কাঠগোলাপ

কাঠগোলাপ My new page ❤️🥰

ভালোবাসা হউক কিংবা বন্ধুত্ব -গোপনেই সুন্দর বেশি লোক দেখানোর দরকার নেই। যতো লোক দেখাবেন বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা ততবেশি, মা...
18/09/2024

ভালোবাসা হউক কিংবা বন্ধুত্ব -
গোপনেই সুন্দর বেশি লোক দেখানোর দরকার নেই।
যতো লোক দেখাবেন বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা ততবেশি,
মানুষের বদ নজর বলে একটা ভয়ংকর কথা আছে।

রাগ অভিমান হবার পরেও যে মানুষটি আপনাকে পাগলের মতো ভালোবাসে সে আপনার যোগ্য !!😊🌸
06/06/2024

রাগ অভিমান হবার পরেও যে মানুষটি আপনাকে পাগলের মতো ভালোবাসে সে আপনার যোগ্য !!😊🌸

অন্য নারীর শরীরের ঘ্রাণ পেলে পুরুষ খুব সহজেই আগের নারী ভুলতে পারে! 😔🥹
06/06/2024

অন্য নারীর শরীরের ঘ্রাণ পেলে পুরুষ খুব সহজেই আগের নারী ভুলতে পারে! 😔🥹

যে থাকার ☺️সে এমনিতেই থেকে যাবে 🖤
05/06/2024

যে থাকার ☺️
সে এমনিতেই থেকে যাবে 🖤

❤️🌹🥰
05/06/2024

❤️🌹🥰

চাইলে মানুষ বেধে রাখা যায় ভালোবাসা না,🥲
30/05/2024

চাইলে মানুষ বেধে রাখা যায় ভালোবাসা না,🥲

30/05/2024
এ মন বড়ই উচাটন, বার বার চায় বার বাররসদ ফুরালো জড়ালো জীবনবেলা শেষে ক্লান্ত সবাই, একে একে নীড়ে পানেতুমি ও কি আছ সেই দলে??জ...
29/05/2024

এ মন বড়ই উচাটন, বার বার চায় বার বার
রসদ ফুরালো জড়ালো জীবন
বেলা শেষে ক্লান্ত সবাই, একে একে নীড়ে পানে
তুমি ও কি আছ সেই দলে??
জীবনের পথে, জীবনের রথে, সদা চলমান।
তোমরা তারে বল প্রেম
প্রাণের বিনিময়ে প্রাণ দান
আর আমি চলি উল্টো পথে উল্টো রথে
আমার অন্ধ আঁখি, সবই হৃদয়ের অনুধাবন
আমি বলি, এ প্রেম নয়, দান নয়, মহা প্রয়াণ।

🖤🖤
29/05/2024

🖤🖤

তোমার মুখের হাসি দেখে,কাটাবো সারা জীবন।নিজের হাতে, তোমার নামেসঁপে দিলাম এ মন।
28/05/2024

তোমার মুখের হাসি দেখে,
কাটাবো সারা জীবন।
নিজের হাতে, তোমার নামে
সঁপে দিলাম এ মন।

🥰❤️🌹
27/05/2024

🥰❤️🌹

তোকে ভুলবো না কোনদিন, শুধু একটিবার তোকে ছুঁয়ে দেখার আশায়।তোর অপেক্ষায় চাতক হয়ে মরতে চাই আমি-তোর জন্য আমার চির বসন্তে...
26/05/2024

তোকে ভুলবো না কোনদিন, শুধু একটিবার তোকে ছুঁয়ে দেখার আশায়।

তোর অপেক্ষায় চাতক হয়ে মরতে চাই আমি-

তোর জন্য আমার চির বসন্তের দেশে যাওয়ার স্বপ্ন ঘুচে যাবে।

No caption 🥰
25/05/2024

No caption 🥰

হোক নিভু নিভু ছোট্ট প্রেমের প্রদীপহোক না কয়েক পলক হোক কিছু সময়তবুও প্রেম থাকুক বেঁচেলোম ক‚পে ছুঁয়ে যাওয়া ছোট্ট প্রহরএতটু...
24/05/2024

হোক নিভু নিভু ছোট্ট প্রেমের প্রদীপ
হোক না কয়েক পলক হোক কিছু সময়
তবুও প্রেম থাকুক বেঁচে
লোম ক‚পে ছুঁয়ে যাওয়া ছোট্ট প্রহর
এতটুকুই চাই, শুধু সুখকে যেচে।।

