Voice of Rakib

Voice of Rakib Intelligence plus character
that is the goal of true education.
(1)

04/08/2024

এক অস্থির জেনারেশন তৈরি করছি আমরা। বিলিভ অর নট এই জেনারেশনের স্পেসিফিক কোনো লক্ষ্য নাই। এদের আদর্শিক কোনো এমবিশান নাই। পবিত্র কোনো মিশন নাই।
এরা বই পড়ে না, নিউজপেপার পড়ে না। আউটডোর খেলাধুলায়ও এদের অনীহা।
এরা রৌদ্রে হাঁটতে পছন্দ করে না। বৃষ্টিতে ভিজতে চায় না। কাঁদামাটি, ঘাস, লতাপাতায় এদের এলার্জি। এরা আধা কিলোমিটার গন্তব্যে যেতে আধা ঘন্টা রিক্সার জন্য অপেক্ষা করে।
এরা অস্থির। প্রচণ্ডরকম অস্থির এক জেনারেশন।
এরা অপরিচিত সিনিয়রদের সালাম দেবে না। পাশ কাটিয়ে হনহন করে চলে যাবে। অথবা গা ঘেষে পা পাড়া দিয়ে চলে যাবে। সরি বলার টেণ্ডেন্সি এদের মধ্যে নাই। এরা অনর্থক তর্ক জুড়ে দেবে। না পাবেন বিনয়ী ভঙ্গি, না পাবেন কৃতজ্ঞতাবোধ। এদের উদ্ধত আচরণ, সদম্ভ চলাফেরায় আপনি ভয়ে কুকড়ে যাবেন। সংযত হওয়ার উপদেশ দিতে চাইলেই বিপদ, নাজেহাল হওয়ার সম্ভাবনা অধিক।
আপনি পাব্লিক বাসে চড়ছেন, দেখবেন খালি সীটটায় জায়গা পেতে সবচেয়ে জুনিয়র ছেলেটা বেশি প্রতিযোগিতা করবে। আপনাকে ধাক্কাটাক্কা দিয়ে সটান বসে পড়বে। তার বয়সের দ্বিগুন এই আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তেমন কিছু করার থাকে না।
বলছিলাম এই জেনারেশনের কথা। সবচেয়ে ভয়াবহ ফিতনার কথা যে মজলিসে এই জেনারেশন দাঁড়িয়ে থাকার কথা, সেই মজলিসে তারা নিজের জন্য চেয়ার খোঁজ করে। যেখানে চুপ থাকার কথা, সেখানে জ্ঞান দিতে চেষ্টা করে।
সারা রাত ধরে অনলাইনে থাকে, সারা সকাল ঘুমায়। এরা সূর্যোদয় দেখে না, সূর্যাস্ত দেখে না। সূর্যোদয়ে বিছানায় থাকে, সূর্যাস্তে মোবাইলে থাকে।
এরা ফার্স্টফুডে আসক্ত।
এরা আউটডোর খেলা অপছন্দ করে। এরা ইনডোরে স্বস্তি পায়। নিদৃষ্ট করে বললে মূলত অনলাইন গেম তাদের ফার্স্ট প্রায়োরিটি।
এরা ইতিহাস পড়ে না। সাহিত্য বুঝে না। এরা নজরুল চিনে না, রবীন্দ্রনাথ চিনে না, ফররুখ চিনে না। সাদী, রুমি, হাফিজ ত বহু অচেনা প্রসঙ্গ। এরা বই বুঝে না, বই পড়ে না, বই কিনে না৷
এরা নন-স্কিলড। এরা হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, গাছে চড়তে জানে না, সাতার কাটতে পারে না। সাগর পাড়ি দেওয়ার সেই দু:সাহসিকতা নাই, পাহাড় কেটে পথ তৈরি করার সেই অদম্য মনোবল নাই। এদের উচ্ছ্বাস নাই। আবেগ নাই। সৎ সাহস নাই। এদের একটাই স্কিল- স্মার্ট ফোন দ্রুত স্ক্রল করতে পারা৷
এদের না আছে মূল্যবোধ, না আছে শ্রদ্ধাবোধ, না আছে শৃঙ্খলাবোধ।
কখন চলতে হবে, কখন থামতে হবে, কখন বলতে হবে, কখন শুনতে হবে এরা জানে না। এরা না বুঝে সিনিয়রিটি, না বুঝে জুনিয়িরিটি।

এরাই আমাদের মেধাবী..........!

