21/11/2023
নভেম্বর ২১, ১৮৭৭ সালে
ফোনোগ্রাফ যন্ত্র উদ্ভাবন করেন টমাস আলভা এডিসন
শব্দ ধারণ ও শব্দ শোনানোর প্রথম ফোনোগ্রাফ যন্ত্র উদ্ভাবন করার ঘোষণা দেন বিজ্ঞানী টমাস আলভা এডিসন। ফোনোগ্রাফ শব্দ ধারণ (রেকর্ড) করে পরে তা শোনাতে পারে। পাতলা এক খণ্ড টিনফয়েলে প্যাঁচানো খাঁজকাটা ধাতব সিলিন্ডার ছিল প্রথম ফোনোগ্রাফ যন্ত্র। ঘূর্ণায়মান সিলিন্ডারের ওপরে থাকা ফয়েলে একটি স্টাইলাসের (ধাতব কাঠি) ঘর্ষণের ফলে সৃস্ট কম্পনের মাধ্যমে শব্দ ধারণ করা হতো ও পরে শব্দ শোনাতে পারত।