Radio Saradin - রেডিও সারাদিন

Radio Saradin - রেডিও সারাদিন ║▌│█│║▌║││█║▌║▌║�
c o p y r i g h t � 2014 Saradin Media ! Listen here: www.radiosaradin.com Radio Saradin is one of the greatest radio station of Bangladesh.

20/03/2019
Heron whole composition -হিরন রচনা সমগ্র

Heron whole composition -হিরন রচনা সমগ্র

"প্রতিকার না পরিবেশ চাইবো"
হিরন(কবি ভাই)
২০/০৩/১৯
=================
রক্তাক্ত বাংলাদেশ
রক্তাক্ত আমার মাটি
রক্তাক্ত হচ্ছে আমার শীতল পাটি।
এই নিয়ে নেই কারো ব্যাথা।
যাই ঘটুক আমি তো আছি,
কেন লড়বো অযথা?
সড়ক বলেন,জলপথ বলেনন,
জন জীবন বলেন রক্তাক্ত হচ্ছে বেশ।
দৃশ্য টা দেখছি আমরা,
কবে হবে শেষ?
কেন হচ্ছে নাই জানা,
দীর্ঘতা বাড়ছে তালিকায়।
দিন মাস বছর যাবে
উঠবে কোন পত্রিকায়।
সাহসিকতা দেখিয়ে রুপ
দিচ্ছি সচেতন হতে।
হিতে বিপরীত হয়ে যাই
আইনের কাঠের গড়ায়।
সেখানেও বাড়ে আরো
বাড়ে নামের তালিকায়।
কি বলবো দেখার নেই যে কেউ।
তালিকায় কবে যে আমি বা আমরা
পড়ি জানা নাই কারো।
আমি বা আমরা গেলে দেখে
শুনে জানাবে কেউ।
চাই না এমন দেশ,
চাই উপযুক্ত পরিবেশ।
যেখানে অযথায় ঝরবে
না কারো জীবন শেষ,
যেখানে কাঙ্খিত ছাড়া
ঘটবে না জীবন শেষ।
এই ভাবে চলতে দেওয়া যায় না,
চাই প্রতিকার।
আসলে প্রতিকার চাইবো নাকি
ভাল থাকার পরিবেশ চাইবো?
প্রতিকার বা পরিবেশ কোন টাই
তো নেই কোন প্রকার?
আমরা আছি,থাকছি,
রইবো কোন প্রকার?

03/03/2019
Heron whole composition -হিরন রচনা সমগ্র

Heron whole composition -হিরন রচনা সমগ্র

"তোমার বিশ্বাস"
হিরন(কবি ভাই)
======================
কিছুই নেই চাওয়ার,
শুধু পাওয়া হবে কি
তোমাকে ও তোমার
ভালবাসা আবার?
কালি শূন্য কলম দিয়ে
লেখা আর যায় না।
তুমি ছাড়া কিছুই যে আমার
ভাবনায় আসে না।
ভাবছি অনেক,
কেঁদেছি অনেক,আর
কাঁদতে চাই না।
তুমি ছাড়া কারো কথা
এই মনে আসে না।
অযথা বকেছো
উত্তর দিই নি।
কথা বললে যদি হয়
তোমার মনের অসম্মান।
রেখেছি আমি,রাখছি আমি
তোমার কথার মান।
তাই তো আমি চাইতে পারি,
চাই তোমায় তাই
মন এগিয়ে হয় বেগবান।
ভালবেসে করে দাও
মান অভিমান কে এক পাশ্ব।
বিশ্বাসের পরে যদি ছাড়ো দীর্ঘ শ্বাস,
দূঃখ ছড়িয়ে পড়ে মনে।
কেন এই দীর্ঘ শ্বাস
কেন হারাও বিশ্বাস?
ভেবে দেখো একবার জগতে
অনেক থাকে মানুষ।
কাউকে বিশ্বাস না করে
তোমাকে করলো কেন বিশ্বাস?
আমি ভাঙ্গেনি বিশ্বাস,
শত কষ্টের মাঝে আগলে
রাখলো তোমার সেই বিশ্বাস।।

05/01/2019

এক নোয়াখাইল্লা ভুলবশত অন্য এক নাম্বারে ১০০০টাকা রিচার্জ করে ফেলল , যখন সে নিজের ভূল বুঝতে পারল তখন সে ওই নম্বরে অনেকবার ফোন করল...

