রঙধনু সাহিত্যগ্রুপের নীতিমালাঃ যা চাইঃ
১। যেকোন সাহিত্যমোদীর রুচিশীল মানসম্মত লেখাই গৃহীত হবে।
২। দলীয় আনুগত্যহীন, অবিতর্কিত সাহিত্য সাদরে গৃহীত হবে।
৩। দৈনিক ১টি ও সপ্তাহে সর্বাধিক ৪টি এবং এডমিনদের ৭টি পোস্ট গ্রহনযোগ্য; তাই লেখার পাশে অবশ্যই সিরিয়াল নম্বর (১/২/৩/৪) দিতে হবে।
৪। শুধু মন্তব্য-প্রতিমন্তব্যকারীরই পোস্ট এপ্রুভ করা হবে। লেখকের মন্তব্যবিহীন লেখা দ্রুত ডিলিট করা হবে।
৫। ভাষাশহীদ ও বাং
লার সম্মানার্থে শুদ্ধবানান হিসেবে বাংলাএকাডেমির প্রমিত বানানরীতিই গ্রহণযোগ্য হবে।
৬। ''আমি-তুমিমার্কা'' প্রেমবিবর্জিত গঠনমুলক লেখাই অগ্রাধিকার দেয়া হবে।
৭। শুধু গান-গল্প বা রম্যরচনায় আঞ্চলিক ও সাধুভাষা বা মিশ্রশব্দপ্রয়োগ গ্রহণযোগ্য হবে।
৮। আক্রমণাত্মক, গালাগাল ও বিদ্বেষবিহীন পরিশীলিত লেখাই ছাপা হবে।
৯। সাহিত্যসম্মত লেখায় প্রযোজ্যক্ষেত্রে ভিডিও, ছবি বা লিঙ্ক-রেফারেন্স গ্রহণযোগ্য হবে।
১০। মন্তব্যে লিংকবিহীন যৌক্তিক ও প্রাসঙ্গিক আলোচনা-সমালোচনাই গ্রহণযোগ্য হবে।
১১। মূললেখকের সংক্ষিপ্ত পরিচিতিসহ অনুবাদসাহিত্য গৃহীত হবে যদি মূললেখার কপি অনুবাদের সাথে সংযুক্ত থাকে।
১২। ফেসবুকগ্রুপ ব্যতীত যেকোন সাহিত্য-সংস্কৃতিসংবাদ, বইসমালোচনা এবং লেখাআহবান ছাপা হবে যদি যোগ্য বিবেচিত হয়।
যা চাইনাঃ
১। রাজনৈতিক/দলীয় প্রচারণামূলক/বিতর্কিত বা দেশ, সংবিধান, স্বাধীনতা-মুক্তিযুদ্ধ ও ধর্মবিরোধী অথবা এডাল্ট বিষয়, যা অশ্লীল বলে বিবেচিত এবং বিশৃঙ্খলাসৃষ্টিকারী সাহিত্য-সংস্কৃতি আদৌ গ্রহণযোগ্য নয়।
২। রাজনৈতিক, ধর্মীয়, বিতর্কিত ও অশ্লীললেখা-বিবেচনার ক্ষেত্রে ছাড়পত্রের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৩। অনাধুনিক ভাষা ও স্টাইলের লেখা, পুঁথিসাহিত্য কিংবা অত্যধিক দূর্বলমানের পদ্য গৃহীত হবেনা।
৪। সাধুভাষা, চলিতভাষা এবং অপ্রচলিত শব্দমিশ্রিত পদ্য (যেমন-মোর, মম, হেরিনু, নাহি, করিয়া ইত্যাদি জাতীয়) ছাপা হবেনা।
৫। লেখকনাম ও শিরোনামবিহীন লেখা এপ্রুভ নয় পেলেই ডিলিট করা হবে।
৬। ছবি, লিঙ্ক, ভিডিও, ঠিকানা বা ফোননম্বরযুক্ত লেখা অগ্রহণযোগ্য এবং একাধিকবার পোস্ট দিলে ব্যান করা হবে ।
৭। আধুনিক ভাষা, আধুনিক পদ্যরীতি বাদ দিয়ে রবীন্দ্রযুগীয় বা ছন্দবর্জিত (গদ্যরূপ) পদ্য ছাপা হবেনা।
৮। গান-গল্প বা রম্যব্যতীত পদ্যে আঞ্চলিক, বাংলিশ, সাধুভাষা বা শব্দপ্রয়োগ গ্রহণযোগ্য নয়।
৯। বিভিন্ন ভাষার সংমিশ্রণে বা বাংলিশভাষার সাহিত্য গ্রহণ করা হবেনা।
১০। বাংলাছাড়া অন্যভাষায় লেখা পোস্ট গৃহীত হবেনা।
১১। সাহিত্যবহির্ভূত আপত্তিকর কন্টেন্ট, ভিডিও, ছবি বা লিঙ্কযুক্ত রেফারেন্স এবং মন্তব্যেও অপ্রাসঙ্গিক লিঙ্ক, ছবি, ভিডিও বা এড দিলে ব্যান করা হবে।
১২। ইমেজভিত্তিক পরি্ষ্কার বা হস্ততলিখিত যুতসই লেখা গ্রহণযোগ্য হলেও লেখকের ছবিযুক্ত পোস্ট বাতিল হবে।
১৩। শেয়ারভিত্তিক সাহিত্যমানসম্মত লেখাও বাতিল হবে।
১৪। ব্যক্তিগত আক্রমণাত্মক, গালাগালপূর্ণ মানহানিকর, অযৌক্তিক পোস্ট ও মন্তব্যকারীকে সরাসরি ব্যান করা হবে।
১৫। স্পামিং, একই পোস্ট একাধিকবার দেয়া বা একই মন্তব্যের কপিপেস্টারকে ব্যান করা হবে।
১৬। দৈনিক ১টির বেশি পোস্ট দিলে ডিলিটসহ লেখককে ব্যান করা যাবে।
১৭। অভিযোগ থাকলে ইমেইলে না জানিয়ে মন্তব্যে বলা যাবেনা।
আমাদের আহবানঃ পোস্টে গঠনমূলক মন্তব্যের মাধ্যমে প্রত্যেক রচনার যথার্থ মূল্যায়ন করার চেষ্টা করুন! শুধুই লাইক নয়, সুন্দর/দারুনজাতীয় উচ্চারণের বদলে ভুল থাকলে ধরিয়ে দিন! না বুঝলে লেখককে প্রশ্ন করুন!
যোগাযোগঃ [email protected]
[email protected]