এ মন বড়ই উচাটন, বার বার চায় বার বাররসদ ফুরালো জড়ালো জীবনবেলা শেষে ক্লান্ত সবাই, একে একে নীড়ে পানেতুমি ও কি আছ সেই দলে??জ...
24/05/2024

এ মন বড়ই উচাটন, বার বার চায় বার বার
রসদ ফুরালো জড়ালো জীবন
বেলা শেষে ক্লান্ত সবাই, একে একে নীড়ে পানে
তুমি ও কি আছ সেই দলে??
জীবনের পথে, জীবনের রথে, সদা চলমান।
তোমরা তারে বল প্রেম
প্রাণের বিনিময়ে প্রাণ দান
আর আমি চলি উল্টো পথে উল্টো রথে
আমার অন্ধ আঁখি, সবই হৃদয়ের অনুধাবন
আমি বলি, এ প্রেম নয়, দান নয়, মহা প্রয়াণ।

জানি, তোকে ছাড়াই আমার কেটে যাবে কয়েকটা বছর, কয়েকটা যুগতোকে ছাড়াই-.শুনতে পাব ভোরের আকাশে উড়ন্ত পাখির কলরব-দেখতে পাবো...
23/05/2024

জানি, তোকে ছাড়াই আমার কেটে যাবে কয়েকটা বছর, কয়েকটা যুগ

তোকে ছাড়াই-.

শুনতে পাব ভোরের আকাশে উড়ন্ত পাখির কলরব-

দেখতে পাবো ধুধু করা মাঠের পাশে বয়ে চলা যৌবনা নদী

তবুও,

আমি হারিয়ে যাব তোকে খোঁজার ছলে,

নিরুদ্দেশের দেশে।

জানি,

এক টুকরো ভালোবাসা খুঁজে পাব দূর আকাশের নিচে-

তারার মাঝে গাংচিলেরা এসে নিয়ে যেতে চাইবে,

দিগন্তের ওপারে !

শুভ্র বরফের মাঝে কোন এক এক্সিমোরা আমাকে নিয়ে গান লিখবে।

তবুও,

তোকে ভুলবো না কোনদিন, শুধু একটিবার তোকে ছুঁয়ে দেখার আশায়।

তোর অপেক্ষায় চাতক হয়ে মরতে চাই আমি-

তোর জন্য আমার চির বসন্তের দেশে যাওয়ার স্বপ্ন ঘুচে যাবে।

তোর জন্য হয়তো বা কষ্ট আর বেদনারা হবে আমার প্রতিবেশী।

তবুও,

স্বপ্নে বিভোর হয়ে উদ্ভ্রান্ত মেঘের সাথে দল দেব না আর,

শুধুই তোকে চাইবো,আর বলব একবার বেড়াতে-

এসো সুখ ! আমার ঘরে

পানতোয়া পাখির ঠোঁটে ভর করে প্রতিদিন র্সুয আসেচাতকের ছোট্ট ডানায় পাখা মেলে সজল বরষাভিজিয়ে দিয়ে যায় হৃদয়ের সব অলিন্দ।চির ...
22/05/2024

পানতোয়া পাখির ঠোঁটে ভর করে প্রতিদিন র্সুয আসে
চাতকের ছোট্ট ডানায় পাখা মেলে সজল বরষা
ভিজিয়ে দিয়ে যায় হৃদয়ের সব অলিন্দ।
চির নতুন, চির তরুন হয়ে বেঁচে থাকে
”সত্য””সম্পর্ক” আর ”সুন্দর” যা কিছু।
পলক তোলা থেকে ফেলা অব্ধি
অনিমেষ অপেক্ষায় থাকা।
স্মৃতির পাতায় খুঁজে নেয়া প্রিয় মুখ, চেনা কণ্ঠ
প্রিয় কিছু শব্দ যা চির নতুন।
অপেক্ষা একটা ভোরের
ঘাসের বুকে জমে থাকা ছোট্ট শিশির বিন্দু
যেন এক একটা সাত রঙা পৃথিবী,
দরজায় কড়া নেড়ে জানান দেবে,
এই তো তোমার পৃথিবী, সব দিলাম।
এবার কষ্ট ভুলো..

Address

Madaripur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাঠগোলাপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies