Nazmul Huda Saify

Nazmul Huda Saify Islamic Minded

খাও আর ফজিলত কামাও...!!
24/04/2024

খাও আর ফজিলত কামাও...!!

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা...
10/04/2024

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা...

10/04/2024
26/03/2024

প্রথম সাময়িক পরীক্ষার সিট প্লানিং চলছে.. উম্মুল কুরআন মডেল মাদ্রাসা

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!পি,এইচ,পি কুরআনের আলো ফাউন্ডেশনেরচেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেব আজ বা...
23/03/2024

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

পি,এইচ,পি কুরআনের আলো ফাউন্ডেশনের
চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেব আজ বাংলাদেশ সময় সকাল ৭ঃ৩০ মিনিটে ইন্তেকাল করেন।

আল্লাহ তা'য়ালা হুজুরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন।

হে আল্লাহ আমাদের ক্ষমা করুন...
21/03/2024

হে আল্লাহ আমাদের ক্ষমা করুন...

দীর্ঘ তিনটি বছর পরে পবিত্র নগরী.. মক্কা মদিনাতে..মুফতী আমির হামজা...
20/03/2024

দীর্ঘ তিনটি বছর পরে পবিত্র নগরী.. মক্কা মদিনাতে..মুফতী আমির হামজা...

17/03/2024

আলহামদুলিল্লাহ,,, প্রথম "সবক" প্রদান অনুষ্ঠান, উম্মুল কুরআন মডেল মাদ্রাসা.. দোয়াতে শামিল রাখবেন..

মি'আরে হক্ব নিয়ে অনাহুত বিতর্ক হচ্ছে। অথচ এরূপ পরিভাষা না আছে কুরআনে না আছে হাদিসে। ইসলামে এরূপ নতুন পরিভাষার আমদানী যুগ...
03/03/2024

মি'আরে হক্ব নিয়ে অনাহুত বিতর্ক হচ্ছে। অথচ এরূপ পরিভাষা না আছে কুরআনে না আছে হাদিসে। ইসলামে এরূপ নতুন পরিভাষার আমদানী যুগে যুগে শুধু ইসলামের ক্ষতিই করেছে।

কুরআন সৃষ্ট না অসৃষ্ট ( خلق القرآن) এ পরিভাষা হিজরী তৃতীয় শতকে এসে এমন মারাত্মক বিতর্কে রূপ নেয় যে, যার প্রেক্ষিতে ঈমাম আহমাদ বিন হাম্বল (র.) কে অমানুষিক নির্যাতন সহ্য করে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। অথচ এ বিতর্কের প্রাথমিক পর্যায়ে হিজরী দ্বিতীয় শতকের শুরুতে ঈমাম আবু হানিফা (র.) এর কাছে দু'জন বিতর্ককারী সম্পর্কে জনৈক ব্যক্তি ফাতওয়া জিজ্ঞেস করেন যে, 'আমাদের এলাকায় দু'জন আলেম এ নিয়ে বিতর্ক করছেন, একজনের মতে কুরআন সৃষ্ট, অন্যজনের মতে কুরআন অসৃষ্ট। আমরা এখন কি করব?
ঈমাম আবু হানিফা (র.) এরূপ বিতর্কের ভয়াবহতা অঙ্কুর়েই উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি ফাতওয়া দিলেন, এ দু'আলেমের কারো পিছনে তোমরা নামাজ পড়ো না। কারণ সাহাবী (রা.), তাবেয়ীদের (র.) যুগে পরিভাষা হিসেবে এটির অস্তিত্বই ছিল না। এ নতুন পরিভাষাকে ঈমানের অন্তর্ভুক্ত করাটাই অপরাধ।

দীর্ঘ ১০০ বছরের ব্যবধানে সত্যিই এ বিতর্ক মুসলমানদের মধ্যে ভয়াবহ সংঘাতের কারণ হিসেবে আবির্ভূত হয়। ঈমাম আবু হানিফা (র.) মূলতঃ এরূপ পরিভাষাকে ইসলামে ইন করানোরই বিরুদ্ধে ছিলেন।

