Hi Magazine

Hi Magazine Hi-Magazine, a national monthly magazine published during March 1988 to April 1989. The magazine was

The magazine was unique in its content, created a mass response among teens, youths as well as adult readers during that time but due to immense pressure to continue as medical students,the magazine was closed for publication. The objective of the magazine was to strengthen knowledge among the target group about contemporary global literature & arts, cinema,music, fashion & sports, health etc, in a mission to help building knowledge based healthy population.

10/12/2023

Taylor Swift was the most-streamed artist on Earth in 2023, according to Spotify data. With more than 26.1 billion streams, Swift is the first female artist to claim the top spot since the platform started Spotify Wrapped in 2015. https://nyti.ms/40YcNXT

09/12/2023

The pop star was candid about the Eras Tour, as well as her feuds with Kim Kardashian and Scooter Braun, and more.

09/12/2023

Taylor Swift's Eras Tour is the highest grossing concert tour of all time, Pollstar data reveals, and the first ever to gross $1 billion.

আজকাল ট্রেনে বাসে রাস্তায় রেস্তোরাঁয় সর্বত্রই জল তেষ্টা পেলে আমাদের হাতে উঠে আসে ঠান্ডা বা নর্মাল সিল করা জলের বোতল।কি...
09/12/2023

আজকাল ট্রেনে বাসে রাস্তায় রেস্তোরাঁয় সর্বত্রই জল তেষ্টা পেলে আমাদের হাতে উঠে আসে ঠান্ডা বা নর্মাল সিল করা জলের বোতল।
কিন্তু এই ফ্রিজ তো হালে এলো!
প্রশ্ন উঠতেই পারে, যখন ফ্রিজ ছিল না তখন মানুষ ঠান্ডা জল খেতেন না?
আজ্ঞে খেতেন, আলবাত খেতেন।
তখন ফ্রিজ না থাকলেও ছিল ‘ভিস্তি’।
‘ভিস্তি হল এক ধরনের বস্তার মত দেখতে ব্যাগ।
ছাগলের চামড়া দিয়ে তৈরি এই বিশেষ থলেকে ‘মশক’ও বলে।
এতে রাখলে ফ্রিজের মতোই ঠান্ডা থাকত জল।
আর স্বয়ং জলদাতা হয়ে এই ভিস্তির জল যারা বাড়ি বাড়ি পৌঁছে দিতেন তাদের বলা হত ভিস্তি ওয়ালা।

এই ভিস্তিওয়ালাদের সঙ্গে রয়েছে ইতিহাসের যোগ।
কথিত আছে, মুঘল নবাব হূমায়ুন একবার জলে ডুবে যাচ্ছিলেন।
তখন নবাবকে বাঁচিয়েছিলেন এক ভিস্তিওয়ালা।
এমনকি এই ভিস্তির উপর ভরকরেই সাঁতরে উঠেছিলেন হূমায়ুন।
কৃতজ্ঞতা স্বরূপ সেই ভিস্তিওয়ালাকে একদিনের জন্য তার আসনেও বসিয়েছিলেন তিনি।
অভিবক্ত ভারতবর্ষের ঢাকায় এবং কলকাতায় জল বিলোনোর কাজ করতেন এই ভিস্তিওয়ালারাই।

কিন্তু স্মার্টফোন সর্বস্ব এই ওভারস্মার্ট যুগে আজকের প্রজন্মের অনেকেই হয়ত জানেইনা ভিস্তিওয়ালাদের কথা।
পার্সি শব্দ ‘বেহেস্ত’ শব্দের অপভ্রংশ হয়ে এসেছে ভিস্তি, এর অর্থ হল স্বর্গ। পৃথিবীর পশ্চিম ও মধ্য প্রান্তে স্বর্গের বেশীরভাগ ছবিতেই মিলেছে নদী ও বাগানের ছবি।
কথিত আছে সেই স্বর্গের নদী থেকে জল এনেই ভিস্তিরা তা বিলিয়ে দিতেন মানুষকে, তাই তাদের স্বর্গের-দূতও বলা হত।

