14/06/2023
এসইও বা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন কী?
SEO হলো ডিজিটাল মার্কেটিং এর একটি বিশেষ কৌশল যা গুগল, বিং, ইয়াহু, ইত্যাদি সার্চ ইঞ্জিনের গাইডলাইন মেনে একটি ওয়েবসাইট তথা ওয়েব কন্টেন্টকে সেট আপ করা বুঝায়।
এর সুবিধা কী?
সঠিকভাবে এসইও করা একটি ওয়েবপেইজ ধীরে ধীরে সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেইজে বা SERP -এর প্রথমে চলে আসে। আর স্বাভাবিকভাবেই সার্চ রেজাল্টের প্রথমে থাকতে পারলে প্রচুর টার্গেটেড অডিয়েন্স বা ট্রাফিক পাওয়া যায়। এতে সেলস বাড়ার চান্স যেমন বাড়ে তেমনি ব্রান্ডিংও হয়।
এসইও এর অসুবিধা কী?
যা আপনাকে দীর্ঘমেয়াদী ফ্রি সুবিধা দিবে তার জন্য একটু কষ্ট তো করতেই হবে। এসইও করে রাতারাতি সুফল যায় না। সার্চ ইঞ্জিনের গাইডলাইন মেনে ওয়েবসাইট অপ্টিমাইজ করতে হয় এবং ধৈর্য ধরতে হয়।
চটজলদি ফল পেতে আপনাকে পেইড ক্যাম্পেইন বা এড এর কথা ভাবতে হবে।
ওয়েবসাইট এসইও করা কতটা জরুরী?
সাধারণত দ্রুত টার্গেটেড অডিয়েন্স বা কাস্টমারের নিকট পণ্যের বিজ্ঞাপন পৌছে দেয়ার জন্য এড বা মার্কেটিং ক্যাম্পেইন করা হয়। এতে দ্রুত রেজাল্ট পাওয়া গেলেও একটানা দীর্ঘদিন বেশির ভাগ প্রতিষ্ঠারে পক্ষেই প্রোমোশন চালানো সম্ভব হয় না, কারণ এতে ব্যয় অত্যাধিক বেড়ে যায়।
অপরদিকে, SEO আপনাকে ফ্রি টার্গেটেড অডিয়েন্স দেবে। তাই এসইও এর মাধ্যমে পাওয়া ট্রাফিক বা কাস্টমারকে বলে ORGANIC TRAFFIC বলে; আর প্রোমোশনের মাধ্যমে যে ট্রাফিক পাওয়া যায়, তাকে PAID TRAFFIC বলে।
এসইও প্রসেসকে মূলত তিন ভাগে ভাগ করা যায়:-
১. অন-পেইজ এসইও
২. অফ-পেইজ এসইও, এবং
৩. টেকনিক্যাল এসইও
যথাযথভাবে এই ৩টি টেকনিক প্রয়োগ করা হলে, আশা করা যায় আপনার ওয়েব পেইজ বা কন্টেন্টটি ধীরে ধীরে সার্চ ইঞ্জিনে র্যাংক-আপ করবে।
গুগল এ্যালগরিদম কীভাবে একটি ওয়েবসাইটকে র্যাংকিং প্রদান করে থাকে?
গুগল র্যাংকিং সিস্টেমটি ২০০টির মতো ফ্যাক্টর ক্যালকুলেট করে র্যাংকিং প্রদান করে। এর মধ্যে বেশ কিছু ফ্যাক্টর গুগল নিশ্চিত করলেও, কিছু বিষয়ে গুগল থেকে স্পষ্টভাবে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
এই ২০০টি ফ্যাক্টরকে যদি আমরা, ক্যাটেগরি আকারে দেখি, তাহলে এক নজরে একটা ধারণা পেতে পারি কোন কোন বিষয়গুলো র্যাংকিং ফ্যাক্টরের অন্তর্ভূক্ত।
• ডোমেইন ফ্যাক্টরস (Domain Factors)
• পেইজ-লেভেল ফ্যাক্টরস (Page-Level Factors)
• সাইট-লেভেল ফ্যাক্টরস (Site-Level Factors)
• লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিঙ্ক ফ্যাক্টরস (Backlink Factors)
• ইউজার ইন্টারএ্যাকশন (User Interaction)
• বিশেষ গুগল এ্যালগরিদম রুলস (Special Google Algorithm Rules)
• ব্রান্ড সিগন্যাল (Brand Signal)
• অন-সাইট ওয়েবস্প্যাম ফ্যাক্টরস (On-Site Webspam Factors)
• অফ-সাইট ওয়েবস্প্যাম ফ্যাক্টরস (Off-Site Webspam Factors
এসইও কারা শিখতে পারবে?
শেখার আগ্রহ আছে এমন যে কেউ শিখতে পারবেন।
বিশেষ করে, যারা ডিজিটাল মার্কেটিং শিখেছেন বা শেখার আগ্রহ আছে এমন সবারই SEO জানা উচিত।
SEO শিখে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আইটি প্রতিষ্ঠানে চাকরি করা যায়।
কেমন কম্পিউটার প্রয়োজন?
মোটামুটি মানের যেকোনো কম্পিউটার দিয়ে এসইও শেখা যাবে।
এসইও শিখতে কত সময় লাগে?
সবার মেধা একরকম নয়; তবে বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেল কভার করতে আনুমানিক ১মাস থেকে ৩মাস এর বেশি সময় লাগার কথা নয়।
তবে, একজন এক্সপার্ট হতে হলে, প্রতিনিয়তই শিখতে হবে, নতুন নতুন আপডেট গুলো জানতে হবে। টিম বা গ্রুপ ডিসকাশন করতে হবে।