Newsvox

Newsvox Digital content creator

11/08/2023

ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত গণমিছিল শুরুর আগে বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দুটি নতুন দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। এই দুই দলকে কেউ চেনে না। এদের দিয়ে সরকার নির্বাচন-নির্বাচন খেলা খেলতে চায়। কিন্তু এবার আর এ খেলা খেলতে দেওয়া হবে না। এবারের লড়াই হচ্ছে জীবন মরণ লড়াই। কোন ভয় দিয়ে তাঁদের দমিয়ে রাখা যাবে না।
#বিএনপি #একদফা #রাজনীতি

10/08/2023

জাসদের সভাপতি ইনু বলেন আওয়ামী লীগ যে কোনো আঞ্চলিক মারামারি, পারিবারিক শত্রুতা বা গোষ্ঠীগত শত্রুতাকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করে। এতে জাসদের সঙ্গে বিরোধটা জিইয়ে থাকে। সেই আওয়ামী লীগ নেতারা ধারাবাহিকভাবে এ ধরনের মারামারিতে উসকানি দেন। তাঁরা এখনো সক্রিয়।
#ইনু #জাসদ #আওয়ামীলীগ

08/08/2023

এক দফা'র নতুন কর্মসূচিতে নতুন কি 'ঝলক' নিয়ে আসছে বিএনপি?
#একদফা #রাজনীতি #বিএনপি

07/08/2023

এবার রাতে সিল মারা ঠেকাতে নতুন পদক্ষেপ নিয়ে নামছে ইসি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে সকালে ব্যালট পেপার পাঠানোর নতুন সিদ্ধান্ত নিয়েছে তারা।
#নির্বাচন_কমিশন #ইসি #নির্বাচন

03/08/2023

বিএনপি কি দ্বিধায় নাকি আরও আঁটঘাঁট বেঁধে আসছে?
#বিএনপি #একদফা #রাজনীতি

02/08/2023

‘গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসায় রাত দুইটায় ডিবি অভিযান চালায়। দরজা ভেঙে রুমে প্রবেশ করে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যায়। ডিবি চলে যাওয়ার সময় বাসার সিসি ক্যামেরা ও হার্ডডিস্ক নিয়ে যায়
#ভিপি_নুর #রাজনীতি িকার_পরিষদ

01/08/2023

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাত ৮টা ২২ মিনিটে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দলীয় সূত্র মানবজমিনকে এতথ্য নিশ্চিত করেন। জানা যায়, বিএনপি মহাসচিব রাত সোয়া নয়টা পর্যন্ত ফিরোজায় অবস্থান করেন।
#খালেদা_জিয়া #বিএনপি #রাজনীতি #ফখরুল

31/07/2023

আগামীকাল ঢাকায় সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াত। সমাবেশ সফল করতে দুই মহানগরী ওয়ার্ড ও থানায় থানায় দফায় দফায় বৈঠকও করেছে দলটি। জনসাধারণের অংশগ্রহণ বাড়াতে প্রচারপত্র বিলি করেছে এবং গঠন করা হয়েছে সমাবেশ বাস্তবায়নের উপকমিটি, সমন্বয় কমিটিসহ অন্যান্য প্রয়োজনীয় কমিটি
#বাংলাদেশ #রাজনীতি #জামায়াত

31/07/2023

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলন দেখে ভয় পাবেন না। অনেকে এখন আন্দোলন, জ্বালাও পোড়াও করবে। করুক। আন্দোলন যে কেউ করতে পারে, কিন্তু জ্বালাও পোড়াও করতে দেব না। মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। আর এই মন মরা (গোমড়া) অবস্থা দেখতে চাই না কাউকে। যেকোনো সমস্যা আসবে, সেটা মোকাবিলা করার মতো মনোবলও থাকতে হবে।
#বাংলাদেশ #রাজনীতি #প্রধানমন্ত্রী #ডিসি

31/07/2023

জাতীয় পার্টি চেয়াম্যান জিএম কাদের কোন পথে?
#বাংলাদেশ #জাতীয়_পার্টি #জিএম_কাদের

30/07/2023

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৫২ হাজার ৯২৩ ভোট। যা মোট ভোটের ১১ দশমিক ৭০ শতাংশ।
#বাংলাদেশ #নির্বাচন #আওয়ামীলীগ

