[][] শেখ হাসিনা মনোনয়নের বিষয়ে কারও কথা শুনছেন না: জাহাঙ্গীর কবির নানক ।
#আপডেট: চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানার নবাগত পরিদর্শক (ওসি তদন্ত) মাকছুদুর রহমান।
কমেন্টে বিস্তারিত:-
❤ অভিনন্দন
🇧🇩 সেন্টমার্টিন ও কক্সবাজার এলাকায় সর্বোচ্চ ঘন্টায় ১৪৭ কি:মি: বেগে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মোখা । এখনো অব্যাহত রয়েছে তাণ্ডব সর্বশেষ যে তথ্য দিয়েছে .. আবহাওয়া অফিস...দেখুন
#কিলার_সামীম যে হাতুড়ি দিয়ে #জেম_কে_হত্যা_করে
#ভিডিও --- চাঁপাইনবাবগঞ্জের স্বেচ্ছাসেবকলীগ নেতা ও সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেম কে হত্যা করতে যে হাতুড়ি ব্যবহার করে - আটক কিলার সামিম দেখিয়ে দিল - পুলিশ কে ।
© চাঁপাইনবাবগঞ্জ গোয়ান্দা পুলিশ
© প্রধান অভিযুক্তসহ ১০ কিলার আটক
© হত্যাকান্ডে ব্যবহার করা ২টি হাতুড়ি ও ৩টি বাইক জব্ধ ।
জীবন্ত সাপ মিললো পাওরুটির ভেতরে
ক্রাইম নিউজ ডেস্ক১৪,০৭,২০১৯ এবার জীবন্ত
সাপ মিললো প্রাণের অলটাইম চকো ভেনিলা বনের ভেতর। হবিগঞ্জ শহরের সৈয়দ ফরিদ মিয়া নামের এক ক্রেতা বন কিনে খেতে গিয়ে জ্ঞান হারালেন।
হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে শুক্রবার ১০ জুলাই বিকেলে এ ঘটনা ঘটে। এতে করে ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে আতংক। প্রাণের এমন জ্ঞানহীন কর্মকান্ডে ক্ষুদ্ধ ক্রেতা সাধারণ।
হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ এলাকার বাসিন্দা ও বাইপাস সড়কের ব্যবসায়ী সৈয়দ ফরিদ মিয়ার কাছ থেকে সংগৃহীত একটি ভিডিও ক্লিপ থেকে দেখা যায় প্রাণের অলটাইম চকো ভেনিলা বনের ভেতর থেকে একটি ছোট বিষাক্ত সাপ বেড়িয়ে আসছে। যা দেখে যে কেহ আতঙ্কিত হওয়ার মতো।
সাপের ছোবল খেলে হয়তো মৃত্যুও হতে পারতো ব্যবসায়ী ফরিদের। আর এমন একটি স্পর্শ কাতর বিষয়কে যেন তোয়াক্কাই করছে না প্রাণ কর্তৃপক্ষ। ব্যবসায়ী ফরিদসহ স্থানীয়দের দাবী প্রাণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সৈয়দ ফরিদ মিয়া জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বাইপাস সড়কের জামাল মিয়ার মালিকানাধিন পঙ্খিরাজ স্টোর থেকে দুটি বন ক্রয় করেন তিনি। ওই দোকানে বসেই তিনি ও তাঁর অপর এক বন্ধু মিলে বনগুলো খাওয়া শুরু করেন।
এ সময় তার কামড়ের সাথে বনের ভেতর থেকে সাপ প্রজাতির একটি বিষাক্ত প্রাণী বেড়িয়ে আসছে। এ সময় তিনি তা দেখে বমি করে জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। সৈয়দ ফরিদ মিয়া আরো জানান বর্তমানেও তার কাছে সাপসহ বনটি সংরক্ষিত আছে।
এ ব্যাপারে শহরের স্থানীয় ডিলার শ্রীনিবাস দাসের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
তবে প্রাণের ব্যবস্থাপক জিয়াউল হকের সাথে শুক্রবার রাতে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমার জানা নেই। খোজ নিয়ে জানাবো।
পুলিশ কনস্টেবল পদে ১০৩ টাকা খরচে
চাকরি,দালাল চক্রের বিরুদ্ধে নজরদারি
.. . পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জ
ক্রাইম নিউজ ডেস্করিপোর্টঃ১৪.০৬.২০১৯ইং
সারা দেশেই পুলিশ কনস্টেবল পদে জনবল
নিয়োগে বিঙ্গপ্তি প্রকাশ করেছে পুলিশ সদর
দপ্তর। এর ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ
জেলায় আগামী ২৬- ০৬ - ২০১৯ইং তারিখে
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল পদের লোক নিয়োগ করা হবে।
কনস্টেবল পদে নিয়োগকে কেন্দ্র করে,কিছু
দালাল চক্র সক্রিয় হয়ে উঠতে পারে, এমন
আশংকা থেকে দালাল চক্র থেকে রক্ষা এবং
দুর্নীতি দেশ গড়ার লক্ষ্যে চাঁপাই নবাবগঞ্জ
জেলার পুলিশ সুপার টিএম. মোজাহিদুল
ইসলাম (বিপিএম,পিপিএম) বেশ কিছু ব্যাবস্থা
নিয়েছেন। সচেতনতা বূদ্ধির লক্ষে প্রচারনা
চালানো হচ্ছে। যাতে করে আগ্রহী আবেদন
কারীরা দালাল চক্রের ক্ষপ্পরে না পড়েন।
সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১০৩ টাকায় মিলবে
পুলিশ কনস্টেবল পদে চাকুরী। যাতে বোঝানো
হয়েছে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রাপ্ত
হতে সরকারী খরচ হিসাবে সর্বমোট ১০৩ টাকা
লাগবে এর বেশী লাগবেনা।
যা পরীক্ষায় অংশগ্রহণের জন্য সরকার নির্ধারিত
পরীক্ষার ফি ১০০ টাকার ট্রেজারী চালান এবং ৩ টাকার ফর্ম কিনতে হবে।
এ ব্যাতিত পুলিশের কনস্টেবল পদে আবেদন
কারীদের অতিরিক্ত কোন টাকা ব্যয় করতে
বারন করেছেন পুলিশ সুপার ।
এমনকি কোন দালালের প্রতরণার ফাঁদে পা
দিতে নিষেধ করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার
দায়িত্বে থাকা জেলা পুলিশের কর্নধর পুলিশ
সুপার টিএম মোজাহিদুল ইসলাম (বিপিএম , পিপিএম ) ।
কনস্টেবল নিয়োগে থাকবে স্বচ্ছতা, দালাল
চক্রগুলোকে নজরদারিতে রাখতে পুলিশের
বিশেষ টিম কাজ করবে বলে জানা গিয়েছে।
এ জন্য সামাজিক মাধ্যমে সচেতনতামূলক
বিভিন্ন পোষ্টসহ সংবাদ মাধ্যমেও প্রচারের
জন্য বিশেষ ব্যাবস্থা নিয়েছেন জেলার সুযোগ্য
পুলিশ সুপার।
#ছাত্রলীগ_সভাপতির_সাথে_ছবি_তুললেন
না অরনী! (ভিডিও ভাইরাল)
ক্রাইম নিউজ ডেস্কঃ১৩.০৩.২০১৯ / পুনঃ
নির্বাচনের দাবিতে ছাত্রলীগ সভাপতির শুভেচ্ছা
ফিরিয়ে দিলেন ডাকসু নির্বাচনে পরাজিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী অরণী সেমন্তী খান।
আজ তার সাথে দেখা করতে গিয়েছিলেন
ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক শোভন।
কিন্তু তাকে ফিরিয়ে দিয়ে পুনঃনির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেছেন স্বতন্ত্র এই প্রার্থী।
ডাকসুর নব নির্বাচিত ভিপি নুরুল হক নুরকে শুভেচ্ছা জানাতে মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে টিএসসি অডিটেরিয়ামের মঞ্চে উঠে কুশল বিনিময় করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসু ভিপি পদে পরাজিত প্রার্থী রেজওয়ানুল হক শোভন। তবে তাকে ফিরিয়ে দিয়েছেন আরেক পরাজিত ভিপি প্রার্থী অরণি সেমন্তি খান। নুরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর কোলাকুলি করেন শোভন।
এরপর মঞ্চের আরেক দিকে বসা স্বতন্ত্র জোট থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অরণির উদ্দেশে তিনি হাত বাড়ান। শোভনের বাড়ানো হাত সৌজন্যবশত না ফেরালেও তার সঙ্গে একত্রে ছবি তুলতে রাজি হননি অরণি। শোভনের সঙ্গীরা এ আবদার করেছিল। তবে সে আবদার না মিটিয়ে অরণি বলেন, ‘সন্ত্রাসীর সঙ্গে ছবি তুলি না।’ বিব্রত শোভন সঙ্গে সঙ্গেই মঞ্চ ছেড়ে চলে যান। অরণি ও শোভনের আলাপচারিতার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ডাকসু নির্বাচনের পরদিন মঙ্গলবার (১২ মার্চ) বিকেল ৪ টার দিকে নুরুর সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে টিএসসির অডেটেরিয়ামের মঞ্চ থেকে নেমে আসেন শোভন। কিছুদূর এগিয়ে গেলেও ঘুরে আবার মঞ্চে ওঠেন তিনি। মঞ্চের শেষ প্রান্তে বসা অরণির সামনে দাঁড়িয়ে শোভন সৌজন্য দেখিয়ে তার কুশল জিজ্ঞেস করেন।
