MUNNA AHMED MS VLOG

MUNNA AHMED MS VLOG আমি আপনাদের দেখাবো পৃথিবীর সব রোমাঞ্চকর ভিডিও গুলো।।
পেইজটি ফ্লো এবং লাইক করে সাথেই থাকুন।।

রোনালদো একটা কোকের বোতল সরিয়ে এক রাতে ৩৫ হাজার কোটি টাকা লস করিয়ে দিয়েছিলো । কোম্পানিকে পথে বসিয়ে দিয়েছিলো। অথচ সে এক...
14/06/2024

রোনালদো একটা কোকের বোতল সরিয়ে এক রাতে ৩৫ হাজার কোটি টাকা লস করিয়ে দিয়েছিলো । কোম্পানিকে পথে বসিয়ে দিয়েছিলো। অথচ সে একজন খ্রিস্টান, সে চাইলে পশ্চিমা আর ফিফার দালালী করে কোটি কোটি টাকা ইনকাম করতে পারতো।
আর আমাদের দেশে যেখানে ৯০% মানুষ মুসলিম সেখানে কয়েকটা বস্তির মডেল দুই টাকার জন্য কোকের বিজ্ঞাপন করছে।

তারা হয়তো ভুলে গেছে যে এত জনপ্রিয়তা দর্শকদের জন্যই।আর যারা এত উপরে তুলতে পারে তারা নিচে টেনে নামাতেও পারে।

©

10/06/2024
বউকে বলে গেলো কাজে যাচ্ছ।কিন্তু গেলে তার বান্ধবীর বাসায়, যার স্বামী একজন সৈনিক।সৈনিকটি ওসময়েই বাড়ি ফিরলো, তুমি লুকিয়ে পড়...
03/06/2024

বউকে বলে গেলো কাজে যাচ্ছ।

কিন্তু গেলে তার বান্ধবীর বাসায়, যার স্বামী একজন সৈনিক।

সৈনিকটি ওসময়েই বাড়ি ফিরলো, তুমি লুকিয়ে পড়লে খাটের তলায়।

সে তার স্ত্রীকে বাজারে পাঠালো প্রিয় খাবার কিনে আনতে।

তুমি খাটের তলায়।

শুনতে পেলে, সৈনিক ফোনে তাড়াতাড়ি আসতে বলছে কোনো এক মহিলাকে।

মহিলা এলো।

বাজারে না-গিয়ে তখনই ফিরে এলো সৈনিকের বউ, জামায় ময়লা লেগেছে, পাল্টাবে।

দরজা খোলার আগে, লোকটা মহিলাটিকে খাটের তলায় লুকিয়ে পড়তে বললো।

তুমি খাটের তলায়।

মহিলাও ঢুকে পড়লো, খাটের তলায়।

সে তোমার বউ।

দু'জনে দু'জনের দিকে তাকিয়ে রইলে খরগোশের মতো।

তুমি এখন কেমন আছ?

Salah Uddin Ahmed Jewel
#৫০১
আরডি।

03/06/2024

আমিন

31/05/2024

একজন মা তার ছেলেকে জন্ম দেন নাড়ী থেকে,
একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসেবে জন্ম দেন হৃদয় থেকে।

একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে দশ মাস,
একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করেন বুকে হাত রেখে সারাটাজীবন।

একজন মা জন্ম দেন একজন শিশু পুত্রকে,
একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে।

একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান,
একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই জীবনের সমস্ত পথটা হাটেন।

একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান,
একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারাজীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন।

সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান,
আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসেন।

সন্তান না খেতে পারলে পাতের সেই উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয়েই খান, আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন।

সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকেই আঘাত পেতে হয়।
আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটি স্ত্রীকে এক না একদিন নির্যাতিত হতেই হয়।

মায়ের কাছে সন্তানের জীবনে দায়িত্ব নেওয়ার শুরু প্রায় কুড়ি বছর।
স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেভানোর শেষ বাকি ষাটটি বছর(কখনো কখনো সেটি আশি বছরেও যেতে পারে যদি আয়ু একশো বছর হয়)।

সন্তানের শৈশবে তার মল মুত্র মা-ই পরিস্কার করেন।
সন্তান যখন বৃদ্ধ হন তখন তার এই একই দায়িত্ব স্ত্রীর কাঁধেই বর্তায়।

মায়ের কোল হল সেই কোল যেখানে সন্তানের জন্ম হয় অর্থাৎ প্রথম বিছানা।
স্ত্রীর কোল হল সেই কোল যেখানে আমাদের মৃত্যু হয় অর্থাৎ শেষ বিছানা।

কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমনই যে ছেলেটির বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে প্রতিটা মুহূর্তে মাকেই শীর্ষস্থানে রাখেন, যেখানে দুজনের ভূমিকাই সমান সেখানে সামাজিক নজরে কেন মা আর স্ত্রীর মাঝে তুলনামূলক দ্বন্দ্বে বারবার পাঁচিল উঠবে বলতে পারেন।
গর্ভ থেকে জন্ম নেওয়াটাই মা ও স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে তাহলে শেষ কথা একটাই বলব-
"একজন আপনাকে গর্ভে ধারণ করেছেন,
অন্যজন আপনার জন্য গর্ভধারণ করবেন।"
"একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন,
অন্যজন আপনার জন্য আরেক জনকে জন্ম দিয়ে মা হবেন।"

13/05/2024

আপনি যদি একটি ফানি বা হাস্যকর কথা শুনেন মুখে অটোমেটিক হাসি চলে আসবে সেই ফানি বা হাস্যকর কথাটি বারবার শুনলে কিন্তু মুখে হাসি আসবেনা।
এর একটি উল্টো দিকও আছে
আপনার একটি কষ্টের কথা আপনাকে সারাজীবন কাঁদাবে।
একটি হাস্যকর কথা যদি আপনাকে একবারের বেশি দু'বার হাসাতে না পারে
একটি কষ্ট কেনো আপনাকে বারবার কাঁদাবে।

09/05/2024

বয়ফ্রেন্ড বেকার ঘুরে তাই তার আবেগী কথা বেশী, স্বামী সারাদিন কর্ম করে, মাথায় হাজারো টেনশন নিয়ে ঘুরে তাই তার নীতি কথা বেশী, তাই স্বামীকে বুঝুন তাকে ভালোবাসুন!

06/05/2024

২০ টাকা বাঁচানোর জন্য ২০ মিনিট হাটার কোন মানে নেই। ২০ মিনিট সময়ের মূল্য ২০ টাকার চেয়ে মিনিমাম ২০ গুন বেশী হওয়া উচিৎ।

শুধু মাত্র কম দামে বাসা ভাড়া নেওয়ার জন্য অফিস, স্কুল কিংবা কর্মস্থানের চেয়ে অনেক ভেতরের দিকে বাসা ভাড়া নেওয়ার কোন মানে নেই। কারন যত বেশি ভেতরে বাসা হবে তত সুযোগ-সুবিধা কমবে, রিকশা ভ্যানের গ্যারেজ থাকবে।

আপনি কাজ শেষ করে বাসায় ফিরে যদি ঝগড়া শুনে আর গা*জার গন্ধ নিয়ে ঘুমাতে যান আর সকালে ফ্রেশ মাইন্ডে বাসা থেকে বের হয়ে যদি রিকশা, ভ্যান গাড়ি আর ভাঙ্গাচোড়া রাস্তা দেখেন তাহলে আপনি কখনই ফেরারি, ল্যাম্বরগিনি কিংবা বিএমডব্লিউ কেনার কথা মাথাতেই আনতে পারবেন না কিনে ফেলা তো আকাশ কুসুম কল্পনা। কারন আপনার ব্রেইনই আপনাকে সবসময় নীচু করে রাখবে।

আমি এক মানুষকে চিনি। যিনি ১৫,০০০ টাকা বেতনের মধ্যে প্রতি মাসে ছোট দুই মেয়ের বিয়ের জন্য ৫০০০ টাকা করে জমায়। আর বাকি ১০,০০০ টাকায় সে, তার স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে ও শ্যালিকা নিয়ে সংসার চালায়। তাদের খাবার, ঔষধ, পড়াশোনা সবকিছুই এই টাকার মধ্যেই। কোন একটা রেষ্টুরেন্ট কিংবা কোন একটা বিয়ের অনুষ্ঠানে যাওয়া তার জন্য বিলাসিতা ও কল্পনা এই অল্প বেতনের জন্য। গত ১০ বছর ধরে তার একই অবস্থা। এটা কিসের জীবন যেখানে প্রত্যেকটা কদমে হিসাব, হিসাব আর হিসাব...?

বড় স্বপ্ন শুধু বড়লোকেরাই দেখে এই চিন্তা আমাদের ব্রেইনে আসে আমাদের জন্যই। আমরাই রাস্তা করে দেই নীচু চিন্তা করাতে। আয় বুঝে ব্যয় করতে হবে এই চিন্তাই আমাদেরকে ছোট করে রাখে।

একটা জিনিস আমার কাছে ক্লিয়ারঃ জন্ম, মৃত্যু, রিজিক নির্ধারিত থাকার পরেও আমাদের ছোট্ট এই জীবনে এত কষ্ট সহ্য করার কোন মানে নেই। অতীত আমাদের ছোয়ার বাইরে ভবিষ্যৎ আল্লাহর হাতে। বর্তমান কে সুন্দর করে জীবনের প্রতিটি মূহুর্ত উপভোগ করা উচিৎ। সঞ্চয় দরকার আছে তবে নিজের সর্বস্ব বিসর্জন দিয়ে এই সঞ্চয়ের কোন মানে নেই।

পুনশ্চঃ অভাব নয়, জীবনকে উপভোগ করার মাধ্যমে আফসোস কে কবর দিতে হয়।

27/04/2024

আমি মরে গেলে কেউ একজন মুচকি হাসি দিয়ে বলবে.