29/07/2023

মার্কিন ভিসানীতির ভয়ে গয়েশ্বরকে রাজকীয় আপ্যায়ন, এক দফার আন্দোলন নতুন করে শুরু হবে- ফখরুল। আওয়ামি লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে যাবে না বিএনপি। তাহলে আপাতত ঢাকা কি শান্ত থাকছে?
মার্কিন ভিসানীতির ভয়ে গয়েশ্বরকে রাজকীয় আপ্যায়ন, এক দফার আন্দোলন নতুন করে শুরু হবে- ফখরুল। আওয়ামি লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে যাবে না বিএনপি। তাহলে আপাতত ঢাকা কি শান্ত থাকছে?
#বাংলাদেশ #রাজনীতি #বিএনপি #ভীসানীতি #পুলিশ

27/07/2023

"বাংলাদেশের জনগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি রাখে।
শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আমি আমার ১৩ সহকর্মীর সাথে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতকে একটি চিঠি পাঠিয়েছি।"
#বাংলাদেশ #রাজনীতি #আমেরিকান

27/07/2023

পাবনায় এক জামায়াত নেতার বাড়িতে ডেপুটি স্পীকার, ১১ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যসহ ১৩ সংসদ সদস্য দুপুরের খাবার খেয়েছেন ও বিশ্রাম নিয়েছেন বলে জানা গেছে।
#বাংলাদেশ #রাজনীতি #আওয়ামী_লীগ #জামায়াত

26/07/2023

নয়াপল্টনেই মহাসমাবেশ করবে বিএনপি। এজন্য সমাবেশের তারিখ একদিন পিছিয়ে শুক্রবার নির্ধারণ করা হয়েছে
#বাংলাদেশ #রাজনীতি #বিএনপি #একদফা #মহাসমাবেশ

25/07/2023

সরকার পতনের একদফা লক্ষ্য অর্জনে ঢাকাকে ঘিরেই চূড়ান্ত পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি। সারা দেশে নানা কর্মসূচি শেষে রাজধানীকে আন্দোলনের কেন্দ্রে পরিণত করতে চায় দলটি। আগামী ২৭ জুলাই মহাসমাবেশের পর লাগাতার কর্মসূচির মধ্য দিয়ে সেই পর্বের সূচনা হতে পারে। তার আগে নির্দিষ্ট সময় বেঁধে সরকারকে আলটিমেটাম দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
#বাংলাদেশ #রাজনীতি #বিএনপি #একদফা

24/07/2023

২৭ জুলাই বিএনপি-আওয়ামি লীগ কর্মসূচি ঘিরে কেন স-হিং*স*তা নিয়ে এত পাল্টাপাল্টি অভিযোগ?
#বাংলাদেশ #রাজনীতি #বিএনপি #আওয়ামীলীগ

23/07/2023

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাদের ধারাবাহিকভাবে গঠনতন্ত্র লঙ্ঘন ও লেজুড়বৃত্তিক অবস্থানে অনাস্থা জানিয়ে একযোগে পদত্যাগ করেছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয় শাখার ২১ নেতা।
#বাংলাদেশ #রাজনীতি #ভিপি_নুর #গনঅধিকারপরিষদ

22/07/2023

রাজধানীর নয়পল্টনে আগামী ২৭ জুলাই (বৃহস্পতিবার) বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে
#বাংলাদেশ #রাজনীতি #বিএনপি া

22/07/2023

আজ দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে হবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ঢাকা বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশ’
#বাংলাদেশ #রাজনীতি #বিএনপি #তারুণ্যের_সামাবেশ

20/07/2023

ক্ষমতাসীন সরকারের পদত্যাগের প্রশ্নে কোনোরকম আপস না করতে দলের নেতাদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের একদফা দাবিতে নিজের অনড় অবস্থানের কথা জানিয়ে চলমান আন্দোলন আরও জোরদার করতে বলেছেন তিনি।
#বাংলাদেশ #রাজনীতি #বিএনপি #খালেদা_জিয়া া

