Dipa's Diary

Dipa's Diary Wellcome to my page Dipa’Diary.

13/06/2024

কে কে জেগে আছেন? আড্ডা দেই!

13/06/2024

যারা নতুন বিড়াল নিতে চাচ্ছেন, তাদের অনেক অনেক প্রশ্ন থাকে কিভাবে ওদের পি ,, পটি,, ক্লিন করা হয়? ওদের প্রয়োজনীয় সকল জিনিস কোথায় পাবো! আশা করি এই ভিডিও তে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন!
pet supplies bd অসংখ্য ধন্যবাদ আমার বাবুদের জন্য গিফট পাঠানোর জন্য!

মহিলা আশে পাশে নাই, নইলে নির্ঘাত ছবি তুলে পোস্ট দিয়া দিত এতক্ষণে! Candy দা মগা বিলাই !
12/06/2024

মহিলা আশে পাশে নাই, নইলে নির্ঘাত ছবি তুলে পোস্ট দিয়া দিত এতক্ষণে!
Candy দা মগা বিলাই !

12/06/2024

কী সুন্দর গেট রেডি উইথ মি! আমি শিহরিত!

একটা ক্যাপশন দিয়ে দাও তো!
11/06/2024

একটা ক্যাপশন দিয়ে দাও তো!

সেই কবে ড্রেস টা পাঠিয়েছিল,আজ পড়লাম! এত্ত আরাম আরাম, হিজাবী আপুদের জন্যও বেস্ট হবে! ধন্যবাদ Zayaans Exclusive Collecti...
11/06/2024

সেই কবে ড্রেস টা পাঠিয়েছিল,আজ পড়লাম!
এত্ত আরাম আরাম, হিজাবী আপুদের জন্যও বেস্ট হবে!
ধন্যবাদ Zayaans Exclusive Collectionগিফট এর জন্য!

10/06/2024

ভোরের কাগজের মতো,তাজা একটা ব্লগ!

আম খাবা আম!!!!
10/06/2024

আম খাবা আম!!!!

10/06/2024

সুন্দরীদের রাগ ও বেশি, আবার ক্ষুধা ও বেশি। কী বিশ্বাস হচ্ছে না? নিজেই দেখেন !

07/06/2024

আজকে এত অসুস্থ তাও জীবন, দায়িত্ব থেকে মুক্তি নাই!
দিনশেষে আপনি তাও শূন্য !

06/06/2024

আমি ঘুম থেকে উঠার পর প্রথমেই ভাবি, আজ কি রান্না করবো?
আপুরা তোমাদের ও কী এমন হয়?

06/06/2024

পরীক্ষায় ডিম খেয়ে গেলে ডিম পাবা! এমন কার কার সাথে হইছে?

05/06/2024

আমার ভালোবাসা গুলা এমনি অন্যের হয়ে যায়!

04/06/2024

এই সিজনে ৯৯ ফেবু ইউজার রাজশাহী গিয়ে আম বাগানে লাইভ করতেছে,
আর আমি আমজনতা আম খেতে খেতে লাইভ দেখে কনফিউজড!
আসলে কোন আম ভালো হবে? আম্রপলি নাকী হিমসাগর?

03/06/2024
আমাদের চকলেট ৭ দিন, আর ৬৭ দিন। মাশাআল্লাহ মেয়েটা!
02/06/2024

আমাদের চকলেট ৭ দিন, আর ৬৭ দিন। মাশাআল্লাহ মেয়েটা!

01/06/2024

ইট পাথরের শহরে, এক টুকরো সবুজ!

যখন সন্ধ্যা নামে, পাখি নীড়ে ফিরে!আজ আমি আর ফিরে যাবো না!
01/06/2024

যখন সন্ধ্যা নামে, পাখি নীড়ে ফিরে!
আজ আমি আর ফিরে যাবো না!

আমাকে বলা আমার জামাই এর সবথেকে বেশি যে কথা, যেটা সে কখনোই রাখে নাই ! তুমি রেডি হও, আমি এইতো ৫ মিনিটে আসতেছি😑
01/06/2024

আমাকে বলা আমার জামাই এর সবথেকে বেশি যে কথা,
যেটা সে কখনোই রাখে নাই !
তুমি রেডি হও, আমি এইতো ৫ মিনিটে আসতেছি😑

01/06/2024

অনলাইন থেকে জীবনে কত কিছুই নিলাম, আর আজ নিলাম গরুর বিচুলি/খড়!

31/05/2024
30/05/2024

কেউ আপনাকে নিয়ে কটূ কথা বলছে?
এই নিয়ে মন খারাপ করবেন না, মনে রাখবেন আপনার করা অতীতে যত গুনাহ আছে । তা নিজের আমলনামায় লিখে নিচ্ছে!
সুবহানআল্লাহ!
কেউ আপনাকে কষ্ট দিয়ে কথা বলছে?
চুপ হয়ে যান! মনে রাখবেন আপনি কষ্ট পাচ্ছেন জেনে, সে আপনাকে আরও কষ্ট দিবে!
এই যে আল্লাহর আরশে কেঁদে কেঁদে আপনি যে অভিযোগ করছেন
আল্লাহ সব দেখছেন।
অতীতে যারা কষ্ট দিয়েছে, শক্ত করুন নিজেকে যে আরও কষ্ট আবারও দিবে!
মাথা নত করবেন না, আর যদি করতেই হয়,
আপনার সৃষ্টিকর্তা কে জানান!
তিনি কখনোই আপনাকে নিরাশ করবেন না, ইনশাআল্লাহ !
আল্লাহ আপনার সকল নেক ইচ্ছা পূরণ করুন, আপনার সকল বালা মসিবত দূর করে দিন!
আমার জন্য ও সবাই দোয়া করবেন!
আমীন!

30/05/2024

আপনারা আমাকে পছন্দ করেন পোস্টে কমেন্ট করেন এই জন্য অসংখ্য ধন্যবাদ ,দয়া করে স্টিকার কমেন্ট করবেন না।

আপনি তা করে আমাকে সাপোর্ট নয় বরং রিচ ডাউন করে আমার ক্ষতি করছেন।
ধন্যবাদ!

30/05/2024
ইকরি, হালুম, টুকটুকি, আর জেরি! ৪ ভাই বোন ছিলো, ১ মাসের সময়ের ছবি! এখন শুধু ইকরি আছে! আজকে টুকটুকির ও নতুন বাড়ি ঠিক হলো...
29/05/2024

ইকরি, হালুম, টুকটুকি, আর জেরি!
৪ ভাই বোন ছিলো, ১ মাসের সময়ের ছবি! এখন শুধু
ইকরি আছে! আজকে টুকটুকির ও নতুন বাড়ি ঠিক হলো!

27/05/2024
তালপল তমলা কি নান্না করলা আজ,আমার দাদী গোস্ত নান্দে! ইকরি দা হেন্ডসাম বাবু!
27/05/2024

তালপল তমলা কি নান্না করলা আজ,আমার দাদী গোস্ত নান্দে!
ইকরি দা হেন্ডসাম বাবু!

24/05/2024

আলহামদুলিল্লাহ! আজকে পেইজমনিটাইজেশন পেয়ে গেছি! সবাইকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য,মাত্র ১২ দিনে কিভাবে পেলাম, তাই শেয়ার করবো!
আর হ্যা আজকে আমার জামাই এর সাথে বিয়ের ৭ বছর পার হলো!

24/05/2024

আলহামদুলিল্লাহ্! মহান আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া! আমার এই প্রাপ্তির এই ভাগীদার কিন্তু আপনারাও!
আমার পাশে যারা ছিলেন, সাপোর্ট করেছেন!
কী বুঝতে পারতেছেন না তো!
আজকে লাইভ এ আসবো রাত১১:৩০ মিনিট এ ।

বিশ্বাস করেন বইনেরা, আমিও আপনাদের মতোই। কোথাও ঘুরতে যাওয়ার সময় মনে হয় , আমার পরার মতো জামা নাই😔
23/05/2024

বিশ্বাস করেন বইনেরা, আমিও আপনাদের মতোই।
কোথাও ঘুরতে যাওয়ার সময় মনে হয় , আমার পরার মতো জামা নাই😔

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dipa's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Dhaka media companies

Show All

You may also like