কিন্তু আমরা আজ এরূপ অসংখ্য নতুন বিষয়/পরিভাষাকে ইসলামের মৌলিক বিষয়ে পরিণত করে পারস্পরিক বিভাজন ও সংঘাতই কেবল বাড়াচ্ছি।

আমরা যত দ্রুত এ বিতর্কের অবসান ঘটাতে পারব, ততই জাতির কল্যাণ হবে।

আমার দেখায় মনে হয়েছে, দু'পক্ষেরই সাহাবীদের (রা.) প্রতি শ্রদ্ধা, ভালোবাসার কোন ঘাটতি নেই। সাহাবীদের (রা.) অনুসরণের আবশ্যকতা নিয়েও দু' পক্ষের কোন দ্বিমত নেই। অথচ নতুন এক পরিভাষার জন্ম দিয়ে শব্দ ও তত্ত্বগত দিক নিয়ে আজ দু'পক্ষ ব্যাপক সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এ সময়টি অন্য কোন কল্যাণকর কাজে ব্যয় করলে জাতি বেশি উপকৃত হতো।

আমি দু'পক্ষের জন্যই দোয়া করি, কল্যাণ কামনা করি।

আজ জুম্মায় দুই বাপ বেটা...সবাই দোয়া করবেন,, ঈমানের পথে যেন চলতে পারি...
01/03/2024

আজ জুম্মায় দুই বাপ বেটা...সবাই দোয়া করবেন,, ঈমানের পথে যেন চলতে পারি...

স্বাধীনতা!!স্বাধীনতা তুমি বর্ডার জুড়ে ফেনসিডিলের আড়ৎস্বাধীনতা তুমি টিভি খুললেই দেশটা আমার ভারত,স্বাধীনতা তুমি বোনের গা...
20/01/2024

স্বাধীনতা!!
স্বাধীনতা তুমি বর্ডার জুড়ে ফেনসিডিলের আড়ৎ
স্বাধীনতা তুমি টিভি খুললেই দেশটা আমার ভারত,
স্বাধীনতা তুমি বোনের গায়ে সানি লিওনের ড্রেস
স্বাধীনতা তুমি কড়া মেকাপের হিন্দি সিরিয়ালের বেষ।

স্বাধীনতা যখন কাঁটাতারে ঝুলন্ত মোদের ফেলানী
স্বাধীনতা তখন ক্যাটরিনা কাইফই আমার স্বপ্ন রানী,
স্বাধীনতা মোরে শেখাচ্ছে নিয়ত রামায়নের রাম ও রাঁধা
স্বাধীনতা নিয়েই হাসবো আমি, আমি যে শিকলে বাঁধা।

স্বাধীনতা তুমি করিয়াছ বাধ্য দিতে টিপাইমুখে বাঁধ
স্বাধীনতা তুমি পাঠাচ্ছ ভারত সামান্য উঠাতে দাঁত,
স্বাধীনতা যখন নিজের সংস্কৃতিকে নিজেই করিয়াছে বর্জন
স্বাধীনতা তখন ভাবতে থাকে কখন আমি হয়েছি অর্জন।

স্বাধীনতা তুমি লাখো শহীদের উৎসর্গ করা তাজাপ্রান
স্বাধীনতা তুমি দেশী শিল্পীদের বিদেশি গাওয়া হিন্দি গান,
স্বাধীনতা মানে জীবন নামের প্রাণ নাশক আন্তঃনগর ট্রেন
স্বাধীনতা তুমি পরাধীনতার বাকরুদ্ধ একটি বাংলাদেশ।।

লিখাঃ মামুন রাফী
১৫ জানুয়ারি ২০২৪

কারামুক্তির পর মুফতি আমির হামজা সাহেবের প্রথম মাহফিলে তাওহীদি জনতার উপচে পড়া ভীড়।স্থান: আশুলিয়া, সাভার, ঢাকা।
30/12/2023

কারামুক্তির পর মুফতি আমির হামজা সাহেবের প্রথম মাহফিলে তাওহীদি জনতার উপচে পড়া ভীড়।
স্থান: আশুলিয়া, সাভার, ঢাকা।

14/12/2023

আপনি যদি একটি কাচের বয়ামে বা কাচের জারে ১০০টি কালো পিঁপড়া এবং ১০০টি লাল পিঁপড়া রাখেন তবে কিছুই হবে না।

আপনি যদি জার বা বোতলটি জোরে নাড়ান বা ঝাকি দেন,তখন পিঁপড়ারা একে অপরকে মারতে শুরু করবে!

লাল পিঁপড়ারা কালো পিঁপড়াকে তাদের শত্রু মনে করবে এবং কালো পিঁপড়ারা লাল পিঁপড়াকে তাদের শত্রু মনে করবে।

কিন্তু এখানে সত্যিকারের শত্রু হল সেই বয়াম বা বোতল কাঁপানো ব্যক্তিটি।

তদ্রূপ আমাদের ব্যাক্তি জীবন বা সমাজেও একই ঘটনা ঘটে।

তাই একে অপরকে শত্রু ভেবে আক্রমণ বা কষ্ট দেয়ার আগে একবার ভাবা উচিত আসলে কে ঝাঁকুনি দিচ্ছে!

>>এই কথাগুলি সবার আগে আলেম সমাজকে বুঝতে হবে

বর্তমান বিশ্বের মুসলিম উম্মাহর বাস্তব অবস্থা...
30/11/2023

বর্তমান বিশ্বের মুসলিম উম্মাহর বাস্তব অবস্থা...

একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের দৃশ্য! যা কিনা নাস্তিকদের চরম জবাব হতে পারে।পাশ্চাত্য সভ্যতায় অন্ধবিশ্বাসী তথাকথিত মুক্তমনাদ...
13/11/2023

একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের দৃশ্য! যা কিনা নাস্তিকদের চরম জবাব হতে পারে।

পাশ্চাত্য সভ্যতায় অন্ধবিশ্বাসী তথাকথিত মুক্তমনাদের এমন দৃশ্য সত্যিই অচিন্তনীয়। বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করলে দেখা যায়- র‍্যাগ ডে'র আয়োজন!রঙ মাখামাখি! আরো ইত্যাদি বিষয়।

সেখানে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আল-কোরআন ও আল হাদিস ডিপার্টমেন্টের ভিন্ন আয়োজন।

যা কিনা ইসলামকে রিপ্রেজেন্ট করে এবং নাস্তিকদের মন মস্তিষ্কের ব্যাথার কারণ হতে পারে।

এনারাই হবে কর্ণধার।
الجامعة الاسلامية

আল্লাহর জন্য, ইসলামের জন্য.. কেউ গ্রেফতার হলে তাঁর সম্মান কমেনা বরং বৃদ্ধি পায়..প্রমাণিত..  #মাওলানা রফিকুল ইসলাম মাদানী...
12/11/2023

আল্লাহর জন্য, ইসলামের জন্য.. কেউ গ্রেফতার হলে তাঁর সম্মান কমেনা বরং বৃদ্ধি পায়..প্রমাণিত..
#মাওলানা রফিকুল ইসলাম মাদানী
#শায়খ হারুন এজহার..

ওরা জানেনা আমরা ধুলির তখতে বসে পৃথিবী শাসন করেছি,,, আমরা হাসতে হাসতে প্রাসাদ ছেড়ে দিতে পারি.. কিন্তু পবিত্র নগরীর রাজত্ব...
05/11/2023

ওরা জানেনা আমরা ধুলির তখতে বসে পৃথিবী শাসন করেছি,,, আমরা হাসতে হাসতে প্রাসাদ ছেড়ে দিতে পারি.. কিন্তু পবিত্র নগরীর রাজত্ব ছাড়বো না...

বহুদিন পর তিন বন্ধু.. একসাথে উত্তরাতে আনন্দঘন বেশকিছু মুহূর্ত কাটালাম..যা স্মৃতিতে অনেকদিন রয়ে যাবে।।  ভালো থাকুক প্রিয...
04/11/2023

বহুদিন পর তিন বন্ধু.. একসাথে উত্তরাতে আনন্দঘন বেশকিছু মুহূর্ত কাটালাম..যা স্মৃতিতে অনেকদিন রয়ে যাবে।। ভালো থাকুক প্রিয় মানুষগুলো..।
#মাহফুজুর রহমান দিনাজপুরি
#মহিউদ্দিন খান মোজাহেদী
#নাজমুল হুদা

এই গণজোয়ার ইসলামের পক্ষে.. আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই দেশে ইসলাম কায়েম হবেই হবে।।
04/11/2023

এই গণজোয়ার ইসলামের পক্ষে.. আলহামদুলিল্লাহ
ইনশাআল্লাহ, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই দেশে ইসলাম কায়েম হবেই হবে।।

এটা কোন খেলাফত আমলের ছবি নয়..বরং বর্তমান। নিজের বাসভবন থেকে বের হচ্ছেন আ-ফ-গানিস্তানের প্রধান বিচারপতি শায়েখ আবদুল হাকিম...
03/11/2023

এটা কোন খেলাফত আমলের ছবি নয়..বরং বর্তমান।

নিজের বাসভবন থেকে বের হচ্ছেন আ-ফ-গানিস্তানের প্রধান বিচারপতি শায়েখ আবদুল হাকিম হ-ক্কা-নি হাফিজাহুল্লাহ।

এটাই চিরন্তন সত্য.. সর্বকালে-সর্বযুগে আলেম দুই প্রকারের ছিলো আছে থাকবে..
01/11/2023

এটাই চিরন্তন সত্য.. সর্বকালে-সর্বযুগে আলেম দুই প্রকারের ছিলো আছে থাকবে..

29/10/2023

আমাদের মিছিল মৃত্যু পর্যন্ত.. চলবেই.. আমরা থেমে যাবার নই..
ইনশাআল্লাহ

28/10/2023

#যারা #আল্লার পথে চলে..তাদের কিসের ভয়.কে করে পরাজয়..

22/10/2023

দিনের শুরুতে মুসলিমের বিজয় হলো..ফজর..
নিয়ত করে ফেলুন..
বিজয় আমাদেরই..
>ইনশাআল্লাহ

16/10/2023

আলহামদুলিল্লাহ
ফিলিস্তিন দূতাবাসে আকিজ গ্রুপের এক কোটি টাকার চেক হস্তান্তর
DBC NEWS

বলো তোমার রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে....। সুবহানাল্লাহ।।
27/09/2023

বলো তোমার রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে....। সুবহানাল্লাহ।।

>>>ইসলামের সৌন্দর্য- খলিফা ওমর রাঃ এর বিচারের দরবার...."এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।"দোষী যুবকক...
22/09/2023

>>>ইসলামের সৌন্দর্য- খলিফা ওমর রাঃ এর বিচারের দরবার....

"এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।"

