Alaq-আলাক

Alaq-আলাক মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যায়-এর সকল প্রকার খবর প্রচার করুন এবং প্রসার করুন।

বিসমিল্লাহির রাহমানির রাহীম
(১) পড়ুন, আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন (২) যিনি মানুষকে রক্তপিন্ড হতে সৃষ্টি করেছেন । (৩) পড়ুন, আপনার রব সম্মানিত। (৪) যিনি কলম দ্বারা শিখিয়েছেন। (৫) মানুষকে শিখালেন তার অজানাকে।

এটি একটি শিক্ষাবিষয়ক ম্যাগাজিন। আপনার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সম্পর্কে সকল খবর, তথ্য প্রকাশ করতে পারবেন।

26/04/2024

“আব্দুর রশিদ চৌধুরী” একজন সম্মানিত শিক্ষক। মৃদু ভাষী, সহজ সরল জীবন যাপন করেন। সুপরিচিত ‘আই.ই.এস উচ্চমাধ্যমিক বিদ্যালয়’। উত্তরা সেক্টর পাঁচ এর ছয়/এ-তে অবস্থিত। ১৯৮২ সালে স্থাপিত প্রতিষ্ঠানটিতে তিনি দীর্ঘ ২৯ বছর যাবত পাঠদান দিয়ে যাচ্ছেন। এছাড়াও ‘আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ’-এ বিশ বছর ধরে প্রশিক্ষণ দিচ্ছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর জন্মগ্রহণ করেন। তিনি উচ্চশিক্ষা অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।
যখনই দেখা হয় তার সাথে তিনি আন্তরিকতার সহিত খোঁজ নেন কেমন আছি। এত ভালো লাগে যখন আমায় “কবি” বলে ডাকে বা সম্বোধন করেন। শিক্ষকের শিক্ষক, বুঝদার ব্যক্তি যিনি জেনে-বুঝে কাউকে সম্মান করেন সত্যি চমৎকার লাগে, সুখকর লাগে! তার সাথে এলাকায় ঘুরতে বের হলে কত মানুষ তার খোঁজ-খবর নেন। তার ছাত্ররা তাকে দেখলেই বিনয়ের সাথে সালাম ও কুশল বিনিময় করে। তিনিও তাদের খবর নেন উপদেশ দেন। খুব অবাক হই তিনি প্রায় সকল ছাত্রদের চিনতে পারেন।

সাইফুল ইসলাম সাঈফ
২৭.০৪.২০২৪

24/03/2024
16/08/2023

আমার নাম মোঃ রাশেদুল ইসলাম। আমি ঢাকা উত্তরাতে বসবাস করি। এখন আমি আমার শিক্ষাজীবন সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিচ্ছি। আমার প্রথম স্কুল ছিল এ.জি.চার্চ স্কুল। এটি ছিল মূলত খ্রিষ্টানদের স্কুল। অর্থাৎ খ্রিস্টান ধর্মের নিয়ম অনুযায়ী এই স্কুলটি পরিচালনা করা হতো।
এই স্কুলের আমার প্লে থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত অধ্যায়ন ছিল। তারপর আমাকে স্কুল টি পরিবর্তন করতে হয়। পরে আমার এশিয়ান ইউনিভার্সিটি ল্যাব্রটরি স্কুল এ দুর্ভাগ্যবশত আবারো প্রথম শ্রেণীতে ভর্তি হতে হয়।প্রথম শ্রেণী পাস করার পরে দ্বিতীয় শ্রেণীর মাত্র প্রথম সাময়িক পরীক্ষার পর কিছুদিন ক্লাস করে আবারো এই স্কুল টি ছেড়ে দিতে হয়।তার কারণ ছিল এই স্কুলে যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি হঠাৎ এই বিদ্যালয় পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি নেন। ফলশ্রুতিতে এই স্কুলটিও আমাকে ছেড়ে দিতে হয়। অর্থাৎ আমার দ্বিতীয় শ্রেণীর খুব একটা ভালোভাবে পড়া হয়নি।তারপর কয়েক মাস আমাকে বিদ্যালয় জীবন থেকে বিরত থাকতে হয়। ঠিক তার কয়েক মাস পরে আমার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে তৃতীয় শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলতে থাকে। প্রায় প্রতিটা পরীক্ষা তে আমার ফলাফল ভালো হতে থাকে।
তারপর অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আমার ওয়াইড ভিশন স্কুলে শিক্ষার কার্যক্রম চলে। সেখানেও আমার নিয়মিত ফলাফল ভালো হতে থাকে। তারপর সেখান থেকে এসএসসি পাস করে আমার কলেজ জীবন শুরু হয়। আমার কলেজ মূলত উত্তরা হাই স্কুল এন্ড কলেজে শিক্ষা কার্যক্রম চলতে থাকে। কলেজে পড়াশোনার মেয়াদ ছিল প্রায় দেড় বছর। তারপর সেখান থেকে এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে আমার কলেজ জীবন শেষ হয়।তারপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে উত্তরা টাউন কলেজে আমার অনার্স জীবন শুরু হয়। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বিশ্ববিদ্যালয় জীবন যেরকম সুখের স্বাচ্ছন্দে আনন্দময় মুহূর্তে কাটানোর কথা ছিল আসলে সেরকমভাবে সেই মুহূর্তটা অনুকূলে ছিল না। শুধুমাত্র পরীক্ষা দিয়েই একেক ধাপ এগিয়ে যেতাম। দীর্ঘ পাঁচ বছর অধ্যয়নের পর আবার অনার্স জীবন সমাপ্ত হয়।

Digonto Efthi

09/03/2023
মুরাদপুর সমীরণ নেসা উচ্চ বিদ্যালয়মুরাদপুর সমীরণ নেসা উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের তৃতীয় সেমিস্টার/ বার্ষিক পরীক্ষার ফলাফল ...
01/01/2023

মুরাদপুর সমীরণ নেসা উচ্চ বিদ্যালয়

মুরাদপুর সমীরণ নেসা উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের তৃতীয় সেমিস্টার/ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান।

01/01/2023

ভর্তি চলছে ভর্তি চলছে

তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা আল-আতফাল শাখায় ভর্তি চলছে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। এই প্রতিষ্ঠানটি বিশ্ব অনুষ্ঠেয় প্রতিযোগিতা ও মাদ্রাসা বোর্ডে একের অধিক বার প্রথম স্থান অধিকার লাভ করেছে। এই মাদ্রাসার বৈশিষ্ট্য গুলো হচ্ছে
-অভিজ্ঞ দক্ষ শিক্ষক-শিক্ষিকা দ্বারা পরিচালিত।
-দূর দূরান্ত থেকে আসা ও প্রবাসে থাকা অভিভাবকগণের সন্তানদের দায়িত্ব গ্রহণ।
-ছাত্রদেরকে দ্বীনি শিক্ষায় হিসাবে তৈরি করার জন্য বিশেষ কার্যক্রম গ্রহণ।
-নৈতিকতা ও আদব-কায়দা মান উন্নয়নে বিশেষ কার্যক্রম গ্রহণ।
-খাঁটি দেশ প্রেমিক নাগরিক তৈরির জন্য যথাযথ উন্নত কার্যক্রম গ্রহণ।
-পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকান্ডে বিশেষ গুরুত্ব আরোপ
-ছাত্রদের জন্য তিন বেলা স্বাস্থ্যসম্মত উন্নত মানের খাবার দাবারের ব্যবস্থা।
-নিজস্ব চিকিৎসকের মাধ্যমে নিয়মিত স্বাস্থ্য পরিচর্যা।
-আধুনিক হোটেল ব্যবস্থাপনা।
-শ্রেণিকক্ষে সিসি ক্যামেরার মাধ্যমে ক্লাস। পর্যবেক্ষণ করা।
-সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা সুনিশ্চিত করা।
ঠিকানা: বাড়ি #৬৫, রোড #১৫, সেক্টর:১৪, উত্তরা, ঢাকা-১২৩০
যোগাযোগ: ০১৭৬৭৯৩৪৫৯৯,০১৯১৪৩১৮৩৫০,
০১৮৫৫৯৩৫৩৬৫

Digonto Efthi

17/12/2022
রনিতা মল্লিক"দিকে দিকে নাম যার, গন্ধ ছড়ানো-"বিনগ্রাম হাই স্কুল" নাম তার যেন।"~রনিতাআমাদের আবেগ,আমাদের স্বপ্ন দেখা,আমাদের...
14/12/2022

