Six2 Entertainment

Six2 Entertainment ইচ্ছা পূরনের প্রচন্ড ইচ্ছেই
মানুষের ইচ্ছে গুলো পূরন করে।
(3)

25/09/2023

টিকটক প্রবলেম | TikTok Problem | Short Flim | Six2 Entertainment

 #ঢাকা_শহরের_বিভিন্ন_স্থানের_নামকরণের_ইতিকথা--★গেন্ডারিয়া  ইংরেজি শব্দ Grand Area  থেকে এসেছে,  এখানে আগেরদিনের অভিজাত ধ...
03/05/2023

#ঢাকা_শহরের_বিভিন্ন_স্থানের_নামকরণের_ইতিকথা--
★গেন্ডারিয়া
ইংরেজি শব্দ Grand Area থেকে এসেছে, এখানে আগেরদিনের অভিজাত ধনী ব্যাক্তিগন থাকতো।
★ভুতের গলিঃ
এখানে বৃটিশ একজন লোক থাকতেন নাম ছিল Mr. boot, তার নাম থেকে বুটের গলি, পরবর্তীকালে ভুতের গলি নাম হয়েছে।
★মহাখালীঃ
মহা কালী নামের এক মন্দীরের নাম থেকে হয়েছে বর্তমানের মহাখালী।
★ইন্দিরা রোডঃ
এককালে এ এলাকায় "দ্বিজদাস বাবু" নামে এক বিত্তশালী ব্যক্তির বাসাস্থান, অট্টলিকার পাশের সড়কটি নিজেই নির্মাণ করে বড় কন্যা "ইন্দিরা" নামেই নামকরণ ।
★পিলখানাঃ
ইংরেজ শাসনামলে প্রচুর হাতি ব্যবহার করা হোতো । বন্য হাতিকে পোষ মানানো হোতো যেসব জায়গায়, তাকে বলা হোতো পিলখানা । বর্তমান "পিলখানা" ছিলো সর্ববৃহৎ ।
★এলিফ্যানট রোডঃ
পিলখানা হতে হাতিগুলোকে নিয়ে যাওয়া হতো "হাতির ঝিল"এ গোসল করাতে, তারপর "রমনা পার্ক"এ রোঁদ পোহাতো । সন্ধ্যের আগেই হাতির দল পিলখানায় চলে আসতো । যাতায়াতের রাস্তাটির নামকরণ সেই কারণে ★"এলিফ্যান্ট রোড" । পথের মাঝে ছোট্ট একটি কাঠের পুল ছিলো, যার নামকরণ হোলো "হাতির পুল" ।
★কাকরাইলঃ
ঊনিশ শতকের শেষ দশকে ঢাকার কমিশনার ছিলেন মিঃ ককরেল । নতুন শহর তৈরী করে নামকরণ হোলো "কাকরাইল" ।
★রমনা পার্কঃ অত্র এলাকায় বিশাল ধনী রম নাথ বাবু মন্দির তৈরী করেছিলো "রমনা কালী মন্দির" । মন্দির সংলগ্ন ছিলো ফুলের বাগান আর খেলাধুলার পার্ক । পরবর্তীতে সৃষ্টি হয় "রমনা পার্ক" ।
★গোপীবাগঃ
গোপীনাগ নামক এক ধনী ব্যবসায়ী ছিলেন । নিজ খরচে "গোপীনাথ জিউর মন্দির" তৈরী করেন । পাশেই ছিলো হাজারো ফুলের বাগান "গোপীবাগ"
★টিকাটুলিঃ
হুক্কার প্রচলন ছিলো । হুক্কার টিকার কারখানা ছিলো যেথায় সেটাই "টিকাটুলি" ।