ভিডিওতে দেখা যায়, শোভনকে আসতে দেখেও নিজের ফোনে মগ্ন ছিলেন অরণি। এসময় শোভন হাত বাড়িয়ে দিলে স্মিত হেসে সৌজন্যতা রক্ষা করে হাত মেলান অরণি। এরপর সেখানে ছাত্রলীগের এক কর্মী শোভন, অরণিসহ অন্যদের ছবি তুলতে চান।
তখন অরণি বলে ওঠেন, ‘না ভাই, কালকে (১১ মার্চ) রোকেয়া হলে এই লোক নিজে বলছে মার, ধর, ( মোবাইল ফোন দেখিয়ে বলেন) আমার কাছে এভিডেন্স আছে। এই লোকের সঙ্গে ছবি তুলবো না। আমার রুচি এত খারাপ হয় নাই।’ বিব্রত শোভন সঙ্গে সঙ্গে তার সঙ্গীদের নিয়ে সেখান থেকে চলে যান। পেছন থেকে অরণি তখনও বলতে থাকেন ‘সন্ত্রাসীদের সঙ্গে ছবি তুলি না।’ শোভন চলে গেলে অরণির সঙ্গীরা করতালি দিয়ে তার
#ব্রেকিংনিউজ________________________
চাঁপাইনবাবগঞ্জ জেলার বারঘরিয়া এলাকায়
পুলিশের ব্যারিকেডকে উপেক্ষা করে একটি ট্রাক
পালিয়ে যাওয়ার চেষ্টা ব্যর্থকরেছে ডিবি পুলিশের
এস আই জাহিদ।
ব্যারিকেড ভেঙ্গে পালালে ট্রাকটির পিছুনেয়,
ডিবি পুলিশের দল , সেটি বুঝতে পেরে ট্রাক
ড্রাইভার দ্রুত ট্রাকটিনিয়ে জেলা শহরের মধ্যে
ঢুকে পড়ে কিন্তু পরিস্থিতি বেগতিকদেখে শান্তির মোড়ের একটি দোকানের সাথে ধাক্কা লাগিয়ে
পালিয়ে যায় ড্রাইভার ।পরে ট্রাকটিতে তল্লাশি
চালিয়ে ৩বস্তা ফেন্সিডিল উদ্ধার করে গোয়েন্দা
পুলিশ।
#অভিনন্দন__উপপরিদর্শক_জাহিদ_ও
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ কে।
ক্রাইম নিউজ : গুজবে কান দিবেন না ?
প্রচারে:-তথ্য মন্ত্রণালয় ( ভিডিও)
রাবি প্রক্টরের সামনে শিক্ষার্থীদের ওপর ছাত্র
লীগের হামলা: সাংবাদিকসহ আহত দুই তবুও বাণিজ্যিক সিনেমা প্রদর্শনী চলবে..? (ভিডিও)
ক্রাইমনিউজ রাবিপ্রতিবেদক: 2.12.18 👆:-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাণিজ্যিক সিনেমা প্রদর্শনী বন্ধের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর প্রক্টরের উপস্থিতিতেই হামলা চালিয়েছে ছাত্রলীগ নেতা কর্মীরা। হামলায় সাংবাদিকসহ দুইজন আহত হয়েছে। শনিবার বেলা সাড়ে তিনটার দিকে বিশ^বিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে।
এদিকে হামলার পরও সিনেমা প্রদর্শনীর বিষয়ে অনড় বিশ^বিদ্যালয় প্রশাসন। আহতরা হলেন, বিশ^বিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও খোলা কাগজের বিশ^বিদ্যালয় প্রতিনিধি আলী ইউনূস হৃদয় ও রাবি ছাত্র ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিঠুন চন্দ্র মোহন্ত। এদের মধ্যে মিঠুনের হাত ভেঙ্গে গেছে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। এছাড়া মারধরের শিকার হন, রাবি প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক মহব্বত হোসেন মিলন, ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিল হোসেন, ছাত্র ফেডারেশনের প্রচার সম্পাদক ইসরাফিল, কর্মী রাশেদ রিমন, আশরাফুল আলম।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত দুই দিন থেকেই ব্যাপক সমালোচনা শুরু করে শিক্ষার্থীরা। কিন্তু শিক্ষার্থীদের আপত্তি, বিক্ষোভ, গানে গানে প্রতিবাদ থাকার পরও বিশ^বিদ্যালয় প্রশাসন বাণিজ্যিক সিনেমা প্রদর্শন নিয়ে অনড় অবস্থান থাকে। সেই আন্দোলনের অংশ হিসেবে শনিবার বাণিজ্যিক ছবি চালানোর প্রতিবাদ জানিয়ে মিলনায়তনের সামনে অবস্থান প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। কিন্তু সেই শিক্ষার্থীদের তোয়াক্কা না করে সেখানে ছবি চলতে থাকে।