ভেবেছিলাম লোকটা যা করছে হৃদয় থেকে করছে জানার পর বুঝলাম //ঃমানজুর আল মতিন প্রিতম এর বাবা সাবেক বিচারপতি আব্দুল মতিন আদাল...
01/08/2024

ভেবেছিলাম লোকটা যা করছে হৃদয় থেকে করছে
জানার পর বুঝলাম //ঃ
মানজুর আল মতিন প্রিতম এর বাবা সাবেক বিচারপতি আব্দুল মতিন আদালত প্রাঙ্গণে জামায়াতপন্থী আইনজীবী হিসেবে পরিচিত ছিলেন। ২৪শে এপ্রিল ২০০০ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই বিচারপতি মতিন বঙ্গবন্ধু হত্যা মামলার শুনানি শুনতে বিব্রত হন ; যার ফলে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার কার্যক্রম ৯ বছর বন্ধ ছিল। বঙ্গবন্ধুর খুনিদের প্রতি তার এলিজিয়েন্স কতটা এ ঘটনা তারই প্রমাণ।
তার নানী হাফেজা আসমা খাতুন ২০০১ সালের নির্বাচনে চার দলীয় জোটে জামায়াত হতে ২৩নং সংরক্ষিত মহিলা আসনে এমপি নির্বাচিত হন। হাফেজা আসমা খাতুন জামায়াতের কেন্দ্রীয় নেতা থাকাকালীন শিবিরের ছাত্রীসংস্থার তত্ত্বাবধানে ছিলেন। শিবিরের মূল ধারার রাজনীতির উপর তার একাধিক বই রয়েছে। এছাড়াও মাসিক ও ত্রৈমাসিক ম্যাগাজিনে নিয়মিত প্রবন্ধ ও কলাম লিখতেন।
প্রিতমের আপন মামা সাইফুল্লাহ মনসুর যুদ্ধাপরাধী নিজামীর জামাতা।
প্রিতমের আপন খালা মুন্নি যুদ্ধাপরাধী গোলাম আযমের বড় ছেলে মামুন আল আযমীর বউ।

স্পর্ধারা তোমার সঙ্গী চিরকালীন, তাই আমার চিঠিরা আজ ঠিকানা বিহীন।
16/07/2024

স্পর্ধারা তোমার সঙ্গী চিরকালীন, তাই আমার চিঠিরা আজ ঠিকানা বিহীন।

07/07/2024

মানুষকে ছোট করে কথা বলার অভ্যাস বন্ধ করুন!

একদিন দেখবেন সময় আপনাকে এমন জায়গায় ছোট করবে যেখানে আপনি সম্মান পাওয়ার অনেক যোগ্য ছিলেন_______

কথা শিখতে একটা মানুষের দু বছর লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কি বলা উচিত নয়, তা শিখতে সারাজীবন লেগে যায়।---------------...
27/05/2024

কথা শিখতে একটা মানুষের দু বছর লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কি বলা উচিত নয়, তা শিখতে সারাজীবন লেগে যায়।
---------------------এ পি জে আবদুল কালাম

12/05/2024

যাকে দেখে ভাবছেন
ভাজা মাছটা উল্টে খেতে জানে না,
সে যে কখন মাছ খেয়ে কাঁটা আপনার পেছনে ঢুকিয়ে দেবে, আপনি ধরতেও পারবেন না__

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে আওয়ামী লীগের ইশতেহার-২০২৪বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত খাতসমূহ :১. ...
27/12/2023

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে আওয়ামী লীগের ইশতেহার-২০২৪

বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত খাতসমূহ :

১. দ্রব্যমূল্য কমানো ও সকলের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার সর্বাত্মক চেষ্টা।
২. কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা।
৩. আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।
৪. লাভজনক কৃষির লক্ষ্যে যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি।
৫. শিল্পের প্রসারে বিনিয়োগ বৃদ্ধি।
৬. ব্যাংকসহ আর্থিকখাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা।
৭. নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্য সেবা সুলভ করা।
৮. সর্বজনীন পেনশন ব্যবস্থায় সকলকে যুক্ত করা।
৯. সাম্প্রদায়িকতা এবং সকল ধরণের স'ন্ত্রাস রোধ করা।
১০. সাম্প্রদায়িকতা এবং সকল ধরণের স'ন্ত্রাস ও জ'ঙ্গিবাদ রোধ করা।
১১. সর্বস্তরে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা ও চর্চার প্রসার ঘটানো।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু 🇧🇩❤️

