Sirat Network বাংলা

Sirat Network বাংলা ইসলামের পথে মিডিয়ার সাথে

আমার দ্বীন আমার যমিন
01/10/2024

আমার দ্বীন আমার যমিন

30/09/2024
আমার ভাইয়ের রক্তের বদলা চাই
30/07/2024

আমার ভাইয়ের রক্তের বদলা চাই

আমার স্বাধীন বাংলাদেশ......
16/07/2024

আমার স্বাধীন বাংলাদেশ......

10/07/2024

আপনার জন্মের আগেই কেউ একজন আপনার জন্য কেঁদেছেন। আপনার জন্য দোয়া করেছেন। তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু।
নবীর ভালোবাসায় নবীর রওজায় গিয়ে সালাম দেওয়ার আশায় আমি কি কখনো চোখের অশ্রু ঝরাতে পেরেছি?

নবী জীবনের টুকরো কথা:
উম্মাহর জন্য নবীজির কান্না৷
#মোটিভেশনাল

আজ সন্ধায় .........
09/07/2024

আজ সন্ধায় .........

29/06/2024

আল্লাহর কাছে জবাবদিহিতা- Motivational Speech- প্রেরণার গল্প। মাহমুদুল হাসান।

05/06/2024

ইতিহাস পাঠ: আলোচনা ও পর্যালোচনা Motivational Speech-প্রেরণার গল্প।
মাহমুদুল হাসান।

এক নজরে ইমাম শাফেয়ী রাহি.ইমাম শাফেয়ী রহ. ১৫০ হিজরীতে ফিলিস্তিনের গা-জ্জায় জন্ম গ্রহণ করেন৷ বাল্যকালেই পিতাকে হারান।এরপর ...
26/05/2024

এক নজরে ইমাম শাফেয়ী রাহি.

ইমাম শাফেয়ী রহ. ১৫০ হিজরীতে ফিলিস্তিনের গা-জ্জায় জন্ম গ্রহণ করেন৷ বাল্যকালেই পিতাকে হারান।
এরপর মায়ের সাথে মক্কাতে চলে আসেন এবং সেখানেই হিফজ সম্পন্ন করেন। ইলমের জন্য তিনি মদিনায় গমন করেন সেখানে ইমাম মালেক রহ. এর নিকট মুয়াত্তা মালেক হাদিসের জ্ঞান অর্জন করেন। এরপর ইয়ামান, ইরাক সহ বিভিন্ন দেশে ইলমের জন্য ছুটে যান। ইরাক থাকাকালীন মুতাযিলা আলেমদের রাজনৈতিক প্রভাবে বেশ কিছু মাসআলায় ইমাম আহমাদ রহ সহ অনেকেই আপত্তি করায় তারা জুলমেট শিকার হন৷

একপর্যায়ে ইমাম শাফেয়ী রহ. ইরাক থেকে মিশরে চলে আসেন। মিশর বাসি তাকে স্বাগত জানান। মিশরের প্রথম মসজিদে আমর ইবনুল আসে দারস প্রদান করেন। দারসে উনার জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতা দেখে মিশরবাসী অভিভূত হন। ২০৪ হিজরীতে মিশরের ফুসতাতে মৃত্যুবরণ করেন।

ছবি: ইমাম শাফেয়ী রাহিমাহুল্লাহ এর মাকবারা
কায়রো,মিশর।
ক্লিক: Yahya

শরফুদ্দীন বুরহানী

মসজিদ সায়্যেদাহ যায়নাম। কায়রো,মিশর। ছবি:  Yahya
25/05/2024

মসজিদ সায়্যেদাহ যায়নাম।
কায়রো,মিশর।
ছবি: Yahya

21/05/2024

ভালোবাসা: নবীকে সাহাবীরা কেমন ভালোবাসতেন?
Motivational Speech-প্রেরণার গল্প।
শরফুদ্দীন বুরহানী।

পৃথিবীতে যারা সর্বোচ্চ ভালবাসার উপমা রেখে গিয়েছেন। তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম।
যারা রাসুলের জন্য নিজের জান মাল জীবনকে উৎসর্গ করেছেন।

শুধু তাই নয় আর রাসুলও প্রত্যকে সাহাবীকে
এমন ভাবে ভালবাসতেন প্রত্যেক সাহাবী মনে করতেন আমাকেই রাসূল সবচেয়ে বেশি ভালোবাসেন।