তিলোত্তমাতেও এককালে এদের একচেটিয়া আনাগোনা ছিল। ভোরবেলা দোর খুলে রাস্তায় বেরোলেই দেখা মিলত ভিস্তিওয়ালাদের। কাঁধে জল ভরতি চামড়ার ব্যাগ নিয়ে বেড়িয়ে পড়তেন মুসলিম সম্প্রদায়ের এই মানুষগুলো।
দিল্লিতেও একসময় ছিল ভিস্তির চল।
এখনও এই প্রাচীন পদ্ধতি বাঁচিয়ে রাখার প্রচেষ্টায় দিল্লির জামা মসজিদের বাইরে মুশতাকিম চায়ের দোকানে গেলেই দেখা যাবে, ঝোলানো রয়েছে ছাগলের চামড়া দিয়ে তৈরি লম্বা লম্বা ভিস্তি। বহুযুগ ধরে প্রাচীন দিল্লির সাক্কে ওয়ালি গলিতেই ভিস্তিওয়ালাদের বাস।
(সংগৃহীত)

  Krisna Basu was a student of   Medical School, now Sir Salimullah Medical College, Dhaka.Binoy, together with fellow  ...
09/12/2023

Krisna Basu was a student of Medical School, now Sir Salimullah Medical College, Dhaka.
Binoy, together with fellow revolutionary Gupta & Chandra Gupta carried out a valiant attack on the administrative head office of British government of Bengal, building at square in ,British India on 8 December,1930. After their successful mission as fighter,they were captured by the but preferred to commit su***de rather than to be arrested!
Their sacrifice inspired countless of Indian youth to join the fight against the colonial British force for the liberation of occupied .Dalhousie square is now known as , named to remember these golden sons of the soil.

08/12/2023
08/12/2023
সতীদাহের মত অমানবিক প্রথার বিরুদ্ধে আপসহীন লড়াই,প্রাণপণ চেষ্টার পর দীর্ঘদিনের সংগ্রামে জয়ের হাসি হেসেছিলেন রাজা তো তিনিই...
08/12/2023

সতীদাহের মত অমানবিক প্রথার বিরুদ্ধে আপসহীন লড়াই,প্রাণপণ চেষ্টার পর দীর্ঘদিনের সংগ্রামে জয়ের হাসি হেসেছিলেন রাজা তো তিনিই। স্বামীর চিতায় অসহায় জীবন্ত নারীকে পুড়িয়ে মারার কুৎসিত,অমানবিক, সতীদাহ প্রথা চিরতরে উচ্ছেদ হল সমাজ থেকে,লর্ড বেন্টিকের আমলে আইন করে বন্ধ হল সতীদাহ প্রথা,এই কৃতিত্ব যাঁর সব থেকে বেশি প্রাপ্য তিনি রাজা রামমোহন রায়৷ ১৮২৯সালে আজকের দিনে আইন করে বন্ধ করা হয় সতীদাহ।

কেউ যদি রাজা রামমোহন রায়ের সাথে তর্ক যুদ্ধে নামতে চাইতেন শুনে বলতেন,আরে ও কি খায় আমার সঙ্গে তর্ক করবে? তিনি নিজে রোজ দুধ খেতেন বারো সের,পাঁঠা নাকি একটা গোটা!আম একসঙ্গে পঞ্চাশটা।

খুব ভোর বেলায় ঘুম ভেঙে যেত। লম্বায় ছ'ফুটের বেশি, স্বাস্থ সচেতন মানুষ,জীবন ছিল একেবারেই ছকে বাঁধা৷ভোরে উঠে বেড়ানো,তারপর ব্যায়াম,কিছুক্ষণ বিশ্রাম তারপরে স্নান, তার আগে দুজন পালোয়ান খাঁটি সরষের তেলে দলাই-মলাই করতেন,যখন খেতেন একজন কে খবরের কাগজ পড়ে সব খবর শোনাতে হত,নিজে খুব ভালভাবে অবগত ছিলেন তাঁর শরীরের জোর নিয়ে,যদি কেউ বলতেন আপনাকে অমুক মারবে,তিনি অবজ্ঞার সুরে বলতেন তাই নাকি!
মোক্তার বন্ধু গুরুদাস বসুর বাড়ি গিয়েছেন বাঙালির রাজা, গুরুদাস বললেন ডাব খাওয়া যাক,রামমোহন সম্মতি দিলেন,গাছ থেকে ডাব পেড়ে দেওয়া হল রামমোহন কে, এবার আর তাঁর হাসি আর থামে না৷

