SEO MANNER

SEO MANNER Your Complete Digital Marketing Solution to Grow Your Business Online. Your Complete Digital Marketing Solution to Grow Your Business & Brand Online.

Why Local SEO Important? (লোকাল এসইও কেন গুরুত্বপূর্ণ)In a word, Local SEO is important for achieving a better conversio...
15/06/2023

Why Local SEO Important?
(লোকাল এসইও কেন গুরুত্বপূর্ণ)

In a word, Local SEO is important for achieving a better conversion rate.

 Increases online visibility
 Increases offline or in-store sales
 Easy to reach customer who are nearby store/service area
 Grows search engine ranking
 Helps to gain reviews

How to optimize Local SEO?
কীভাবে লোকাল এসইও অপ্টিমাইজ করতে হবে?

1. Set Google My Business (GMB) Listing
2. Use location-specific keywords
3. Include structured data/Schema Markup
4. Focus on Customer Reviews
5. Use local directories
6. Optimize website for Mobile
7. Be regular on social media

এসইও বা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন কী?SEO হলো ডিজিটাল মার্কেটিং এর একটি বিশেষ কৌশল যা গুগল, বিং, ইয়াহু, ইত্যাদি সার্চ ইঞ্...
14/06/2023

এসইও বা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন কী?
SEO হলো ডিজিটাল মার্কেটিং এর একটি বিশেষ কৌশল যা গুগল, বিং, ইয়াহু, ইত্যাদি সার্চ ইঞ্জিনের গাইডলাইন মেনে একটি ওয়েবসাইট তথা ওয়েব কন্টেন্টকে সেট আপ করা বুঝায়।

এর সুবিধা কী?
সঠিকভাবে এসইও করা একটি ওয়েবপেইজ ধীরে ধীরে সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেইজে বা SERP -এর প্রথমে চলে আসে। আর স্বাভাবিকভাবেই সার্চ রেজাল্টের প্রথমে থাকতে পারলে প্রচুর টার্গেটেড অডিয়েন্স বা ট্রাফিক পাওয়া যায়। এতে সেলস বাড়ার চান্স যেমন বাড়ে তেমনি ব্রান্ডিংও হয়।

এসইও এর অসুবিধা কী?
যা আপনাকে দীর্ঘমেয়াদী ফ্রি সুবিধা দিবে তার জন্য একটু কষ্ট তো করতেই হবে। এসইও করে রাতারাতি সুফল যায় না। সার্চ ইঞ্জিনের গাইডলাইন মেনে ওয়েবসাইট অপ্টিমাইজ করতে হয় এবং ধৈর্য ধরতে হয়।
চটজলদি ফল পেতে আপনাকে পেইড ক্যাম্পেইন বা এড এর কথা ভাবতে হবে।

ওয়েবসাইট এসইও করা কতটা জরুরী?
সাধারণত দ্রুত টার্গেটেড অডিয়েন্স বা কাস্টমারের নিকট পণ্যের বিজ্ঞাপন পৌছে দেয়ার জন্য এড বা মার্কেটিং ক্যাম্পেইন করা হয়। এতে দ্রুত রেজাল্ট পাওয়া গেলেও একটানা দীর্ঘদিন বেশির ভাগ প্রতিষ্ঠারে পক্ষেই প্রোমোশন চালানো সম্ভব হয় না, কারণ এতে ব্যয় অত্যাধিক বেড়ে যায়।
অপরদিকে, SEO আপনাকে ফ্রি টার্গেটেড অডিয়েন্স দেবে। তাই এসইও এর মাধ্যমে পাওয়া ট্রাফিক বা কাস্টমারকে বলে ORGANIC TRAFFIC বলে; আর প্রোমোশনের মাধ্যমে যে ট্রাফিক পাওয়া যায়, তাকে PAID TRAFFIC বলে।

এসইও প্রসেসকে মূলত তিন ভাগে ভাগ করা যায়:-
১. অন-পেইজ এসইও
২. অফ-পেইজ এসইও, এবং
৩. টেকনিক্যাল এসইও
যথাযথভাবে এই ৩টি টেকনিক প্রয়োগ করা হলে, আশা করা যায় আপনার ওয়েব পেইজ বা কন্টেন্টটি ধীরে ধীরে সার্চ ইঞ্জিনে র‌্যাংক-আপ করবে।
গুগল এ্যালগরিদম কীভাবে একটি ওয়েবসাইটকে র‌্যাংকিং প্রদান করে থাকে?