দোষী যুবককে টেনে-হিঁচড়ে খলীফার দরবারে নিয়ে এসেছেন দুই ব্যক্তি। তারা তাদের পিতার হত্যার বিচার চান।
*
খলীফা হযরত উমর (রা) সেই যুবককে জিজ্ঞেস করলেন যে তার বিপক্ষে করা অভিযোগ সত্য কিনা। অভিযোগ স্বীকার করল যুবক। দোষী যুবক সেই ঘটনার বর্ণনা দিলঃ
*
"অনেক পরিশ্রমের কাজ করে আমি বিশ্রামের জন্য একটি খেজুর গাছের ছায়ায় বসলাম। ক্লান্ত শরীরে অল্প সময়েই ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র বাহন উটটি পাশে নেই। খুঁজতে খুঁজতে কিছু দূর গিয়ে পেলাম, তবে তা ছিল মৃত। অভিযোগকারী এই দুই ব্যক্তির বাবাকে আমার মৃত উটের পাশে পেলাম। সে আমার উটকে তার বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে। এই কারণে আমি হঠাৎ করে রাগান্বিত হয়ে পড়ি এবং তার সাথে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি। ফলে সে সেইখানেই মারা যায়। যা একেবারেই অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে। এর জন্য আমি ক্ষমাপ্রার্থী।"
*
বাদী’রা জানালেন- "আমরা এর মৃত্যুদণ্ড চাই।" সব শুনে হযরত উমর (রা) অপরাধী যুবককে বললেন, "উট হত্যার বদলে তুমি একটা উট দাবি করতে পারতে, কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছ। হত্যার বদলে হত্যা। এখন তোমাকে মৃত্যুদন্ড দেয়া হবে। তোমার কোন শেষ ইচ্ছা থাকলে বলতে পারো।" নওজোয়ান বললো, "আমার কাছে কিছু ঋণ ও অন্যের রাখা কিছু আমানত আছে। আমাকে যদি কিছু দিন সময় দিতেন, আমি বাড়ি গিয়ে আমানত ও ঋণগুলি পরিশোধ করে আসতাম।"
*
খলিফা হযরত উমর (রা) বললেন, "তোমাকে এভাবে একা ছেড়ে দিতে পারি না। যদি তোমার পক্ষ থেকে কাউকে জিম্মাদার রেখে যেতে পারো তবে তোমায় সাময়িক সময়ের জন্য যেতে দিতে পারি।“ নওজোয়ান বললো, "এখানে আমার কেউ নেই যে আমার জিম্মাদার হবে।" যুবকটি তখন নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইল।
*
এই সময় হঠাৎ মজলিসে উপস্থিত একজন সাহাবী হযরত আবু যর গিফারী (রা) দাঁড়িয়ে বললেন, "আমি হবো ঐ ব্যক্তির জামিনদার। তাকে যেতে দিন।" আবু যর গিফারীর (রা) এই উত্তরে সভায় উপস্থিত সবাই হতবাক। একে তো অপরিচিত ব্যক্তি, তার উপর হত্যার দন্ডপ্রাপ্ত আসামী! তার জামিনদার কেন হচ্ছেন আবু জর!
খলিফা বললেন, "আগামি শুক্রবার জুম্মা পর্যন্ত নওজোয়ানকে মুক্তি দেয়া হলো। জুম্মার আগে নওজোয়ান মদীনায় ফেরত না আসলে নওজোয়ানের বদলে আবু যরকে মৃত্যুদন্ড দেয়া হবে।" মুক্তি পেয়ে নওজোয়ান ছুটলো মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে। আবু যর গিফারী (রা) চলে গেলেন নিজ বাড়িতে।
*
দেখতে দেখতে জুম্মাবার এসে গেল। নওজোয়ানের আসার কোনো খবর নেই। হযরত উমর (রা) রাষ্ট্রীয় পত্রবাহক পাঠিয়ে দিলেন আবু যর গিফারির (রা) কাছে। পত্রে লিখা, আজ শুক্রবার বাদ জুমা সেই যুবক যদি না আসে, আইন মোতাবেক আবু যর গিফারির মৃত্যুদন্ড কার্যকর করা হবে। আবু যর যেন সময় মত জুম্মার প্রস্তুতি নিয়ে মসজিদে নববীতে হাজির হন। খবর শুনে সারা মদীনায় থমথমে অবস্থা। একজন নিষ্পাপ সাহাবী আবু যর গিফারী আজ বিনা দোষে মৃত্যুদন্ডে দন্ডিত হবেন।
