Syed Faisal

Syed Faisal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Syed Faisal, Digital creator, Dhaka.

31/10/2024

বিল্ডিং এর ফাউন্ডেশনে সবচেয়ে বেশি ইনভেষ্ট আর সময় লাগে ।
আপনার ব্যবসার ফাউন্ডেশনে কতটা সময় দিচ্ছেন তার উপর নির্ভর করে পরবর্তীতে সফলতা ।
যাদের সাথেই কথা হয় , সবচেয়ে মেইন সমস্যা পাই তার সিলেক্ট করা প্রোডাক্ট নিয়ে । ভূল প্রোডাক্ট নিয়ে বিজনেসে বেশিদিন টেকার সুযোগ নেই ।
কিছু ব্যাপার খেয়াল রাখুনঃ
পারসেস প্রাইজ - সেলিং প্রাইজ ভালো গ্যাপ রাখতে হবে , ভিএল থাকতে হবে , রিপিট হতে হবে , একাধিক সোরসিং থাকতে হবে ।

গতকালের এড রেজাল্ট । এটা ভাবার সুযোগ নাই যে প্ল্যান ছাড়া এড রান হইছে । এখানে এভাটার , লুক এ লাইক , রিটারগেট এবং মোটামুটি...
25/10/2024

গতকালের এড রেজাল্ট ।
এটা ভাবার সুযোগ নাই যে প্ল্যান ছাড়া এড রান হইছে ।
এখানে এভাটার , লুক এ লাইক , রিটারগেট এবং মোটামুটি ভালো লেভেল এর কনটেন্ট ব্যবহার করা হয়েছে ।

24/10/2024

যারা ৩৫ বছর বয়সে চাকরী করতে চায় সে সকল বাদামইয়াদের ছাগল পালন প্রজেক্ট এ ট্রেনিং করিয়ে সেখানে চাকরী ব্যবস্থা করা উচিত ।

সৌদি আরবে থাকা অবস্থায় মক্কা - মদিনাতে অসংখ্য নতুন নতুন আইডিয়া পেয়েছি বিজনেসের । যেহেতু পবিত্র একটা কাজে ওখানে ছিলাম তাই...
20/10/2024

সৌদি আরবে থাকা অবস্থায় মক্কা - মদিনাতে অসংখ্য নতুন নতুন আইডিয়া পেয়েছি বিজনেসের । যেহেতু পবিত্র একটা কাজে ওখানে ছিলাম তাই এগুলো নিয়ে রিসার্চ করিনি। জেদ্দার ৫ দিন ছিলো ব্যবসায়িক ট্যুর। আলহামদুলিল্লাহ্‌ , যে উদ্দেশ্য ছিলো তা সফল হয়েছে এবং সৌদি আরবে ২/১ মাসের মধ্যেই আমাদের কার্যক্রম চালু করবো ইনশাল্লাহ ।

অনলাইন টেক একাডেমিতে কোর্স করার আগে আমিও সমস্যায় ছিলাম কি নিয়ে কাজ করবো । কিন্তু এখন কি নিয়ে কাজ করবো এটা নিয়ে আর সমস্যা হয় না । কারন মেন্টর যখন নিশ সিলেকশন এর ক্লাস গুলো করিয়েছিলো , তখন খুব ভালো করে বোঝার চেষ্টা করেছিলাম । বুঝতেও পেরেছিলাম । তাই এখন জানি কিভাবে প্রবলেম বিজনেসে কনভার্ট করতে হয় ।

নতুনদের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা দেখি নিশ সিলেকশন । কি নিয়ে কাজ করবে তা নাকি খুজে পায় না । তবে আমার মতে , নতুনদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা দ্রুত কোটিপতি হওয়া , লোভ , শেখায় অনীহা । তাই যে বিজনেসটা নিয়ে কেউ কাজ করে এসেই কপি শুরু করে ।

বিজনেস কপি করা সমস্যা না , সমস্যা হলো ওয়েবসাইট কনটেন্ট হুবুহু কপি করা , কনটেন্ট কপি করা , নিম্নমানের প্রোডাক্ট দেয়া , আর প্রাইজ কমিয়ে দেয়া । যার ফলে মার্কেটে একটা বিরুপ প্রভাব পরে। ৩মাস কিংবা ৬ মাস এরা ব্যবসা করে । এরপর টিকতে পারে না । কিন্তু যারা প্রপার বিজনেস করে তাদের সাময়িক ক্ষতি করে যায় । এই কারনে অনেক ভালো ভালো প্রোডাক্ট বাংলাদেশ থেকে গায়েব হয়ে গেছে ।