গুগল র‌্যাংকিং সিস্টেমটি ২০০টির মতো ফ্যাক্টর ক্যালকুলেট করে র‌্যাংকিং প্রদান করে। এর মধ্যে বেশ কিছু ফ্যাক্টর গুগল নিশ্চিত করলেও, কিছু বিষয়ে গুগল থেকে স্পষ্টভাবে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

এই ২০০টি ফ্যাক্টরকে যদি আমরা, ক্যাটেগরি আকারে দেখি, তাহলে এক নজরে একটা ধারণা পেতে পারি কোন কোন বিষয়গুলো র‌্যাংকিং ফ্যাক্টরের অন্তর্ভূক্ত।

• ডোমেইন ফ্যাক্টরস (Domain Factors)
• পেইজ-লেভেল ফ্যাক্টরস (Page-Level Factors)
• সাইট-লেভেল ফ্যাক্টরস (Site-Level Factors)
• লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিঙ্ক ফ্যাক্টরস (Backlink Factors)
• ইউজার ইন্টারএ্যাকশন (User Interaction)
• বিশেষ গুগল এ্যালগরিদম রুলস (Special Google Algorithm Rules)
• ব্রান্ড সিগন্যাল (Brand Signal)
• অন-সাইট ওয়েবস্প্যাম ফ্যাক্টরস (On-Site Webspam Factors)
• অফ-সাইট ওয়েবস্প্যাম ফ্যাক্টরস (Off-Site Webspam Factors

এসইও কারা শিখতে পারবে?
শেখার আগ্রহ আছে এমন যে কেউ শিখতে পারবেন।
বিশেষ করে, যারা ডিজিটাল মার্কেটিং শিখেছেন বা শেখার আগ্রহ আছে এমন সবারই SEO জানা উচিত।
SEO শিখে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আইটি প্রতিষ্ঠানে চাকরি করা যায়।

কেমন কম্পিউটার প্রয়োজন?
মোটামুটি মানের যেকোনো কম্পিউটার দিয়ে এসইও শেখা যাবে।

এসইও শিখতে কত সময় লাগে?
সবার মেধা একরকম নয়; তবে বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেল কভার করতে আনুমানিক ১মাস থেকে ৩মাস এর বেশি সময় লাগার কথা নয়।
তবে, একজন এক্সপার্ট হতে হলে, প্রতিনিয়তই শিখতে হবে, নতুন নতুন আপডেট গুলো জানতে হবে। টিম বা গ্রুপ ডিসকাশন করতে হবে।

⚠️ Why Negative Keywords are Important for Google Ads?⚡️   – Save thousands of dollars by discovering what keywords you ...
03/03/2023

⚠️ Why Negative Keywords are Important for Google Ads?

⚡️ – Save thousands of dollars by discovering what keywords you should exclude from your campaigns.

What is Google E-E-A-T in SEO❓✅✅The term E-E-A-T stands for 🔷Experience 🔷Expertise🔷Authoritativeness, and🔷Trustworthines...
06/02/2023

What is Google E-E-A-T in SEO❓

✅✅The term E-E-A-T stands for

🔷Experience
🔷Expertise
🔷Authoritativeness, and
🔷Trustworthiness.

The first time E-A-T is mentioned is in 2014 when Google added it to their Search Quality Rater Guidelines. In December 2022, Google updated the term E-A-T to include an additional "E" for "experience" making the acronym E-E-A-T.

E-E-A-T plays an important part in Google's Search Quality Raters tests.

SEO MANNER

Big SEO Mistake Ever - -"Not doing keyword Research properly". Study says over 90% website not getting expected organic ...
27/01/2023

Big SEO Mistake Ever - -

"Not doing keyword Research properly".

Study says over 90% website not getting expected organic traffic only because of wrong Keyword Research or No Keyword Research.

Top FREE Digital Marketing Tools by Google1. Google Ads: https://ads.google.com/2. Google Search Console: https://search...
24/01/2023

Top FREE Digital Marketing Tools by Google

1. Google Ads: https://ads.google.com/
2. Google Search Console: https://search.google.com/search-console/about
3. Google Analytics (soon will be replaced by "Google Analytics 4")
https://analytics.google.com/
4. Google Trends: https://trends.google.com/trends/
5. Google AdSense: https://www.google.com/adsense/start/
6. Google Alerts: https://www.google.com/alerts
7. PageSpeed Insights: https://pagespeed.web.dev/
8. Google's Lighthouse Chrome Extension
9. Google Keywork Planner: https://ads.google.com/home/tools/keyword-planner/
10. Google's Mobile-Friendly Test: https://search.google.com/test/mobile-friendly
11. Google's Safe Browsing site status: https://transparencyreport.google.com/safe-browsing/search
12. Google Forms: https://www.google.com/forms/about/

Discover how Google can help grow your business. Drive sales, generate leads & increase brand awareness with online ads.

Address

Dhaka

Opening Hours

Monday 10:00 - 23:00
Tuesday 10:00 - 23:00
Wednesday 10:00 - 23:00
Thursday 10:00 - 23:00
Friday 10:00 - 23:00
Saturday 10:00 - 23:00
Sunday 10:00 - 23:00

Telephone

+8801309315850

Alerts

Be the first to know and let us send you an email when SEO MANNER posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SEO MANNER:

Share

Nearby media companies


Other Dhaka media companies

Show All