Araf's Mom

Araf's Mom একজন ভালো মা সফল সন্তান গড়ে তোলে।
গুণী রমনী সংসারকে সৃজনশীলতায় সাজিয়ে তোলে!

15/11/2023

বাচ্চাকে ফল বা ফলের জুস খাওয়ানোর সহজ ও সঠিক উপায় বা পদ্ধতি । Home made fruit juice for baby. বাহিরের জুস নয়।
বাচ্চাকে বাহিরের কেনা জুস দিবেন না। বাহিরের জুসে প্রিজারভেটিভ দেয়া থাকে যা বাচ্চার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।



#বাচ্চারজন্যফলেররস
#ফলেররস


#ঘরে_ফলের_রস_তৈরির_পদ্ধতি

11/11/2023

Egg Vegetable Soup recipe for babies.
এই শীতে বাচ্চার সর্দি কাশিতে এভাবে স্যুপ খাওয়ান। বাচ্চা আরাম পাবে। এবং পর্যাপ্ত পুষ্টি ও ভিটামিন পাবে।

বাচ্চাকে ওটস খাওয়ান। এটি অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন একটি খাদ্যশস্য। ওটস... →খনিজ সমৃদ্ধ→অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ →হজমে ...
16/10/2023

বাচ্চাকে ওটস খাওয়ান। এটি অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন একটি খাদ্যশস্য।

ওটস...

→খনিজ সমৃদ্ধ
→অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ
→হজমে সহায়তা করে
→কোষ্ঠকাঠিন্য রোধ করে
→হার্টের অসুখের ঝুঁকি কমায়
→উপকারী ব্যাকটেরিয়ার পুষ্টিদাতা
→বিভিন্ন প্রকার ভিটামিনের উৎস
→শক্তির উৎস
→ফলিক এসিড সমৃদ্ধ

14/10/2023

শিশু খেতে না চাইলে খাবারে কিভাবে আগ্রহী করবেন??

✅একই রকম খাবার প্রতিদিন দিবেন না। বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার তৈরি করে দিন। এতে নতুন নতুন খাবারের সাথে পরিচিত হবে এবং খাবারে আগ্রহ বাড়বে। (বিভিন্ন রেসিপি পেতে পেইজ ভিজিট করুন)

✅খাবারের ঘনত্ব ঠিক রাখুন। খুব বেশি ব্লেন্ড করা খাবারও নয়,আবার খুব তরল খাবারও নয়। বয়স অনুযায়ী ঘনত্ব বুঝে খাবার তৈরি করুন।

✅বুকের দুধ খাওয়ার পর পরই বাড়তি খাবার দিবেন না। বাচ্চার পাকস্থলী ছোট। বুকের দুধেই পেট অনেকখানি ভরে যায়। তাই বাড়তি খাবার দেয়ার আগে সময়ে গ্যাপ রাখুন। নিশ্চিত হোন যে বাচ্চার ক্ষুধা পেয়েছে কিনা।

✅ঘন ঘন ১/২ ঘন্টা পরই পরই খাবার দিবেন না। এক বেলার খাবারের পর মাঝখানে যথেষ্ট গ্যাপ রাখুন। এতে বাচ্চা খাবার হজমের সময় পাবে।

✅বাহিরের প্যাকেট ও বোতলজাত খাবার একদমই দেয়া যাবেনা। এতে ঘরে তৈরি খাবারের রুচি নষ্ট হয়।

✅বাচ্চাকে জোর করে ভয় দেখিয়ে খাওয়াবেন না। এতে খাবারের প্রতি ভীতি তৈরি হয়। গল্প গান এসব শুনিয়ে আদর করে সময় নিয়ে খাওয়ান।

নতুন নতুন আরও টিপস,রিসল,ভিডিও পেতে Follow ও Share করে "Araf's Mom" পেইজের সাথেই থাকুন। ধন্যবাদ। ❤️

05/10/2023

Baby food.
৭ মাস থেকে ৫ বছর+ বাচ্চার জন্য দারুণ পুষ্টিকর মিষ্টি আলুর রেসিপি।

মিষ্টি আলু অত্যন্ত পুষ্টিকর খাবার। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মিষ্টি আলুতে প্রচুর ভিটামিন A আছে যা চোখের জন্য ভালো। এটি শিশুর কোষ্ঠকাঠিন্য রোধ করে। পাশাপাশি রক্তস্বল্পতা দূর করে। এছাড়াও মিষ্টি আলু কার্বোহাইড্রেট,ফাইবার,ভিটামিনে ভরপুর।

বাচ্চাকে নিয়মিত মিষ্টি আলু খাওয়াতে পারেন।
ভিডিও ভালো লাগলে পেইজটি ফলো করার অনুরোধ রইলো।
ধন্যবাদ।

#বেবিফুডরেসিপি #বাচ্চারসকালদুপুররাতেরখাবার

01/10/2023

শিশুর সুস্বাস্থ্যের কথা আমরা সবাই চিন্তা করি। বাচ্চাকে পুষ্টিমান বুঝে যথাযথ খাবার দিলে তার রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে৷ শরীর ও মেধাশক্তি বাড়ে। বাচ্চা সুস্থ ও প্রাণচঞ্চল থাকে।
বাচ্চাদের খাবারের বিভিন্ন রেসিপি,বাচ্চার যত্ন,পরিচর্চা বিষয়ক বিভিন্ন ভিডিও ও টিপস পেতে পেইজটি ফলো করে সাথে থাকুন...
ধন্যবাদ! 💝

29/09/2023

৬-১২ মাসের বাচ্চার খিচুড়ি রেসিপি। Healthy & Waight gain recipe for baby.6 to 12 months baby food.