রনিতা মল্লিক
"দিকে দিকে নাম যার, গন্ধ ছড়ানো-
"বিনগ্রাম হাই স্কুল" নাম তার যেন।"
~রনিতা
আমাদের আবেগ,আমাদের স্বপ্ন দেখা,আমাদের লক্ষ্য পূরণ,আমাদের ছেলেবেলা,কাটানো শৈশব-কৈশর,হাজারো শান্তির মুহুর্ত, সবটা জুড়েই থাকে আমাদের বিদ্যালয়.......
আমার চারাগাছ থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার গল্প এই বিদ্যালয় জানে,আর সার,মাটি,জল দিয়ে বড়ো করে তুলেছেন আমার বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক-শিক্ষিকাগন।
বর্তমানে আমার বিদ্যালয় ৫০ বছরে পা দিলো ( সুবর্ন জয়ন্তী)। তাই আগামী ১৬/১৭/১৮ ই ডিসেম্বর তিনদিন ব্যাপী এক বিশাল আনন্দ মুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আমি আসছি এই বিশাল মহোৎসবের সামিল হতে আপনারাও আসুন,সকলে মিলে মেতে উঠবো এই ঘনঘটা আনন্দে।😊"

University of ChittagongHistory and DiscoveriesThe Chittagong University is situated on 1,754 acres of beautiful hilly l...
04/12/2022

University of Chittagong

History and Discoveries
The Chittagong University is situated on 1,754 acres of beautiful hilly land in mauja Fatehpur under hathazari upazila, 22 km north of chittagong city. It was opened on 18 November 1966. Back in 1962, Mr. Mohammad Ferdaus Khan, Deputy Director of Public Instruction of East Pakistan, prepared a preliminary draft plan of Chittagong University. Prior to that the Chittagong University Movement Council was formed in 1961 with Badshah Mia Chowdhury, a distinguished social welfare worker of Chittagong, as president and professor Ahmad Hossain of Chittagong City College as convenor. Dr. muhammad shahidullah (1885-1969), Dr. muhammad enamul haq (1906-82) and some other intellectuals, educationists, political personalities, and social workers played leading roles in the site selection movement of 1962.

On 3 December 1965, Professor a r mallick (1918-97), as project Director, inaugurated the work of founding the Chittagong University with only three employees, one typewriter, and a photocopier in a house on Road 3 of Chittagong City's Nasirabad Housing Society. The Chittagong University Ordinance was promulgated on 25 September 1966 and Professor Mallick was given the charge of Vice Chancellor on that very day. He resumed charge as the first Vice Chancellor of the university on 9 October 1966.

The university started its academic programme on 28 November with classes of MA (Preliminary) programme with only 200 students in the departments of Bangla, English, History and Economics under the faculty of Arts. After a short while Medical, Engineering, Law and Education Colleges situated outside the university campus were incorporated as separate faculties, and thus the university's educational activities kept expanding.

Under Arts faculty, the departments of Bangla, History and English were established in 1966, that of Fine Arts in 1970, Philosophy in 1972, Islamic History and Culture, and Oriental Languages in 1974, Arabic and Persian Languages in 1977, and of Journalism in 1994. These departments have programmes of BA (Honours), MA (Preliminary), and MA (Final). Under Science faculty, the departments of Physics, Chemistry, and Mathematics were set up in 1968, Statistics in 1970, Zoology and Botany in 1973, Oceanography Institute in 1971, Institute of Forestry in 1976, and the Research Centre for Mathematical and Physical Sciences in 1989 opened by the Nobel Prize winner scientist Professor Abdus Salam. The departments under the Science faculty have programmes of B Sc (Hons), M Sc (preliminary) and M Sc (Final). The Social Science Faculty was founded in 1971. Under this faculty the departments of Economics, Political Science, Sociology, Public Administration and Anthropology started in 1966, 1968, 1970, 1980, and 1997 respectively. Departments under this faculty conduct BSS (Honours), MSS (Preliminary) and MSS (Final) programmes. The Commerce faculty was established in 1971. Departments of this faculty conduct BBA (Honours) and MBA programmes. The department of Law under the faculty of Law was established in 1992.

All the faculties publish a research journal of the common title The Chittagong University Studies (now renamed Chittagong University Journal) distinguished by the name of the individual faculty suffixed to it. Chittagong University Journal of Arts, Chittagong University Journal of Social Science, Chittagong University Journal of Business and Chittagong University Journal of Law come out once or twice a year.

Independent University, BangladeshFounded in 1993, Independent University, Bangladesh (IUB) is one of the oldest and lea...
03/12/2022

Independent University, Bangladesh

Founded in 1993, Independent University, Bangladesh (IUB) is one of the oldest and leading private universities in Bangladesh where academic excellence is a tradition, teaching a passion and lifelong learning a habit. IUB currently has more than 9,800 undergraduate and graduate students and over 13,700 alumni. The students of IUB experience an exciting academic life with copious opportunities to explore and nurture their innate talent.

28/11/2022

দাখিল/ এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক মোবারকবাদ!!

Jahangirnagar UniversityJahangirnagar University accustomed as a fully residential public university established in 1970...
28/11/2022

Jahangirnagar University

Jahangirnagar University accustomed as a fully residential public university established in 1970 has now 36 departments and Six Faculties along with Four institutes, with added than fifteen thousand students, and about Five hundred academics adherent to teaching and research. The sprawling arresting campus is anchored 30 kilometres from the basic Dhaka, able-bodied affiliated with a civic highway. The aboriginal assembly of Independent Bangladesh accepted the university its Charter in 1973 beneath which the university is getting operated.

The badge of the university bears the civic annual ‘white lily’ (Lilium condidu) with three petals belted by strips of a acceptable floral architecture with the name of the university in Bangla ensconcing in a semi-circle like a band of flowers.

Located at Savar abreast Dhaka, Jahangirnagar University is one of the arch Universities in Bangladesh. The University is a residential one. It was formally launched on 12 January 1971 by its aboriginal adjudicator Rear Admiral S.M. Ahsan, Governor of above East Pakistan. After Emergence of Bangladesh the Government allowable the Jahangirnagar University Act. 1973, which repealed the antecedent authorization and renamed the University as Jahangirnagar University.The University owes its present appearance to this act beneath which it is now functioning.

About: Jahangirnagar University (JU)
Name: Jahangirnagar University
Type: Public University
Establishment: 20th August, 1970
Governed By: The Jahangirnagar University Act, 1973
Academic Year: 1st July to 30th June
Postal Address: Savar, Dhaka, Bangladesh, 1342
Land Area: 697.56 Acre

Contact::
PABX: 7791045-51
Fax: 880-2-7791052
E-mail: [email protected]
Website: https://juniv.edu

28/11/2022

SSC Result 2022 will be published after 12 PM.

HISTORY OFUTTARA UNIVERSITYSituated in the outskirts of Dhaka City, Uttara University has emerged as a center of excelle...
27/11/2022

HISTORY OF
UTTARA UNIVERSITY

Situated in the outskirts of Dhaka City, Uttara University has emerged as a center of excellence for providing tertiary education in Bangladesh. The journey of Uttara University was started in 2003 with a few students and departments. Now, this university has grown up as a full-fledged university which offers under-graduate and graduate programs and different types of research opportunities. It is a well-recognized university both nationally and internationally for its motto of "Quality Education at Affordable Tuition". The graduates produced at Uttara University and their job placements are the reflection of quality education of Uttara University. In this cosmopolitan campus, students are able to receive tertiary education and can have the opportunity to prove their potentiality to face global challenge in the global job market. The prime objective of this university is to help grow students professionally as well as personally. The university always helps them prepared for demanding corporate fields along with the development of their professional and rational skills.

Based on the Private University Act (PUA) - 2010, and according to the instruction by the Ministry of Education and the University Grants Commission (UGC), Uttara University was founded by a Trustee Board with different eminent and well-recognized educationists, economists and businessmen of international repute. The Honorable President of the People's Republic of Bangladesh is the Chancellor of this university and Prof. Dr. M. Azizur Rahman is the Vice-Chancellor. He is the founder and Ex-officio member of the Trustee Board of Uttara University. Prof. Dr. Eaysmin Ara Lekha is the Pro Vice-Chancellor and the Co-founder of Uttara University.