কিন্তু ওই নম্বরের লোকটা ছিল বরিশালের, (বেশ চতুর) - মাগনা রিচার্জ পেয়ে সে তো মহা খুশী . . তাই সে অন্য কারু বোকামী বুঝতে পেরে অচেনা নম্বরের ফোন আর ধরলনা।
নোয়াখাইল্লা ফোনের পর ফোন দিতেসে কিন্তু হ্যাতে ধরেনা।

তখন নোয়াখাইল্লা বরিশাইল্লারে মেসেজ দিল :
"লস্কর-ই-তৈয়বায় বাংলাদেশ শাখায় আপনাকে স্বাগতম !
এখন থেকে আপনি আমাদের ৪২০ নং সদস্য।

আপনি আমাদের রিচার্জ স্বীকার করে আজ থেকে নব্য তালেবানের সদস্য হয়ে গেছেন ! আল্লাহ আপনার শহীদী মৃত্যু কবুল করুন।

জনাব, সতর্ক থাকবেন -
দেশের ডিবি এজেন্টরা এবং বিদেশ থেকেও আমাদের উপর কড়া নজর রাখছে, আপনার ফোন খুব সাবধানে ব্যবহার করবেন, কোন অচেনা নম্বরের কারো সাথে কথা বলবেন না।
তবে আমার নম্বরটি সেভ করুন -
অতি শীঘ্রই পরবর্তী নির্দেশনা আসতেসে।.....
"নারায়ে তাকবীর . . .আল্লাহু আকবার"

ঘাবড়ে গিয়ে বরিশাইল্লাডা সাথে সাথে নোয়াখাইল্লারে ফোন করে বলল :

"মোরে সদস্য বানাইতে আমনেরে কইছে কেডা? মোরে বেকুব পাইছ? মুইকি তোমার ধারে টেহা চাইছি, না মোর চোইদ্দ গুষ্টিতে কেউ তোমাগোর সদস্য আছে ! "

নোয়াখাইল্লা তখন বলল -
"জনাব, ইসলামে জবরদস্তি বলে কিচ্ছু নাই। আপনি যেহেতু না'রাজ তাহলে আমাদের রিচার্জ এর টাকা টা ফিরিয়ে দিন, সদস্যপদ অটোমেটিক বাতিল হয়ে যাবে ! "

[কল শেষ হবার ৫ মিনিটের মধ্যে নোয়াখাইল্লার মোবাইলে রিচার্জ ফেরত আসল . . .]

নোয়াখাইল্লা এবার আবার ম্যাসেজ পাঠালো
"ও মনু, বেকুব কি মুই না তুমি ?
#কালেক্টেড

31/03/2018

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, Chittagong এর পরিবর্তে বানান Chattagram, Comilla এর পরিবর্তে Kumilla, Barisal এর পরিবর্তে Barishal, Jessore এর পরিবর্তে Jashore এবং Bogra এর পরিবর্তে Bogura করার প্রস্তাব অনুমোদনের জন্য নিকার সভায় উঠছে।

25/12/2017

*********ধীরে ধীরে*********
*****শাহ্ নেওয়াজ রিমন*****
-------------------------
পথচারী পারাপার তাই চলছি ধীরে
সময় চলছে নিয়ম মেনে,
সময় বুঝেছে এই সময়ে
ফুরোতে নেই অসময়ে।

কি হবে আর অজুহাতে তাই শুনছি ধীরে
কবে যে আর কথা হবে,
রিমন্দ্রনাথ ঠাকুর হয়ে
মনে মনে কাব্য গেঁথে।

মুছে যাবে সব স্মৃতি থেকে তাই বলছি ধীরে
অঝর ধারায় বর্ষা এলে,
নতুন জলের স্পর্শে এসে
ধুয়ে বদন পাক হবে নতুন জীবন পেলে বলে।

কি হবে আর হেসে খেলে তাই আস্তে ধীরে
একপাক্ষিক ভালবাসায় মনকে বেধে,
নানান রঙের স্বপ্ন দেখে রাত বিরাতে দিবালোকে
কি আর হবে, কি আর হবে।

মনে কথা চেপে না রেখে জানান দাও তাই ধীরে ধীরে
কে জানে ভাই খুবই দেরি হলে পরে,
মেঘের মা উড়ে যাবে অন্য কাশে
চলে ধীরে, শুনে ধীরে, বলে ধীরে, আস্তে ধীরে, ধীরে ধীরে।

♣♣♣♣♣♣♣ সমাপ্ত ♣♣♣♣♣♣♣

11/12/2017

আপনারা সাথে থাকলে আমরা আবার ফিরে আসব।

13/10/2017

একটু আলতো ছোঁয়া
স্পর্শের উষ্ণতা চেয়ে
নিজেকে আর সংকুচিত
করবনা তোমার কাছে।
হয়তো প্রয়োজন নেই,
আর কিংবা নীরব
অভিমানে সরে গেছো দূরে।
ভালবাসার দাবী নিয়ে দাঁড়াবনা
আর মনের দুয়ারে,
শুধু বলি ভালবেসেছি
তোমায় সব উজাড় করে।
প্রতিটা মুহূর্তে ভেবেছি এই হয়তো
কাছে ডাকবে ভালবেসে।
বেলা শেষে ফিরে গেছি প্রত্যাখ্যান পেয়ে।
তবুও প্রতীক্ষায় থেকেছে অবুঝ মন
এই বুঝি এল শুভক্ষণ!
সব শেষে ফিরিয়ে দিয়েছ
আমায় একরাশ যন্ত্রনা দিয়ে।
ভালবেসে,কাছে এসে দূঃখই পেলাম শেষে।
জানি কখনও আর কথা হবেনা দুজনায়
হবে না জানানো না বলা কথাগুলো,
সবকিছুর বিনিময়েও তবু চাই,
তুমি ভাল থাকো।
আমি না হয় নতুন সুর সাঁজিয়ে নেব বীণার তারে
আজ তাই নিঃস্ব হৃদয়ে যাচ্ছি চলে,বহুদূরে।
জলে থেকেও জল ছোঁব না,
নীরবতায় নিজেকে হারাবো।
না হয় নিঃস্তব্ধতা দিয়ে দুঃখটাকে ছোঁব।
শেষ বেলায় আবারও বলে যাই অনেক ভালবাসি
হোক না সঙ্গী আমার বিষের বাঁশী।
তবু সুর হারিয়ে গেলেও বাঁশীটা যেন থাকে আমার...
নাইবা হল পাওয়া তোমায়,
রেশটুকু রয়ে যাবে ভালবাসার...........................।
#হিরন(কবি ভাই)

12/10/2017

কেউ ভুলে যায়.........
কেউ চলে যায়,...........
কেউ বদলে যায়.........
কেউ হারিয়ে যায়.......
আমি এমন নই...........
আমি বারবার আসবো
তোমার কাছে
আর বলবো_বন্ধু.........
এখনো ও ভুলিনি তোমায়...।
#হিরন(কবি ভাই)

12/10/2017

""""""""""মনের গভীরে থাকা শব্দ গুলো,,,
"""এক সময় কথা বলা শিখে যায়,,,,,,
""না বলা অনুভূতি গুলো এক সময়.......
""""""মনের দরজায় এসে কড়া নাড়ে,,,,,,
"আর,,,এই বাধ ভাঙা সাহসের নামই,,,,
""""ভালোবাসা,,,,,,,♥♥♥♥
#হিরন(কবি ভাই)

30/09/2017

চলনা আজ নতুন করে হারিয়ে যাব,,,
যেথা আমি তুমিহীন কেউ থাকে নাক,,,
যেখানে তুমি শুধু আমারি
জগত জুড়ে মায়া শুধু তোমারি,,,,,,,

30/09/2017

"নীল কন্ঠি মন"
#হিরন(কবি ভাই)
----------------------------------------------
নীল কন্ঠি মন উড়ছে সারাক্ষন ।
সাড়া পায় যখন তখন একে নয় খুশি,
খুজে বেশি জন।
তখনই মন সাড়া দেয়।
মন চঞ্চল হয়
নতুন কে গ্রহন করার প্রস্তুতি নেয় ।
নীল কন্ঠি মন
খোজাঁর আগে কারো হও আপন,
পরে কারো চোখের অশ্রুর প্রাবনের কারন ।
নীল কন্ঠি মন
বুঝোনা এতোটুকু প্রয়োজন ।
যখন তোমার ছিলো না কেউ দিতে সাহসের ভাগ ।
কেউ একজন ছিলো তোমার আপনজন।
ক্ষনিকের মোহতায় নিহিত সুখের জন্য
ভূলে গেলে আনন্দের দূঃখের সবটুকুক্ষন ।
নীল কন্ঠি মন
বাড়িয়েছো ব্যবধান ফিরাবো না এতোটুকু তোমারে।
যখন শুরু হয়নি কিছুই তখনি বলতে পারতে
এই আমারে।তোমার জন্য দোয়ার
ভাষায় বলি বিধাতার কাছে,
ভালো রেখো ।
ভাল থেকো নীল কন্ঠি মন ।
যদি মনে পড়ে খুব স্মরন করো আমারে ।
যদি ফিরতে চায় মন আপুত্তি করো না তখন ।
হাতটা বাড়ায়ে দিয়ে ডেকো আমায় ।
যদি থাকা হয় আমার এই পৃথিবীতে ।
তাহলে কারো ক্ষতি না করে পারবো তোমাকে জড়াতে ।
তোমাকে রাখবো না কোন জড়তাতে ।
ভালো থেকো নীল কন্ঠি মন ।
ছিলে তুমি আমার আপনজন ।
লিখেছেন: #হিরন(কবি ভাই)
www.facebook.com/heronwc

30/09/2017
Heron whole composition -হিরন রচনা সমগ্র

Heron whole composition -হিরন রচনা সমগ্র

গত কাল রাতে লিখা।

"একটু ভালবাসার একুতি"
' ' ' , ' , ' , ' , ' , ' , '
, ' ' , ' , ' , ' ' ' ' ' '
'_______"' ' ' '
/____,_/ .;';';.
l__[]__l_ l. ,,)

এই হলো একটি ঘর।
আসবে নতুন ভোর।
জাগবে মনে নতুন স্বপ্ন
হোক তা পূর্ন।
নতুন আলোয় পৃথিবী গুছাবে
একা হলে নাইবা তুমি পারবে।
আমায় তোমার সঙ্গে নিবে?
হোক সে ঘরে আমি পূরনো বা নতূন,
করে রাখতে চাইবো সবাইকে আপন।
থাকতে চাই সবার আপন।
সাজাবো নতুন পৃথিবী ।
যেতায় থাকবে তুমি আমি ও
এক পৃথিবীর সব আপন জন।
ভাঙবেনা কভূ এই বন্ধন,
বিধাতা যদি থাকে সহায় আসলে আসুক
ভাঙনের পবন।
তুমি আমি দুজনে থাকলে এক কথাতে,
কষ্ট থাকলেও থাকবেনা মনে তে।।

29/09/2017

তুমি চাইলে আমি তোমার..
না চাইলেও তুমি আমার..
তুমি বসে থাকলেই আমি..
আবেগে উড়ে যাই..
তুমি চলে গেলে আমি..
আমি যেন আমি নাই..

29/09/2017

চোখ কাঁদে অনেক পরে....!
সবার আগে কাঁদে অন্তর....।
কতোটা আঘাত পেলে বৃক্ষ....!
হেলে পড়ে জানে তা শিকড়....।
হিরন(কবি ভাই)

29/09/2017

গুছিয়ে রাখা,শব্দমালা,
হয়ে যায় এলোমেলো~~
পেলে দেখা তোর,
ছন্দ হারায়,সাজানো কাব্য গুলো।
এই মন ছুটে,
তোর মনের পিছু,
প্রণয়ও নেশায়~~
গোছালো আমার,
রয়না কিছু,
তোর ভালবাসায়...।
#হিরন(কবি ভাই)

29/09/2017

একটা সমান্য জোকস
বল্টু :- জানেন Sir আমি
না A B C D মুখস্থ
পারি।


Sir- তাহলে একবার
বলে দেখাও।

বল্টু :- A B C D E F G H I
J K L M N O
P Q R S T U V W X Y Z.


Sir: এভাবে না, একটা
করে শব্দ সহ বল।


বল্টু : - ঠিক বুঝলাম
না,একটা উদাহরণ
দিতে
পারেন?


Sir: যেমন A-তে apple


বল্টু :- →→→→

A- apple

B- বড় apple

C- চিকুন apple

d- ডোরাকাটা apple

E- আদখাওয়া apple

F- ফাপা apple

G- গোল apple

H- হাজার apple

I- ইরাকের apple

J- জঙ্গলি apple

K- কোটি apple

M- মাঝারি apple

N- নানা apple

O- অস্থির apple

P- পাগলা apple

Q- কিছু apple

R- রোগীর apple

S- সুন্দর apple

T- টক apple

U- উরাধুরা apple

V- ভাঙ্গা apple



একি sir আপনি পরে
গেলেন কেন????
আমি তো এখনও
w,x,y,z বলি নাই.....!!!
,,আর বলিস না ।

29/09/2017

জুম্মা মোবারক
Zummah mubarak

28/09/2017

ভালবাসা হলো এমন একটি মায়া,
তুমি যত দুরে যাবে ততই কাছে টানবে,
যত ভুলে যাবে ততই মনে পড়বে,
আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে.
#হিরন(কবি ভাই)

28/09/2017

মুখে হাসি থাকলে যে পৃথিবীর
সব মানুষ সুখী তা কিন্তু নয়,
কিছু হাসির আড়ালে থেকে যায়
অনেক লুকানো কষ্ট
যা নিজের মন ছাড়া
আর কেউ বুঝেনা।

