিল নাই। কিন্তু প্রত্যেকেরই একটা কমন বৈশিষ্ট্য: মার্জিত কন্টেন...
30/06/2024

3S:
Sumon,
Shapan
Sayem
Subscriber এর দিক থেকে কারো সাথে কারো মিল নাই। কিন্তু প্রত্যেকেরই একটা কমন বৈশিষ্ট্য: মার্জিত কন্টেন্ট 🙂

ডানে:
Salahuddin Sumon: দেশের অন্যতম, হয়তো একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর, জিনি ইতিহাস এবং ঐতিহ্য নিয়েই বেশী কাজ করেন। কোনো কারণ ছাড়াই আমরা দুজন দুজনকে খুব পছন্দ করি 🥰

বাঁমে:
Shapan on Board: যাঁকে আমি Resort Specialist বলে ডাকি 😉 এমন মার্জিত ফ্যামিলি ইদানিং দেখা যায় না!

মধ্যখানে মধ্যমনি 🤠
Sayem's World: কন্টেন্ট আমার যেমনই হোক, মানুষ আমাকে ভালো বাসুক আর না-ই বাসুক! মাঝে মাঝে আমিই অবাক হই আমার নিজের কন্টেন্ট দেখে! মানুষ এতো সুন্দর করে কথা বলে ক্যামনে 🫢 আলহামদুলিল্লাহ।

আলহামদুলিল্লাহহাটি হাটি পা পা করে আপনাদের ভালোবাসায় আজ ৪ লাখ Subscriber পূরণ হল আমার ইউটিউব চ্যানেলে। যদিও, যাত্রা পথের ...
24/06/2024

আলহামদুলিল্লাহ

হাটি হাটি পা পা করে আপনাদের ভালোবাসায় আজ ৪ লাখ Subscriber পূরণ হল আমার ইউটিউব চ্যানেলে। যদিও, যাত্রা পথের তুলনায় এটা অনেক কম। তবু, আমি এতেই অনেক খুশী। কারণ, আমি অল্পতেই খুশী থাকি সব সময় 🤗

06/06/2024

কানাডার বাসে গুগল মামার আধিপত্য | Google Controlled Bus Service in Canada | Sayem's World

31/05/2024

কানাডায় ড্রাইভিং লাইসেন্স পাবার গুরুত্বপূর্ণ টিপস | Driving License Tips | Canada | Sayem's World

কানাডাতে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যে কতোটা কঠিন সেইটা আমরা অনেকেই জানিনা। কিন্তু আমরা যদি কিছু গুরুত্বপূর্ণ টিপস মাথায় রাখি তখন দেখা যাবে এই কঠিন জিনিসই সহজে পেয়ে যেতে পারি। সেই সব টিপস নিয়েই আমার আজকের কন্টেন্ট...

আমার দুই পাশে দেশ বরেণ্য দুই শেফ:বাম দিকের রশিদ ভাই ছিলেন Radisson এর হেড শেফএবংআমার ডান দিকের তোফায়েল ভাই ছিলেন InterCo...
29/05/2024

আমার দুই পাশে দেশ বরেণ্য দুই শেফ:

বাম দিকের রশিদ ভাই ছিলেন Radisson এর হেড শেফ
এবং
আমার ডান দিকের তোফায়েল ভাই ছিলেন InterContinental এর শেফ!

দুজনই এখন কানাডায় এবং দুজনই আমার প্রতিবেশী 🙂 শুধু তাই না, উনারাই এখন আমার অবসর সময়ের আড্ডার সাথী

09/05/2024

রয়েল টিউলিপের ভেতরেই এখন বাজেট রেস্টুরেন্ট | বাংলা খাবার | Royal Tulip | Sea Pearl | Sayem's World

02/05/2024

কানাডায় কম টাকায় ড্রাইভিং শেখার উপায় | Low Cost Driving School in Canada | Sayem's World


কানাডায় ড্রাইভিং শেখা অনেক এক্সপেন্সিভ। বলতে পারেন কানাডায় ভালো ড্রাইভিং শিখতে গেলে লাখ টাকায়ও হবে না। সেই জন্য কিছু পরামর্শ নিয়ে এই কন্টেন্টটা তৈরি করলাম। আশা রাখি এই ভিডিও থেকে অনেক উপকার পাবেন আপনারা।

25/04/2024

কানাডায় ড্রাইভিং লাইসেন্স পাবার নিয়ম | Canadian Driving Licence | Sayem's World

কানাডায় ড্রাইভিং লাইসেন্স এর জন্য রিটেন টেস্ট অর্থাৎ নলেজ টেস্টে আজ পাশ করলাম, আলহামদুলিল্লাহ। বলতে পারেন, আগামীকালের পব...
10/04/2024

কানাডায় ড্রাইভিং লাইসেন্স এর জন্য রিটেন টেস্ট অর্থাৎ নলেজ টেস্টে আজ পাশ করলাম, আলহামদুলিল্লাহ। বলতে পারেন, আগামীকালের পবিত্র ঈদে এটা আমার জন্য একটা উপহার। সবই আল্লাহর রহমত।
কানাডায় ড্রাইভিং লাইসেন্স পাবার ওয়ে কি? - সেইটা নিয়ে ঈদের পরের সপ্তাহে ডিটেইলস আলোচনা থাকবে।

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sayem's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share