Uttara Town Collegeউত্তরার টাউন বিশ্ববিদ্যালয় কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন একটি বিশ্ববিদ্যালয় কলেজ। ১৯৯৮ সালে ঢাক...
26/11/2022

Uttara Town College

উত্তরার টাউন বিশ্ববিদ্যালয় কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন একটি বিশ্ববিদ্যালয় কলেজ। ১৯৯৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন স্বনামধন্য শিক্ষাবিদ ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার তত্ত্বাবধানে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। রাজধানী উত্তরার হাউজ বিল্ডিং থেকে কয়েক মিনিটের দূরত্বে উত্তরা আব্দুল্লাহপুর বাস কাউন্টারের বামের গলির ডান দিকের প্রথম ভবন এবং উত্তরখান চাঁদপাড়ার মেডিকেল রোডের চল্লিশ শতাংশ নিজস্ব জায়গা নিয়ে পরিচালিত হচ্ছে উত্তরা টাউন কলেজ। এই কলেজটি সম্পূর্ণরূপে ধূমপান ও রাজনীতি মুক্ত। এই কলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান,ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা রয়েছে।

এছাড়াও এই প্রতিষ্ঠানটিতে অনার্স কোর্স, প্রফেশনাল বিবিএ ও ডিগ্রী কোর্স রয়েছে। অনার্স কোর্স সাধারণত চার বছরের জন্য। উত্তরা টাউন কলেজের গভার্নিং বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. শাহাদাত আলী। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিষদের সাবেক পরিচালক প্রফেসর মোহাম্মদ খোরশেদ আলম। আর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শাহাবুল ইসলাম। কলেজে বর্তমানে শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা ৬৪ জন। এছাড়া অন্যান্য কর্মচারীদের সংখ্যা প্রায় ৩০ জন। আর শিক্ষার্থীদের সংখ্যা প্রায় সাড়ে চার হাজারেরও বেশি। কলেজের উভয় কম্পাসে প্রায় সব শ্রেণিকক্ষ অত্যন্ত প্রশস্ত এবং দীর্ঘ। প্রত্যেক শ্রেণিকক্ষে প্রায় ২০০ জন ছাত্রছাত্রী ক্লাস করে।

তাদের জন্য মাল্টিমিডিয়া ক্লাস সহ সর্বাধুনিক অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে। কলেজটিতে রয়েছে সর্বাধিক কম্পিউটার ল্যাব এবং লাইব্রেরী। দূরের শিক্ষার্থীদের জন্য আবাসিকের ব্যবস্থা রয়েছে। প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও শীতকালে প্রতি বছর বনভোজনের আয়োজন করা হয়ে থাকে। তবে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় না। সবকিছু মিলিয়ে উত্তরা টাউন কলেজ তার নিজস্ব গতিতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

প্রতিবেদক
উমায়ের উদ্দিন খান ইফতি

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ বাংলাদেশের ঢাকায় অবস...
22/11/2022

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ

ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি 2002 সালে বেসরকারী বিশ্ববিদ্যালয় আইনের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। উইকিপিডিয়া
ঠিকানা: 51 সিদ্ধেশ্বরী রোড, ঢাকা 1217
ঘন্টার:
বন্ধ ⋅ খোলে 9AM বুধবার
ফোন: 02-58315626
ছাত্র: 26,000+
প্রতিষ্ঠিত: 1994
রঙ: এলিস নীল
নীতিবাক্য: আগামী দিনের বিশ্বের জন্য শিক্ষা একটি সবুজ পৃথিবী
একাডেমিক কর্মী: 350 (পূর্ণ-সময়ের অনুষদ)
স্কুলের ধরন: বেসরকারী বিশ্ববিদ্যালয়, সহ-শিক্ষা

Asian University of BangladeshPrivate university in AshuliaAsian University of Bangladesh or AUB is a private university...
21/11/2022

Asian University of Bangladesh

Private university in Ashulia
Asian University of Bangladesh or AUB is a private university in Bangladesh. It was established on 4 January 1996 by the Private University Act 1992. The AUB permanent campus is at Ashulia. The university is affiliated by University Grants Commission. Wikipedia
Address: Bangabandhu Rd, Ashulia 1341
Hours:
Closes soon ⋅ 5PM ⋅ Opens 9AM Tue
Phone: 01678-664417
Vice-chancellor: Shahjahan Khan
Campus: Ashulia
Students: More than 17000
Founded: 1996
Motto: A New Horizon in Education
Academic staff: 270
School types: Private university, Co-education