যাক বাঁচা গেল একটা আপদ বিদায় নিলো সব সময় বিরক্ত করতো...

কুটনামি আর পরকীয়ার অপর নাম ভারতীয় সিরিয়াল
19/04/2024

কুটনামি আর পরকীয়ার অপর নাম ভারতীয় সিরিয়াল

21/03/2024

যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি ঠাট্টা না করে তবে বুঝতে হবে তোমার লক্ষ্য খুব ছোট😎

"বাবা সব সময় পিছিয়ে থাকে, জানি না কেন"১। মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়...
17/03/2024

"বাবা সব সময় পিছিয়ে থাকে, জানি না কেন"

১। মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

৩। মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।

৪। ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।

৫। আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।

৬। মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।

৭। বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।

৮। মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।

৯। বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।

বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড।আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...

*সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি*
সালাম জানাই পৃথিবীর সকল বাবা দেরকে!

লেখা ও ছবি সংগৃহীত।

26/02/2024

সবার উদ্দেশ্যে ----যে সকল বাড়িতে প্রিপেইড মিটার আছে তারা এটা নিজ আইডিতে শেয়ার করে সঙ্গে রাখতে পারেন....

800 : মোট বিদ্যুৎ ব্যবহারের পরিমান।

801 :বর্তমান ব্যালেন্সের (টাকা) পরিমাণ।

802: বর্তমান তারিখ দেখা।

803
: বর্তমান সময় দেখা।

804 : মিটারের সিরিয়াল নাম্বার।

806 : রিলে সংযোগ বিচ্ছিন্নের কারণ

807 : মিটারের অবস্থা দেখা।

808 : বর্তমান সংযুক্ত লোড

809 : ট্যারিপের সূচক দেখা।

810 ইমার্জেন্সি ব্যালেন্সের পরিমাণ

811 ইমার্জেন্সি ব্যালেন্স সচল (Activate) করতে

812 : সংকেত (Alarm) বন্ধ করা.

813 : কত দিনের বিদ্যুতের ব্যবহার

814 : বর্তমান মাসের বিদ্যুত ব্যবহারের পরিমান

815 : সর্বশেষ রিচার্জের তারিখ

816 : সর্বশেষ রিচার্জের সময়

817 : সর্বশেষ রিচার্জের পরিমাণ

819 : বিদ্যুত বন্ধের সময়

20/02/2024

“তোমার বন্ধু হচ্ছে সে, যে তোমার সব খারাপ দিক জানে; তবুও তোমাকে পছন্দ করে॥

জেলা যদি নামের মতোই হতো...শেষের টা দেখে চমকে যাবেন।🙂
25/12/2023

জেলা যদি নামের মতোই হতো...
শেষের টা দেখে চমকে যাবেন।🙂

15/11/2023

তোমাদের বাসায় কি তোশকের নিচে শপিং ব্যাগ পাওয়া যায়।।

আমার বাসায় পাওয়া যায়🙃

27/10/2023

উপকার খুবই অদ্ভুত জিনিস, করলে ভুলে যায়। না করলে সারাজীবন মনে রাখে।🙃

22/10/2023

দিন শেষে শান্তির জন্য মানুষ তার পরিবারের কাছে বাসায় ছুটে যায়।।
যদি সেখানেও শান্তি খুঁজে না পাওয়া যায় তাহলে সব কিছুই যেনো বৃথা মনে হয়।।

#ভালো_থাকুক_পৃথিবীর_সকল_আপন_মানুষ_গুলো

ব্রেকিং নিউজ:- চাঁদপুরবাসীর জন্য বিশাল সুঃখবরঃ-১লা নভেম্বর থেকে মেঘনা এক্সপ্রেস ট্রেনচাঁদপুর - কক্সবাজার রুটে চলাচল করবে...
15/10/2023

ব্রেকিং নিউজ:- চাঁদপুরবাসীর জন্য বিশাল সুঃখবরঃ-
১লা নভেম্বর থেকে মেঘনা এক্সপ্রেস ট্রেন
চাঁদপুর - কক্সবাজার রুটে চলাচল করবে।

সম্ভাব্য টাইমঃ
চাঁদপুর থেকে ভোর ৫ টায় ছেড়ে কক্সবাজার পৌঁছাবে দুপুর ১২ টায়।
কক্সবাজার থেকে দুপুর ৩ টায় ছেড়ে চাঁদপুর পৌঁছাবে রাত ১০ টায়।

