20/10/2024
সৌদি আরবে থাকা অবস্থায় মক্কা - মদিনাতে অসংখ্য নতুন নতুন আইডিয়া পেয়েছি বিজনেসের । যেহেতু পবিত্র একটা কাজে ওখানে ছিলাম তাই এগুলো নিয়ে রিসার্চ করিনি। জেদ্দার ৫ দিন ছিলো ব্যবসায়িক ট্যুর। আলহামদুলিল্লাহ্ , যে উদ্দেশ্য ছিলো তা সফল হয়েছে এবং সৌদি আরবে ২/১ মাসের মধ্যেই আমাদের কার্যক্রম চালু করবো ইনশাল্লাহ ।
অনলাইন টেক একাডেমিতে কোর্স করার আগে আমিও সমস্যায় ছিলাম কি নিয়ে কাজ করবো । কিন্তু এখন কি নিয়ে কাজ করবো এটা নিয়ে আর সমস্যা হয় না । কারন মেন্টর যখন নিশ সিলেকশন এর ক্লাস গুলো করিয়েছিলো , তখন খুব ভালো করে বোঝার চেষ্টা করেছিলাম । বুঝতেও পেরেছিলাম । তাই এখন জানি কিভাবে প্রবলেম বিজনেসে কনভার্ট করতে হয় ।
নতুনদের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা দেখি নিশ সিলেকশন । কি নিয়ে কাজ করবে তা নাকি খুজে পায় না । তবে আমার মতে , নতুনদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা দ্রুত কোটিপতি হওয়া , লোভ , শেখায় অনীহা । তাই যে বিজনেসটা নিয়ে কেউ কাজ করে এসেই কপি শুরু করে ।
বিজনেস কপি করা সমস্যা না , সমস্যা হলো ওয়েবসাইট কনটেন্ট হুবুহু কপি করা , কনটেন্ট কপি করা , নিম্নমানের প্রোডাক্ট দেয়া , আর প্রাইজ কমিয়ে দেয়া । যার ফলে মার্কেটে একটা বিরুপ প্রভাব পরে। ৩মাস কিংবা ৬ মাস এরা ব্যবসা করে । এরপর টিকতে পারে না । কিন্তু যারা প্রপার বিজনেস করে তাদের সাময়িক ক্ষতি করে যায় । এই কারনে অনেক ভালো ভালো প্রোডাক্ট বাংলাদেশ থেকে গায়েব হয়ে গেছে ।
যারা কপি করে তাদের উদ্দেশ্যে বলছি , দীর্ঘস্থায়ী হতাশা , বড় ধরনের অর্থনৈতিক সমস্যা , ক্যারিয়ার লস আর সাময়িক কিছু টাকা । এছাড়া কিছুই পাবেন না । তাই বিজনেস শিখুন । এখনো বাংলাদেশে এমন অনেক বিজনেস আছে যা কেউ শুরুই করেনি ।