Carrot potato rice for baby.

বাচ্চাকে এইভাবে খিচুড়ি রান্না করে খাওয়ালে ওজন বাড়বে। পাশাপাশি বাচ্চা পর্যাপ্ত পুষ্টি পাবে।
ঘি বাচ্চাদের মেধা বিকাশে সহায়ক। এবং চাল,গাজর ও আলুতেও রয়েছে কার্বহাইড্রেড,ভিটামিন,ফাইবার,মিনারেল ইত্যাদি পুষ্টিগুণ।

পেইজটি ফলো করে পাশেই থাকুন। ধন্যবাদ।

27/09/2023

বাচ্চার ওজন বৃদ্ধি ও মেধা বিকাশে সহায়ক সকাল অথবা বিকেলের নাস্তা রেসিপি। Waight gain baby food.

বাচ্চারা অনেক বেশি দুরন্ত হয়। তাই তাদের পুষ্টিকর ও ক্যালরিবহুল খাবার প্রয়োজন। সকাল অথবা বিকেলের নাস্তায় এই খাবারটি খেলে বাচ্চা অনেক বেশি এনার্জি পাবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এবং সর্বপরি বাচ্চা সুস্থ ও প্রাণচঞ্চল থাকবে।

নতুন আরও ভিডিও পেতে Follow ও Share করুন।।

15/09/2023

Home made cerelac for baby.বাড়িতে বাচ্চার জন্য সেরেলাক তৈরির সঠিক পদ্ধতি। ৮ মাস থেকে ৫ বছর+

বাচ্চাকে বাজারের কেনা সেরেলাক না দিয়ে ঘরে তৈরি করে দিন। এতে খাবারের সঠিক পুষ্টিমান বজায় থাকার পাশাপাশি বাড়তি খরচ কমবে এবং সাশ্রয় হবে। বাজারের প্রসেস করা খাবার বাচ্চার স্বাস্থ্যের জন্য ভালো নয়।

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেইজটি ফলো করবেন। ধন্যবাদ।

14/09/2023

৮ মাস-৫ বছর+ বাচ্চার জন্য দারুণ পুষ্টিকর খাবার। এই খাবার বাচ্চা অল্প খেলেও বেশি পুষ্টি পাবে। এটি একটি প্রোটিন রিচ ওটস রেসিপি।
দুধ,ডিম ও ওটসের মিশ্রণে তৈরি মজাদার ও পুষ্টিকর খাবার।

সকালের নাস্তায় অথবা বিকেলে বাচ্চাকে তৈরি করে দিতে পারেন এই খাবারটি। এতে রয়েছে ফাইবার,প্রোটিন,ফ্যাট ও শক্তি।

12/09/2023

Best food products for babies...
Best best & best...

"Philips Avent"




11/09/2023

জন্মের পর থেকে ২৮দিন পর্যন্ত সময়কালকে নবজাতক পিরিয়ড ধরা হয় ৷ এ সময়টি আপনার এবং আপনার শিশু উভয়ের জন্য গুরুত্বপূর্ণ ৷ ভালবাসা আর আদরের মাঝে তার সুস্থ-সুন্দর থাকা নিশ্চিত করতে, নিরাপদ রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই ৷ ওর নাজুক কোমল শরীর খুব সহজেই বিভিন্ন রোগজীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে ৷এছাড়া কাঁচা নাভির মাধ্যমে সামান্য অপরিচ্ছন্নতায় ইনফেকশনও হয়ে যেতে পারে ৷
আপনার ছোট্ট বাবুর ছোট্ট শরীরকে অসুখ-বিসুখ থেকে দূরে রাখতে চাইলে তার শারীরিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। তাই এসব টিপস নিয়েই আমাদের এই ভিডিও।

পেইজটি Follow করে পাশে থাকুন। ধন্যবাদ।



02/09/2023

Baby food | বাচ্চার জন্য পুষ্টিকর ও মজাদার সকাল/বিকেলের নাস্তা রেসিপি। এই খাবার অল্প খেলেও অধিক পুষ্টি পাবে।

বাচ্চার জন্য সাবুদানা রেসিপি। সাবু,দুধ,গাজর,প্রোটিন পাউডার দিয়ে তৈরি দারুণ পুষ্টিকর ও ভীষণ স্বাদের সাবুদানা রেসিপি।

বাচ্চা অল্প খেলেও অধিক পুষ্টি পাবে।
সকাল বা বিকেলের নাস্তায় মজার এই খাবারটি বাচ্চাকে মাঝেমধ্যেই তৈরি করে খাওয়াতে পারেন।

