জানুয়ারি ১৫, ২০২০ জাতীয় সংসদে বক্তব্য দিচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি।
#RumeenFarhana #রুমিনফারহানা
নির্বাচনের প্রচারে গুজবের বিষয়ে যা বললেন ইশরাক
“কথা শুরু করার আগে বিসমিল্লাহ্ বলে শুরু করি, আমি দাঁড়ি রাখি, কিছু বলার পর ইনশা'আল্লাহ বলার কারণে যদি ওরা আমাকে শিবির বলে তাহলে আমি শিবির।
তার পরেতে কি হবে..?
কারাগারে ভরা..! তার পরেতে কি হবে.? সকল হত্যার বিচার হবে."
আমি এই সরকারারের কাছে
আর বিচার চাইবো না, কারন আমি জানি এই দেশে ন্যায়বিচার নেই।"... ভিপি নুর
বাংলাদেশের জন্মযুদ্ধের অকুতোভয় বীরযোদ্ধা সাদেক হোসেন খোকা নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিটে মৃত্যুবরণ করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর বড় ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন'র বক্তব্য
#SadequeHossainKhoka #সাদেকহোসেনখোকা
#মুক্তিযোদ্ধা #FreedomFighter
সরকারকে এক হাত দিলো সেলিমা রহমান। কর্মীদের রাজপথে নামার নির্দেশ।
একজন পুলিশের এসআই যদি এমন বে আইনি কাজ করেন তাহলে এদেশের মানুষ যাবে কোথায়??
সামান্য মোবাইল চুরির সন্দেহে কি একজন গরীব মানুষের প্রাণ নিজের হাতে কেড়ে নিবে???
মোবাইল চুরির সন্দেহের অভিযোগে স্বজনদের সামনে চারঘন্টা ধরে নির্মমভাবে পিটানো হয় দিনমজুর এজাহার মিয়াকে। পরিণতি তার করুন মৃত্যু । আর এ ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ, সেই ইকবাল পারভেজ রায়হান পুলিশের এসআই। নির্মম ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের ভাটিয়ারিতে।
যখন পছন্দের ছেলের সাথে বিয়ে তারিখ পাকা হয়, তখন আনন্দে মেয়েদের অবস্থা😂🤣🤣🤣
বুয়েটের মেধাবী ছাত্র আবরার তার জীবন দিয়ে হলেও আজ অনেকেরই মুখের ভাষা খোলে দিয়ে গিয়েছে । সব ভয়কে উপেক্ষা করে আজ ছাত্র জনতা তার মনে কথাটা প্রকাশ্যে উচ্চারন করবার সাহস পাচ্ছে । ওরা আজ প্রকাশ্য রাজপথে দাঁড়িয়ে শেখহাসিনাকে বলছে,
"আপনি হলেন সন্ত্রাসের জননী এবং আপনি হলেন সন্ত্রাসী তৈরী করার জননী ।"
Mother of terror.
----যা' ক'দিন আগে আমরা কল্পনাও করতে পারতাম না ।
সময়ের সাহসী বক্তব্য উচ্চারিত হয়েছে আজ তোমাদের মুখ থেকে । হয়তো তোমরাই জাতির ঘাড়ে চেপে বসা সিন্দাবাদের দৈত্যটাকে আছড়ে নামাতে পারবে । পারবে এই জাতিকে মুক্তির পথ দেখাতে ।
ডাকসুর ভিপি নুরুল হক নুরুর অসাধারণ সাহসী বক্তব্য। ছেলেটার বুকের পাঠা আছে । পুরো শরীরটা যেন কলিজা। শুভ কামনা প্রিয় নুরের জন্য।
দেশপ্রেমিক আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে জাতীয় ঐক্যফ্রন্ট রোববার, অক্টোবর ১৩, ২০১৯, জাতীয় প্রেসক্লাব থেকে শহীদ মিনার অভিমুখে শোক মিছিল বের করে। পুলিশি বাধায় মিছিল এগুতে পারেনি।
শনিবার, অক্টোবর ৫, ২০১৯, ভারতের সাথে সম্পাদিত বাংলাদেশের স্বার্থহীন চুক্তি'র বিরোধীতা করে তিনটি তথ্য দিয়ে ঐ দিন সন্ধ্যায় ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় রোববার, অক্টোবর ৬ এবং সোমবার, অক্টোবর ৭, ২০১৯ এর মধ্যবর্তী রাতে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে দীর্ঘ সময় ধরে পিটিয়ে হত্যা করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। যেই চুক্তিতে মরলো ভাই সেই চুক্তি বাতিল চাই।
রোববার, অক্টোবর ১৩, বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদে ও খুনিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় ঐক্য ফ্রন্টের মিছিল।