AR Online Academy

AR Online Academy Assalamualaikum Everyone. This is Md. Al Amin. I am a digital creator and Educational Instructor. I love Teaching profession.
(8)

18/11/2024

14/11/2024

একটা গণহত্যার ৩ মাসও হয়নি।

আজও একটা ছেলে মারা গেল। ছেলেটা ৫ আগস্ট গুলি খেয়েছিলো।

রক্তের দাগ শুকায়নি। এমন একটা পরিস্থিতিতে যেখানে আওয়ামীলীগকে ঘৃণার প্রতিযোগিতা করার দরকার ছিলো, রাজনৈতিক দলগুলোর মধ্যে সেখানে আওয়ামীলীগকে ভালোবাসার প্রতিযোগিতা চলতেছে।

মির্জা ফখরুল বলে আওয়ামীলীগ ছাড়া নির্বাচনে যাবো না। জামায়াত আমির শফিকুল বলে, আওয়ামীলীগ আমাদের পরিবারের সদস্য।

ইতিহাসে লেখা থাকবে, ২০২৪ সালে এই দেশের স্কুল, কলেজ আর ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেমেয়েরা বুকের তাজা রক্ত ঢেলে একটা বিপ্লব করেছিলো। ফ্যাসিবাদকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছিলো।

ইতিহাসে এটাও লেখা থাকবে, কিন্তু সেই দেশেরর রাজনৈতিক দল আর মাথামোটা বুড়ো ভামরা সেই পালিয়ে যাওয়া আওয়ামীলীগকে পরিবারের লোক বলে বুকে তুলে নিয়েছিলো।

এমন ভয়ঙ্কর দুর্ভাগ্য এই পৃথিবীর আর কোন জাতির তরুণ প্রজন্মের কপালে যেন কোনদিন না জোটে!!

~ সাদিকুর রহমান খান

কি মনে হয় আপনাদের
14/11/2024

কি মনে হয় আপনাদের

14/11/2024
Good morning
13/11/2024

Good morning

 ゚viralシ
13/11/2024

゚viralシ

পৃথিবী এখন কোথায় এসে দাঁড়িয়েছে!নিজের মা'কে হ'ত্যা করে ডিপফ্রিজে রাখলো ছেলে! ছেলেটার নাম সা'দ।  বয়স ২১ বছর। একটা মেয়ের সা...
13/11/2024

পৃথিবী এখন কোথায় এসে দাঁড়িয়েছে!
নিজের মা'কে হ'ত্যা করে ডিপফ্রিজে রাখলো ছেলে!
ছেলেটার নাম সা'দ। বয়স ২১ বছর। একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। সেই মেয়ের পিছনে উড়িয়েছে বহু টাকা। কখনো ঋণ করে, কখনো বাপের পকেট আত্মসাৎ করে। তার মা বিষয়টি জানার পর মনোমালিন্য শুরু হয়। মায়ের সদুপদেশ যেন বিষ। প্রায় ঝগড়া হতো। সেদিন সকালেও মায়ের সাথে ঝগড়া করে সে বেড়িয়ে যায়।

দুপুরে ফিরে দেখে মা সবজি কুটছেন। ছেলেটা পিছন থেকে শ্বাসরুদ্ধ করে মা'কে মেরে ফেলে। তারপর ডিপে রেখে আলমারিসহ বিভিন্ন জিনিস ভেঙ্গে ডাকা'তির চিহ্ন রেখে চলে গেলো। ক্লাস শেষে বাড়িতে ফিরে এমন ভাব করলো, যেন সে মাত্র এখন এসেছে। আর ঘটনাটি ছড়লো ডাকা'তি হয়েছে বলে। কিন্তু, সত্য কখনো চাপা থাকে না।

আমি ভাবছি সেই অসহায় মায়ের কথা। সন্তানের থেকে এতো অপমান সহ্য করে আবার সেই সন্তানের জন্য তিনি রান্নার আয়োজন করছিলেন। ছেলেটাকে ফিরতে দেখে ছেলের খিদে লেগেছে বলে কি উতলা হয়েছিলেন?
ছেলে যখন মুখ চে'পে ধরলো, তখন মায়ের চোখ কী ভেবেছিল? যে সন্তানকে তিনি গর্ভে ধারণ করেছিলেন, নিজের হাতে বড় করে তুলেছিলেন, এবং সবকিছু শিখিয়েছিলেন, সেই সন্তানের হিংস্র ভাব তাকে কতটা কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলো ?

মৃত্যুর যন্ত্রণার থেকেও বোধহয় মা বেশী যন্ত্রণা পেয়েছিলেন ছেলের বিশ্বাসঘাতকতায়। নিজের হাতে-গড়া সন্তানের হাত যখন মায়ের গ'লা চে'পে ধরলো, তখন সেই মায়ের জগত এমনিও ফুরিয়ে এলো। বোকা মা! অথচ, সব ভুলে তুমি সেই সন্তানের জন্য রাঁধতে বসেছিলে !!

