The ThoughtSpot

  • Home
  • The ThoughtSpot

The ThoughtSpot We, two Bangladeshi enthusiasts, Rimen and Ayman, who love to talk about ideas, life, anddd whatnot!

04/09/2023

So, we asked Khaled Yasin, how Business Competition helped him to be a better student, better strategist and land better opportunities. Here is what he said -

GMAT Exam!! নাম শুনলেই মনে হয় কত না জানি ভয়ঙ্কর একটা পরীক্ষা!  অথচ এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডারাইজড এক্সামের প্রিপারে...
05/08/2023

GMAT Exam!!

নাম শুনলেই মনে হয় কত না জানি ভয়ঙ্কর একটা পরীক্ষা! অথচ এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডারাইজড এক্সামের প্রিপারেশন এর খুঁটিনাটি নিয়ে খুব সুন্দর করে আমাদের সাথে আলোচনা করেছেন সোহান হায়দার ভাইয়া, যিনি রিসেন্টলি খুব ভালো করে এক্সামটি ক্র্যাক করেছেন এবং ল্যান্ড করেছেন তার পছন্দের ইউনিভার্সিটিতে।
GMAT নিয়ে আলোচনা বিষদ হওয়ায় আমরা এটি দুটি পার্ট এ কাভার করার চেষ্টা করব আর আজকের এপিসোডে প্রথম পার্ট নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের পডকাস্ট এ!

Link in the comment box 👇

04/05/2023

আবার এলাম ফিরে, এবার আর হারাবো না, প্রমিস (that's what they said 😒) - আরে না রে ভাই, আসলেই 😜

A.I, বিদ্যানন্দ ফাউন্ডেশন, Expose & Cancel Culture সহ Trending নানান বিষয়ে কথা বলেছি আমরা, আশা করি thoughtsগুলা আপনাকেও চিন্তা করাবে বা কোনও না কোন ভাবে পজিটিভ্লি এফেক্ট করবে। এখন থেকে আপনারা নিয়মিতই সোহান ভাইকে আমাদের সাথে দেখতে পারবেন। ভাইয়া সেই সুদূর কানাডা থেকে আমাদের জন্য সময় বের করে সব ম্যানেজ করে পডকাস্টে টাইম দিয়েছেন এবং দিবেন, বাট আপনাদেরও সাথে থাকতে হবে কিন্তু!
Like, share, subscribe, follow দিতে ভুলবেন না আশা করি। ধন্যবাদ!

রাফিদ ভাই কি পারেন, তার এক্সপারটিজ কি, তার থেকে হয়ত উনি কি পারেন না, ওইটার গণনা সহজ। নিজের স্টার্ট আপ "তরুণ" নিয়ে কাজ কর...
21/10/2022

রাফিদ ভাই কি পারেন, তার এক্সপারটিজ কি, তার থেকে হয়ত উনি কি পারেন না, ওইটার গণনা সহজ। নিজের স্টার্ট আপ "তরুণ" নিয়ে কাজ করার পাশাপাশি রাফিদ ভাই কাজ করছেন দেশের এক নম্বর ইংলিশ ডেইলি, ডেইলি স্টার এ, সিনিওর ব্র্যান্ড স্পেশালিস্ট হিসেবে। নামে তরুণ, কাজেও তরুণ রাফিদ এলাহি চৌধুরী ২০২১ সালে International News Media Association: INMA দ্বারা, তাদের 30 Under 30 তেও জায়গা করে নিয়েছেন তার প্রডাক্ট ম্যানেজমেন্ট আর সৃজনশীল কাজের মাধ্যমে। একজন সদ্য ইউনিভার্সিটি গ্রাজুয়েট এর ঝুলিতে কি করে জমা হলো এত এত সাফল্যের স্মারক? তারই উত্তর পেয়ে যাবেন আমাদের আজকের আড্ডায়!

