STEED

STEED ♥STEED LOVER♥
(2)

সাদা সাদা, কালা কালা।
02/03/2023

সাদা সাদা, কালা কালা।

03/07/2022

কুরবানীর হাটে যা চলছে। 🤣🤣🤣

If It Doesn't Challenge You.It Doesn't Change You.
20/03/2022

If It Doesn't Challenge You.
It Doesn't Change You.

04/12/2021

জানি একদিন আমি চলে যাবো 🎶

অপেক্ষা।❤এই দিনটি সবার জীবনেই আসবে৷ কারো আগে কারো বা পরে।তখন ভালোবাসার মানুষের অভাব হবে না।
27/11/2021

অপেক্ষা।❤
এই দিনটি সবার জীবনেই আসবে৷
কারো আগে কারো বা পরে।
তখন ভালোবাসার মানুষের অভাব হবে না।

23/11/2021

😂

19/11/2021

আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়?

দুনিয়ার সব বাবারাই সন্তানের চোখ দিয়ে নিজ স্বপ্ন দেখে।❤
14/11/2021

দুনিয়ার সব বাবারাই সন্তানের চোখ দিয়ে নিজ স্বপ্ন দেখে।❤

30/09/2021
04/09/2021

Cush station 5ft branch opening. ❤

04/09/2021

Cush station 5ft branch opening. ❤

নিউইয়র্ক-এ সম্প্রতি একটা শো-রুম চালু হয়েছে। যেটার নাম হলো "Husband ফর Sale":---------এখানে বিভিন্ন ধরনের পুরুষরা রয়েছেন,...
10/08/2021

নিউইয়র্ক-এ সম্প্রতি একটা শো-রুম চালু হয়েছে। যেটার নাম হলো
"Husband ফর Sale":---------

এখানে বিভিন্ন ধরনের পুরুষরা রয়েছেন, মেয়েরা এখান থেকে নিজের পছন্দ অনুযায়ী পতি পছন্দ করতে পারবে।

সেখানের নিয়ম হলো--
১) যে কোন মহিলা সেখানে একবারই মাত্র প্রবেশাধিকার পাবেন।
২) এখানে ৬ টি ফ্লোর আছে এবং মহিলারা যে কোন ফ্লোর থেকে নিজের পতি নির্বাচন করতে পারেন। তবে ২য় ফ্লোর অতিক্রম করে ৩য় ফ্লোরে গিয়ে যদি পতি পছন্দ না হয়, তাহলে ঐ মহিলা তার উপরের ফ্লোরে যেতে পারেন, কিন্তু যে ফ্লোর তিনি ইতিমধ্যে অতিক্রম করে চলে গেছেন সেখান থেকে আর পতি নির্বাচন করতে পারবেন না। অর্থাৎ উপরের ফ্লোরের পতি পছন্দ না হলে পুনরায় নিচের ফ্লোরে এসে পতি পছন্দ করা যাবে না।

এক মহিলা গেছেন নিজের জন্য পতি পছন্দ করতে। গিয়ে দেখলেন....

১ম ফ্লোরে লেখা আছে-- এখানের পুরুষরা চাকুরীজীবী ও তারা সৃষ্টিকর্তা বিশ্বাসী।

মহিলাটি তারপর দ্বিতীয় ফ্লোরে গেলেন। ২য় ফ্লোরে লেখা আছে-- এখানের পুরুষরা চাকুরিজীবি, সৃষ্টিকর্তা বিশ্বাসী ও স্ত্রী প্রেমিক।

মহিলাটি ধীরে ধীরে ৩নং ফ্লোরের দিকে অগ্রসর হলেন...
৩নং ফ্লোরে লেখা আছে- এখানের পুরুষরা চাকুরিজীবি, সৃষ্টিকর্তা বিশ্বাসী, স্ত্রী প্রেমিক ও খুব সুদর্শন।

মহিলাটি আরেকটু ভালো পতি নির্বাচনের আশায় ৪র্থ ফ্লোরে গেলেন...

সেখানে লেখা রয়েছে-- এখানের পুরুষরা চাকুরিজীবি, সৃষ্টিকর্তা বিশ্বাসী, স্ত্রী প্রেমিক, সুদর্শন এবং তারা স্ত্রীকে গৃহ কর্মে সাহায্য করতেও আগ্রহী।

যতই উপরের দিকে যাচ্ছেন গুণধর পতিদের সন্ধান মিলছে দেখে উচ্ছ্বসিত হয়ে মহিলা ৫ম ফ্লোরের দিকে পা বাড়ালেন ...

সেখানে লেখা রয়ছে --
এখানের পুরুষরা চাকুরিজীবি, সৃষ্টিকর্তা বিশ্বাসী, স্ত্রী প্রেমিক, সুদর্শন এবং তারা স্ত্রীকে গৃহ কর্মে সাহায্য করতেও আগ্রহী আর তারা খুব রোমান্টিক ভাবনার পুরুষ।

এখানেই মহিলাটির শেষ গন্তব্য হওয়া উচিত ছিল,
কিন্তু তবু তিনি ৬ নং ফ্লোরে গেলেন আরো গুণধর পতির সন্ধানের আশায়।

সেখানে লেখা রয়েছে--দু:খিত এখানে যারা নিজের জন্য পতি নির্বাচনের বাসনা নিয়ে এখানে এসেছিলেন, কিন্তু নির্বাচন করার মত কোন পুরুষ নেই। এই ফ্লোরটা আমাদের শো-রুমের কোন অঙ্গ নয়। এই ফ্লোরটা রাখা হয়েছে শুধু এটা প্রমান করার জন্য যে মেয়েদের সন্তুষ্ট করাটা কতবড় একটা অসম্ভব ব্যাপার !!!

Collected😂😂😂

20/07/2021

Eid Mubarak ❤❤❤

16/07/2021

🏃🏃🏃

13/07/2021

Ek Din Use Bhoola Doonga Main
Uske Nishaan Mita Doonga Main
Chaahonga Na Main Us Patthar Ko
Jaa Use Bata De.

11/07/2021

This is what it means to Messi❤ and Argentina 🏆🇦🇷

COPA AMERICA CHAMPS 🎉❤

Etai chhilo Final. ❤Congratulations Argentina ❤❤❤Congratulations Angel Fabian Di Maria ❤Congratulations  Lionel Andres M...
11/07/2021

Etai chhilo Final. ❤
Congratulations Argentina ❤❤❤
Congratulations Angel Fabian Di Maria ❤
Congratulations Lionel Andres Messi ❤
Congratulations Emiliano Martinez❤
Brazil valo khelechhe.

10/07/2021

এটা কি ছিলো 🤣
সিরিয়াসলি নিবে না কেও।

09/07/2021

Zara Tasveer Se Tu Nikalke Saamne Aa
Meri Mehbooba ❤
Meri Taqdeer Hai Tu Machalke Saamne Aa
Meri Mehbooba ❤

05/07/2021

কেন???
🤣🤣🤣🤣

কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে– ❤ওহে এত প্রেম আমি কোথা পাব, নাথ, তোমারে হৃদয়ে রাখিতে।আমার সাধ্য কিবা তোমা...
04/07/2021

কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে– ❤
ওহে এত প্রেম আমি কোথা পাব, নাথ, তোমারে হৃদয়ে রাখিতে।
আমার সাধ্য কিবা তোমারে–
দয়া না করিলে কে পারে–
তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে।

03/07/2021

01/07/2021

Tum chhupa na sakogi mai woo raaj hoo.😊
Tum bhula na sakogi wo andaj hoo.😊

25/06/2021

ময়লা টি শার্ট।
😉😜😂😂🤣🤣

একজন পিতা তার মেয়েকে আইফোন উপহার দেয়। দ্বিতীয় দিন পিতা কন্যাকে জিজ্ঞাসা করলো আইফোন পাওয়ার পর সর্বপ্রথম তুমি কি করেছো...
24/06/2021

একজন পিতা তার মেয়েকে আইফোন উপহার দেয়। দ্বিতীয় দিন পিতা কন্যাকে জিজ্ঞাসা করলো আইফোন পাওয়ার পর সর্বপ্রথম তুমি কি করেছো ??

মেয়ে:- আমি স্ক্রীন গার্ড আর কভার অর্ডার দিয়েছি।

পিতা:- এটা করার জন্য তোমাকে কি কেউ বাধ্য করেছে ?

মেয়ে:- না কেউ করেনি।

পিতা:- তোমার এমন লাগে না, যে তুমি আইফোন নির্মাতা কে অপমান করছো ?

মেয়ে:- না.. আইফোন নির্মাতা থেকে স্বয়ং কভার ও স্ক্রীন গার্ড লাগানোর জন্য উপদেশ দিয়েছে।

পিতা:- ও তাহলে আইফোন অনেক খারাপ দেখাবে তবুও তুমি ওর জন্য কভার কিনেছ ?

মেয়ে:- না বরং খারাপ না হওয়ার জন্য কভার অর্ডার দিয়েছি।

পিতা:- কভার লাগানোয় কি ওর সৌন্দর্য কমে যাবে না ?

মেয়ে:- না.. কভার লাগানোর পর আরো সুন্দর দেখাবে ।

পিতা:- মেয়ের দিকে স্নেহের নজরে তাকিয়ে বলল, মা আইফোন এর থেকেও দামি তোমার শরীর। এই ঘরের আর আমাদের সম্মান তুমি, তোমার শরীরকে কাপড়ে কভার করলে তোমার সুন্দরতা আরো বেড়ে যাবে।

মেয়ের কাছে এই প্রশ্নের কোন উত্তর ছিল না, শুধু চোখ থেকে নির্ঝরে অশ্রু বেরিয়ে যাওয়া ছাড়া।

নারীর মর্যাদা আড়ালে কমে না,, বিনা আড়ালে কমে।

কাওকে আঘাত করার জন্য পোস্টটা করিনি। কেউ মানসিক আঘাত পেলে দুঃখিত,,
কপি পোষ্ট

Address

East Kadamtoly, Merajnagar, Kadamtoly
Dhaka
1362

Telephone

+8801774538770

Website

Alerts

Be the first to know and let us send you an email when STEED posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to STEED:

Videos

Share


Other Dhaka media companies

Show All