বেলা বোস

বেলা বোস এটা ২৪৪১১৩৯!
বেলা বোস বলছি...

ক্যাপশন খুঁজছি..
01/12/2024

ক্যাপশন খুঁজছি..

26/11/2024

আয়ু 🍀❤️

:

বই: ঈর্ষার পাশে তুমিও জুঁইফুল
কবি: শুভ্র সরকার
প্রকাশনী: চন্দ্রবিন্দু

04/11/2024

তুমি সুখি হউ ❤️

03/11/2024

নভেম্বর আসে মন খারাপের বিজ্ঞাপন হয়ে, আগের বছরের কোনো শীতের স্মৃতি নিয়ে, কুয়াশার চাদরের সকাল নিয়ে। গত নভেম্বরে যারা ছিলো, অনেকে নেই, অনেকে হারিয়ে গেছে, কেউ বদলে ফেলেছে সবকিছু।🙂🥀

আমরাও কেমন যেন বিচ্ছিন্ন এত কোলাহলে, বিষন্ন সন্ধ্যা কখন রাত হয়ে যায়,কোন অপেক্ষা কিংবা অভিযোগ ছাড়াই সময় পেরিয়ে যায়। তাইনা?

28/10/2024

তোমার জন্য সব করতে পারবো

27/10/2024

স্টুডেন্ট কে দুনিয়ার সবচেয়ে কঠিন ম্যাথ দিয়েছি, এখন একটু ফেসবুক চালাচ্ছি! 🙂

26/10/2024

কারো উপর থেকে মন উঠে যাওয়ার মত বিচ্ছিরি ব্যাপার আর দ্বিতীয়টা নেই।

একটা সময় যে মানুষটা আমাদের সবচেয়ে বেশি পছন্দের ছিল, যে মানুষটার সাথে দু দন্ড কথা বলার জন্যে আমরা ছটফট করতাম সময়ের পরিবর্তনে সে মানুষটাকেই আর ভালো লাগে না।

যে মানুষটাকে দেখার পর আমাদের চোখের ক্লান্তি দূর হতো একসময় সে মানুষটাই ক্লান্তির কারণ হয়ে দাঁড়ায়। দ্বিতীয়বার আর তাকে দেখতে ইচ্ছে করে না।

তীব্র অপেক্ষার বিনিময়ে পাওয়া উপেক্ষা আর অবহেলাই সে মানুষটার প্রতি আগ্রহ হারাতে সাহায্য করেছে। মনের সবটুকু ভালোবাসা পরিণত হয়েছে ঘৃণায়।

তখন পুরো মন দখল করে নেয়া মানুষটার অস্তিত্বই একসময় মন থেকে উঠে যায়।

আমরা হয়তো মানুষটার কাছে বারবার করুণা চেয়েছি, ভালোবাসার ভিখারি হয়েছি কিন্তু বিনিময়ে পেয়েছি অবহেলা আর অপমান। তুচ্ছতাচ্ছিল্যে জর্জরিত হয়ে অশ্রু ঝরিয়েছি বহু রাত।

কারো প্রতি মন উঠে যাওয়াতে আমাদের নিজেদের কোন দোষ নেই বরং ওই মানুষটার বিশ্বাসঘাতকতা এবং বারংবার ঠকানোটাই প্রচন্ডভাবে দায়ী।

কারো উপর থেকে মন উঠে যাওয়াটা সময়সাপেক্ষ।হুটহাট করে হয় না, সময়ের সাথে সাথে ধীরে ধীরে হয়।
তবে একবার কারো উপর থেকে মন উঠে গেলে সে পাশে এসে শুয়ে থাকলেও আর কোন আগ্রহ কাজ করবে না

26/10/2024

আনন্দ-বেদনা,ভালো- খারাপ সব মিলিয়েই জীবন।
আঁধার শেষে আলো আসবেই,এটা নিয়ম।
শোক হোক শক্তি ❤️