জুমার পর মদীনার সবাই মসজিদে নববীর সামনে হাজির। সবার চোখে পানি। কারণ দন্ডপ্রাপ্ত যুবক এখনো ফিরে আসেনি। জল্লাদ প্রস্তুত।
*
জীবনে কত জনের মৃত্যুদন্ড দিয়েছে তার হিসেব নেই। কিন্তু আজ কিছুতেই চোখের পানি আটকাতে পারছে না জল্লাদ। আবু যরের মত একজন সাহাবী সম্পূর্ণ বিনা দোষে আজ মৃত্যুদন্ডে দন্ডিত হবেন, এটা মদীনার কেউ মেনে নিতে পারছেন না। এমনকি মৃত্যুদন্ডের আদেশ প্রদানকারী খলিফা উমর (রা) নিজেও চিন্তিত হয়ে পড়েছেন। হৃদয় তাঁর ভারাক্রান্ত। তবু আইন তার নিজস্ব গতিতে চলবে। কারো পরিবর্তনের হাত নেই। আবু যর (রা) তখনও নিশ্চিন্ত মনে হাঁসি মুখে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত। জল্লাদ ধীর পায়ে আবু যর (রা) এর দিকে এগুচ্ছেন আর কাঁদছেন। আজ যেন জল্লাদের পা চলে না। পায়ে যেন কেউ পাথর বেঁধে রেখেছে।
*
এমন সময় এক সাহাবী উচ্চ স্বরে জল্লাদকে বলে উঠলেন, "হে জল্লাদ একটু থামো। মরুভুমির ধুলার ঝড় উঠিয়ে ঐ দেখ কে যেন আসছে। হতে পারে ঐটা নওজোয়ানের ঘোড়ার পদধুলি। একটু দেখে নাও।" ঘোড়াটি কাছে আসলে দেখা যায় সত্যিই এ সেই নওজোয়ান।
*
নওজোয়ান দ্রুত খলিফার সামনে এসে বললো, "আমীরুল মুমিনীন, মাফ করবেন। রাস্তায় যদি আমার ঘোড়া পায়ে ব্যথা না পেত, তবে যথা সময়েই আসতে পারতাম। বাড়িতে গিয়ে আমি একটুও দেরি করিনি। বাড়ি পৌঁছে গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করি। তারপর বাবা, মা এবং নববধুর কাছে সব খুলে বলে চিরবিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদীনার উদ্দেশ্যে রওনা দেই। এখন আমার জামিনদার ভাইকে ছেড়ে দিন আর আমাকে মৃত্যুদন্ড দিয়ে পবিত্র করুন। কেননা কেয়ামতের দিন আমি খুনি হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না।"
*
আশেপাশের সবাই একেবারেই নীরব। চারিদিকে একদম থমথমে অবস্থা। সবাই হতবাক, কী হতে চলেছে! যুবকের পুনরায় ফিরে আসাটা অবাক করে দিলো সবাইকে।
*
খলিফা হযরত উমর (রা) যুবককে বললেন, "তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে, তারপরেও কেন ফিরে এলে?" উত্তরে সেই যুবক বলল- "আমি ফিরে এসেছি, কেউ যাতে বলতে না পারে, এক মুসলমানের বিপদে আরেক মুসলামান সাহায্য করতে এগিয়ে এসে নিজেই বিপদে পড়ে গেছিলো।"
*
এবার হযরত উমর (রা) হযরত আবু যর গিফারী (রা) কে জিজ্ঞেস করলেন, "আপনি কেন না চেনা সত্যেও এর জামিনদার হলেন?" উত্তরে হযরত আবু যর গিফারী (রা) বললেন, "পরবর্তিতে কেউ যেন বলতে না পারে, এক মুসলমান বিপদে পড়েছিলো, অথচ কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি।"
*
এমন কথা শুনে, হঠাৎ বৃদ্ধের দুই সন্তানের মাঝে একজন বলে উঠল, "হে খলীফা, আপনি তাকে মুক্ত করে দিন। আমরা তার উপর করা অভিযোগ তুলে নিলাম।"
*
হযরত উমর (রা) বললেন, “কেন তাকে ক্ষমা করে দিচ্ছ?” তাদের এক ভাই বলে উঠলো, "কেউ যেন বলতে না পারে, এক মুসলমান অনাকাঙ্ক্ষিত ভুল করে নিজেই স্বীকার করে ক্ষমা চাওয়ার পরেও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি।"

