20/03/2019
Heron whole composition -হিরন রচনা সমগ্র
Heron whole composition -হিরন রচনা সমগ্র
"প্রতিকার না পরিবেশ চাইবো"
হিরন(কবি ভাই)
২০/০৩/১৯
=================
রক্তাক্ত বাংলাদেশ
রক্তাক্ত আমার মাটি
রক্তাক্ত হচ্ছে আমার শীতল পাটি।
এই নিয়ে নেই কারো ব্যাথা।
যাই ঘটুক আমি তো আছি,
কেন লড়বো অযথা?
সড়ক বলেন,জলপথ বলেনন,
জন জীবন বলেন রক্তাক্ত হচ্ছে বেশ।
দৃশ্য টা দেখছি আমরা,
কবে হবে শেষ?
কেন হচ্ছে নাই জানা,
দীর্ঘতা বাড়ছে তালিকায়।
দিন মাস বছর যাবে
উঠবে কোন পত্রিকায়।
সাহসিকতা দেখিয়ে রুপ
দিচ্ছি সচেতন হতে।
হিতে বিপরীত হয়ে যাই
আইনের কাঠের গড়ায়।
সেখানেও বাড়ে আরো
বাড়ে নামের তালিকায়।
কি বলবো দেখার নেই যে কেউ।
তালিকায় কবে যে আমি বা আমরা
পড়ি জানা নাই কারো।
আমি বা আমরা গেলে দেখে
শুনে জানাবে কেউ।
চাই না এমন দেশ,
চাই উপযুক্ত পরিবেশ।
যেখানে অযথায় ঝরবে
না কারো জীবন শেষ,
যেখানে কাঙ্খিত ছাড়া
ঘটবে না জীবন শেষ।
এই ভাবে চলতে দেওয়া যায় না,
চাই প্রতিকার।
আসলে প্রতিকার চাইবো নাকি
ভাল থাকার পরিবেশ চাইবো?
প্রতিকার বা পরিবেশ কোন টাই
তো নেই কোন প্রকার?
আমরা আছি,থাকছি,
রইবো কোন প্রকার?