শীতের ভালোবাসা
25/10/2024

শীতের ভালোবাসা

17/10/2024

মাঝেমধ্যে ভাবি আল্লাহ চাইলে আমার সমস্যা গুলোর সমাধান হতে কতক্ষণ। আল্লাহ তো সব জানেন। আমি কতটুকু দুঃখ সহ্য করতে পারবো আর কতটুকু পারবো না।

যা হচ্ছে হোক অভিযোগ নেই। আমার চেয়েও কোটি কোটি মানুষ বিশাল সমস্যা নিয়ে অবলীলায় দিনের পর দিন পার করে দিচ্ছে! কেউ হাসপাতালে কাতরাচ্ছে,কেউ
হাত-পা হারিয়ে ঘরের এক কোনায় পরে আছে, আবার অনেকে না খেয়ে দিন পার করছে!
আল্লাহ চাইলে সবই সম্ভব! তবে আল্লাহ যেদিন ভালো মনে করবেন, ওইদিন এক নিমিষেই আমার সকল সমস্যা দূর হয়ে যাবে।
আল্লাহ ভরসা..!😊

14/10/2024

নারী ভালোবাসায় আটকায় ❤️

12/10/2024

ভালোবাসা এমনি 🥲

12/10/2024

জীবনকে যতই সহজ করে দেখি জীবন ততোই জটিল রূপে ধরা দেয়।.
পৃথিবী দুই ধরনের মানুষের জন্য,
খুব সহজ সরল,যারা পৃথিবীর মারপ্যাঁচ কিছুই বুঝবে না,
নয়তো খুব জটিল মানুষের জন্য যারা সব জটিলতা কাটিয়ে নিতে পারে।
মাঝামাঝি হলেই সমস্যা...!
এরা এবস্ট্রাকট বিষয় বিশ্বাস করে!
ধরাটা খায় ঠিক এখানেই,
এবস্ট্রাকট প্রতিটা ব্যাপারই আপেক্ষিক
মানুষ বড্ড বিচিত্র প্রানী..!!
মানুষ আর মুখোশের পার্থক্য খুজতে খুজতেই এক জীবন পার করে দিচ্ছি, আমার আর মানুষ চেনা হয় না...

জন্মের পর ভিজেছি বহু বৃষ্টিতে - বর্ষায় , শরৎে, হেমন্তে, একাকিত্বে🍃 #বেলাবোস
12/10/2024

জন্মের পর ভিজেছি বহু বৃষ্টিতে - বর্ষায় , শরৎে, হেমন্তে, একাকিত্বে🍃

#বেলাবোস

কেউ কিনে দেন
04/10/2024

কেউ কিনে দেন

Ultra pods Max wireless airbuds - Transparent Airbuds

দাম : ৩৫০ টাকা মাত্র।
(কুরিয়ারে নিলে ৫০ টাকা কুরিয়ার চার্জ প্রযোজ্য)

কিউট এবং ট্রান্সপারেন্ট TWS টি দেখতে এক কথায় অসাধারণ।
টাচ কন্ট্রোল
১৫-২০ মিটার রেঞ্জ
wireless 5.3
Noice Cancelling
High Quality Sound
IP4 Water resistence
LED Digital Display
সুপার ফাস্ট চার্জ স্পিড।
হেডফোনে 30 mAh এবং Charging Bin এ 300 mAh ব্যাটারি বিশিষ্ট
একবার চার্জে কথা হবে ৪-৫ ঘন্টা ও মিউজিক টাইম ৫-৬ ঘন্টা এবং Charging Bin থেকে ৫-৬ বার চার্জ দিতে পারবেন।
সাথে আছে LED screen যার সাহায্যে আপনার earbuds এবং Case এর Battery Life জানতে পারবেন।

অনলাইন অর্ডার করার নিয়ম 📲
প্রডাক্ট এর নাম:
💢আপনার নাম -
💢ঠিকানা -
💢ফোন নাম্বার -
💢প্রোডাক্টের নাম, রং ও পরিমাণ -
লিখে আমাদের WhatsApp অথবা ইনবক্সে দিন।

☎ WhatsApp: 01894-055111

সময়মতো ডেলিভারি 100%

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বেলা বোস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category