এরপর বিকেল সাড়ে ৩ টায় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ কয়েকজন ছাত্রলীগ নেতাকে সেখানে অবস্থান করতে দেখা যায়। এর কিছুক্ষণ পরই বিশ^বিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমানের উপস্থিতেতে হঠাৎ করে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ভুক্তভোগী আলী ইউনুস হৃদয় বলেন, আন্দোলন কারীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। পেশাদারিত্বের দায়িত্ব পালনকালে আন্দোলনকারীদের একজন আমার পিছনে অবস্থান নেয়ার চেষ্টা করে। ওই সময় সাবরুন জামিল সুষ্ময়ের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী আমার কোমরে সজোরে লাঠি মারে।
ছাত্রলীগ নেতা সাবরুন জামিল সুষ্ময় মারধরের বিষয়টি অস্বীকার করলেও ভিডিওতে সাংবাদিক হৃদয়কে মারধর করতে দেখা গেছে। ছাত্রলীগের
ঢাকা টেস্টে রিয়াদের সেঞ্চুরীতে বাংলাদেশ ভাল পুজিহয়, দিনশেষে বলা যায়,সাকিব ও মিরাজের
ঘুর্নিতে ওয়েস্টেনডিজ দল ফলোঅনের শঙ্কায়...
ব্রেকিংনিউজঃ কোহলির ওয়েবসাইট হ্যাক
¤ এশিয়া কাপে লিটন দাসের বিতর্কিত আউটের রেশ ধরেই বিরাট কোহলির অফিশিয়াল ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশী সাইবার সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স (সিএসআই) নামের একটি গ্রুপ:-
বিনোদন:-মুক্তিযুদ্ধ-পরবর্তী স্পর্শকাতর এক গল্প ঘিরে নির্মিত হয়েছে 'বেঙ্গলি বিউটি' চলচ্চিত্রটি। অভিনয় করেছেন মুমতাহিনা টয়া, তার বিপরীতে আছেন চলচ্চিত্রটির পরিচালক রাশান নূর। 'বেঙ্গল বিউটি' মুক্তি পাচ্ছে চীনের প্রায় ৩ হাজার প্রেক্ষাগৃহে।
সর্বশেষ :------
¤ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগজ্ঞ উপজেলার তেলকুপি সীমান্তে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান ৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার, সন্দেহভাজন ১ মহিলা আটক।
চাঁপাইনবাবগঞ্জের শিবগন্জ উপজেলার আজমতপুর সীমান্তে পুলিশের অভিযান ফেন্সিডিলসহ আটক-১
প্রকাশিত:১৫,০৯,২০১৮ইং
ক্রাইম নিউজ প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ
জেলার শিবগন্জ উপজেলার শাহাবাজপুর ইউপির আজমতপুর গ্রামে অভিযান চালিয়ে,৭০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক
করেছে শিবগন্জ থানা পুলিশ ।
শিবগন্জ থানার অফিসার ইনচার্জ সিকদার মোঃ মতিউর রহমান ক্রাইম নিউজের প্রতিবেদক কে জানান গোপন সংবাদের ভিত্তিতে,শিবগন্জ থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক রিপন কুমার, ও এ এস আই মাহফুজ ,এবং শুকুরের নেতৃত্বে একটি দল শিবগন্জ উপজেলার আজমতপুর সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযানে যায়। অভিযানে ৭০ বোতল ফেন্সিডিল সহ এলাকার রিফুউজি পাড়ার মোঃ জগরূলের ছেলে মাদক ব্যবসায়ী নাইম (২৭) কে ৭০ বোতল ফেন্সিডিল সহ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
আটক কূত আসামীর বিরূদ্ধে এ বছরের 27.01.2018 ইং ৮০ বোতল ফেন্সিডিল সহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিস আটক করে।
ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় আটককূত আসামীর বিরুদ্ধে শিবগন্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে শিবগন্জ পুলিশ ।