যারা কপি করে তাদের উদ্দেশ্যে বলছি , দীর্ঘস্থায়ী হতাশা , বড় ধরনের অর্থনৈতিক সমস্যা , ক্যারিয়ার লস আর সাময়িক কিছু টাকা । এছাড়া কিছুই পাবেন না । তাই বিজনেস শিখুন । এখনো বাংলাদেশে এমন অনেক বিজনেস আছে যা কেউ শুরুই করেনি ।

08/09/2024

আমাদের তাহাজ্জুদের আউলিয়া , শ্বশুরবাড়ি যাওয়ার পর থেকে তারা একের পর এক মারা খাচ্ছে ।

05/09/2024

শেখ হাসিনা পালানোর ১ মাস ।
যারা অহংকার ও স্বৈরাচার হওয়ার পথে আছেন তাদের জন্য এরচেয়ে বড় শিক্ষা আর নাই । তাই মুরব্বি , সাবধান ।

আহ: ফি লি স্তি ন 😭😭ফি লি স্তি নের পক্ষ থেকে বাংলাদেশের বন্যার্তদের জন্য উপহার!তাঁরা নিজেরাই ক্ষতবিক্ষত, অনাহারে অর্ধাহার...
29/08/2024

আহ: ফি লি স্তি ন 😭😭
ফি লি স্তি নের পক্ষ থেকে বাংলাদেশের বন্যার্তদের জন্য উপহার!

তাঁরা নিজেরাই ক্ষতবিক্ষত, অনাহারে অর্ধাহারে দিন কাটায়। প্রতিমুহূর্তে বু লে টে র আঘাত পেতে প্রস্তুত থাকে। তাঁরা আজ বাংলাদেশের বন্যার্তদের জন্য ত্রাণ পাঠিয়েছে!

আমার হৃদয় অস্বাভাবিকভাবে পূর্ণ হয়ে উঠেছে! যারা ঘাস দিয়ে ইফতার করে, যারা এক ফোঁটা পানির জন্য ট্রাকের টায়ারে মুখ পাতে, তাঁরা স্বজাতির পাশে দাঁড়িয়েছে!

এ যে সোনালি যুগের সাহাবায়ে কিরামগণের কথা মনে করিয়ে দিচ্ছে, যাঁরা নিজেরা অনাহারী থেকেও ক্ষুধার্ত মুসাফিরকে নিজেরটুকু দিয়ে দিয়েছেন!

মন কেঁদে উঠছে! ও আল্লাহ্ আমার প্রাণের ফি লি স্তি নের বিজয় দান করুন! বিজয় দান করুন!
সোর্স- আস সুন্নাহ ফাউন্ডেশন।
©️

"বন্যার খবর আসার সাথে সাথে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে ৩৫০ মেট্রিক টন খাবারের অর্ডার দিয়ে ফেলেছিলাম। আমাদের ফান্ডে ত...
25/08/2024

"বন্যার খবর আসার সাথে সাথে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে ৩৫০ মেট্রিক টন খাবারের অর্ডার দিয়ে ফেলেছিলাম। আমাদের ফান্ডে তখন এক টাকাও নাই। এইটুক বিশ্বাস ছিল আল্লাহ আমাদের ফিরাবেন না। আলহামদুলিল্লাহ, ৩৫০ মেট্রিক টনের জায়গায় এখন ৭০০ মেট্রিক টনের খাবারের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন।"

~ শায়খ আহমদ উল্লাহ,
চেয়ারম্যান
আস-সুন্নাহ ফাউন্ডেশন

আওয়ামীলীগ আমলে যে হিন্দু আওয়ামীলীগ নেতা হয়ে সন্ত্রা স করে , অন্য সময়ে সে সংখ্যালঘু । এ এক মহা যন্ত্রনা । যেখানে সবাই দিন...
09/08/2024

আওয়ামীলীগ আমলে যে হিন্দু আওয়ামীলীগ নেতা হয়ে সন্ত্রা স করে , অন্য সময়ে সে সংখ্যালঘু । এ এক মহা যন্ত্রনা ।
যেখানে সবাই দিন রাত তাদের সুরক্ষার জন্য কাজ করছে , সবাই বলছে এদেশ সবার , এখানে কোন সংখ্যা লঘু নেই সেখানে তাদের এধরনের আচরন অবশ্যই কোন উদেশ্য রয়েছে । কিছু এই সংখ্যার জন্য ধীরে ধীরে তাদের প্রতি মানুষের যে ভালোবাসা তা উঠে যাবে । তাই সনাতন ভাইদের প্রতি অনুরোধ আপনারাই এই ধরনের ষড়যন্ত্র রুখে দিন ।
https://bangla.bdnews24.com/bangladesh/c22becc1c63c?fbclid=IwY2xjawEjKblleHRuA2FlbQIxMAABHdiF0bRVoNePgdMepl01Cr9PzfR-BG0laqyZFLP0zkQaQ2SJNjG7X85kpA_aem_BNeDP6xUsC8XmtAWf0j7cQ

“আজ থেকে একটা হিন্দু বাড়ি, মন্দির যেন পাহারা দিতে না হয়। যেভাবে মসজিদ পাহারা দিতে হয় না, সেভাবে মন্দিরও যেন পাহারা ....