ও গুরুদাস ওতে আমার কি হবে!কাঁদি সুদ্ধ পেরে ফেল৷
আধুনিক মনন আর দৃষ্টিভঙ্গীর কারণে বাবা-মার সঙ্গে তীব্র বিরোধ,এবং পিতা ত্যাজ্যপুত্র করে দিলেন, এতটুকু দমলেন না,বরং দ্বিগুন উৎসাহে সামাজিক বিভিন্ন অমানবিক সংস্কারের বিরুদ্ধে তাঁর হার না মানা অদম্য লড়াই চলতেই থাকলো৷ ব্রাহ্মসমাজ সমাজ গড়েছেন,ইংরেজি ভাষায় লোকে লেখাপড়া শিখবে এই ছিল মনের বাসনা৷আইন করে সতীদাহ প্রথা ইংরেজরা বন্ধ করল,গোটা বঙ্গদেশে তখন একদিকে উৎসব,অন্যদিকে নিন্দা,সমালোচনার কাদা ছোটাছুটি চলছে৷ছড়া গান লিখে রক্ষণশীলরা রামমোহনকে ধিক্কার দিচ্ছেন,সেই রকম একটা গান শোনা যেত—
'সুরাই মেলের কুল
বেটার বাড়ি খানাকুল
ওঁ তৎসহ বলে বেটা
বানিয়েছে স্কুল'৷

যতদিন বেঁচে ছিলেন তাঁর বিরুদ্ধ পক্ষের সকলকে মাথা হেঁট করতে হয়েছে তিনি এখন নেই, রাজা রামমোহন রায় কে আমরা স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে।

সংকলনে ✍🏻 অরুণাভ সেন।।
পুস্তক ঋণ কলকাতার রাজকাহিনী,পূর্ণেন্দু পত্রী❤️

একসময় সভ্য দেশের শহরগুলোর মতো ঢাকার সড়কেও নিরাপদে পশু-পাখি পাড়ি দিতো।সম্ববত ১৯৭২-৭৩ সালের ছবি, মতিঝিলে (মধুমিতা সিনেম...
08/12/2023

একসময় সভ্য দেশের শহরগুলোর মতো ঢাকার সড়কেও নিরাপদে পশু-পাখি পাড়ি দিতো।
সম্ববত ১৯৭২-৭৩ সালের ছবি, মতিঝিলে (মধুমিতা সিনেমা হলের সামনে) রাস্তা পার হচ্ছে একদল রাজহাঁস। তাদেরকে দেখে দাঁড়িয়ে গেছে ট্রাক ও রিকশা।
এখন রাস্তায় মানুষ দেখলেও অনেকে গাড়ি থামান না কিন্তু সেই আমলে আমরা অনেক সভ্য ছিলাম।
(ছবিটি তুলেছেন শ্রদ্ধেয় রশিদ তালুকদার)

08/12/2023

The Queen of Christmas received the legendary singer’s memoir from Billy Eichner and can’t get enough of the book.

08/12/2023
তাঁকে রক সঙ্গীতের অন্যতম অগ্রদূত হিসেবে গণ্য করা হয়। গায়কের তুলনায় কবি হিসেবেও তিনি মন্দ ছিলেন না। সামাজিক অসঙ্গতি, দ্র...
08/12/2023

তাঁকে রক সঙ্গীতের অন্যতম অগ্রদূত হিসেবে গণ্য করা হয়। গায়কের তুলনায় কবি হিসেবেও তিনি মন্দ ছিলেন না। সামাজিক অসঙ্গতি, দ্রোহ, প্রেম, বৈষম্য ইত্যাদি নিয়ে কবিতা লিখেছেন। নিজে লিখে সেটিকে সঙ্গীত হিসেবে নিজেই গেয়েছেন। নির্মাতা হিসেবে স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রও বানিয়েছেন।
কিশোর বয়স থেকেই তাঁর ভিতরে গেঁথে গিয়েছিল কবিতা, উদ্দামতা আর দ্রোহ। শিল্প দিয়ে নিজের কথা ব্যক্ত করার চেষ্টায় বন্ধুদের নিয়ে শুরু করেন গানের দল The Doors। অসাধারণ লেখনী আর চমৎকার গায়কী ক্ষমতার জন্য সত্তর দশকে গাওয়া তাঁর গানগুলো এখনও সমানভাবে জনপ্রিয়। মাত্র ২৭ বছর বয়সে মৃত্যুবরণ করলেও সংগীত ও কবিতার মাধ্যমে তিনি আজো তারুণ্যের দ্রোহের প্রতীক হিসেবে অমর হয়ে আছেন।
সংগীতশিল্পী, গীতিকার, সাহিত্যিক, চলচ্চিত্র পরিচালক জেমস ডগলাস মরিসন, জিম মরিসন নামেই যিনি বেশি পরিচিত, ১৯৪৩ সালের ৮ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জন্মগ্রহণ করেন।

“This planet is for everyone, borders are for no one. It’s all about freedom.”British writer, dub poet & actor Benjamin ...
07/12/2023

“This planet is for everyone, borders are for no one. It’s all about freedom.”
British writer, dub poet & actor Benjamin Obadiah Iqbal Zephaniah has died aged 65, after being diagnosed with a brain tumour eight weeks ago, !

ইতিহাস পঠন: ১৯৭১ সালের ৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। ইন্দিরা গান্ধীর স্বাক্ষর করা সেই চ...
07/12/2023

ইতিহাস পঠন: ১৯৭১ সালের ৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। ইন্দিরা গান্ধীর স্বাক্ষর করা সেই চিঠি।

07/12/2023
Sam Altman is TIME's 2023 CEO of the Year!
07/12/2023

Sam Altman is TIME's 2023 CEO of the Year!

06/12/2023

Swift makes history with five albums in the top 10 of the Billboard 200.

হলিউড নয়, ঢালিউডেও এধরনের দৃশ্য দেখা যেত —!৪ ফেব্রুয়ারি ১৯৭১ সাল: 'গান গেয়ে পরিচয়' ছবির একটি দৃশ্যে আনোয়ার হোসেন এবং পান...
06/12/2023

হলিউড নয়, ঢালিউডেও এধরনের দৃশ্য দেখা যেত —!
৪ ফেব্রুয়ারি ১৯৭১ সাল: 'গান গেয়ে পরিচয়' ছবির একটি দৃশ্যে আনোয়ার হোসেন এবং পান্না।
ছবি: বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র

06/12/2023
06/12/2023

Beyoncé's Renaissance World Tour is Billboard Boxscore's No. 1 tour of 2023. 👑

Learn more: http://blbrd.cm/8suf1Ll

(Note: Taylor Swift's The Eras Tour did not report figures to Billboard Boxscore, and it therefore does not qualify for the year-end charts.)

06/12/2023
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে ঢাকা শহরের ‘র...
06/12/2023

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’...!

কিংবদন্তি  #জ্যাম্বস গ্রুপ, ঢাকাই সিনেমার স্বর্ণালী সময়ে যারা ফাইটিং দৃশ্যে অভিনয় করতেন!
06/12/2023

কিংবদন্তি #জ্যাম্বস গ্রুপ, ঢাকাই সিনেমার স্বর্ণালী সময়ে যারা ফাইটিং দৃশ্যে অভিনয় করতেন!

05/12/2023

Denny Laine, co-founder of bands Wings and The Moody Blues and longtime collaborator of Paul McCartney, died on Tuesday morning, according to Laine's wife Elizabeth Hines. He was 79.

Panyee Island, a small fishermen community, just off the coast of Phang Nga Bay, Thailand. It was built on stilts by  Ja...
05/12/2023

Panyee Island, a small fishermen community, just off the coast of Phang Nga Bay, Thailand. It was built on stilts by Javanese fishermen. The population consists of about 360 families of about 1,600 people descended from two seafaring Muslim families from Island, Indonesia.

04/12/2023

It marks the first time a film has opened over $20 million on this weekend in 20 years.

 !
04/12/2023

!

When she was asked, "Why don't you have plastic surgery?" She answered, "I will never allow them to remove the wrinkles ...
03/12/2023

When she was asked, "Why don't you have plastic surgery?"
She answered,
"I will never allow them to remove the wrinkles in my forehead, because they are the result of my amazement at the beauty of life, or those on my mouth, because it shows how much I laughed and how much I kissed, not even the black spots under my eyes, because behind it I hide the memories of my sadness and cry. They are part of me and I love their beauty...
I will preserve my facial features because they're an indicator of my life experiences."

 #দ্য_বিটেলস্ পশ্চিমা সঙ্গীত ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী দল হিসেবে বিবেচনা করা হয় তাদের। ষাটের দশকে পশ্চিমা সমাজে প্রচলি...
02/12/2023

#দ্য_বিটেলস্
পশ্চিমা সঙ্গীত ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী দল হিসেবে বিবেচনা করা হয় তাদের। ষাটের দশকে পশ্চিমা সমাজে প্রচলিত প্রতিষ্ঠান ও প্রথাবিরোধী যে সংস্কৃতির ঢেউ উঠেছিল সেটিতে অন্যতম প্রভাবক হিসেবে স্বীকৃত তারা। লিভারপুল শহরের লেনন, ম্যাকার্টনী, হ্যারিসন ও রিঙ্গো ষাটের দশকে গড়ে তুলেছিলেন 'দ্য বিটেলস্'। লোক সঙ্গীত, মনোজাগতিক, মানবিক ও নীতিনৈতিকতা ভিত্তিক সঙ্গীত, ভারতীয় সঙ্গীত থেকে হার্ড রক সব ধরনের গান গেয়েছেন তারা। এই ঐতিহাসিক গানের দলের দু'জন প্রয়াত হয়েছেন ইতিমধ্যেই।
আমার নিজের সামাজিক চিন্তাচেতনা ও মনোজাগতিক গঠনে #লালন শাহ এবং বিটেলস্' এর অবদান অনস্বীকার্য।
, , ,

বাবার ইচ্ছা পুরণে চিকিৎসা বিজ্ঞান অধ্যয়ন করতে বিলেতে পাড়ি দিয়েছিলেন। কিন্তু অসুস্থতার কারণে অপেক্ষাক্ষৃত কম পরিশ্রমে প্র...
30/11/2023

বাবার ইচ্ছা পুরণে চিকিৎসা বিজ্ঞান অধ্যয়ন করতে বিলেতে পাড়ি দিয়েছিলেন। কিন্তু অসুস্থতার কারণে অপেক্ষাক্ষৃত কম পরিশ্রমে প্রকৃতি বিজ্ঞানে পড়াশুনা করতে বাধ্য হয়েছিলেন। মার্কনিকে রেডিওর জনক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। কিন্তু তার কয়েক বছর আগেই তিনি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেন। উদ্ভিদের জীবন ও অনুভূতি শক্তি আছে সেটিও তিনিই আবিষ্কার করেছিলেন। বাঙালিরা বিজ্ঞান গবেষণায় ইউরোপ আমেরিকার চেয়ে পিছিয়ে নেই সেটি তিনি প্রমাণ করেছিলেন। মাইক্রোওয়েভ বা অতি ক্ষুদ্র তরঙ্গ তৈরি করেন তিনি, যা আধুনিক রাডার, টেলিভিশন এবং মহাকাশ যোগাযোগে ভূমিকা রাখছে। তারবিহীন প্রযুক্তির বিকাশে তিনি যে অবদান রেখেছেন সেটির কল্যাণে বর্তমানে ওয়াইফাই, ব্লুটুথ, স্মার্টফোন বা ল্যাপটপে খুব সহজেই ব্যবহার যাচ্ছে। বিবিসি জরিপে তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় সপ্তম স্থান লাভ করেন।
পদার্থবিদ, উদ্ভিদবিদ এবং জীববিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু ১৮৫৮ সালের ৩০শে নভেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সি অঞ্চলের ময়মনসিংহে জন্মগ্রহণ করেন।

29/11/2023

বেগম সুফিয়া কামাল স্মরণে।

তিনি মার্শাল আর্টকে বহির্বিশ্বে জনপ্রিয় করে তোলার পাশাপাশি পশ্চিমা সংস্কৃতির সাথে চীনা সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়...
27/11/2023