28/09/2017
Radio Saradin - রেডিও সারাদিন

Radio Saradin - রেডিও সারাদিন

অভিমান বেশী সময় বাঁচিয়ে রাখতে নেই...!
বহু বছর পর অভিমান ভাঙলে,
গিয়ে দেখবে যার সাথে
অভিমান সে আর নেই...!
হয়তো দূরে কোথায় ও হারিয়ে গেছে...!
আর তখন Sorry বলার সুযোগ
টুকু ও হারিয়ে যাবে...!!!
#হিরন(কবি ভাই)

28/09/2017

অভিমান বেশী সময় বাঁচিয়ে রাখতে নেই...!
বহু বছর পর অভিমান ভাঙলে,
গিয়ে দেখবে যার সাথে
অভিমান সে আর নেই...!
হয়তো দূরে কোথায় ও হারিয়ে গেছে...!
আর তখন Sorry বলার সুযোগ
টুকু ও হারিয়ে যাবে...!!!
#হিরন(কবি ভাই)

28/09/2017

Welcome back..

24/08/2017

Happy Eid Mubarak in advance Friends....

05/04/2017

আগামী সাতদিন টর্নেডো ঝুঁকিতে বাংলাদেশ, সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান
--------

03/04/2017

শুভ সন্ধ্যা কেমন কাটছে সকলের দিন......?

02/02/2017

“যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক । কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়। আর অনেকদিন পরে সে আগের চেয়েও অনেকবেশী খুশি থাকে যখন সে বুঝতে পারে যে কারো ভালবাসায় জীবনে অনেক কিছুই আসে যায় কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না।”

হুমায়ুন আহমেদ

03/06/2016

Warning post!!
Almost all FaceBook accounts are being hacked. The profile picture and your name are used to create a new face book account. And then they want your friends to add them; your friends think it's you and accept. From this moment, the pirates can write what they want under your name!! ..... I have NO plans to open a new account, so please do not agree to a 2nd invitation from me!! Copy this message on your wall so that all your friends will be warned! Do not forward or press share. Copy this. Next go to your status and "paste". Next, press "post.
Be safe. Stay alert.
Thank you.

31/05/2016

What is the Full Form of BA ?
BA - Bachelor of Arts

Bachelor of Arts is an undergraduate degree awarded in many countries including : India, Canada, Japan, Philippines, Thailand, Ireland,United Kingdom, South Korea, the United States and many more, to the students who study the liberal arts, humanities and social sciences. The career opportunities after studying BA include : Art galleries and museums, Cultural organizations, Environmental protection, Film and television, Foreign affairs, Politics, Public affairs, Social services & more.

BA can be completed in the following Subjects :-

Classical Studies
Dance
English
History
Economics
Geography
Mathematics
Media and Writing
Sports Studies
Film and Television Studies
World Literature and Cultures

14/05/2016
Otripto Bhalobasa

সবসময় চেষ্টার মধ্যে আছি... ভালো লাগলে জানাবেন।।

Name: Otripto Bhalobasa Singer : RJ RImon Lyrics: RJ Rimon Studio: Saradin Studio All Rights Reserved by Saradin Media Ltd.

02/05/2016

“Abstemious ও Facetious”শব্দে সবগুলো vowel আছে।মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে
( a-e-i-o-u) আছে।

25/04/2016

আপনি জানেন?ফেইসবুকে এখন কিন্তু facebook.com এর পরিবর্তে fb.com লিখলেই হয়ে যায়।এই fb.com বানানোর জন্য মার্ক জুকারবার্গের কত মিলিয়ন ডলার খরচ করতে হয়েছে?জেনে নিন ৮.৭ মিলিয়ন ডলার।

25/04/2016

ভালোবাসা আসলে মানুষের হৃদয়
থেকে অনূভুত হয় না।
হয় মানুষের ব্রেইন থেকে।

17/04/2016
otripto bhalobasa

গানের নামঃ অতৃপ্ত ভালবাসা
কথা,সুর ও শিল্পী ঃ Rj Rimon
স্টুডিওঃ সারাদিন স্টুডিও
দায়বদ্ধতাঃ সারাদিন মিডিয়া

Name: Otripto Bhalobasa Singer : RJ RImon Lyrics: RJ Rimon Studio: Saradin Studio All Rights Reserved by Saradin Media Ltd.

Address

Banasree Rampura
Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Radio Saradin - রেডিও সারাদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Radio Saradin - রেডিও সারাদিন:

Share

Nearby media companies


Other Broadcasting & media production in Dhaka

Show All