07/08/2024

শহীদের স্মরণে শোক সমাবেশ !!
আহ , কত সুন্দর !!
আমার সমাবেশও হতো , মানুষের সমর্থনও পেতাম ।
নতুন বাংলাদেশে ভূল করার কোন সুযোগ নাই ।
ব্রেন দিয়ে কাজ করতে হবে ।

এক ভাইকে বলেছিলাম, কিছু টাকা ক্যাশ করে রেখে দিবো। ভাই জিজ্ঞেস করেছিলো কেন? বলেছিলাম ব্যাকআপ হিসেবে, যদি আমার কিছু হয় তাহ...
02/08/2024

এক ভাইকে বলেছিলাম, কিছু টাকা ক্যাশ করে রেখে দিবো। ভাই জিজ্ঞেস করেছিলো কেন?
বলেছিলাম ব্যাকআপ হিসেবে, যদি আমার কিছু হয় তাহলে এই টাকা দিয়ে পরিবার চলবে। ভাই বলেছিলো, এমন কেউ কি আপনার পরিচিত আছে যারা কোন ব্যাকআপ না রেখে মারা গিয়েছে? কিছুক্ষন চিন্তা করার পর এমন অনেকেই পেলাম যারা মারা যাওয়ার আগে কিছু রেখে যায় নি পরিবারের জন্য। ভাইকে বললাম। সে বললো এবার দেখেনতো তার পরিবার কি একদিন কিংবা এক বেলা না খেয়ে আছে? এবারও দেখলাম তাদের পরিবারের কেউই একবেলা না খেয়ে নেই। সেই দিন থেকে আমার রিজিকের ব্যাপারে আর ব্যাকআপ রাখার চিন্তা মাথা থেকে চলে গেছে।আপনার কিংবা আমার রিজিকে যা আছে তা কেউ নিতে পারবে না, আল্লাহ আমাদের জন্য যা রিজিকে রেখেছে তা না খেয়েও আমরা মরবো না। আর আল্লাহ তার কোন বান্দার পরিবারকে না খাওয়াইয়ে রাখে না।

এবার আসি মূল কথায়, আমরা যারা ব্যবসা করি কিংবা যাদের পরিবার আছে তারা নিজের যদি কিছু হয় এই ভয়ে এই জালিম খু নি স র কা রের বিরুদ্ধে আন্দোলনে যাই না। ভাই যেহেতু ব্যবসা বন্ধ, এভাবে চললে না খেয়ে মরতে হবে। তার চেয়ে যদি গুলি খেয়ে মরি তবুও শহীদী মৃত্যু। আর পরিবারের জন্য আল্লাহ আছে।

যার যা কিছু আছে তাই নিয়ে রাজপথে আসুন। ২ মাস ব্যবসা বন্ধ থাকুক। বিজয় আসবেই ইনশাআল্লাহ।

18/07/2024

ইয়াহিয়া খানও শেখ মুজিবকে সংলাপে ঢেকেছিলেন। ৭ মার্চের ভাষণে উনি স্পষ্ট জানিয়েছিলেন, "শহীদের রক্তের উপর পাড়া দিয়ে উনি সংলাপে বসতে পারেন না।" খুনীদের সাথে আবার কিসের সংলাপ!!

সবাই ক্রিকেট আর সাপ নিয়ে আছি৷ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখবো এদেশে রুপি চালু হয়ে গেছে, এদেশটা একটা প্রদেশ হয়ে গেছে।
26/06/2024

সবাই ক্রিকেট আর সাপ নিয়ে আছি৷ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখবো এদেশে রুপি চালু হয়ে গেছে, এদেশটা একটা প্রদেশ হয়ে গেছে।

20/06/2024
দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য!!এধরনের উচ্চ পদস্থ কমকর্তা যারা চোর তাদের বয়কট করুন। শুধু এদের জন্যই মানুষ দেশটাকে গালি দ...
19/06/2024

দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য!!
এধরনের উচ্চ পদস্থ কমকর্তা যারা চোর তাদের বয়কট করুন। শুধু এদের জন্যই মানুষ দেশটাকে গালি দেয়। সোস্যাল মিডিয়াতে এই চোরদের নিয়ে সবাই পোষ্ট করুন যাতে অন্য চোররাও সাবধান হয়ে যায়।

17/06/2024

হালাল সব কিছুই বরকতময়।
ব্যবসা বা সম্পর্ক

Address

Dhaka

Telephone

+8801718116133

Website

Alerts

Be the first to know and let us send you an email when Syed Faisal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Syed Faisal:

Videos

Share