08/08/2021
একটি নতুন দেশ জন্ম হওয়ার গল্প | বাংলাদেশ | ১৯৪৭-৭১ | The Birth Story of A New Country | Bangladesh | 1947-71
একটি নতুন দেশ জন্ম হওয়ার গল্প
_________________________
গল্পের শুরুটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, ১৯৪৭ সাল। ভারতবর্ষের দুটি প্রধান মুসলিম অধ্যুষিত অঞ্চল নিয়ে পাকিস্তান নামের রাষ্ট্র গঠনের প্রস্তাব অনুসারে ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান প্রতিষ্ঠা হলো । ভারত প্রজাতন্ত্র দ্বারা বিভক্ত নবগঠিত পাকিস্তান অধিরাজ্যের পূর্ব ও পশ্চিম দুইটি অংশের ভৌগোলিক দূরত্ব ছিল দুই হাজার মাইলের অধিক। কিছুদিনের মধ্যেই এদেশের তথা পূর্ব পাকিস্তানের জনগণ অনুভব করলেন, পাকিস্তানের শাসকবর্গ বহুবাচনিক সমাজে পূর্ব পরিকল্পিত ঐক্যবদ্ধ একক সংস্কৃতি প্রতিষ্ঠার গভীর ষড়যন্ত্র করছে। দুই অংশের মানুষের মধ্যে কেবল ধর্মে মিল থাকলেও, জীবনযাত্রা ও সংস্কৃতিতে প্রচুর অমিল ছিল। দুই অংশের জনসংখ্যা প্রায় সমান হওয়া সত্ত্বেও, রাজনৈতিক ক্ষমতা পশ্চিম পাকিস্তানে কেন্দ্রীভূত হতে থাকে। পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে ধারণা জন্মাতে থাকে যে, অর্থনৈতিকভাবে তাদের বঞ্চিত করা হচ্ছে। এরকম বিভিন্ন কারণে অসন্তোষ দানা বাঁধতে থাকে। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন দুইটি অঞ্চলের প্রশাসন নিয়েও মতানৈক্য দেখা দেয়। এভাবেই জন্ম নেয় কিছু বিশেষ দিন ও ক্ষণের, যা একটি নতুন স্বাধীন স্বার্বভৌম দেশ সৃষ্টির ইতিহাস। ১৯৫২ এর ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সাধারণ নির্বাচন, ১৯৫৮ সালের সামরিক শাসন, ১৯৬২ সালের শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে আন্দোলন, ছাত্র সমাজের সশস্ত্র আন্দোলনের প্রস্তুস্তি, ১৯৬৬ এর ৬ দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা, ১৯৬৯ এর গণ-আন্দোলন, ১৯৭০ এর সাধারণ নির্বাচন, ১৯৭১ এর অসহযোগ আন্দোলন এবং অবশেষে স্বাধীনতার লক্ষ্যে সংগঠিত মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় একটি নতুন স্বাধীন স্বার্বভৌম দেশ বাংলাদেশ।