উপরওয়ালা আজীবন সন্তান বিহীন রাখুক ;
তবে একরকম নরপিশাচ সন্তান কাউকে না দেক।

Answer please
12/11/2024

Answer please

Noting say 🙂
11/11/2024

Noting say 🙂

Sometimes it hurts more to hold on…LET IT GO ❤️‍🩹❤️❤️❤️❤️
10/11/2024

Sometimes it hurts more to hold on…LET IT GO ❤️‍🩹
❤️❤️❤️❤️

মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন।মেপে চলুন। কেউ যদি বলে 'বেশি কথা বলে', তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন...
09/11/2024

মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন।মেপে চলুন। কেউ যদি বলে 'বেশি কথা বলে', তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন।যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে, আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ তখন শুধু শুনুন।বলতে চাইবেন না।
কথা বলতে চাওয়া ,দেখা করতে চাওয়ার যে তেষ্টা; তা একবার পার করে ফেললেই জীবনটা অনেক অন্যরকম হয়ে যায়। ভয়ঙ্কর কথা বলার ইচ্ছেরা গলাকে আঁকড়ে ধরে না।
একসাথে পথ চলার ইচ্ছের দায় যে আপনার একার নয় এটা বুঝে গেলেই ঘ্যানঘেনে ভাবটা চলে যাবে।
"তাকে ভালোবাসি কিন্ত একসাথে যাপন চাই না" কারো প্রতি এইরকমভাবে আগ্রহ চলে যাবার মতো কঠিন আর কিছু নেই। আগ্রহ চলে গেলেই, "হলেই হলো" এমন একটা ভাব নিয়ে দিব্য ঘুরে বেড়ানো যায়। কে কি বলল, কে কি ভাবলো এগুলো নিয়ে বিরাট রকমের মাথাব্যথা আর হয় না। মনে হয়, যে যেটা জানে জানুক। সমস্যা নেই। কেউ আমার লাইফটা লিড করছে না।

অন্যের কাছে গুড ভাইভস্ বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। এমনকি গুড ভাইভস্ বজায় রাখতে রাখতে অনেকে মাঝবয়সে এসে জীবন অবধি হারিয়ে ফেলে।

আর যারা জীবন হারায়নি, তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়েনা।
নিজের মধ্যে প্রচন্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চারপাশটা নেগেটিভিটিতে ভরে গেছে। পজেটিভ মানুষ যেমন দেখতে সুন্দর তেমনই তার স্ট্রাগেল বেশি।

"অনুভূতি দিয়ে কিছু হয় না। মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন, বাক্য প্রয়োজন।" ছোটোবেলার পড়া এই সহজ ব্যাকরণ টা এইবারে আয়ত্ব করে নিন। ঝগড়াঝাটির স্কিলটা নিজে থেকেই কমিয়ে দিন। শব্দ-বাক্যের ঘনঘটা কমে আসলে মন খারাপগুলো থিঁতিয়ে যায়।
নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত । এর মধ্যে ছিঁটেফোঁটা বাড়তি ইমোশন থাকবে না।

যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চুপচাপ সরে আসুন। ঈগলের মতো সাহস করে সম্পর্কের সুতো গুলো এক এক করে নিজেই ছিঁড়ে ফেলুন। কোনো মেকি বাঁধন রাখবেন না। যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনেও করুন একটা সুন্দর ভবিষ্যতের দায়ে। নিজের শান্তি বজায় রাখার জন্য একপ্রকার মরিয়া হয়ে উঠুন।

[তবে হ্যাঁ , সম্পর্কের মতো ভাত বাড়তি হয়ে গেলে ফেলে দেবেন না। কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা তেজপাতা ফোঁড়ন দিয়ে ঘরে থাকা সবজি ছোটো করে কেটে( আমি দিয়েছি সোয়াবিন বিনস গাজর কিশমিশ ) ভেজে নিয়ে ধীরে ধীরে ভাতগুলোকে দিয়ে পরিমাণ মতো নুন চিনি মিশিয়ে নাড়াচাড়া করে ঘি দিয়ে নামিয়ে খেয়ে ফেলবেন। ভাতের গুরুত্ব অনেক।] 🌻
゚viral

দেখলেই চোখের কোনে জল জমতে থাকে
09/11/2024

দেখলেই চোখের কোনে জল জমতে থাকে

😭
08/11/2024

😭

07/11/2024

★★ আমি তোমাদিগে সামান্যই পরীক্ষা করিব ভয় ও ক্ষুধা এবং ধন-সম্পদ, জীবন এবং ফলন হ্রাস দ্বারা; তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। [সূরা বাকারা ১৫৫]

★★ দুঃখের সাথেই আছে সুখ,
কষ্টের সাথে অবশ্যই সুখ আছে। [সূরা নাশরাহ ৫ ও ৬]

★★ হে ঈমানদারগণ! তোমরা ধৈর্য এবং নামাজের দ্বারা সাহায্য প্রার্থনা কর, আল্লাহ আছেন ধৈর্যশীলদের সাথেই। [সূরা বাকারা ১৫৩]

জুম্মা মোবারক

07/11/2024

বর্তমানে 'Fascist' শব্দটি বেশ আলোচিত। 'fascist' বলতে কি বোঝায় তুমি কি জানো?

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, ত...
07/11/2024

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।

জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমন ভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব। পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে, ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ পাতা। শক্ত হও। নিজেকে নিজেকে বুঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।

কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবে না। মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।

জানোই তো মানুষ বড় নিষ্ঠুর ও নির্দ্বয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়।

Courtesy : Sanowar Sir

06/11/2024

Address

Mirpur DOHS
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when AR Online Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies