কবিতার মায়াজাল

কবিতার মায়াজাল আমার শত দিবস কাটে
তোমাকে পাওয়ার আশায়,
আর তুমি আসক্ত
অন্য কারো ভালবাসায় !!

আরজে মেহেদী ____✍️
(1)

যদি ভালোবাসা যেতে বলে— রুদ্র গোস্বামী
18/12/2023

যদি ভালোবাসা যেতে বলে
— রুদ্র গোস্বামী

দূর থেকে কাউকে হাসিখুশি দেখলেই  আমরা ধারণা করে নেই  মানুষটা সুখী! প্রকৃতপক্ষে  হাসিখুশি থাকা মানুষগুলোর ভেতরটা'ই সবচেয়ে...
18/12/2023

দূর থেকে কাউকে হাসিখুশি দেখলেই আমরা ধারণা করে নেই মানুষটা সুখী! প্রকৃতপক্ষে হাসিখুশি থাকা মানুষগুলোর ভেতরটা'ই সবচেয়ে বেশি ভাঙাচোরা থাকে। তবু তারা হাসে! নিজেকে পরিপাটি দেখাতে, নিজে'ই নিজের সাহস যোগাতে। দুনিয়ার এই রঙ্গমঞ্চ টিকে থাকতে মানুষ জীবনের শেষ অব্দি নাটক করে যায়। যতটা রঙচং মেখে ভালো আছি প্রকাশ করা যায় মানুষ ততটাই দেখে! শুধু মানুষ দেখে না ভেতরের লুকিয়ে রাখা অ/ন্ধকার, মানুষ শুনে না চাপা কান্নার হাহাকার। এই হাহাকার যে মানুষকে ভেতরে ভেতরে মেরে ফেলে তবু এই মরণ মানুষ দেখে না, "দেহের ম/রণে সবাই কাঁদে মনের ম/রণে কেউ কাঁদে না'।

লেখা: পারভীন ইসলাম
📷: আফরোজা

তুমি তো জানতে এক সুবিশাল মরুভূমির মত এই জীবনে একমাত্র শান্তির সুবাতাস তুমিই।জানতে ঠিক কতটা বেদনার ভার বইতে বইতে এক দন্ড ...
18/12/2023

তুমি তো জানতে এক সুবিশাল মরুভূমির মত এই জীবনে একমাত্র শান্তির সুবাতাস তুমিই।
জানতে ঠিক কতটা বেদনার ভার বইতে বইতে এক দন্ড তোমার আঙিনায় দাঁড়াতাম।
সবকিছু জেনেশুনেই অকারণ দায়ে দায়ী করে সরে গেলে।
এখনো ঘুম ভেঙেই হাতে নিই মুঠোফোন।
আতিপাতি খুঁজে ফিরি একটা ছোট্ট কোন শব্দ।
একটা শব্দ বলতেও কি ভীষণ কৃপণতা তোমার।
হয়তো একদিন অপেক্ষার অবসান হবে।
একদিন ফিরে এসে ডাক দিয়ে উঠবে গভীর মমতায়।
এমন যেন না হয় সেই ডাক আমার অব্দি পৌঁছালই না,
আমি এতটা দূরত্বে কখনোই যেতে চাই না জানো!
কিন্তু প্রকৃতির ইচ্ছেকে কে কবে পাল্টাতে পেরেছে?!
সেদিন রবি ঠাকুরের অই গানটাই দূরে কোথাও অলক্ষ্যে বাজবে..চুকিয়ে দেবো লেনা দেনা,মিটিয়ে দেবো গো..বন্ধ হবে আনাগোনা এই হাটে...

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন
-মিমোসা নূপুর

ভালো থাকতে হলে, মাঝেমধ্যে একটু নিষ্ঠুর হতে হয়!লেখা: সংগৃহীত📷: আফরোজা
18/12/2023

ভালো থাকতে হলে,
মাঝেমধ্যে একটু নিষ্ঠুর হতে হয়!

লেখা: সংগৃহীত
📷: আফরোজা

Department of Archives and LibraryMinistry of Cultural AffairsAlhamdulillah  Enlisted.....
17/12/2023

Department of Archives and Library
Ministry of Cultural Affairs
Alhamdulillah Enlisted.....

শুভ জন্মদিন প্রিয় বাংলাদেশ ভালো থেকো তুমি,শত রক্ত দিয়ে কেনা আমার এই প্রিয় জন্মভূমি।~ আর জে মেহেদী ______✍️ #১৬ডিসেম্বরে...
16/12/2023

শুভ জন্মদিন প্রিয় বাংলাদেশ
ভালো থেকো তুমি,
শত রক্ত দিয়ে কেনা
আমার এই প্রিয় জন্মভূমি।

~ আর জে মেহেদী ______✍️
#১৬ডিসেম্বরের_কবিতা
#কবিতা #আরজে_মেহেদী

আজকাল আর সিনেমার অভিনয় দেখার প্রয়োজন পরে না, চোখের সামনে চেনা মানুষদের অভিনয় দেখতে দেখতেই কেটে যায় সময়। লেখা: সাবরিনা সু...
15/12/2023

আজকাল আর সিনেমার অভিনয় দেখার প্রয়োজন পরে না, চোখের সামনে চেনা মানুষদের অভিনয় দেখতে দেখতেই কেটে যায় সময়।

লেখা: সাবরিনা সুলতানা
📷: আফরোজা

যে মানুষ অন্য মানুষটিকে নিয়মিত ঠ'কি'য়ে যায়, একটা সময় সে তার নিজের 'সত্তার' কাছে নিজেই ঠ'কে যায়।লেখা: শহিদুল সুমন📷: ...
14/12/2023

যে মানুষ অন্য মানুষটিকে নিয়মিত ঠ'কি'য়ে যায়, একটা সময় সে তার নিজের 'সত্তার' কাছে নিজেই ঠ'কে যায়।

লেখা: শহিদুল সুমন
📷: আফরোজা

শুভ জন্মদিন প্রিয় জন্মভূমিলেখা: আরজে মেহেদী শুভ জন্মদিন প্রিয় বাংলাদেশ ভালো থেকো তুমি,শত রক্ত দিয়ে কেনা আমার এই প্রিয় ...
13/12/2023

শুভ জন্মদিন প্রিয় জন্মভূমি
লেখা: আরজে মেহেদী

শুভ জন্মদিন প্রিয় বাংলাদেশ
ভালো থেকো তুমি,
শত রক্ত দিয়ে কেনা
আমার এই প্রিয় জন্মভূমি।

হয়তো পাক বাহিনীর নির্যাতনে,
মা গো তোমার নয়ন জানে
কতো নষ্ট কত রক্ত,
ছড়িয়ে আছে কত খানে,
জানি তোমাদের এতো ঋণ,
শোধ হবেনা কোনো দিন।

তবুও ফিরেছি আপন ঘরে,
রক্তে কেনা এই বিজয় ডিসেম্বরে,
এক চোখে লাল সবুজের পতাকা বেঁধে,
অন্য চোখে বিশ্বজয়ের স্বপ্ন দেখছি আমি,

শুভ জন্মদিন প্রিয় বাংলাদেশ
ভালো থেকো তুমি,
শত রক্ত দিয়ে কেনা
আমার এই প্রিয় জন্মভূমি।

আর হবেনা অত্যাচার শোষন
হায়নার দল বিতারিত এখন।
মোরা নয় মাস যুদ্ধ করে,
এক নতুন দেশ এনেছি বিশ্ব জুড়ে,

এখনো স্বপ্নের সংসদে বসে
কবি নজরুল, রবীন্দ্রনাথ লিখছে কবিতা,
এই আমার দেশ- আমার লাল সবুজের পতাকা,
বারবার তোমাতে বিশ্ব দেখি আমি।

শুভ জন্মদিন প্রিয় বাংলাদেশ
ভালো থেকো তুমি,
শত রক্ত দিয়ে কেনা
আমার এই প্রিয় জন্মভূমি।।

আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি! কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি! সবাই বলে ভালোবাসা হাসতে শেখায়। আমি সেই ভালোবাসাকে গ...
12/12/2023

আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি! কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি! সবাই বলে ভালোবাসা হাসতে শেখায়। আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকী কাঁদ'তে দেখেছি!

লেখা: সংগৃহীত
📷: অর্পিতা

সারাদিন কত ক্লান্তিময় ব্যস্ততায় থাকছি  তবুও তোমার খেয়ালে ডুব সাগরে ডুবে আছি আর তোমাকে ডুবে ডুবে ভালোবাসছি ।~ আরজে মেহ...
12/12/2023

সারাদিন কত ক্লান্তিময় ব্যস্ততায় থাকছি
তবুও তোমার খেয়ালে ডুব সাগরে ডুবে আছি
আর তোমাকে ডুবে ডুবে ভালোবাসছি ।

~ আরজে মেহেদী ___✍️

মানুষ বড়ই অ'দ্ভূত! কেউ একটুখানি ভালোবাসা পাবার জন্য দিনরাত কাঁদে আর কেউ এক বুক ভালোবাসা পেয়েও অ'বহেলা করে।লেখা: সংগৃহী...
12/12/2023

মানুষ বড়ই অ'দ্ভূত! কেউ একটুখানি ভালোবাসা পাবার জন্য দিনরাত কাঁদে আর কেউ এক বুক ভালোবাসা পেয়েও অ'বহেলা করে।

লেখা: সংগৃহীত
📸: আফরোজা

জীবনের শুরুটা যেমনই হোক, শেষটা সুন্দর হলেই জীবন সার্থক। লেখা ও ছবি : আফরোজা
10/12/2023

জীবনের শুরুটা যেমনই হোক,
শেষটা সুন্দর হলেই জীবন সার্থক।

লেখা ও ছবি : আফরোজা

রাত কারো জন্য অনাবিল সুখ নিয়ে আসে,কেউ বা কান্না চোখেও হাসে,কেউ বা দিচ্ছে বিবেকের জরিমানা, কেউ বা বুঝে নিচ্ছে ষোল আনা, হ...
10/12/2023

রাত কারো জন্য অনাবিল সুখ নিয়ে আসে,
কেউ বা কান্না চোখেও হাসে,
কেউ বা দিচ্ছে বিবেকের জরিমানা,
কেউ বা বুঝে নিচ্ছে ষোল আনা,
হয়তো ভেবে দেখলে তুমি বুঝতে,
আমাকে ছেড়ে না গেলেই তো পারতে?।

আরজে মেহেদী______
Rj Mehedi

খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোন শব্দ নেই। তাই সকলে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকুন, ...
10/12/2023

খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোন শব্দ নেই। তাই সকলে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকুন, সময় আপনার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে

লেখা : সংগৃহীত
📷: আফরোজা

বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের ছি'দ্র কোথায়, আর বিপ'দ আসলে বোঝা যায় আপন মানুষ কোথায়। লেখা : সংগৃহীত📷: আফরোজা
09/12/2023

বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের ছি'দ্র কোথায়, আর বিপ'দ আসলে বোঝা যায় আপন মানুষ কোথায়।

লেখা : সংগৃহীত
📷: আফরোজা

যার কাছে আমি আমার আ'ত্ম'সম্মান বি'স'র্জ'ন দেই; তাকে আসলে আমি ভালোবাসি।ভালোবাসলে; মানুষ ব্য'ক্তি'ত্ব'হীন হয়ে যায়।লেখা: আস...
08/12/2023

যার কাছে আমি আমার আ'ত্ম'সম্মান বি'স'র্জ'ন দেই; তাকে আসলে আমি ভালোবাসি।

ভালোবাসলে; মানুষ ব্য'ক্তি'ত্ব'হীন হয়ে যায়।

লেখা: আসাদুজ্জামান জীবন
📷: অর্পিতা

অন্ধকার দিয়ে দুচোখ বেঁধে দাওভেঙে চুরে আমাকে নিঃস্ব করে দাও !!Rj Mehedi  বিষাক্ত প্রেম
07/12/2023

অন্ধকার দিয়ে দুচোখ বেঁধে দাও
ভেঙে চুরে আমাকে নিঃস্ব করে দাও !!

Rj Mehedi
বিষাক্ত প্রেম

খুব অল্প কষ্ট পেয়ে তোমাকে ছেড়ে আসিনিকত অবহেলায় কেঁদেছি তুমি বুঝনি,জানো তো! যে পায় সে কি মূল্য দিতে চায়?যে পায় না, ...
06/12/2023

খুব অল্প কষ্ট পেয়ে তোমাকে ছেড়ে আসিনি
কত অবহেলায় কেঁদেছি তুমি বুঝনি,
জানো তো! যে পায় সে কি মূল্য দিতে চায়?
যে পায় না, সে পাওয়ার জন্য হৃদয় পোড়ায়।

______আরজে মেহেদী _____✍️
#আরজে_মেহেদী

আমি জানি তুমি ফিরে আসবেকোনো এক বর্ষা দিনে একলা এসে নিরবে ,আমার হাত চেপে ধরবে,আমার চোখের সব জল মুছে দিবে,হয়তো তুমি অল্প ...
04/12/2023

আমি জানি তুমি ফিরে আসবে
কোনো এক বর্ষা দিনে একলা এসে নিরবে ,
আমার হাত চেপে ধরবে,
আমার চোখের সব জল মুছে দিবে,
হয়তো তুমি অল্প করে কাছে টেনে নিবে,
গল্প করে দুঃখ গুলো মুছে দিবে,।

Rj Mehedi

সে আমাকে ভালোবাসে না এটা নি'শ্চিত ভাবে জানার পরও আমি তাকে নিঃ'স্বার্থ ভাবে ভালোবেসে যাচ্ছি।লেখা: এম হোসাইন অর্ণব📷: আফরোজ...
04/12/2023

সে আমাকে ভালোবাসে না এটা নি'শ্চিত ভাবে জানার পরও
আমি তাকে নিঃ'স্বার্থ ভাবে ভালোবেসে যাচ্ছি।

লেখা: এম হোসাইন অর্ণব
📷: আফরোজা.

❤️❤️❤️💜💜💜
03/12/2023

❤️❤️❤️💜💜💜

আমাকে কেউ আঘাত করলে,উল্টো আঘাত আমি করতে পারিনাকারণ নিজের বিবেকের কাছে দায়বদ্ধ আমিআমার বিবেক আমার কাছে অনেক দামি।লেখাঃ মা...
03/12/2023

আমাকে কেউ আঘাত করলে,
উল্টো আঘাত আমি করতে পারিনা
কারণ নিজের বিবেকের কাছে দায়বদ্ধ আমি
আমার বিবেক আমার কাছে অনেক দামি।

লেখাঃ মাহবুব সরদার সবুজ
📷 আফরোজা

জাতীয় কবি "কাজী নজরুল ইসলাম"। ঢাকা, বাংলাদেশ। ১৯৭৩ সাল।(Collected)
01/12/2023

জাতীয় কবি "কাজী নজরুল ইসলাম"। ঢাকা, বাংলাদেশ। ১৯৭৩ সাল।
(Collected)

মেয়েরা যখন তার "মন খারাপ" এটা জানিয়ে আপনাকে তার মন খারাপের কারনটা বলতে চায়না; তখন বুঝে নিবেন, তার মন খারাপের কারন আপনি ন...
01/12/2023

মেয়েরা যখন তার "মন খারাপ" এটা জানিয়ে আপনাকে তার মন খারাপের কারনটা বলতে চায়না; তখন বুঝে নিবেন, তার মন খারাপের কারন আপনি নিজেই।
লেখা: আসাদুজ্জামান জীবন

এক'লা হাসো, এক'লা বাঁচো, একলাই মূলত জীবন ;সব হাসি একদিন ম'লি'ন হবে, যবে আসবে ম'র'ণ। লেখা: মুগ্ধ মাহমুদ
30/11/2023

এক'লা হাসো, এক'লা বাঁচো, একলাই মূলত জীবন ;
সব হাসি একদিন ম'লি'ন হবে, যবে আসবে ম'র'ণ।

লেখা: মুগ্ধ মাহমুদ

আমার জন্য অনেকের মন খারাপ হয়..! কিন্তু অনেকের জন্য আমার মন খারাপ হয় না...!আমার শুধু তোমার জন্য মন খারাপ হয়,আমার তোমার...
29/11/2023

আমার জন্য অনেকের মন খারাপ হয়..!
কিন্তু অনেকের জন্য
আমার মন খারাপ হয় না...!
আমার শুধু তোমার জন্য মন খারাপ হয়,
আমার তোমার জন্য কষ্ট হয়..!
তাই তোমাকে খুঁজে যাই কবিতায়..!!

__আর.জে মেহেদী ____✍️

আবেগের বশে করা ভু'লগুলো জীবনকে বহুদিন পর্যন্ত ভো'গায়।লেখা : আখলাকুজ্জামান
27/11/2023

আবেগের বশে করা ভু'লগুলো জীবনকে
বহুদিন পর্যন্ত ভো'গায়।

লেখা : আখলাকুজ্জামান

আমি তো রোজ তোমার চাহনিতে হচ্ছি মৃ'ত তোমার স্মৃতি জড়িয়ে হচ্ছি ক্ষত-বিক্ষকই কাউকে তো ভালবাসতে পারিনি আজও তোমার মত এতো।আর...
27/11/2023

আমি তো রোজ তোমার চাহনিতে হচ্ছি মৃ'ত
তোমার স্মৃতি জড়িয়ে হচ্ছি ক্ষত-বিক্ষ
কই কাউকে তো ভালবাসতে পারিনি
আজও তোমার মত এতো।

আরজে মেহেদী ______

প্রিয় আর একটু মনের মাধুরী মিশিয়েকি ভালো বাসা যায়না,বলো না ভালোবাসা কি যায়না?আর কত হৃদয়ের রক্ত ক্ষরণ করলে তোমাকে পাব...
26/11/2023

প্রিয় আর একটু মনের মাধুরী মিশিয়ে
কি ভালো বাসা যায়না,
বলো না ভালোবাসা কি যায়না?
আর কত হৃদয়ের রক্ত ক্ষরণ করলে
তোমাকে পাবো?
আর কত টুকু ভালোবাসলে
তোমার হৃদয়ের দেয়ালের ওপাশ টা ছুঁবো?
তোমাকে পেতে আমার অনেক ইচ্ছে হয়
এটুকু যদি না বুঝো,
বলো কিসের এত অভিনয়..!!

~ আরজে মেহেদী _____👍
বিষাক্ত প্রেম

জীবনে তো অনেক কিছুই পেলামতারপরও তোমাকে পাওয়ার আক্ষেপটা,মন খারাপের ভীষণ কারণটা,শূণ্যতায় ছুঁয়ে ফেলে বুকের বা পাশটা,যদি ...
25/11/2023

জীবনে তো অনেক কিছুই পেলাম
তারপরও তোমাকে পাওয়ার আক্ষেপটা,
মন খারাপের ভীষণ কারণটা,
শূণ্যতায় ছুঁয়ে ফেলে বুকের বা পাশটা,

যদি সব কিছুর বিনিময়ে তোমাকে পেতাম,
তাহলে নিঃসন্দেহে তোমাকে লুফে নিতাম,
কারণ তুমি আমার একমাত্র মানসিক শান্তি,
আমার শ্বাসরুদ্ধকর ভালবাসার অনুভুতি।

আরজে মেহেদী _____✍️

RJ Mehedi-আরজে মেহেদী- গল্প কবিতায় আসক্ত মানুষ ❥︎シ︎
#আবৃত্তি #কবিতা #আরজে_মেহেদী

তুমি হতাশা হয়ে কেন আসোভালোবাসা হয়ে আসতে পারনাএকগুচ্ছ অভিযোগ নিয়ে কেন আসোএকরাশ মায়া নিয়ে জড়িয়ে ধরতে পারনা।বার বার ...
24/11/2023

তুমি হতাশা হয়ে কেন আসো
ভালোবাসা হয়ে আসতে পারনা
একগুচ্ছ অভিযোগ নিয়ে কেন আসো
একরাশ মায়া নিয়ে জড়িয়ে ধরতে পারনা।

বার বার হারিয়ে যাওয়ার
কেনো এতো ভয় দেখাও
একবার এই হাতটা ধরে, শক্ত করে ,
বেচেঁ থাকার স্বপ্ন দেখাতে পারনা ,
তুমি ভালোবাসা হয়ে কেনো আসোনা।

লেখা: আর.জে মেহেদী
টাইপোগ্রাফি: Mst Monira Ipsita

নিজের সবটুকু দিয়ে ভালোবাসার পরওঅন্য কারো হয়েছিল সেও আমাদের সবচেয়ে দামি জিনিসগুলোরমালিক অন্য কেউ। লেখা : কবি মশাই
23/11/2023

নিজের সবটুকু দিয়ে ভালোবাসার পরও
অন্য কারো হয়েছিল সেও
আমাদের সবচেয়ে দামি জিনিসগুলোর
মালিক অন্য কেউ।

লেখা : কবি মশাই

ভালোবাসা এমন কিছু পরিবর্তন করতে পারেযা কোন দেশের সাংবিধানিক আইনও পারে না।লেখা : সুমন আহমেদ
23/11/2023

ভালোবাসা এমন কিছু পরিবর্তন করতে পারে
যা কোন দেশের সাংবিধানিক আইনও
পারে না।

লেখা : সুমন আহমেদ

কাউকে প্রচ'ন্ড রকমের মিস করলেও সে কথাটি জানানোর মত অধিকার কারো কারো থাকে না।লেখা : আখলাকুজ্জামানটাইপোগ্রাফি: মনিরা ঈপ্সি...
23/11/2023

কাউকে প্রচ'ন্ড রকমের মিস করলেও
সে কথাটি জানানোর মত অধিকার
কারো কারো থাকে না।

লেখা : আখলাকুজ্জামান
টাইপোগ্রাফি: মনিরা ঈপ্সিতা

22/11/2023

হঠাৎ করে তোমাকে পেয়ে যাব
কোনো এক পড়ন্ত বিকেলে
নয়তো বৃষ্টি ভেজা সকালে
হয়তো নিঝুম সন্ধ্যায়
এক কাপ চা এর আড্ডায়.!

লেখক: Rj Mehedi
কণ্ঠে: Sathi Zahid
#আবৃত্তি

পথ হারায়ে ফেলার চেয়ে একসাথে চলা পথিক হারায়ে যাওয়ার দুঃখ বেশি।লেখা: আসাদুজ্জামান জীবন
22/11/2023

পথ হারায়ে ফেলার চেয়ে একসাথে চলা পথিক হারায়ে যাওয়ার দুঃখ বেশি।
লেখা: আসাদুজ্জামান জীবন

💙💙
21/11/2023

💙💙

প্রিয় যে দিন তোমার বুকে মাথা রেখে অনিবার ,শত বার করতে পারব আর্জি কাঁদার,হয়তো সে দিন মুছে যাবে আমার সকল আঁধার,~ আরজে মে...
21/11/2023

প্রিয় যে দিন তোমার বুকে
মাথা রেখে অনিবার ,
শত বার করতে পারব আর্জি কাঁদার,
হয়তো সে দিন
মুছে যাবে আমার সকল আঁধার,

~ আরজে মেহেদী ____✍️

#আরজে_মেহেদী

তোমাকে আমি মিন'তি করে বলেছিলাম‚'আমাকে তুমি ছে'ড়ে যেও নাতাহলে আমি এলো'মেলো হয়ে যাবো'অতঃপর আমি এলো'মেলো হয়ে গেলাম। লেখা: ক...
21/11/2023

তোমাকে আমি মিন'তি করে বলেছিলাম‚
'আমাকে তুমি ছে'ড়ে যেও না
তাহলে আমি এলো'মেলো হয়ে যাবো'
অতঃপর আমি এলো'মেলো হয়ে গেলাম।

লেখা: কবি মশাই

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when কবিতার মায়াজাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creators in Dhaka

Show All