★তোপখানাঃ
ইস্ট ইন্ডিয়া কোম্পানীর গোলন্দাজ বাহিনীর অবস্থান ছিল এখানে ।
★পুরানা পল্টন, নয়া পল্টনঃ
ইস্ট ইন্ডিয়া কোম্পানীর ঢাকাস্থ সেনানিবাসে এক প্ল্যাটুন সেনাবাহিনী ছিল, প্ল্যাটুন থেকে নামকরন হয় পল্টন । পরবর্তীতে আগাখানিরা
এই পল্টনকে দুইভাগে ভাগ করেন, নয়া পল্টন ছিল আবাসিক এলাকা আর পুরানো পল্টন ছিল বানিজ্যিক এলাকা ।
★বায়তুল মোকারম নামঃ
১৯৫০-৬০ দিকে প্রেসিডেন্ট আয়ুবের সরকারের পরিকল্পনা পুরানো ঢাকা-নতুন ঢাকার যোগাযোগ রাস্তার। তাতে আগাখানীদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান, আবাসিক বাড়িঘর চলে যায় । আগাখানীদের নেতা আব্দুল লতিফ বাওয়ানী (বাওয়ানী জুট মিলের মালিক) সরকারকে প্রস্তাব দিলো, তারা নিজ খরচে এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদ তৈরী করবে । এটা একটা বিরাট পুকুর ছিল "পল্টন পুকুর", এই পুকুরে একসময় ব্রিটিশ সৈন্যরা গোসল কোরতো । ১৯৬৮ সনে মসজিদ ও মার্কেট প্রতিষ্ঠিত হয় ।
★ধানমন্ডিঃ
এখানে এককালে বড় একটি হাট বোসতো । হাটটি ধান ও অন্যান্য শস্য বিক্রির জন্য বিখ্যাত ছিল ।
★পরীবাগঃ
পরীবানু নামে নবাব আহসানউল্লাহর এক মেয়ে ছিল । সম্ভবত পরীবানুর নামে এখানে একটি বড় বাগান করেছিলেন আহসানউল্লাহ ।
পাগলাপুলঃ ১৭ শতকে এখানে একটি নদী ছিল, নাম – পাগলা । মীর জুমলা নদীর উপর সুন্দর একটি পুল তৈরি করেছিলেন । অনেকেই সেই দৃষ্টিনন্দন পুল দেখতে আসত । সেখান থেকেই জায়গার নাম "পাগলাপুল" ।
★ফার্মগেটঃ
কৃষি উন্নয়ন, কৃষি ও পশুপালন গবেষণার জন্য বৃটিশ সরকার এখানে একটি ফার্ম বা খামার তৈরি করেছিল । সেই ফার্মের প্রধান ফটক বা গেট থেকে এলাকার নাম হোলো ফার্মগেট।
★শ্যামলীঃ
১৯৫৭ সালে সমাজকর্মী আব্দুল গণি হায়দারসহ বেশ কিছু ব্যক্তি এ এলাকায় বাড়ি করেন । এখানে যেহেতু প্রচুর গাছপালা ছিল তাই সবাই মিলে আলোচনা করে এলাকার নাম রাখেন শ্যামলী ।
★সূত্রাপুরঃ
কাঠের কাজ যারা করতেন তাদের বলা হত সূত্রধর । এ এলাকায় এককালে অনেক শূত্রধর পরিবারের বসবাস ছিলো । সেই থেকেই জায়গার নাম হোলো সূত্রাপুর।