তিনি মার্শাল আর্টকে বহির্বিশ্বে জনপ্রিয় করে তোলার পাশাপাশি পশ্চিমা সংস্কৃতির সাথে চীনা সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়েছিলেন। বিংশ শতাব্দীর প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় স্থান করে নিয়েছেন তিনি। অসামান্য শারীরিক ফিটনেসের কারণে সেই সময়ে তিনি সতেজতা ও তারুণ্যের প্রতীকে পরিণত হয়েছিলেন। তাঁর হাত-পায়ের নড়াচড়া ছিল চোখের পলকের চেয়েও দ্রুত। সিনেমার মাধ্যমে মার্শাল আর্টকে দুনিয়াজুড়ে পরিচিতি দিয়েছেন, কবিতা লিখেছেন, ছবি আঁকতেন, নাচেও পারদর্শী ছিলেন তিনি। সনাতন মার্শাল আর্টে নিজস্ব কিছু ষ্টাইল যোগ করেছিলেন তিনি। অভিনীত সব ছবিতে তিনি একক নায়ক হিসেবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চরিত্রের ভূমিকায় অভিনয় করে গেছেন।
জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করার সময় মাত্র ৩২ বছর বয়সে ১৯৭৩ সালের ২০ জুলাই হংকংয়ে রহস্যজনক মৃত্যু হয়েছিল তাঁর।
Bruce Lee নামে পরিচিত লি জুন-ফান ১৯৪০ সালের ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিকো শহরে জন্ম গ্রহণ করেন।

26/11/2023

Lonely Planet's newly released Best In Travel 2024 book crowns the top 10 countries, top 10 regions, top 10 cities and top 10 'value' places to visit next year.

She is referred to as the "Queen of Rock 'n' Roll.She is ranked among the 100 Greatest Artists of All Time. She is also ...
26/11/2023

She is referred to as the "Queen of Rock 'n' Roll.
She is ranked among the 100 Greatest Artists of All Time. She is also one of the best-selling recording artists of all time. She has received numerous rewards including 12 times Grammy Awards and prestigious Kennedy Center Honors. She is a two-time inductee into the Rock and Roll Hall of Fame. She is famous for her "swagger, sensuality, gravelly vocals and unstoppable energy", along with her career longevity and her famous legs. In 1988, she set a then- Guinness World Records for the largest paying audience (about 180, 000) for a solo performer. She has also shown her talent as a good actress.
Anna Mae Bullock, popularly known as Tina Turner was born on 26 November, 1939 at Brownsville, Tennessee, USA.

"ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে প্রফেসর আব্দুর রাজ্জাক সম্ভবত সবচেয়ে রহস্যময় মানুষ ছিলেন। বিয়ে করেন নি, চিরকুম...
25/11/2023

"ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে প্রফেসর আব্দুর রাজ্জাক সম্ভবত সবচেয়ে রহস্যময় মানুষ ছিলেন। বিয়ে করেন নি, চিরকুমার মানুষ। সবসময় পায়জামা এবং গেরুয়া রঙের পাঞ্জাবি পরতেন। খুব কম কথা বলতেন, তবে অতি ঘনিষ্ঠদের কাছে মজলিশি মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর চেহারার সঙ্গে হো চি মিনের চেহারার সাদৃশ্য ছিল। তিনি নিয়ম করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে যেতেন। নির্দিষ্ট একটা জায়গায় বসে ঘণ্টার পর ঘণ্টা দাবা খেলতেন। অস্থিরতা নামক বিষয়টি তাঁর মধ্যে কখনো দেখি নি, তবে দাবা খেলার শেষের দিকে (যখন জয়-পরাজয় নির্ধারিত হবে) কিছু অস্থিরতা দেখা যেত।
বিশ্ববিদ্যালয়ের ক্ষমতাধর মানুষদের উনি ছিলেন একজন। তাঁর ক্ষমতার উৎস আমি জানতাম না। শুনেছি তিনি হ্যারল্ড লাস্কি নামক জগৎবিখ্যাত অধ্যাপকের সঙ্গে Ph.D করছিলেন। থিসিস লেখার শেষ পর্যায়ে হ্যারল্ড লাস্কি মারা যান। প্রফেসর আব্দুর রাজ্জাক থিসিস জমা না দিয়েই দেশে ফিরে আসেন। কারণ তাঁর ধারণা হয়েছিল, হ্যারল্ড লাঙ্কি ছাড়া এই থিসিসের মর্ম কেউ বুঝবে না। আমি হ্যারল্ড লাস্কিকে চিনি না। কেন তিনি জগৎবিখ্যাত তাও জানি না। আমি তাঁর ছাত্রের প্রতি সবার সমীহ দেখে অবাক হই। এমন না যে অধ্যাপক রাজ্জাক অনেক বইপত্র লিখে নিজেকে বিকশিত করেছেন। আমার মনে হয় তিনি তাঁর প্রতিভার পুরোটাই দাবা খেলায় ব্যয় করেছেন। সেখানেও তেমন কিছু করতে পারেন নি। বেশির ভাগ সময়ই অন্যদের কাছে হেরেছেন। আমি অতি নিম্নমানের দাবা খেলোয়াড়। তিনি আমার কাছেও মাঝে মধ্যে হারতেন। চাল ফেরত নেয়া দাবা খেলায় নিষিদ্ধ। এই নিষিদ্ধ কাজটি সবসময়ই করতেন।

