Jui's Lifestyle & Blog

Jui's Lifestyle & Blog যেখানে জীবন আছে, আশা সেখানে থাকবেই।যার আশা অকাঙ্খা নেই, সে জয়ের পূর্বেই হেরে গেছে।।

25/08/2024

৫ মাসের বাচ্চাকে কোলে দিয়ে স্ত্রী বললো " বাবুকে নিয়ে আপনে আগে যান।আমি সাঁতরে পাড়ে চলে যাবো "

" না।একসাথে যাবো চলো "

" আপনে বুঝতেছেন না।যেটা বলি শুনেন,আপনে বাবুটারে নিয়ে আগে যান "

স্পিডবোটে থাকা একজন বললো " ভাই আর একজনের যায়গা আছে।দ্রুত উঠেন,আরো হাজার হাজার লোকদের উদ্ধার করতে হবে "

বললাম " ভাই আপনারা যান।পরেরবার যখন আসবেন তখন স্ত্রীকে নিয়ে একসাথে যাবো "

স্ত্রী আমার হাত তার মাথায় ধরে বললো " আমার দিব্যি,আপনে এখনি যাবেন "

" এটা কি ধরনের পাগলামি? তোমায় একা রেখে আমি কিছুতেই যাবো না "

" বাবুর কথা ভেবে আমার কথাটা রাখেন, আপনার পায়ে পরি,অন্য বোট আসলে আমি সেটায় করে চলে যাবো।নইলে সাঁতার দিয়ে যাবো "

" চারদিকে জলে থৈথৈ, তুমি সাঁতার দিয়ে আসবে কি করে "

" গ্রামের মেয়ে আমি,সাঁতার দিয়েই বড় হইছি "

স্ত্রী একপ্রকার জোর করেই বোটে তুলে দিলো।উঁচু স্থানে যাওয়ার পর ঘন্টার পর ঘন্টা কে"টে গেলো।স্ত্রীর দেখা নেই।বোটে করে শতশত মানুষ আসলো,তাকে নজরে পরলো না।

উদ্ধার কর্মীদের জিগ্যেস করলাম " ভাই চৌগ্রামে বোট পাঠাচ্ছেন না? "

তিনি বললেন " চৌগ্রামে বোট নিয়ে যাওয়ার পরিস্থিতি নেই।যতজনকে সম্ভব নিয়ে এসছি "

" ভাই ওখানে আমার স্ত্রী আটকা পড়ে আছে! "

" দু একজনের জন্য তো যাওয়া সম্ভব না "

এতটুকু বলে ওনারা আবার রওনা হলো উদ্ধার করতে।সেচ্ছাসেবীর কাছ থেকে অনেক কষ্ট করে রিকুয়েষ্ট করে এলটা ফোনের জোগাড় করলাম।শ্বশুরবাড়িতে কল করে সব জানালাম।স্ত্রীর বড়ভাই বললো

" তুমি ওকে একা রেখে আসলে কিভাবে? "

" দাদা আমি নিরুপায় ছিলাম।ও আমায় বাধ্য করেছে।আর ও বলেছিলো সাঁতরে পাড়ে আসবে "

" আরে ও তো সাঁতার"ই পারেনা! "😥

আমি ৭১ এর যুদ্ধ দেখি নাই।আমি দেখলাম ২৪ এর এই নির্মম যুদ্ধ😭😭
17/07/2024

আমি ৭১ এর যুদ্ধ দেখি নাই।
আমি দেখলাম ২৪ এর এই নির্মম যুদ্ধ😭😭

আম্বানি ফ্যামিলির ডিম পোচ ☺️☺️ ゚viralfbreelsfypシ゚viral
15/07/2024

আম্বানি ফ্যামিলির ডিম পোচ ☺️☺️
゚viralfbreelsfypシ゚viral

সব সময় আমরা যা দেখিতা সঠিক নয়😔😔তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত 🧐🧐
12/07/2024