07/10/2023

১ ঘন্টার মধ্যে সেই, বৃদ্ধ বাবা উপরে অত্যাচারী সন্তান, শিল্পী বেগমকে আটক ক১ ঘন্টার মধ্যে সেই, বৃদ্ধ বাবা উপরে অত্যাচারী সন্তান, শিল্পী বেগমকে আটক করেছেন চাঁদপুর সদর থানা পুলিশ।

তাদের সম্পর্ক বাবা-মেয়ে
চাঁদপুর শহরের মিশন রোডে'র ঘটনা.
এই বেয়াদব মহিলা -চাঁদপুর সরকারি মহিলা কলেজে "ল্যাব সহকারী" হিসেবে দায়িত্ব পালন করেন। -ওনার নাম -ফাতেমা আক্তার শিল্পী.রেছেন চাঁদপুর সদর থানা পুলিশ।

তাদের সম্পর্ক বাবা-মেয়ে
চাঁদপুর শহরের মিশন রোডে'র ঘটনা.
এই বেয়াদব মহিলা -চাঁদপুর সরকারি মহিলা কলেজে "ল্যাব সহকারী" হিসেবে দায়িত্ব পালন করেন।
-মেয়ের নাম -ফাতেমা আক্তার শিল্পী.

01/10/2023

“যদি তুমি কখনো অপমানিত বোধ কর তবে অপরকে সেটা বুঝতে দেবে না॥

জীবনের হিসাব মিলানো খুব কষ্টকর 😒আলু ৪৫/৫০ টাকাআদা ৩০০ টাকা পিয়াজ ৭৫/৮০ টাকারসুন ১৮০/২০০ টাকা এক সময় পাঙ্গাস মাছ কিনলে বল...
29/09/2023

জীবনের হিসাব মিলানো খুব কষ্টকর 😒

আলু ৪৫/৫০ টাকা
আদা ৩০০ টাকা
পিয়াজ ৭৫/৮০ টাকা
রসুন ১৮০/২০০ টাকা
এক সময় পাঙ্গাস মাছ কিনলে বলতো এই মাছ মানুষ খায় নাকি?
সেটাও আজকে অনেকের স্বপ্ন
ব্রয়লার মুরগি কিনতে গেলে বলতো এই মুরগী মানুষ খায়?
সেটা এখন অনেকের স্বপ্ন
চাউল ৭০/৮০ টাকা
সয়াবিন তেল ২০০ টাকা
৬০ টাকার নিচে কোন সবজি নাই
শাক কিনতে গেলে ২০/২৫ টাকা হাটা

চিনি ১৪০ টাকা
এক সময় মনে হত আমি মধ্যবিত্ত
এখন বাজারে গেলে বুঝি আমি মধ্যবিত্ত নয় আমি গরিব এবং নিম্ন মধ্যবিত্ত গরীব
চারিদিকে হতাশা আয় করি দুই টাকা আর ব্যায় এর হিসাব লম্বা।😞

কোথায় যাবে এই অসহায় জনগন?
বাজারে গেলে মাথা ঠিক থাকে না।
হিমসিম খাচ্ছি সংসার চালাতে😒

জীবনের হিসাব মিলানো খুব কষ্ট
এটা আমার লিখা হলেও হাজার হাজার মানুষের মনের কথা সেটা আমি বুঝি।

ইলিশের বাড়ি চাঁদপুর
27/09/2023

ইলিশের বাড়ি চাঁদপুর

প্রিয় ভিউয়ারসআসসালামু আলাইকুমআমরা ভিডিও বানাই আপনাদেরকে সহজ গন্তব্য দেখানোর জন্য, বিনোদন দেয়ার জন্য কাউকে ছোটো...

আপনার লুৎফর বন্ধু কই
26/09/2023

আপনার লুৎফর বন্ধু কই

22/09/2023

ভন্ড বাবাদের ভণ্ডামি এদের কাছে শয়তানও হাড় মানে

সাবধান এরা দালাল এদের ফাঁদে পা দিবেন না। বিদেশ নয় মৃত্যুর মুখে ঠেলে দিবে এরা।এদের মুখে মধু থাকে এরা আপনাকে মিষ্টি কথা বল...
22/09/2023

সাবধান এরা দালাল এদের ফাঁদে পা দিবেন না। বিদেশ নয় মৃত্যুর মুখে ঠেলে দিবে এরা।
এদের মুখে মধু থাকে এরা আপনাকে মিষ্টি কথা বলে আপনার থেকে সব কেড়ে নিবে আপনি বুঝতেও পারবেন না কিছু।

Address

ফিরে আসেনা CAM BACK
Dhaka
66542

Alerts

Be the first to know and let us send you an email when MUNNA AHMED MS VLOG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MUNNA AHMED MS VLOG:

Videos

Share

Category



You may also like