19/07/2023

ঢাকাস্থ্য বিশ্বের শক্তিশালি ১১টি দেশ এক যৌথ বিবৃতি তে জানিয়েছে, ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল আলমের (যিনি হিরো আলম নামে পরিচিত) ওপর হামলার তীব্র নিন্দা জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতার দাবি জানাই।
#বাংলাদেশ #রাজনীতি #নির্বাচন #হিরো_আলম

18/07/2023

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলায় যুক্তরাষ্ট্র বলেছে- গণতান্ত্রিক নির্বাচনে এ ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার সোমবার নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেছেন।
#বাংলাদেশ #রাজনীতি #নির্বাচন #হিরো_আলম #যুক্তরাষ্ট্র #জাতীসংঘ

17/07/2023

ঢাকা-১৭ আসনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ কর্মীরা। দুপুর আড়াইটার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুলে পরিদর্শনে আসেন হিরো আলম। সেখানে তার ওপর হামলা করে আওয়ামী লীগের কর্মীরা। তারা তাকে ভুয়া ভুয়া বলতে থাকে এবং গালি দিয়ে বলা হয় তুই নির্বাচন করবি কেন।
#বাংলাদেশ #রাজনীতি #নির্বাচন #হিরো _আলম #ঢাকা _১৭_উপ_নির্বাচন

16/07/2023

নির্বাচনে যাওয়ার যে প্রস্তাব পেয়েছিলেন বলে দাবি 'ভিপি' নুরের
#বাংলাদেশ #রাজনীতি #নির্বাচন #ভিপি_নুর

15/07/2023

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগের ওপর বিদেশিদের যে চাপ রয়েছে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সফরের মধ্য দিয়ে তা থেকে বেরিয়ে আসতে পারেনি দলটি। ক্ষমতাসীন দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, সফরে উজরা জেয়া যুক্তরাষ্ট্রের যে অবস্থান ব্যক্ত করেছেন সেটাকে আওয়ামী লীগের দুশ্চিন্তা কেটে গেছে বলা যাবে না।
#বাংলাদেশ #রাজনীতি #নির্বাচন #ইউরোপীয়ইউনিয়ন #আমেরিকান #আওয়ামীলীগ #ডোনাল্ডলু #উজরা জেয়ার

14/07/2023

তথ্য ফাঁস হলে আপনার ব্যাংক একাউন্ট যেভাবে হতে পারে ফাঁকা-
#বাংলাদেশ #তথ্য ফাঁস #এনআইডি #পরিচয়পত্র #ব্যাংক #একাউন্ট #বিকাশ #নগদ #ডেবিডকার্ড #ক্রেডিটকার্ড #ব্যাংকঋণ #

13/07/2023

লীগের যৌথ উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে অংশ নিতে ঢাকার বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট শাখা থেকে দুপুর ১টার পর থেকে নেতা-কর্মীরা মিছিল সহকারে যোগ দেন। তাঁরা ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশ মঞ্চের সামনে দাঁড়িয়ে যান। এ কারণে পেছনে অবস্থান করা নেতা-কর্মীদের দেখা যাচ্ছিল না। বারবার বলার পরও না শোনার কারণে এসব ব্যানারধারীরা দলের নেতা-কর্মী নাকি ভাড়াটিয়া সেই প্রশ্নও তোলেন আওয়ামী লীগের নেতারা।
#বাংলাদেশ #রাজনীতি #আওয়ামীলীগ #শান্তিরসমাবেশ #নির্বাচন

12/07/2023

বৃষ্টিতেও বিএনপি চাঙ্গা, আওয়ামি লীগ কঠোর
#বাংলাদেশ #রাজনীতি #বিএনপি #আওয়ামীলীগ #একদফা #শান্তিরসমাবেশ

11/07/2023

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল চার দিনের সফরে ঢাকায় এসেছেন। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি থেকে তারা ঢাকায় হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। বিমানবন্দরে তাদের স্বাগত জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

এসময় উপস্থিত ছিলেন মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।
#বাংলাদেশ #রাজনীতি #আমেরিকান #ইউরোপীয়ইউনিয়ন #ডোনাল্ডলু #পিটারহাস

Address

Mohakhali
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Newsvox posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Newsvox:

Videos

Share

Nearby media companies


Other Dhaka media companies

Show All