সব সময় আমরা যা দেখি
তা সঠিক নয়😔😔

তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত 🧐🧐

24/06/2024

টাকা খালি উড়ে যায়😓😓
এত্ত ভালবাসি
তবুও সে চলে যায়🥹🥹

কিছু মানুষ পৃথিবীতে আসে কষ্ট পাওয়ার জন্য। মৃত্যুর আগ পর্যন্ত তাদেরকে কষ্টই পেয়ে যেতে হয়। সুনেত্রা আমাদের চলচ্চিত্রের এক ...
21/06/2024

কিছু মানুষ পৃথিবীতে আসে কষ্ট পাওয়ার জন্য। মৃত্যুর আগ পর্যন্ত তাদেরকে কষ্টই পেয়ে যেতে হয়। সুনেত্রা আমাদের চলচ্চিত্রের এক অনবদ্য তারকার নাম। কিন্তু তার কথা আমরা ভুলে গেছি স্বার্থপরের মত। অভিনেতা জায়েদ খান নিজ উদ্যোগে সুনেত্রার পরপারে চলে যাওয়ার খবরটি আমাদের দিলেন। সুনেত্রার প্রয়াণ ঘটে ২০ এপ্রিল। অথচ আমরা সেই খবর জানলাম প্রায় দেড়মাস পর। তাও ছোটভাই জায়েদ খানের মাধ্যমে। মিডিয়া বা সাংবাদিকদের তাতে কোনো মাথা ব্যথাই নেই। এই প্রজন্ম সুনেত্রাকে চেনেনা। তারা চেনে অর্ধ ন্যাংটো রাবিশ কুঅভিনেত্রীদের। ডাগর ডাগর চোখের কারণে সুনেত্রাকে ভীষণ পছন্দ করতাম। মনে পড়ে "সর্পরানী"নামে তার একটা ছবি ছিল। সেই ছবিতে সুনেত্রার সর্পিল দৃষ্টিতে কলিজা শুকিয়ে গিয়েছিল ভয়ে। সুনেত্রার ডাবল রোল ছিল সম্ভাবত। তার মায়ের ভূমিকায় ছিলেন পাকিস্তানি অভিনেত্রী নীলো। সুনেত্রা ওপার বাংলা থেকে এসেছিলেন। যতগুলো সিনেমা তিনি করেছেন সবগুলোই দর্শকপ্রিয়তা পেয়েছিল। ফারুক জাফর ইকবাল জসীম ইলিয়াস কাঞ্চন মাহমুদ কলিদের সাথে জুটি হিসেবে ছিলেন খুব স্বতস্ফুর্ত। এদেশের গুণী নির্মাতা অমতাজ আলী, দেলোয়ার জাহান ঝন্টু, আওকাত হোসেন, দারাশিকো'র ছবিতে অভিনয় করে প্রচুর সমাদৃত হয়েছেন তিনি।

সুনেত্রা তার ক্যারিয়ারের শুরুর দিকে অভিনেত্রী তন্দ্রা ইসলামের বাসায় ছিলেন অনেকদিন। তখন তিনি ছিলেন রিনা মন্ডল। একদিন এফডিসিতে তার সঙ্গে পরিচয় হয় শামসুল হক মোহন নামে এক ব্যক্তির। সুনেত্রার সাথে তার মন দেয়ানেয়া হয়। মোহন নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছিলেন। সম্ভবত ১৯৮৮ সালে তারা গোপনে বিয়ে করেন। হিন্দু ধর্ম ত্যাগ করে রীনা মন্ডল থেকে হন ফাতেমা হক। কিন্তু পর অল্প কিছুদিন সংসারে সুখ ছিল। কিন্তু এরপর বেরিয়ে আসে মোহনের দানবীয় চেহারা। যেসব ছবিতে সুনেত্রা সাইন করতেন সেসব ছবির সাইনিং মানিসহ সব পারিশ্রমিক মোহন নিতেন। সুনেত্রাকে ফুটি কড়িও দিতেন না। প্রচন্ড হীনমন্যতায় ভুগতেন মোহন। এফডিসিতে যখন শ্যুটিং চলতো শ্যুটিংয়ের বাইরে সুনেত্রা তার কো-আর্টিস্টদের (নায়ক) সাথে হেসে গল্প করতে পারতেন না। মোহন তাকে গল্প করতে দেখলেই রাতে বাসায় ফিরে কোমরের বেল্ট খুলে পেটাতেন। এভাবে সুনেত্রার পিঠে প্রায় দাগ পড়ে যেত। মদ্যপ মোহন সুনেত্রাকে বাধ্য করতেন ধনী ব্যবসায়ীদের সাথে সময় কাটাতে। কিন্তু উচ্চশিক্ষিতা সুনেত্রা সেটা মেনে নিতে পারেননি। শুরু হয় পারিবারিক অশান্তি।