Address:
Bangabandhu Road, Tongabari, Ashulia, Dhaka
01678 66 44 17-19
Fax: 880-2-8916521
Email: [email protected]
Facebook: Asian University of Bangladesh - AUB
Website: https://aub.edu.bd/

BRAC UniversityPrivate university in DhakaBRAC University is a private research university located in Dhaka, Bangladesh....
20/11/2022

BRAC University

Private university in Dhaka
BRAC University is a private research university located in Dhaka, Bangladesh. It was established in 2001 as a branch of Sir Fazle Hasan Abed's BRAC under the Private University Act 1992. Wikipedia
Address: 66, Dhaka 1212
Hours:
Open ⋅ Closes 5:30PM
Phone: 02222-264051
Founder: Fazle Hasan Abed
Founded: 2001
Affiliations: University Grants Commission (UGC)
Number of students: 11,200
Motto: Inspiring Excellence

University of Dhakaঢাকায় পাবলিক বিশ্ববিদ্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ...
17/11/2022

University of Dhaka

ঢাকায় পাবলিক বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। 1921 সালের জুলাইয়ের প্রথম দিনে, বিশ্ববিদ্যালয় ছাত্রদের জন্য তার দরজা খুলে দেয়। উইকিপিডিয়া
ঠিকানা: নীলক্ষেত, ঢাকা 1000
ঘন্টার:
শীঘ্রই বন্ধ হবে ⋅ 5PM ⋅ সকাল 9AM সূর্য খুলবে৷
ফোন: 09666-911463
প্রতিষ্ঠিত: জুলাই 1921
প্রতিষ্ঠাতাঃ সৈয়দ নওয়াব আলী চৌধুরী
মোট তালিকাভুক্তি: 30,015 (2015)
আন্ডারগ্রাজুয়েট টিউশন এবং ফি: 3,600 BDT, আন্তর্জাতিক টিউশন 1,200 USD (2012 – 13)
সাবসিডিয়ারি: ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ), ঢাকা বিশ্ববিদ্যালয়, আরও

Public university in Dhaka
The University of Dhaka is a public research university located in Dhaka, Bangladesh. It is the oldest university in Bangladesh. On the first day of July 1921, the university opened its doors to students. Wikipedia
Address: Nilkhet Rd, Dhaka 1000
Hours:
Closes soon ⋅ 5PM ⋅ Opens 9AM Sun
Phone: 09666-911463
Founded: July 1921
Founder: Syed Nawab Ali Chowdhury
Total enrollment: 30,015 (2015)
Undergraduate tuition and fees: 3,600 BDT, International tuition 1,200 USD (2012 – 13)
Subsidiaries: Institute of Business Administration (IBA), University of Dhaka, MORE

North South UniversityPrivate university in DhakaNorth South University is a private university based in Dhaka, Banglade...
16/11/2022

North South University

Private university in Dhaka
North South University is a private university based in Dhaka, Bangladesh. Its business school is the first Bangladeshi university to receive American accreditation from the ACBSP in 2015. Wikipedia
Address: Plot # 15, Dhaka 1229
Hours:
Open ⋅ Closes 5PM
Phone: 02-55668200
Vice-chancellor: Atiqul Islam
Total enrollment: 22,000 (2016)
Founded: 1992
Affiliations: University Grants Commission (UGC)
Motto: Center of Excellence in Higher Education
website: http://www.northsouth.edu/
page: https://www.facebook.com/NorthSouthUniversity

15/11/2022
15/11/2022
15/11/2022

MHE Educational Consultancy

NORWAY-তে application করার সময় যে বিষয় গুলো মাথায় রাখা উচিৎ :-
১। CV খুব ইমপ্যাক্ট ফেলে। এডমিশন কমিটি আপনার CV দেখলেই মোটামুটি একটা ধারণা পেয়ে যায় স্টুডেন্ট হিসেবে আপনি কেমন। তাই সময় নিয়ে CV বানানো উচিৎ। ভালো হয় সিনিয়র কাউকে দিয়ে চেক করিয়ে নিলে। CV জন্য যেকোনো ফরম্যাটে ব্যবহার করতে পারেন।
২। মোটিভেশনাল লেটার, এটা এখন সব ভার্সিটিতে লাগে না। তবে যে ভার্সিটি গুলো চায়, বুঝে নিতে হবে তারা এটা গুরুত্বের সাথে দেখে। একটা ভালো মোটিভেশনাল লেটার আপনাকে অনেক আবেদনকারীর থেকে এগিয়ে রাখবে। অবশ্যই মোটিভেশনাল লেটার সময় নিয়ে লিখবেন, এবং সিনিয়র কাউকে দিয়ে চেক করিয়ে নিবেন। সব ভার্সিটির জন্য চাইলে সেম ফরম্যাট ব্যবহার করতে পারেন, আবার আলাদা আলাদা করে লিখতে-ও পারেন। আর হা, চেষ্টা করবেন ৫০০ শব্দের মধ্যে লিখতে বললে ৫০০- এর মধ্যে শেষ করবেন। কিছু না বললে ১০০০ শব্দের বেশি লিখবেন না।
৩। আপলোড করার সময় ফাইলের নাম কি দিবেন এটা নিয়ে অনেকেই চিন্তিত। আগে ভার্সিটির ওয়েবসাইটে দেখেন তারা কোন কিছু বলে দিয়েছে নাকি। যদি না দেয় তাহলে পিডিএফ ফাইলের নাম content অনুযায়ী দিলে ভাল হয়। যেমন- Academic Docs নাম দিতে পারেন for SSC, HSC, Bachelor and Masters marksheets and certificates যে file-এ আছে।
৪। ভার্সিটি গুলো Secondary Education এর ডকুমেন্ট আপলোড দিতে বলে। এর মানে মূলত তারা আমাদের HSC সার্টিফিকেট এবং নম্বর পত্রের কথা বলেছে। তবে আপনি SSC, HSC দুটোই আপলোড দিতে পারেন।
৫। IELTS, এর সার্টিফিকেট কিছু ভার্সিটিতে আবেদনের সময় শেষ হবার পরও আপলোড করতে পারবেন। তবে সব ভার্সিটি এই সুযোগ দেয় না। তাই এটা একটু চেক করে নিবেন।
৬। যে ডকুমেন্টস গুলো চেয়েছে শুধু সেগুলো আপলোড করবেন।
৭। Computer Science এর যারা আছেন আপনারা Molde University College - Logistics, এবং University of Bergen - System Dynamics, এ আবেদন করতে পারবেন।
৮। জিপিএ কম বলে এডমিশন হবে না এমন নয়। এরা মিক্স করে এডমিশন দেয়। আমার সাথে অনেকের জিপিএ ৩.৫+, আবার কারো ৩.২+, আপনার ওভারঅল প্রোফাইলের উপর এডমিশন নির্ভর করবে। তাই আপনার যা আছে তাই দিয়ে এপ্লিকেশন করে রাখুন।
৯। নরওয়েতে ECTS এর একটা ব্যাপার আছে। It means- European Credit Transfer System. Google করে ভাল করে জেনে নিবেন।
১০। HIØF - Applied Computer Science এর জন্য একটা প্যারাগ্রাফ লিখতে বলে। ভুলেও নেট থেকে কপি করবেন না। তাহলে ইন্টারভিউতে-ও ডাকবে না, ভর্তি তো অনেক দূরের কথা।
১১। ব্যাংক স্টেটমেন্ট/সলভেন্সি সার্টিফিকেট যেকোনো একটা হলেই হয়। সঞ্চয় পত্রেও দেখাতে পারবেন।
১২। অনেক ভার্সিটি Course Syllabus চায়। এটার মানে আপনি যে যে কোর্স করেছেন সেই কোর্স গুলো কোন কোন টপিক কভার করেছে তার ডিটেইলস চেয়েছে। ভার্সিটিকে বললে দিয়ে দিবে। যদি না দেয়, নিজে বানিয়ে আপলোড করতে পারেন।
আশা করি তথ্যগুলো অনেক কাজে আসবে।

Address

Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Alaq-আলাক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alaq-আলাক:

Share

Category

Nearby media companies



You may also like