[হায়াতুস সাহাবা-৮৪৪]

ছবিটি প্রতিকি
লেখাটা নেট থেকে সংগৃহীত

কি বিস্ময়কর! পড়ার পর আপ‌নি আঁৎ‌কে উঠ‌বেন।শা‌তি‌মে রাসুল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ফ্রা‌ন্সের প্রে‌সি‌ডেন্ট ম্যা‌ক্...
12/09/2023

কি বিস্ময়কর! পড়ার পর আপ‌নি আঁৎ‌কে উঠ‌বেন।

শা‌তি‌মে রাসুল (সল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম) ফ্রা‌ন্সের প্রে‌সি‌ডেন্ট ম্যা‌ক্রো বাংলা‌দে‌শে এ‌সে যার বা‌ড়ি‌তে অবস্থান কর‌লেন!

২০০৮ খ্রিস্টাব্দে মান্দার নামক একটি ইসলামবিদ্বেষী নাটক মাঞ্চায়িত হয়। সেই নাটকের মূল চরিত্রের নাম রাখে ' রাসুল_খান '!
বিষয়টি মুসলিমদের নজরে আসলে ব্যাপক বিক্ষোভ আর প্রতিবাদ হয় দেশজুড়ে। ফলে সরকার সেই মান্দার নাটক নিষিদ্ধ করে।

আজ ১৫ বছর পর কাট্টা শাতীমে রাসূল (দরূদ) ফরাসী এমানুয়েল ম্যাক্রোঁ বাংলাদেশে এসে সেই মান্দার নাটকের নাট্যকার রাহুল আনন্দ এর বাসায় ১ ঘন্টা ৪০ মিনিট আনন্দ উদযাপন করে! হিসাব করে দেখছেন, তাদের কুফরি নেটওয়ার্ক কত সুদূরপ্রসারী?

আল্লাহর প্রিয়তম রাসূল (সাঃ) এঁর মহান সম্মানে কটাক্ষকারী শাতীমে রাসূল (দরূদ) বিশ্বমোড়ল বাংলাদেশে এসে আরেক শাতীমে রাসূল (দরূদ) এর ইসলাম ও মুসলিম বিদ্বেষী কর্মকান্ডে বাহবা দিয়ে গেলো! আফসোস! মুসলিমরা মেতে আছে টিকটক, ক্রিকেট আর ফুটবল নিয়ে!

এদের বিরুদ্ধে ব্লাসফেমি আইনে মামলা করা দরকার! অনেকে মনে করে আন্দোলন করেছি, যথেষ্ট হয়েছে! কিন্তু মামলা না করলে এগুলোর রেকর্ড থাকে না! মামলা হলে একেবারে তা এড়িয়ে যাওয়া সহজ হয় না! ব্যবস্থা নিতেই হয়! কাজেই মামলা করা জরুরি!

রাষ্ট্রযন্ত্র এই লোককে ৯০% মুসলিম অধ্যুষিত এদেশে এনে নবীপ্রেমিকদের বিরুদ্ধে নিজেদের অবস্থান পরিষ্কার করলো। এবং কোটি কোটি মুমিনের হৃদয়ে চরম আঘাত হানলো। বিচারের দায়ভার আল্লাহর হাতে ন্যাস্ত করা হলো। আর ২০২১ সালে মোদির সফর ঠেকাতে যারা অস্বাভাবিক সরব ছিলেন তারাই এবার ম্যাক্রোঁর সফরকালে অস্বাভাবিক নীরব। আসলে সবকিছুতেই ভারসাম্য থাকা চাই।

সাল্লাল্লাহু তায়া'লা আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লাম।

Collected

01/09/2023

আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
সুম্মা আলহামদুলিল্লাহ।।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Nazmul Huda Saify posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nazmul Huda Saify:

Videos

Share

Category

Nearby media companies



You may also like