এম এইচ বি আমি এই পারে বসিয়া কান্দি কেমনে যাব ঐ পারে
এম এইচ বি আমি এই পারে বসিয়া কান্দি কেমনে যাব ঐ পারে
আমি জেনে শুনে একি করিলামরে বন্ধু বিদেশী কেন মন দিলাম,
আমি জেনে শুনে একি করিলামরে বন্ধু বিদেশী কেন মন দিলাম,
ছোট সাথী, আমার সকল দুঃখ দূরে যাই তো তুই হইলে আমার এই আমার।
শাহ জুয়েল কিশোর, বড়কি দিসলাম হেল মামাটে হাদ্দে চারানী
নুর আলম সরকার, বুখ চিরিয়া সবাইরে দিতাম আর কি দেবো বলো না।
চোট্র সাথী সরকার,কোন এক দিন আমায় খুঁজবে সেই দিন ওগো।
জলি পারভিন, করিমনা কাম ছাড়ে না মদনে।
লালন কন্যা দিনা মন্ডল, নবীর শান,লালন গীতি।
সুলতানা কিশোর,অকুলে রি কুল গো নবী ফুলছে রাতের ফুল।
নুর আলম সরকার, কমল প্রাণের সয়না রে আর তুই বন্ধু।
চোট্র সাথী সরকার, আমি তোর পিরিতের মনা ছায়া দেখনা এক নজর।
অন্ধ আনোয়ার সরকার তুমি তো সুন্দর রূপের মনোহর।
নুর কাজল, তোমার নামে আমায় করলো পাগল।
খাজা বাবা গাজা বাবা মারহাবা মারহাবা,সুলতানা কিশোর।
অন্ধ আনোয়ার সরকার , না বুঝে আসা ধরে যৌবন কালে খুয়াইছো
বাউল মামুন সরকার, আমি পারিনা আর পারিনা আমি কেন মরি না।
হক ভান্ডার শরীফ, বিচার কান্দা, জসিম শাহ মাজারে,৩৯তম,বাদশরিক ওরস মোবারক।
জলি পারভীন,ওরে তোমায় লইয়া এই জিবনে।
আমি যার লাগিয়া আঁধারে খুজিয়া বেড়ায় আমি, আনোয়ার সরকার।
জলি পারভিন, তোমার সাথে প্রেম করিয়া আমার পরান ভরে না।
নুর কাজল, আমি কেমনে রাখিবো তোর মন।
আমার জিন্দা অলি করিম শাহ বাবা তোর লাইগা হাজার হাজার বক্ত কান্দে তোর লাইগারে
আনোয়ার সরকার,এই হালে কি যাবে আমার দিনও আমি মন প্রান দিয়েছি যারে সেই যদি গো
tumi jayo na jayo na bundu re
pubali batase badam deke chaiy take
pubali batase badam deke chaiy take