20/10/2022

Guess who's here for the 35th episode? 🫡

Mr. Absar কে ছুঁড়ে দেওয়া হলো Rapid Fire Questions এর বান।দেখে আসেন how well he handled it 😉 এপিসোড লিংক ১ম কমেন্টে 👇🏻
07/10/2022

Mr. Absar কে ছুঁড়ে দেওয়া হলো Rapid Fire Questions এর বান।
দেখে আসেন how well he handled it 😉

এপিসোড লিংক ১ম কমেন্টে 👇🏻

মেক ইট কাউন্ট - ২০২২, একটি ন্যাশনাল পাবলিক স্পিকিং কম্পিটিশান। The ThoughtSpot এর এই পর্বে আমরা কথা বলেছি মেক ইট কাউন্ট ...
12/09/2022

মেক ইট কাউন্ট - ২০২২, একটি ন্যাশনাল পাবলিক স্পিকিং কম্পিটিশান।

The ThoughtSpot এর এই পর্বে আমরা কথা বলেছি মেক ইট কাউন্ট এর তিন বিজয়ী আইমান, মর্ম, আর মারজুকার সাথে, তাদের পাবলিক স্পিকিং এর ভয়কে জয় করার গল্প নিয়ে। পুরো পডকাস্ট জুড়ে থাকবে তাদের এক্সপেরিয়েন্স এর ভিত্তিতে পাবলিক স্পিকিং এর মত অসাধারন সফট স্কিলকে আত্মস্ত করার গল্প!

প্রথম কমেন্টে এপিসোড লিঙ্ক দেওয়া আছে !

11/09/2022

পাবলিক স্পিকিং, প্রেজেন্টেশন বা কমিউনিকেশন নিয়ে খুবই ইন্সাইটফুল একটা এপিসোড রিলিজ হতে যাচ্ছে আগামীকাল। তার আগে একটা ছোট্ট গ্লিম্পস দেখে নিতে পারেন!

লিংকডইন এবং মেন্টরশীপ, বর্তমান সময়ের সবচেয়ে কম ইউজ করা দুইটি রিসোর্স। যারা ইউজ করছে তারা তো করছেই, কিন্তু যারা এখনো কর...
20/08/2022

লিংকডইন এবং মেন্টরশীপ, বর্তমান সময়ের সবচেয়ে কম ইউজ করা দুইটি রিসোর্স। যারা ইউজ করছে তারা তো করছেই, কিন্তু যারা এখনো করেনি, তাদের কাছে পুরো ব্যাপারটাই এখনও অজ্ঞাত। দ্বিতীয় শ্রেণীর মানুষের সংখ্যাই বেশি।

দাইয়ান আমাদের বিজনেস কম্পিটিশন এর পার্টনার, হুটহাট একটা বিজনেস কম্পিটিশন এর মিটিং রূপ নিলো আড্ডায়, তাই নিয়েই আজকের এপিসোড!

আজকের আমরা শুনেছি এক বাংলাদেশি তরুণের অ্যাপেল জয়ের গল্প!বাংলাদেশেই উচ্চমাধ্যমিকের পাঠ শেষ করে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলি...
22/07/2022

আজকের আমরা শুনেছি এক বাংলাদেশি তরুণের অ্যাপেল জয়ের গল্প!

বাংলাদেশেই উচ্চমাধ্যমিকের পাঠ শেষ করে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় পাড়ি জমায় Akib Raihan Sattik. এই বছরের ৭ই জুলাই তাঁর গ্র্যাজুয়েশন শেষ হয় এবং সাথে সাথেই অফার পান Apple এ। সবকিছু ঠিক ঠাক থাকলে আগামী মাসের ১৫ তারিখে বিশ্বের সবচেয়ে বড় এ কোম্পানির টিমে যোগ দিবেন সাত্ত্বিক। আজকের এপিসোডে আমরা শুনবো সাত্ত্বিকের বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া হয়ে অ্যাপেল এ যাত্রা।

লিংক প্রথম কমেন্টে, সাবস্ক্রাইব করে আসতে ভুইলেন না।

29/06/2022

কথায় বলে, the ending of something is the beginning of another. What's another for us?