#বঙ্গবন্ধু #বঙ্গবন্ধুকন্যা #প্রধানমন্ত্রী #শেখহাসিনা #আওয়ামীলীগ #নির্বাচন #ইশতেহার #শেখ_হাসিনাতেই_আস্থা #স্মার্ট_বাংলাদেশ #নৌকায়_ভোট_দিন

19/12/2023

নতুন শিক্ষা কারিকুলামে হাতে-কলমে যেভাবে শিক্ষা দেওয়া হচ্ছে।

15/12/2023

স্বাধীনতার ৫২ বছর পরেও একজন মুক্তিযোদ্ধার কন্ঠে আক্ষেপের সুর!!
কি সেই আক্ষেপ????

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ (বড়ভাই)
যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার
টেকেরঘাট সাবসেক্টর, ৫ নং সেক্টর।

১৯৭১ সালের এই দিনে (৬ ডিসেম্বর, বুধবার) সুনামগঞ্জ শহর হানাদার বাহিনী মুক্ত হয়। তৎকালীন সুনামগঞ্জ মহকুমা শহর ছেড়ে পিছু ...
06/12/2023

১৯৭১ সালের এই দিনে (৬ ডিসেম্বর, বুধবার) সুনামগঞ্জ শহর হানাদার বাহিনী মুক্ত হয়। তৎকালীন সুনামগঞ্জ মহকুমা শহর ছেড়ে পিছু হটে পাকবাহিনী। হানাদার মুক্ত হয়ে সুনামগঞ্জ শহর ‘জয় বাংলা— জয় বঙ্গবন্ধু’ শ্লোগানে মুখরিত হয়। সুনামগঞ্জ শহরের প্রতিটি এলাকার ঘরে ঘরে উড়ে স্বাধীনতার লাল সবুজের পতাকা। সুনামগঞ্জ মুক্ত দিবসের দিনেই সুনামগঞ্জ সরকারি কলেজের ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা তালেব উদ্দিনসহ ৩ মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে হত্যা করে পালায় পাক হায়েনারা। এই ঘটনাটি ছিল সুনামগঞ্জের মুক্তিকামী মানুষের জন্য বেদনাদায়ক।

যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজদ বলেন, "একাত্তরের ৬ ডিসেম্বর আমরা যুদ্ধক্ষেত্রে ছিলাম। যখন আমাদের কাছে পাকহানাদার বাহিনী পিছু হটার খবর আসলো তখন আমরা আনন্দ উল্লাস করছিলাম। একদিকে আনন্দ, অন্যদিকে স্বজন হারানোর ব্যথা। আমার অনেক সঙ্গী যুদ্ধক্ষেত্রে শহীদ হয়েছে। যা আজও মনে পড়লে গা শিউরে উঠে। আমাদের উচিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।"

04/12/2023

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন,মুজিব মুজিব বাহিনীর স্রষ্টা, বিশিষ্ট লেখক সাংবাদিক,বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণি এর ৮৫ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা।

তারিখ: ০৪ ডিসেম্বর ২০২৩
আয়োজনে: বাংলাদেশ আওয়ামী যুবলীগ

03/12/2023

সরাসরি সম্প্রচার: অগ্নি সন্ত্রাসের আর্তনাদ মানবাধিকার লঙ্ঘনকারী বিএনপি - জামাতের অগ্নি- সন্ত্রাসীদের বিচার চাই।

সকল রঙের ভিড়ে, রঙের দুনিয়ায় কালো রঙের অশান্ত অক্লান্ত যৌবনের জয়গানের মাঝে, আমার সাধারন জীবনের ছন্দহীন গল্পের মাঝে, সাদা...
29/11/2023