অধ্যাপক রাজ্জাককে নিয়ে মাতামাতি শুধু যে দেশেই তা-না, বিদেশেও। দেশের বাইরের অনেকেই তাঁর পরামর্শে তাঁর অধীনে Ph.D করেছেন। অনেক গবেষণাপত্র উৎসর্গ করা হয়েছে তাঁর নামে। এক বাঙালি অর্থনীতিবিদ ঢাকায় এলেই রাজ্জাক স্যারের বাসায় যেতেন। তিনি কয়েকবার তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবেও নিয়ে এসেছেন। পরিচয় করিয়ে দিয়েছেন— “এই ছেলে Economics ভালো জানে।”
–হুমায়ুন আহমেদ।
(Economics জানা মানুষটির নাম অমর্ত্য সেন। যিনি পরে ইকনমিক্সে নোবেল পুরস্কার পান)

The day   died -- Diego Maradona died on 25 November, 2020 in sleep at his home in Dique Luján, Buenos Aires, Argentina.
25/11/2023

The day died -- Diego Maradona died on 25 November, 2020 in sleep at his home in Dique Luján, Buenos Aires, Argentina.

ভারত উপমহাদেশের একটি দেশের এক মন্ত্রী মহোদয় আফ্রিকার একটি দেশে বেড়াতে গেলে ঐ দেশের মন্ত্রী তার খামার বাড়িতে নিয়ে গেলেন। ...
25/11/2023

ভারত উপমহাদেশের একটি দেশের এক মন্ত্রী মহোদয় আফ্রিকার একটি দেশে বেড়াতে গেলে ঐ দেশের মন্ত্রী তার খামার বাড়িতে নিয়ে গেলেন।
আলিশান প্রাসাদোপম বাড়ি দেখে অতিথি মন্ত্রী জিজ্ঞেস করলেন, ‘এত টাকা পেলেন কোথায়?’।
আফ্রিকার মন্ত্রী বাড়ির সামনের নদীতে থাকা ব্রিজ দেখিয়ে বললেন,
’ওখান থেকে ১০% নিয়েছি।‘
এবার আফ্রিকার মন্ত্রী ফিরতি ভ্রমণে উপমহাদেশের দেশটিতে আসার পর তাকেও মন্ত্রী নিজের খামার বাড়িতে নিয়ে গেলেন। নিজের চেয়েও বড় প্রাসাদ দেখে নিমন্ত্রিত মন্ত্রী জিজ্ঞেস করলেন,
’ কিভাবে বানালেন?’।
উপমহাদেশের দেশটির মন্ত্রী সামনের নদী দেখিয়ে বললেন, ’ওটার উপর ব্রিজ বানিয়ে’।
আফ্রিকার মন্ত্রী অনেক খুঁজেও কোন ব্রিজ দেখতে না পেয়ে বললেন,
’ভাই সাহেব আমি তো কোন ব্রিজ দেখছি না!’।
উপমহাদেশের দেশটির মন্ত্রী হাসতে হাসতে বললেন,
’১০০% কমিশন নিয়েছি’।‘☺️

🔴 Country singer wore an outfit paying homage to Dallas Cowboys at halftime of their Thanksgiving Day NFL game against W...
24/11/2023

🔴 Country singer wore an outfit paying homage to Dallas Cowboys at halftime of their Thanksgiving Day NFL game against Washington Commanders.

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hi Magazine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Nearby media companies