KCM Multimedia

KCM Multimedia 'কারিগর সিনে মার্কেটিং' চলচ্চিত্র প্রচারণার নতুন মাধ্যম।

সম্প্রতি পুরো চলচ্চিত্র শিল্পে এখন দারুণ হতাশা। নিম্নমানের চলচ্চিত্র, দর্শক পছন্দের তারকাদের অভাব, অধিকাংশ প্রেক্ষাগৃহে ডিজিটাল প্রযুক্তিতে ছবি প্রদর্শনের ব্যবস্থা না থাকার পাশাপাশি ভিডিও পাইরেসি, যৌথ প্রযোজনার ছবির সঠিক নীতিমালা না মানাসহ বেশ কিছু কারণে খারাপ সময় পার করেছে আমাদের চলচ্চিত্র শিল্প। এ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কথা একটাই- এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে বাংলাদেশের চলচ্চিত্র

। বিভিন্ন সমস্যার মধ্যে একটা সমস্যার প্রকট বেশি আর তা হলো সিনেমা প্রচারণা। প্রেক্ষাগৃহে সপ্তাহের পর সপ্তাহ সিনেমা পদর্শন হচ্ছে, অথচ আশেপাশের মানুষজন সেটা জানেই না। ঢাকা শহরেই অনেক এলাকা রয়েছে যেখানে আজ পর্যন্ত কোন সিনেমার পোস্টার লাগানো হয়নি। তারা জানেই না কবে কোন সিনেমা কোন হলে মুক্তি পাচ্ছে। এরফলে একটি সিনেমা কাঙ্গিত ব্যবসা করা থেকে বঞ্চিত হচ্ছে। একজন প্রযোজক সর্বস্ব হারাচ্ছেন। আবার এই দায়ভার কিছুটা প্রযোজকের উপরেও বর্তায়। তারা লাখ লাখ টাকা খরচ করে সিনেমা বানাবে, অথচ প্রচারের জন্য হাজার টাকাও খরচ করতে চাইবেনা।

একটি সিনেমার কথা মানুষ যদি বার বার শুনে বা সেই সিনেমা সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারে, তাহলে অবশ্যই সিনেমাটি দেখার প্রতি তার আগ্রহ জন্মাবে। এখন এমনো হতে পারে একজন সিনেমা সম্পর্কে জানল, কিন্তু সে প্রেক্ষাগৃহে গেলনা! হ্যা সে হয়তো দুই সিনেমা বা পাঁচ সিনেমা হলে গিয়ে দেখবে না, কিন্তু ষষ্ঠবার তাকে হলে যেতেই হবে। তাই আমাদের চলচ্চিত্র প্রচারণার দিকটাই বেশি গুরুত্ব দেয়া উচিত।

'কারিগর সিনে মার্কেটিং' চলচ্চিত্র প্রচারণার এক নতুন মাধ্যম হিসেবে আত্বপ্রকাশ করতে যাচ্ছে।
সারাদেশব্যপী এই টিমের সদস্য রয়েছে। আমরা নতুন চলচ্চিত্র অনলাইন ও মাঠ পর্যায়ে প্রচার করব। আমাদের রয়েছে ফেসবুক, পেইজ/গ্রুপ ইউটিউব চ্যানেল এবং অনলাইন পত্রিকা।
আমরা একটি চলচ্চিত্রকে প্রায় কোটি মানুষের কাছে পৌছে দিতে অঙ্গিকারবদ্ধ।

পরিচালক/প্রযোজকদের উদ্দেশ্যে বলছি, আপনাদের নির্মিত সিনেমা 'কারিগর সিনে মার্কেটিং' দ্বারা প্রচার করাতে চাইলে, আজই যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেইজের ইনবক্সে বা ই-মেইল ঠিকানায়।

পেইজ: www.facebook.com/kcmmedia
ই-মেইল: [email protected]

আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন-
হালিম সরকার, প্রতিষ্ঠাতা।
ফোন: 01817593982

আমাদের চলচ্চিত্র, আমাদের অহংকার...

Address

Dhaka
1219

Telephone

01728949117

Website

Products

movie, song, album, natok, etc

Alerts

Be the first to know and let us send you an email when KCM Multimedia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KCM Multimedia:

Share

Nearby media companies


Other Broadcasting & media production in Dhaka

Show All