সকল রঙের ভিড়ে, রঙের দুনিয়ায় কালো রঙের অশান্ত অক্লান্ত যৌবনের জয়গানের মাঝে, আমার সাধারন জীবনের ছন্দহীন গল্পের মাঝে, সাদা রঙের স্বপ্ন গুলো না হয় আবার জাগিয়ে তুলি । পেঁজা তুলোর মতো ভেসে চলা শরতের মেঘমালা, ঘন কাশবন, দেশি দোলনচাঁপা কিংবা ভিনদেশি লিলি, শান্তির প্রতীক পায়রা বা তুলতুলে নরম বিড়ালছানা এ সবই সাদা । আমাদের হৃদয়ের খুব কাছের রঙ সাদা । সাদা রঙে হৃদয়ের শুভ্রতা আর পবিত্রতার অনুভূতিকে তীক্ষ্ণ করে জাগিয়ে তুলি সজীবতার পরশে আবার। সাদা একটু বেশিই ভালো। তাই সাদায় সাদায় আলোকিত হউক সকলের বিরামহীন ভাবে বয়ে চলা ক্ষনকালীন জীবনের সাঁকো

28/11/2023
26/11/2023

সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে ৩টি আসনে নির্বাচন হবে হাড্ডাহাড্ডি লড়াই।
দ্বাদশ জাতীয় নির্বাচন জমে ক্ষীর।

ফেক্টঃ সুনামগঞ্জ -০১,০৩,০৪

২৯৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা...দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করছেন দলে...
26/11/2023

২৯৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা...

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউ এর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নাম ঘোষণা করছেন তিনি।
চুড়ান্ত মনোনয়ন প্রাপ্তদের তালিকা নিচে দেয়া হলো...অভিনন্দন ও শুভ কামনা

26/11/2023

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন - ২০২৪, বাংলাদেশ আওয়ামী লীগের সংবাদ সম্মেলন।
বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ—এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ।

তারিখ: ২৬ নভেম্বর ২০২৩
স্থান: ২৩ বঙ্গবন্ধু এভিনিউ, প্রধান কার্যালয়
#জাতীয়_সংসদ_নির্বাচন #নির্বাচন

26/11/2023

২০২৩ সালের সকল শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

25/11/2023

বিএনপির প্রতি সেফুদার কিছু মহা-মূল্যবান উপদেশ।

#সেফুদা #বিএনপি #খালেদাজিয়া #তারেকরহমান #জিয়াউররহমান

22/11/2023

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভার্চুয়াল জি ২০ সম্মেলন ২০২৩ এ সংযুক্ত আছেন।

তারিখঃ ২২ নভেম্বর ২০২৩

21/11/2023

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক আয়োজিত বৈকালিক সংবর্ধনা অনুষ্ঠান।

তারিখঃ ২১ নভেম্বর ২০২৩
স্থানঃ সেনাকুঞ্জ, ঢাকা সেনানিবাস।

বাঙালির ভোট, নৌকায় হোক।আমার মার্কা নৌকা।আমার আস্থা শেখ হাসিনায় ভোট দিবো নৌকায়।           #আওয়ামীলীগ  #নির্বাচন  #শেখহাসি...
21/11/2023

বাঙালির ভোট, নৌকায় হোক।
আমার মার্কা নৌকা।
আমার আস্থা শেখ হাসিনায় ভোট দিবো নৌকায়।

#আওয়ামীলীগ #নির্বাচন #শেখহাসিনা #বাংলাদেশ #নৌকা_মার্কায়_ভোট_দিন

19/11/2023

FICCI 60 Years Celebration and Investment Expo 2023 এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

তারিখঃ ১৯ নভেম্বর ২০২৩
স্থানঃ রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন।

UNESCO এর Executive Board এ ২০২৩ থেকে ২০২৭ মেয়াদে বাংলাদেশ সদস্য নির্বাচিত হলো। ---- ১৫ নভেম্বর, ২০২৩ প্যারিসে UNESCO এর...
17/11/2023

UNESCO এর Executive Board এ ২০২৩ থেকে ২০২৭ মেয়াদে বাংলাদেশ সদস্য নির্বাচিত হলো।
----
১৫ নভেম্বর, ২০২৩ প্যারিসে UNESCO এর সদর দপ্তরে স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহন চলে। ১৮৪ সদস্যের মধ্যে ১৮১ সদস্য ভোট প্রদান করে। বাংলাদেশ ১৪৪ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়।
এই নির্বাচনী জয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তাঁর প্রাজ্ঞ, দূরদর্শী, সাহসী নেতৃত্বে অগ্রগামী বাংলাদেশ আজ বিশ্বসভায় সবার প্রশংসা ও আস্থা অর্জন করেছে।

#বাংলাদেশ #ইউনেস্কো #শেখহাসিনা

Address

Rajuk Uttara Apartment Project (RUAP)
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice of Rakib:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All