Khaled Yasin on 'How Business Competition helped him across the journey'
So, we asked Khaled Yasin, how Business Competition helped him to be a better student, better strategist and land better opportunities. Here is what he said -
একটা ভালো GMAT Score দিয়ে আসলে কি করা সম্ভব?
পুরো ভিডিওটির লিংক থাকবে কমেন্ট বক্সে!
#GMAT #masters #studyabroad #foryou #reels
A.I এর সদ্বব্যবহার, Poverty P*rn & Scam, Expose & Cancel Culture in Bangladesh ft. Sohan Bhaiya
আবার এলাম ফিরে, এবার আর হারাবো না, প্রমিস (that's what they said 😒) - আরে না রে ভাই, আসলেই 😜
A.I, বিদ্যানন্দ ফাউন্ডেশন, Expose & Cancel Culture সহ Trending নানান বিষয়ে কথা বলেছি আমরা, আশা করি thoughtsগুলা আপনাকেও চিন্তা করাবে বা কোনও না কোন ভাবে পজিটিভ্লি এফেক্ট করবে। এখন থেকে আপনারা নিয়মিতই সোহান ভাইকে আমাদের সাথে দেখতে পারবেন। ভাইয়া সেই সুদূর কানাডা থেকে আমাদের জন্য সময় বের করে সব ম্যানেজ করে পডকাস্টে টাইম দিয়েছেন এবং দিবেন, বাট আপনাদেরও সাথে থাকতে হবে কিন্তু!
Like, share, subscribe, follow দিতে ভুলবেন না আশা করি। ধন্যবাদ!
Guess who's here for the 35th episode? 🫡
What's coming in episode 34?
পাবলিক স্পিকিং, প্রেজেন্টেশন বা কমিউনিকেশন নিয়ে খুবই ইন্সাইটফুল একটা এপিসোড রিলিজ হতে যাচ্ছে আগামীকাল। তার আগে একটা ছোট্ট গ্লিম্পস দেখে নিতে পারেন!
The ThoughtSpot এর শেষ!
কথায় বলে, the ending of something is the beginning of another. What's another for us?
আমাদের garments industry কি আসলেই গর্ব করার মত কিছু?
আমাদের Ready made Garments industry কি আসলেই গর্ব করার মত কিছু?
What's happening this thursday?
পার্ট টু তে কি হতে যাচ্ছে খালেদ আর মারজুকার সাথে?
জানতে চোখ রাখুন এই বৃহস্পতিবার, ঠিক রাত আটটায়!
পৃথিবীর ফার্স্ট দুই এপিসোড মিলানো দীর্ঘতম পডকাস্ট বলে কথা। গেঞ্জাম হবে প্রচুর!
Faults in our narrative || Trailer || Episode 28
দেশের আর দশের ভালো হলে আমাদের সবারই ভালো লাগে, আমরা প্রশংসা করি, বাহবা দেই। কিন্তু আমরা কি প্রশংসাকে প্রশংসার মত করছি নাকি কোথাও একটু ভুল হচ্ছে?
এই ব্যাপারটাই একটু নতুন ভাবে ভাবার চেষ্টা করলাম আপকামিং এপিসোড এ!
হাঙ্গেরিতে বিনে পয়সায় পাইলট হবার গল্প | Exploring life of a student pilot ft. AvGeek Shaheen | Ep. 23
ছোটবেলা থেকেই আমাদের সবার মধ্যে কমবেশি প্লেন নিয়ে আকর্ষণ আছেই। ককপিটে এত এত সুইচের কাজ কি, প্লেন চালাতে কি বইয়ের পড়াও পড়া লাগে? পাইলট হতে কি অনেক টাকা লাগে? পাইলটদের মনে কি ভয়ডর বলে কিছু থাকে না? - এমন হাজারো প্রশ্ন আমাদের মনে। তাই এই এপিসোডে আমরা একজন স্টুডেন্ট পাইলটকে নিয়ে হাজির হয়েছিলাম যিনি এভিয়েশন স্টুডেন্ট এর পাশাপাশি একজন কন্টেন্ট ক্রিয়েটর ও।
তো শাহিন ভাইর কাছ থেকে আমরা শুনেছি হাঙ্গেরিতে ওনার ফুল ফ্রি পাইলট হবার সুযোগ পাবার গল্প, একজন পাইলটের দৈনন্দিন জীবনের গল্প, আর করেছি হাজার হাজার ন্যুব ন্যুব কোয়েশ্চেন। ভাই খুব ঠাণ্ডা মাথায়, বিনয় ও নম্রতার সাথে আমাদের সব প্রশ্নের উত্তর করে গেছেন। একজন পাইলটের জীবনের খুব সুন্দর একটা প্রতিচ্ছবি পেতে পুরো পডকাস্টটি শুনে ফেলতে হবে। লিংক ফার্স্ট কমেন্টে!
সমাজ যা চায়, তাই ই কি হতে হবে? | Does social narrative matter?
ছোটবেলা থেকেই আমাদের মাথায় expectation এর তৃতীয় একটি উৎস ঢুকিয়ে দেয়া হয়, আর তা হলো সমাজ। না, এটা করা যাবে না, সমাজে মুখ দেখানো যাবে না, ওইটা হতে হবে, নাহলে কেমনে কি? এমন হাজারটা বোঝার ভার বাড়তে থাকে আর আমরা পিষ্ট হতে থাকি। কিন্তু সত্যিকার অর্থে এই সমাজের চাপিয়ে দেয়া বোঝা আসলে কতটুকু যৌক্তিক আর অর্থবহ? জানতে চেয়েছিলাম, Sadman Sadik ভাইয়ার কাছে।
সবাইকে হাসানো Mr. Absar কে হাসায়? | A show to reinvent Mr. Absar in a different way! Ep. 20 is coming.
ক্যামেরার সামনে আমরা সবাই ই কিন্তু দুর্দান্ত, হাসিখুশি, লাইভলি একজন Rakin Absar কে দেখি। কিন্তু ক্যামেরার পিছনে তিনি কেমন? সবাইকে হাসানো Mr. Absar কেই বা কে হাসায়? তার এত এত হিউমার আর কমেডির উৎস কি?
এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা আড্ডার ঝাঁপি খুলে বসেছিলাম। এই আড্ডায় যোগ দিতে চটপট সাবস্ক্রাইব করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেল আর অপেক্ষা করতে হবে আগামী বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০তম এপিসোড রিলিজ হবার আগ পর্যন্ত।
সাবস্ক্রাইব করসেন তো? সিউর?