MuhammaD AbraR

MuhammaD AbraR Only Allah Ta'ala has the power to turn your weakness into strength. So pray to Him.

লেখাটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপ থেকে কপি করা ⬇️ ফজলুল হক বাসী,,,,,উনি চোর ছিলো না!  বরগুনা, পাথরঘাটার সন...
19/09/2024

লেখাটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপ থেকে কপি করা ⬇️

ফজলুল হক বাসী,,,,,উনি চোর ছিলো না!
বরগুনা, পাথরঘাটার সন্তান, মেধাবী সন্তান তোফাজ্জেল ভাই! ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন,,,,,,,,, ঠিক ঐ সময় তার ভাগ্য তার সাথে নিষ্ঠুরতা করে। স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হয়,,, তা কপালে সয় নাই ঐ মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়! বিধাতা ও তার মা- বাবা কে মাসের আগা মাথায় পৃথিবী থেকে তুলে নিয়ে যায়!

এই অবস্থা আপনি আমি ও পাগল হয়ে যেতাম !
শোকে কষ্টে সে পাগল হয়ে বেড়ায়,,, বড় ভাই ছিলেন পুলিশের এসআই! তিনি তার শেষ অভিভাবক,, তাকে চিকিৎসা করায়! মরণ এসে তাকেও তুলে নেয়।
কেবল পরে থাকে কপাল পোড়া পাগলা টা!!!!
এরমধ্যে সে বরগুনা ডিগ্রি কলেজের ও অনার্সে ভর্তি হয়! ভাগ্য তাকে ছাড়ে নাই!

পাগল হয়ে আমাদের স্কুলগুলোতে, বাজারে ঘুরে বেড়াতো!
কে খোঁজ নিবে,,,,,,, হয়তো খাবারের খোজে আসছিলো,,, আর চোর বানাইলেন❗
ওরে ভাত খাওয়াইয়া মারলেন❕
এই নিষ্পাপ পাগল টারে এতো এতো কষ্ট দিয়া মারা হলো❗
ভাইটার তাজা প্রান ছিনিয়ে নিলো❕

26/01/2024

🤣

28/09/2023
05/08/2023

তুমি সব মানুষকে সন্তুষ্ট করতে পারবে না। তাই, তোমার ও আল্লাহর মধ্যকার সম্পর্কটি ঠিকঠাক রাখো। মানুষকে পরোয়া করো না।'

-ইমাম শাফি'য়ি (রহ.)

▪️বাইহাকি, কিতাবুয যুহদ, পৃষ্ঠা: ১৮১▪️

▫️ فَإِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًاফাইন্না মা‘আল ‘উছরি ইউছরা-।নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।▫️ إِنَّ مَعَ ٱلْعُسْرِ يُس...
03/06/2023

▫️ فَإِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا

ফাইন্না মা‘আল ‘উছরি ইউছরা-।

নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।

▫️ إِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا

ইন্না মা‘আল ‘উছরি ইউছরা-।

নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।

(সূরাঃ আল-ইনশিরাহ)
[আয়াত: ৫-৬)

এত চিন্তা করো না জীবন যিনি দিয়েছেন তিনিই কিছু না কিছু ভেবে রেখেছেন , খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই

09/04/2023

◽আল্লাহ যখন কোন বান্দার কল্যাণ চান" "তখন তিনি তাকে তাঁর কাছে দোয়া করার প্রতি ইলহাম করেন, এবং তার এই প্রার্থনাকে তিনি তার জন্য নির্ধারিত কল্যাণের কারণ করে তোলেন।

21/03/2023

ারের_সময়_বেশি_বেশি_আল্লাহর_কাছে_চাইবেন◻️
একমাত্র মূসা নবীই আল্লাহর সাথে ঘন ঘন সাক্ষাৎ করার বায়না ধরতেন এবং সুযোগও পেতেন। একবার তিনি মহান আল্লাহ সুবহানাহু তাআলার কে জিজ্ঞেস করেছিলেন__

"হে আল্লাহ্ একমাত্র আমাকে আপনার সাথে সরাসরি কথা বলার সম্মান ও সুযোগ দিয়েছেন।এমন সুযোগ কি অন্য কাউকে দিয়েছেন বা দিবেন❓

আল্লাহ সুবহানাহু তা'আলা বললেন __"পরবর্তীকালে আমি একদল লোক পাঠাবো যারা মুহাম্মদ (সঃ) এর উম্মত হবে,যারা রোজা রাখবে এবং রোজা অবস্থায় তারা তোমার চেয়েও আমার অধিক নিকটবর্তী হবে।হে মূসা যখন তুমি আমার সাথে কথা বলো তখন আমার আর তোমার মধ্যে ৭০,০০০ সূক্ষ পর্দা থাকে যা তুমি দেখতে পাও না। কিন্তু ইফতারের সময় আমার ও আমার ঐ সব বান্দার মাঝে একটি পর্দা ও থাকবে না। (সুবহানাল্লাহ)হে মূসা আমি দায়িত্ব নিচ্ছি__ইফতারের সময় আমি একজন রোজাদারের দোয়াও অস্বীকার করব না।"

সুবহানাল্লাহ,, আলহামদুলিল্লাহ, আল্লাহু-আকবার।🖤

08/03/2023

ি_আশ্চর্য❕
আমার মৃত্যুর প‌রেও মানুষ ফেসবুক চালা‌বে। বিনোদ‌নে মত্ত থাক‌বে। দু‌নিয়ার সব‌কিছু তার নিজ গ‌তি‌তে চল‌বে। বাজার ঘা‌টে কোন বিঘ্ন ঘট‌বে না।

‌কি_আশ্চর্য❕
মানুষ হা‌সতে ভু‌লে যা‌বে না। দুনিয়াটা থম‌কে যা‌বে না। চাঁদ তার জোসনা বিলা‌নো বন্ধ কর‌বে না। আকা‌শের তারকাগু‌লো মি‌টি মি‌টি আ‌লো দেয়া বন্ধ কর‌বে না।

‌কি_আশ্চর্য❕
ক'দিন পরই প‌রিবা‌রের সবার কান্না বন্ধ হ‌বে। ওরা আমার দুঃ‌খে আমার সাথে মারা যা‌বে না। আামি মারা গে‌লেও ও‌দের হা‌সিটা চিরত‌রে বন্ধ হ‌বে না। পাখপাখা‌লি আমার দুঃ‌খে এক‌যো‌গে মারা যা‌বে না |

‌কি_আশ্চর্য❕
আমা‌কে মা‌টির ছোট্র এক‌টি কব‌রে আট‌কে দি‌য়ে ওপর থে‌কে মা‌টি চাপা দি‌য়ে সবাই যার যার ঘ‌রে গি‌য়ে ঘুমা‌বে। এ পৃ‌থিবীটা থম‌কে যা‌বে না, বাতাস বন্ধ হবে না, সুর্য আলো দেয়া বন্ধ কর‌বে না।

তাহ‌লে এ‌দের সা‌থে আ‌মি কেন এত ব্যস্ত?‌ ও‌দের সা‌থে কেন এত মাখামা‌খি। কেন আ‌মি বিমুগ্ধ সাগ‌ড়ের ঢেউ দে‌খে? কেন এত বি‌স্মিত গোলা‌বের সৌন্দর্য দে‌খে? কেন এত বিহ্বল ‌প্রেয়‌সির ডাগর চোখ দে‌খে?

👉যার কা‌ছে যে‌তে হ‌বে তি‌নি ব‌লেছেন-
'মুস‌লিম না হ‌য়ে তোমার যেন মৃত্যু হয় না'
➡️আমরা কি তার নিকট প্রকৃত আত্মসমর্পন কর‌তে পে‌রে‌ছি❓
➡️তি‌নি যা হ‌তে বল‌লেন তা কি হ‌তে পারলাম❓
➡️হে নিষ্ঠুর পৃ‌থিবী তুই কি এক বৃদ্ধ যাযাবর নয়❓
➡️তুই‌তো কাউ‌কে আপন ক‌রিস না, কেন এত ধোকায় ফে‌লে রা‌খিস❓

©️MuhammaD AbraR

15/02/2023

👉•••••__জীবন_আসলে_একটা_মরীচিকার_নাম_যেখানে_মৃত্যুই_হলো_ধ্রুব_সত্য❕

11/01/2023

🔵সূরা মূলক এর শক্তি:

মনে করুন,আপনি মারা গেছেন। আপনার জানাজার নামাজ শেষ।আপনাকে কবরে রাখা হলো। আপনি অপেক্ষা করতেছেন মুনকার নাকির ফেরেশতার জন্য। কিন্তু, তাঁরা আসছে না কেন! অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি ৷

একটু পরেই..... -কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গপথ তৈরি হয়ে গেলো। আপনি ভাবলেন, এ কেমন কথা! প্রশ্ন-উত্তর কই?

তখন আপনার মনে পড়ল- 'প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে কবরে প্রশ্ন উত্তরের ঝামেলা নাই। কবর আজাবেরও কোনো চান্স নাই।' [ অতঃপর, রেশমী চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন 'আলহামদুলিল্লাহ'।

(তিরমিজি - ২৮৯০ এর সহীহ অংশ থেকে।)

23/12/2022

🟫 আকাশের ওপারে, অনিন্দ্য সুন্দর জান্নাতে, আল্লাহ্ যেন আমাদেরকেও একটি করে ঘর বানিয়ে দেন। যে ঘরের পাশেই কোথাও প্ৰিয় নবিজিও থাকবেন। কোথাও থাকবেন আবু বকর (রা.), কোথাও উমর (রা.)। আমরা সেদিন বলব, দুনিয়াতে আপনাদেরকে আমরা ভালবাসতাম। জান্নাতে এসে একদিন আপনাদের সাথে মিলিত হওয়ার স্বপ্ন দেখতাম ।

আল্লাহ্ যেন আমাদেরকে কবুল করেন।
আমীন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when MuhammaD AbraR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MuhammaD AbraR:

Videos

Share