ভালোবাসার গল্প গুলোই বলা হয়েছে ভিডিওতে

নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের দোয়া ও প্রেরণা আমাদের পাথেয়।

#মোটিভেশনাল

আসসালামু আলাইকুম। সকলেই অবগত আছেন সিরাত নেটওয়ার্ক কিছু তরুণদের স্বপ্নময় একটি প্ল্যাটফর্ম। যেখানে প্রতিভাবানরা সময়োপযো...
21/05/2024

আসসালামু আলাইকুম। সকলেই অবগত আছেন সিরাত নেটওয়ার্ক কিছু তরুণদের স্বপ্নময় একটি প্ল্যাটফর্ম। যেখানে প্রতিভাবানরা সময়োপযোগী বেশ কিছু কাজের মাধ্যমে প্রতিভার বহিঃপ্রকাশ ও উম্মাহর
জন্য কিছু করতে চেষ্টা করছেন।

তারই একটি অংশ হচ্ছে সমসাময়িক বিভিন্ন বিষয়ে ভিডিও কনটেন্ট।
আমাদের জন্য আনন্দ একই সাথে কষ্টেরও বিষয় বটে আমাদের গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি বর্তমান দেশের বাইরে। মাওলানা শরফুদ্দীন বুরহানী বেশ কিছু স্বপ্ন বাস্তবায়নে মিশরে গমন করেছেন এবং আমাদের মিডিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হাফেজ আব্দুল আজিজ বিশেষ প্রয়োজনে ফিনল্যান্ডে আছেন।
যে কারণে বেশ কিছু মাস আমাদের কাজ স্থগিত হয়ে যায়।

তবে ইনশাল্লাহ যে যার স্থানে থেকেও এ কাজকে এগিয়ে নিবেন ইনশাআল্লাহ।
আল্লাহ চাইলে দেশেও ছোট পরিসরে দাওয়াহ,সাহিত্য কেন্দীক মিডিয়া সেন্টার হবে৷
পাশাপাশি মিশর সহ বিভিন্ন দেশের ইতিহাস ঐতিহ্যের উপর কাজ শুরু হবে ইনশাআল্লাহ।
এই কাজে আমাদের তরুণ প্রতিভাবানরাও যুক্ত থাকবেন ইনশাল্লাহ।
আপনাদের দোআ প্রত্যাশী।

ঐতিহাসিক আল আযহার মসজিদ,কায়রো,মিশর।মিনারের শহর কায়রোর প্রাণকেন্দ্রে অবস্থিত মসজিদ আল-আজহার। নানা ঘটনার সাক্ষী এই মসজিদক...
20/05/2024

ঐতিহাসিক আল আযহার মসজিদ,কায়রো,মিশর।

মিনারের শহর কায়রোর প্রাণকেন্দ্রে অবস্থিত মসজিদ আল-আজহার। নানা ঘটনার সাক্ষী এই মসজিদকে কেন্দ্র করে একই নামে প্রতিষ্ঠিত হয়েছে বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়। ৯৭২ সালের ২৩ জুন এই মসজিদে প্রথম জুমা শুরু হয়।

মসজিদটি ফাতেমীয় খলিফা আল মুইজ লিদিনাল্লাহ ৯৭০ খ্রিস্টাব্দের ৪ এপ্রিল নির্মাণ শুরু করেন। প্রথমে আল-আজহার বিশ্ববিদ্যালয়টি আল-আজহার মসজিদ নামে পরিচিত ছিল। একটি মসজিদকে কেন্দ্র করে একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার ঘটনা বিশ্বের ইতিহাসে এটাই প্রথম।

মুসলিম বিশ্বের প্রধান শিক্ষাকেন্দ্র মসজিদটি প্রতিষ্ঠার পর, ৯৮৯ সালে স্থানীয়দের কোরআন-হাদিস ও ইসলাম বিষয়ে শিক্ষাদানের জন্য ৩৫ জন আলেম নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে মসজিদটি ধীরে ধীরে আল আজহার বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে। এই বিশ্ববিদ্যালয়টি মুসলিম বিশ্বে দীর্ঘদিন ধরে সর্বোচ্চ শরিয়া বিষয়ক শিক্ষাকেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে।

09/02/2024



                             #2024
03/02/2024


#2024

 #জুমা
02/02/2024

#জুমা

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sirat Network বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sirat Network বাংলা:

Videos

Share

Category

Nearby media companies