সংগৃহীত

06/04/2023

আমেরিকায় বিলাসবহুল জীবন ত্যাগ করে ইসলাম প্রচার করছেন ডঃ মোস্তফা।

ঢাকা বঙ্গ-মার্কেট ০৪/০৪/২০২৩ সকাল ৬.০০ ঘটিকায়আল্লাহ সকলকে রক্ষা করুন।
04/04/2023

ঢাকা বঙ্গ-মার্কেট
০৪/০৪/২০২৩
সকাল ৬.০০ ঘটিকায়
আল্লাহ সকলকে রক্ষা করুন।

Salute Boss.
27/03/2023

Salute Boss.

যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
26/03/2023

যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

📌পূজা চেরি বর্তমানে সবচেয়ে গুণী মেধাবী অভিনেত্রী। শিশু শিল্পী হিসেবে যেমন আলো ছড়িয়েছেন তেমনি পোড়ামন ২ সিনেমায় ছিল অ...
13/03/2023

📌পূজা চেরি বর্তমানে সবচেয়ে গুণী মেধাবী অভিনেত্রী। শিশু শিল্পী হিসেবে যেমন আলো ছড়িয়েছেন তেমনি পোড়ামন ২ সিনেমায় ছিল অনবদ্য অভিনয়। সম্প্রতি দীপ্ত প্লে ওটিটির নারী কেন্দ্রীক গল্পে মাহমুদুর রহমান হিমির ওয়েব ফিল্ম
"পরী" তে দুর্দান্ত অভিনয় করছেন এই অভিনেত্রী। একজন সহজ সরল গ্রামের মেয়ে পাচারকারী ফাঁদে পরে থাইল্যান্ডের জিম্মি হয়ে পড়ে মাফিয়া গোষ্ঠী কাছে। মনোরঞ্জন একজন করেছে কেড়ে নিয়েছে সত্তা।
এমন সাহসী এক নারী চরিত্রকে সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন তার দুর্দান্ত অভিনয় দিয়ে।
তার লুক, এক্সপ্রেশন, সংলাপ পোশাক
সবকিছু মিলিয়ে লাজাবাব ছিল 🎉

✨এককথায় অসাধারণ একটা কাজ পূজা চেরির দিন দিন উনি যেন নায়িকা থেকে অভিনেত্রী হয়ে যাচ্ছেন। শুভকামনা রইলো তার জন্য।

22/02/2023

Six2 Entertainment
পেইজটি আজ এক বছর পূর্ণ করলো।
সকল শুভাকাঙ্ক্ষীদের জানাই
🌹লাল গোলাপের শুভেচ্ছা।🌹

16/11/2022

তা বলো
🇧🇷 না 🇦🇷

🤣🤣🥱🥱sorry,চাইলে পদ্মা সেতু থেকে আরো কিছু রাজস্ব আয় করতে পারে, ১. দূর থেকে দেখলে জনপ্রতি ৫০ টাকা।২.কাছে থেকে দেখলে ৭০ টা...
01/06/2022

🤣🤣🥱🥱sorry,
চাইলে পদ্মা সেতু থেকে আরো কিছু রাজস্ব আয় করতে পারে,
১. দূর থেকে দেখলে জনপ্রতি ৫০ টাকা।
২.কাছে থেকে দেখলে ৭০ টাকা,
৩. স্বপ্নে দেখলে ৮০ টাকা!
৪. ইউটিউবে দেখলে ৩০ টাকা।
৫. ছবি তুললে প্রতি ছবি ১৫ টাকা।
৬. কোন নৌযানে করে ভ্রমনের উদ্দেশ্যে কাছাকাছি গেলে ১০০ টাকা।
৭. ভ্রমনের উদ্দেশ্যে নীচ দিয়ে চক্কর মারলে ট্রলারপ্রতি
২০০ টাকা।
৮. হেলিকপ্টারে বসে দেখলে জনপ্রতি ১০,০০০ টাকা;
৯. বিমান থেকে দেখলে যাত্রী প্রতি ৮,০০০ টাকা।
১০. ড্রোন দিয়ে ছবি তুললে বা ভিডিও করলে ৭,০০০ টাকা।
১১. পেছনে সেতু দেখা যায় এমন যায়গায় বাংলা নাটক বা সিনেমার শুটিং করলে প্রতিদিন ৫,০০০ টাকা, অনন্ত জলিল ও জায়েদ খানের ছবি হলে ডাবল।
১২. কাউকে পদ্মা সেতুর কসম দিলে, কসম প্রতি ১,০০০ টাকা।
সেতুর ৩ কিলোমিটারের মধ্যেঃ
১৩. পিকনিক করলে ১০,০০০ টাকা।
১৪. বিয়ের অনুষ্ঠান হলে ২০,০০০ টাকা।
১৫. ম্যারেজ ডে করলে ৫,০০০ টাকা।
১৬. প্রেম অফার করলে ৩,০০০ টাকা।
১৭. মুসলমানীর জন্য বিশেষ ছাড় ১,০০০ টাকা
H.kabir
👉[note:this post creat from entertain mind,so don't take it seriously]

29/05/2022

যত বারই ভাবি ভাসে তোমার ছবি।
H.kabir

Our funny video at here :
https://fb.watch/diQGpiArki/

01/05/2022

Hopefully all the workers in the world will get their right.