29/06/2022

কথায় বলে, the ending of something is the beginning of another. What's another for us?

উদ্বোধনের পর আজ খুলে দেয়া হয়েছে জনগণের স্বপ্নের পদ্মা সেতু। ওদিকে সিলেটে বাড়ছে বন্যা, বস্ত-ভিটা হারিয়ে নিঃস্ব মানুষ। আজ ...
26/06/2022

উদ্বোধনের পর আজ খুলে দেয়া হয়েছে জনগণের স্বপ্নের পদ্মা সেতু। ওদিকে সিলেটে বাড়ছে বন্যা, বস্ত-ভিটা হারিয়ে নিঃস্ব মানুষ। আজ আমরা কথা বলেছি পদ্মা সেতু, সিলেট-সুনামগঞ্জের বন্যা, আমাদের সেমিস্টার ব্রেক, Worldwide economic downturn এবং সবকিছু অস্বাভাবিক Price hike নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে।

17/06/2022

আমাদের Ready made Garments industry কি আসলেই গর্ব করার মত কিছু?

চলে এলো Marjuka আর Khaled এর সাথে আমাদের অসাধারণ আড্ডার সেকেন্ড পার্ট। ফার্স্ট কমেন্টে থাকা লিংকে চলে যেতে হবে সোওওজা!
10/06/2022

চলে এলো Marjuka আর Khaled এর সাথে আমাদের অসাধারণ আড্ডার সেকেন্ড পার্ট। ফার্স্ট কমেন্টে থাকা লিংকে চলে যেতে হবে সোওওজা!

So, guess what happened? Yes, we just reached 1000 followers on Facebook! So, ebar ektu YouTube tay subscribe kore felen...
07/06/2022

So, guess what happened? Yes, we just reached 1000 followers on Facebook! So, ebar ektu YouTube tay subscribe kore felen jate ektu party dite pari! Link comment e diye dicchi. Let's go!

07/06/2022

পার্ট টু তে কি হতে যাচ্ছে খালেদ আর মারজুকার সাথে?

জানতে চোখ রাখুন এই বৃহস্পতিবার, ঠিক রাত আটটায়!

পৃথিবীর ফার্স্ট দুই এপিসোড মিলানো দীর্ঘতম পডকাস্ট বলে কথা। গেঞ্জাম হবে প্রচুর!

Khaled Yasin আর Marjuka Ahmed একটা পডকাস্টে থাকবে আর তাতে বিজনেস কম্পিটিশন নিয়ে কথা হবে না, এও কি সম্ভব? লাখ টাকার Busin...
02/06/2022

Khaled Yasin আর Marjuka Ahmed একটা পডকাস্টে থাকবে আর তাতে বিজনেস কম্পিটিশন নিয়ে কথা হবে না, এও কি সম্ভব? লাখ টাকার Business Competition জেতার বিলিয়ন ডলার সিক্রেট সস আমরা রিভিল করছি এই এপিসোডে।

আমরা মাছের তেলে মাছ ভাজার মতো এই পডকাস্টে পডকাস্ট নিয়েই কথা বলেছিঃ আমরা কে কি পডকাস্ট শুনি, কিভাবে পডকাস্ট শোনার হ্যাবিটটা গ্রো করা যায় আর করে আমাদের জীবনে কি চেঞ্জ এসেছে, সবই বলেছি আমরা। মাল্টিটাস্কিং এর পক্ষ-বিপক্ষ নিয়ে ছোট খাটো একটা এক্সাইটিং ডিবেট হয়েছে, বেশ কিছু নাইস নাইস থটস পেয়েছি আমরা।

সাথে সাথে কথা বলেছি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব, সেলফ হেল্প সহ আর অনেক কিছু নিয়ে। অতি Wholesomeএই আড্ডাটা দেখতে চলে যেতে হবে ফার্স্ট কমেন্টে দেয়া লিংকে!

Address


Alerts

Be the first to know and let us send you an email when The ThoughtSpot posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The ThoughtSpot:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share