লোভী ধূর্ত মোহনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ডিভোর্স দেন সুনেত্রা। সুনেত্রার পাসপোর্ট আগুনে পুড়িয়ে ফেলেন মোহন। যাতে করে সুনেত্রা ভারতে ফিরে যেতে না পারেন। তাকে প্রাণনাশের হুমকিও দেন মোহন। সুনেত্রা খুব গোপনে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে রওনা হন। কিন্তু পাসপোর্ট না থাকায় বিএসএফ তাকে আটকে দেয়। সুনেত্রা বিএসএফের এক অফিসারকে তার দুর্দশার কথা খুলে বলেন। সেই অফিসারের নাম ছিল সুরেশ কুমার। তিনি সুনেত্রাকে সাহায্য করেন কলকাতায় ঢুকতে। সুরেশ কুমারের সাথে সুনেত্রার সখ্যতা হয়। সখ্যতা রুপ নেয় প্রেমে। ১৯৯৭ সালে সুরেশ কুমারকে বিয়ে করেন সুনেত্রা। এবার তার নাম হয় রিনা সুনেত্রা কুমার। মোটামুটি সুখেই ছিলেন সুরেশের সাথে। এখানেও তারা নিঃসন্তান দম্পতি ছিলেন। কলকাতার ভবানীপুরে সুনেত্রা একটা বাড়ি কিনেছিলেন। কিন্তু চলচ্চিত্র থেকে অনেকটা সরিয়ে রেখেছিলেন নিজেকে। যদিও কলকাতায় যখন বেদের মেয়ে জ্যোৎস্না রিমেক হয় সেখানে সুনেত্রার অভিনয় করার কথা ছিল। কিন্তু তিনি চিকেন পক্সে আক্রান্ত হওয়ার কারণে ছবিটি ছেড়ে দেন। তার জায়গায় স্থলাভিষিক্ত হন অঞ্জু ঘোষ।

সুনেত্রা নিজেকে সম্পূর্ণভাবে আইসোলেটেড করে ফেলেন। সাংবাদিকদের এড়িয়ে চলতেন। কাউকে ছবি তুলতে দিতেন না। এরই শরীরে কিছু জটিল রোগ হানা দেয়। সম্ভবত ক্যান্সার বাসা বাঁধে তার শরীরে। কিডনিও আক্রান্ত হয়। অনেকদিন কিডনি ডায়ালাইসিস করেছেন। কিন্তু সুস্থ জীবনে আর ফিরতে পারেননি আশি নব্বই দশকের সুনয়না ও সুঅভিনেত্রী সুনেত্রা। একবুক অভিমান নিয়ে বাংলাদেশ ছাড়লেন। শত অনুরোধেও আর ফিরলেন না। এত ভালো ভালো কাজ তিনি করেছেন একটা পুরস্কারও তার ভাগ্যে জুটলো না। মৃত্যুর আগের মর্মান্তিক দু'তিনটে ছবিতে দেখলাম। মাথায় চুল বলতে কয়েক গাছি চুল অবশিষ্ট ছিল। মুখে ছোপ ছোপ কালো দাগ। জটিল রোগে পর্যুদস্ত মুখাবয়ব। কিন্তু তারপরেও চোখের দৃষ্টিতে কি অদ্ভুত মায়া। স্রষ্টা তার আত্মাকে শান্তি দিন।।।

ছবি ও লেখাঃ Mili Sultana আপু।।।।

20/06/2024

হঠাৎ করে চোখ বন্ধ করে আল্লাহ্ কে বলুন! ইয়া র'ব আমি আপনাকে ভীষন ভালোবাসি! নিশ্চয়ই আপনি ও আমাকে ভালোবাসেন! আপনাকে ভালোবাসি মুখে ঠিক ই বলি! কিন্তু কাজ কর্মে প্রকাশ করতে পারি নাহ! কিন্তু এটা সত্য,এক ইলাহ মানে আমি আপনাকে বুঝি।
আমি জানি, আপনি আমার এত এত নিকৃষ্ট কর্মের পর ও ভালোবাসেন। তওবার দরজা খুলে রেখেছেন! আমি জানি আপনি আমাকে ভালোবাসেন বলেই এখনো নিয়ামত দিয়ে যাচ্ছেন! আ'লহামদুলিল্লাহ্

ওহ্ আমার আল্লাহ্! আপনার প্রতি আমার যেটুকু ভালোবাসা আছে, ওইটুকু ভালোবাসার উপর আপনি সন্তুষ্ট হয়ে যান, আমাকে ক্ষমা করে দিন।🖤

আমীন!
(C)

19/06/2024
আজকের এই নতুন দিনটিকে মুখে হাসি নিয়ে স্বাগত জানাও, এগিয়ে চলো নিজের স্বপ্ন পূরণের রাস্তায়। সুপ্রভাত।।।
18/06/2024

আজকের এই নতুন দিনটিকে মুখে হাসি নিয়ে স্বাগত জানাও, এগিয়ে চলো নিজের স্বপ্ন পূরণের রাস্তায়। সুপ্রভাত।।।

17/06/2024

ঈদ মোবারক

প্রতিদিন নতুন ভাবনা,নতুন চিন্তা নতুন আশানিয়ে দিন শুরু করো,তাহলে সারা দিন ভালো কাটবে।শুভ সকাল
16/06/2024

প্রতিদিন নতুন ভাবনা,
নতুন চিন্তা নতুন আশা
নিয়ে দিন শুরু করো,
তাহলে সারা দিন ভালো কাটবে।
শুভ সকাল

সফল মানুষেরা কাজ করে যায়। তারা ভুল করে, ভুল শোধরায় – কিন্তু কখনও হাল ছাড়ে না।
15/06/2024

সফল মানুষেরা কাজ করে যায়। তারা ভুল করে, ভুল শোধরায় – কিন্তু কখনও হাল ছাড়ে না।

তোমার জন্য জোস্না রাত,রূপালী চাঁদ,তোমার জন্য তারার মেলা,মিষ্টি সকাল বেলা।•• শুভ সকাল ••
14/06/2024

তোমার জন্য জোস্না রাত,
রূপালী চাঁদ,
তোমার জন্য তারার মেলা,
মিষ্টি সকাল বেলা।
•• শুভ সকাল ••

আপনার হাজব্যান্ড যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, তাহলে চুলায় পানি বসান,,গরম করতে থাকুন,,ফুটতে থাকুক পানি।যখন দেখবেন, ...
12/06/2024

আপনার হাজব্যান্ড যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, তাহলে চুলায় পানি বসান,,গরম করতে থাকুন,,ফুটতে থাকুক পানি।
যখন দেখবেন, হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছে। আর দেরি করবেন না।উঠে গিয়ে পানিটা এনে সরাসরি ঢেলে দিন একটা কাপে।ছেড়ে দিন একটা টি-ব্যাগ। আদা-লেবু দিয়ে এক কাপ চা বানিয়ে খান।
চা স্ট্রেস কমায়,কান্নাও কমায়।🙃😊😊😊

____সব সময় নে‌গে‌টিভ চিন্তা ক‌রেন কেন? আপনারা ভাব‌ছি‌লের গরম পা‌নি সরাস‌রি সোয়া‌মির গা‌য়ের ওপর ঢালার কথা বল‌বো?

আ‌রে না! এতটা পাথ্থর দ্বী‌ল আ‌মার না!!

শুধু সামনে এগিয়ে যাও; কে কী বলছে- তাতে কান দিও না। নিজের ভালোর জন্য যা করতে হবে, করতে থাকো।
11/06/2024

শুধু সামনে এগিয়ে যাও; কে কী বলছে- তাতে কান দিও না। নিজের ভালোর জন্য যা করতে হবে, করতে থাকো।

জীবনটা খুবই বিচিত্র।ছোট বেলায় মনে হতো বড় হবো কবেআর এখন হয় কেনো বড় হয়ে গেলাম😞😞শৈশবের স্মৃতি ছিলো সবচেয়ে মধুর❤️❤️
10/06/2024

জীবনটা খুবই বিচিত্র।
ছোট বেলায় মনে হতো বড় হবো কবে
আর এখন হয় কেনো বড় হয়ে গেলাম😞😞

শৈশবের স্মৃতি ছিলো সবচেয়ে মধুর❤️❤️

আদর্শ মানুষ জীবনের দুর্ঘটনাগুলোকে মর্যাদা ও অনুগ্রহের সাথে বহন করে, পরিস্থিতিকে সর্বোত্তম করে তোলে। শুভ সকাল ❤️❤️
10/06/2024

আদর্শ মানুষ জীবনের দুর্ঘটনাগুলোকে মর্যাদা ও অনুগ্রহের সাথে বহন করে, পরিস্থিতিকে সর্বোত্তম করে তোলে। শুভ সকাল ❤️❤️

নিশি যখন ভাের হবে, তারা গুলাে নিভে যাবে, সামনে আসবে নতুন একটা দিন। দিন টা হােক অমলিন, শুভ হােক তােমার প্রতিদিন। *শুভ সকা...
09/06/2024

নিশি যখন ভাের হবে, তারা গুলাে নিভে যাবে, সামনে আসবে নতুন একটা দিন। দিন টা হােক অমলিন, শুভ হােক তােমার প্রতিদিন। *শুভ সকাল *

তুমি কি জানো প্রতিদিন কেন সূর্য ওঠে? সে তোমাকে অভিবাদন জানাতে, তোমার ভুবন রাঙ্গাতে ওঠে। তাই আর দেরি না করে ঝটপট উঠে পরো।...
08/06/2024

তুমি কি জানো প্রতিদিন কেন সূর্য ওঠে? সে তোমাকে অভিবাদন জানাতে, তোমার ভুবন রাঙ্গাতে ওঠে। তাই আর দেরি না করে ঝটপট উঠে পরো। ~সুপ্রভাত~

নেনআধা কাপ খেয়ে যান বিস্কিট আনছি 🙈🙈
07/06/2024

নেন
আধা কাপ খেয়ে যান
বিস্কিট আনছি 🙈🙈

একটি নতুন সকাল তোমাকে নতুন কিছু দেওয়ার ক্ষমতা রাখে। যদি তুমি সেই সকালটাকে তার মর্যাদা দিয়ে বরণ করতে পারো। শুভ সকাল
07/06/2024

একটি নতুন সকাল তোমাকে নতুন কিছু দেওয়ার ক্ষমতা রাখে। যদি তুমি সেই সকালটাকে তার মর্যাদা দিয়ে বরণ করতে পারো। শুভ সকাল

Address

Baridhara R/A
Dhaka
1204

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jui's Lifestyle & Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies