বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের শশইয়া গ্রামের আব্দুর শুক্কুর মিয়ার ছেলে শিহাব হোসেন (১৩) মেড্ডা মাদ্রাসার শিক্ষকের জোড় বেতের আঘাতে অসুস্থ হয়ে পড়ে৷
একদিন পরেই ওই ছাত্রের শারিরীক অবস্থার অবনতি হলে, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত শিক্ষক আব্দুল ওহাব (৩৫) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা। সে পলাতক রয়েছে। এ ঘটনায় নিহত শিহাবের বাবা বরুড়া থানায় বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সূত্র জানায়, শিহাব ওই মাদরাসায় বর্ডিংয়ে থেকে পড়াশোনা করে। গতকাল শিহাবের হাত থেকে ভাত পড়ে যায় একদিনে সে আরেক ছাত্রের পেয়ারা হাত দিয়ে ধরেছিলো।
ওই দুই ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত শিক্ষক আবদুল ওহাব শিহাবকে জোড় বেত দিয়ে অসংখ্য বেত্রাঘাত করে। শিহাব মাদরাসা থেকে বাড়িতে চলে আসে। পরে শিহাব অসুস্থ হয়ে পরে।
শুক্
আওয়ামী লীগের নেতাকর্মীরা মানববন্ধন ও অপপ্রচারের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
বরুড়ায় নৌকা প্রতীকের প্রার্থী খলীলুর রহমানের পক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা মানববন্ধন ও অপপ্রচারের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ সভা করেন।
বরুড়ায় প্রায় ৬৮ বছর পর জমি পেলেন জিতেন্ত্র (ভিডিও দেখুন)
বরুড়ায় প্রায় ৬৮ বছর পর জমি পেলেন জিতেন্ত্র। প্রায় ৬৮ বছর মামলা চলার পর জিতেন্দ্রের পক্ষে রায় দেন আদালত।
বরুড়া ভাইয়া প্লাজার ২য় তলায় ONE TELECOM এর দ্বিতীয় শোরুম উদ্বোধন।
বরুড়া ভাইয়া প্লাজার ২য় তলায় ONE TELECOM এর দ্বিতীয় শোরুম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুল ইসলাম।
পুলিশের চাকরীতে আগ্রহীদের জানার জন্য এ ভিডিওটি দেখা প্রয়োজন।
পুলিশের চাকরীতে আগ্রহীদের জানার জন্য এ ভিডিওটি দেখা প্রয়োজন।
বরুড়ার ভূলারচর গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মসজিদ কমিটির সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।
কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের ভূলারচর গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মসজিদ কমিটির সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। (ভিডিও দেখুন)
লকডাউনে তরুনরা গানের চর্চা করছে। তাদের জন্য শুভকামনা রইল।
কোরবানির গোস্ত গরীবদের দান করুন।
ঈদ সবার জন্য।
বরুড়ার জয়কামতা গ্রামে ভাই বোনদের দন্দ্বে জমি কিনে চরম বিপাকে পড়েছেন মানিক মিয়া
বরুড়ার জয়কামতা গ্রামে ভাই বোনদের দন্দ্বে জমি কিনে চরম বিপাকে পড়েছেন মানিক মিয়া
মাহফুজুল ইসলাম, বরুড়া: কুমিল্লা বরুড়ার শিলমুড়ী (উঃ) ইউনিয়নের জয়কামতা গ্রামের বাসিন্ধা জাহাঙ্গীর আলম থেকে ৮ শতাংশ জমি কিনে আলমগীর হোসেন ও তার এক বোনের দন্দ্বের কারনে চরম বিপাকে পড়েছেন মানিক মিয়া। গত রবিবার (৭ জুন) সকালে বরুড়া সাব-রেজিষ্টার অফিসে উপস্থিত হয়ে জাহাঙ্গীর আলম খরিদদার মানিক মিয়াকে দলিল প্রদানকালে তার ভাই আলমগীর ও বোন রাজিয়া বাধা প্রদান করে।
সরজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার শিলমুড়ী (উঃ) ইউনিয়নের জয়কামতা গ্রামের বাসিন্ধা মৃত- আলী হোসেন স্ত্রীসহ দুই ছেলে জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন ও সুলতানা রাজিয়াসহ চার মেয়ে রেখে মারা যান। জাহাঙ্গীরের চাচা ড. আলী আশ্রাফ নিঃসন্তান থাকা অবস্থায় মারা যান। চাচা ড. আলী আশ্রাফের জীবদ্ধশায় বিক্রিকৃত কিছু সম্পত্তি নিয়েও এখনো আদালতে মামলা চলমান রয়েছে।
স্থানীয়রা জানান, জাহাঙ্গীরের সাথে আলমঙ্গীর ও তার বোন সুলতানার মাঝে জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো। বিগত ১৯৮১ সনের পর থেকে দখলীয় জয়কামতা মৌজার ৬৯ নং খতিয়ানে ৫১৭ ও ৫১৫ দাগে জাহাঙ্গীরের মালিকীয় সম্পত্তি থেকে ৮ শতাংশ জমি মানিকের কাছে গত ২৪.০৩.২০ ইং তারিখে বায়নাপত্র দলিলের মাধ্যমে বিক্রি করেন। লকডাউন উঠে গেলে জমির দলিল প্রদান করার কথা বলে মানিকের কাছ থেকে প্রায় ৪ লক্ষ টাকা নিয়ে নেন।
উল্লেখিত জমিতে বসতঘর নির্মাণ করে মানিক মিয়া পরিবার নিয়ে বসবাস করছে বলে তিনি জানান। সম্পূর্ণ টাকা পরিশোধ শেষে সাবকাউলা দলিল দেয়ার সময়কালে আলমগীর তার বোন রাজিয়াকে দিয়ে সাব-রেজিস্টার অফিসে একটি অভিযোগ দিয়ে দলিল সম্পন্নের কাজটি বন্ধ করে দেয়।
এ বিষয়ে জাহাঙ্গীর বলেন, তার বগ্নিপতি তাকে ও আলমগীরকে বাড়ীতে বসে সমস্যা সমাধান করে তারপর দলিল দেয়ার জন্য অাহ্বান করেন। জাহাঙ্গীর তার বগ্নিপতির কথা শুনে বাড়ি ফিরে আসেন। পরে জানতে পারেন গোপনে আলমগীর গত বুধবারে ৫১৭ দাগে ৫ শতক ও ৫১৫ দাগে ১২ শতক সম্পত্তি তার স্ত্রীর নামে দলিল দিয়ে দেন। এতে করে তাদের মাঝে পুনরায় জামেলার সৃষ্টি হয়। সে সমস্যা নিস্পত্তি ও শান্তি শৃঙ্খলার জন্য বিষয়টি স্থানীয়ভাবে মিমাংশার জন্য অাওয়ামীলীগ নেতা সেলিম অাহমেদ, মোঃ মাসুম ও এবাদউল্লাহসহ এলাকার গন্যমান্যদের কাছে সহযোগীতা চান। এ ব্যাপারে সে এলাকার কাউকে কোন টাকা পয়সা দেয়নি। সবাই তার দিকে তাকিয়ে মানবিক সহযো
#করোনা ভাইরাস প্রতিরোধেই অামাদের মুক্তি। প্রিয় বরুড়াবাসীকে অারো সচেতন হতে হবে।