নতুন নতুন আরও ভিডিও পেতে পেইজটি ফলো করুন ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
ইউটিউব চ্যানেল লিংক : https://www.youtube.com/
ধন্যবাদ।

#সাবুদানা

30/08/2023

বাচ্চার জন্য নুডুলস রান্নার সঠিক পদ্ধতি। Best Noodles recipe for baby.baby noodles recipe with egg.
For 7-24 month baby.৭-২৪ মাসের বাচ্চার জন্য নুডলস রান্নার সঠিক পদ্ধতি।





নতুন আরও ভিডিও পেতে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।
https://www.youtube.com/

25/08/2023

Baby food |Healthy,rich nutrition & Brain development recipe! for 7 to 24 month baby.

বাচ্চার জন্য ওটস রেসিপি। .
ওটস,কলা ও খেজুর দিয়ে ভীষণ পুষ্টিকর ও মজাদার এই খাবার শিশুর পর্যাপ্ত পুষ্টির চাহিদা মেটাতে পারে। এই খাবারটি পানির পরিবর্তে দুধ দিয়ে রান্না করা যাবে যদি বাচ্চার বয়স ১ বছরের উপরে হয়।

11/08/2023

7-24 month baby food for Waight gain & Brain development.বাচ্চার ওজন ও বুদ্ধি বিকাশে সহায়ক খাবার।

7-24 month baby food for Waight gain & Brain development.বাচ্চার ওজন ও বুদ্ধি বিকাশে সহায়ক খাবার।
এই খাবার স্বাস্থ্যকর ও মজাদার। বাচ্চাকে প্রতিদিন একরকম খাবার দেয়া উচিত নয়। মুখের স্বাদ পরিবর্তনের জন্য খাবারে ভিন্নতা আনা প্রয়োজন।

নতুন নতুন আরও ভিডিও পেতে পেইজটি ফলো করুন।
ধন্যবাদ।

সকল ভিডিও ইউটিউব চ্যানেলে দেয়া আছে।
লিংক: https://www.youtube.com/

11/08/2023

সত্যিকার অর্থে নারী কিসে আটকায় জানেন?

নারী আটকায় সন্তানের মায়ায়।

স্বামী যদি বলে 'বেড়িয়ে যাও'...নারী সন্তানকে ছাড়া যেতে পারেনা।
নারী নিজেই যদি সব ছেড়ে বেড়িয়ে যেতে চায় সন্তানকে বুকে করে নিয়েই যায়।

'মরে গেলে সন্তানের কি হবে' এই ভাবনা বহু নারীকে বহুবার আত্মহনন থেকে ফিরিয়ে আনে।

সন্তান বড় হয়ে যদি সেই বৃদ্ধ নারীকে দূরে সরিয়ে দিতে চায় তবুও জোড় করে সন্তানকে আঁকড়ে ধরে বাঁচতে চায়।

সন্তানের বুকে ঠাঁই নিয়েই জীবনের শেষ নিঃশ্বাসটা ছাড়তে চায়। হয়তো নিজ কবরে সন্তানের দেয়া এক মুঠো মাটির জন্য!

সত্যিকার অর্থেই,
নারী আটকে যায় সন্তানে।
নারী আটকে যায় মা হয়ে।

10/05/2023

প্রোটিন পাউডার বা বাদাম গুড়া শিশুর মেধা বা বুদ্ধি বিকাশে অত্যন্ত সহায়ক। যেকোনো খাবারের সাথে প্রোটিন পাউডার মিশিয়ে খাওয়াতে পারেন। এতে শিশুর যেমন মেধা বিকাশ হয়,তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যায়। এই খাবারে বাচ্চার ওজনও বৃদ্ধি পায়। বাচ্চা সুস্থ ও প্রাণচঞ্চল থাকে।

ভিডিওটি ভালো লাগলে পেইজটি ফলো করুন। আমার ইউটিউব চ্যানেল Babies Kingdom সাবস্ক্রাইব করুন।
Link : https://www.youtube.com/

06/05/2023

বাচ্চার জন্য মাছের খিচুড়ি রেসিপি। পুষ্টিকর ও মজাদার। ওমেগা ৩ ফ্যাটি এসিড সমৃদ্ধ স্যালমন মাছের খিচুড়ি। যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও হার্টের রোগের ঝুঁকি কমায়। healthy baby food for 9 month+ baby.Salmon fish khichuri for baby.

YouTube channel link : https://www.youtube.com/

04/05/2023

বাচ্চার জন্য সকাল ও বিকালের দুটি দারুণ পুষ্টিকর নাস্তা,যা ওজন বাড়ায়,বুদ্ধি বিকাশে সহায়ক। Healthy baby food for 7 month to 24 month baby.

26/04/2023

বাচ্চার জন্য দুইটি পুষ্টিকর সকাল/বিকালের নাস্তার রেসিপি। for breakfast/evening healthy baby food.

Address

Dhaka
1214

Website

Alerts

Be the first to know and let us send you an email when Araf's Mom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All

You may also like