Video by H.Kabir

02/04/2022

সিয়াম সাধনার মাসে আল্লাহ সবার মনের আশা পূরন করুন।
আমিন

#ইফতারের

আলহামদুলিল্লাহ।
02/04/2022

আলহামদুলিল্লাহ।

29/03/2022

কিছু গান আছে যেগুলো আপনাকে অতিতে ফিরিয়ে নিয়ে যাবেই।
It's one of them.

About this video:
Singer and music : Tousif
Video creat : H.Kabir

Click here for ones more of us:
https://www.facebook.com/113872241212194/posts/130282742904477/


26/03/2022

আপেক্ষিক প্রেমে কখনো হারানোর ভয় থাকেনা। থাকে শুধু কাছে পাবার আখাংকা।
H.Kabir

About this video:
Orginal Singer:
.
Cover Singer : and

Video creat : H.Kabir

Click here for more entertainment:
https://fb.watch/b-6YxFCVFq/


22/03/2022

আজ তুমি নেই,নেই তোমার ভালোবাসা।
যখন পাগলের মত তোমায় দেখতে ইচ্ছে করে তখন
তোমার সৃতিগুলোই যে আমাকে সান্তনা দেয়।

About this video song:
Original singer : Jeet Gangguli
Cover singer : Antarip Adhikary
Video creat : H.kabir
Presenting by : Six2 Entertainment

click here for our another video:
https://fb.watch/bVlmmvp1b9/

জাতি লিজেন্ডদের চিনতে চায়।
20/03/2022

জাতি লিজেন্ডদের চিনতে চায়।

15/03/2022

জীবনের নাম যদি রাখা হয় ভুল
সৃতির নাম তবে বেদনার ফুল
Original Singer:Kumar Shaun
Cover Singer:Abir Biswas

Click here for more entertainment:
https://fb.watch/bL_Krgwz61/

Happy International Women's Day
08/03/2022

Happy International Women's Day

08/03/2022
07/03/2022

একদিন এমন একদিন আসবে
খুজবে তুমি খুজবে.....

singer:Nish*ta Borua
Please support us for more fun at here:
https://fb.watch/bBK0hSfCWI/

06/03/2022

মরে যাক সব মশা..
আহারে মোর আশা🤦‍♂️

Please support us for more entertainment at here:
https://fb.watch/bALZp7J3nI/


05/03/2022
03/03/2022
03/03/2022
Sir, আমার বেতন বাড়ান 😒Boss : সম্ভব না 😢- তাহলে আগামীকাল থেকে আমাকে বিকাল ৫ টার পর ছুটি দিতে হবে!😒Boss : কেন?🤔- আমি সন্ধ্...
24/02/2022

Sir, আমার বেতন বাড়ান 😒
Boss : সম্ভব না 😢
- তাহলে আগামীকাল থেকে আমাকে বিকাল ৫ টার পর ছুটি দিতে হবে!😒
Boss : কেন?🤔
- আমি সন্ধ্যার পর থেকে মধ্যরাতে, অটো রিকশা চালাবো।🙂
কারণ, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই বেতন দিয়ে সংসার চালানো খুবই কষ্টকর।😰
Boss : Okey, তবে অটো চালাতে চালাতে মধ্যরাতে যদি তুমি ক্ষুধার্ত হয়ে যাও,😞
কমলাপুর রেলস্টেশনের
দক্ষিন পাশে আইসো!😊
- কেন?🤔
Boss : মধ্যরাতে আমি ঐখানে পরটা-ভাজি বিক্রি করি.!🙂

(Collected)

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Six2 Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Six2 Entertainment:

Videos

Share