Li Shares

Li Shares Beauty | Recipe | Travel

আমি খুব স্বাস্থ্য স'চেতন। ১ প্লেট অ স্বা' স্থ্যকর ফুচকা ও দুই কাপ দূ' ষিত পানি দিয়ে বানানো টক খাই ঠিকই, কিন্তু ফুচকার দ...
01/09/2023

আমি খুব স্বাস্থ্য স'চেতন। ১ প্লেট অ স্বা' স্থ্যকর ফুচকা ও দুই কাপ দূ' ষিত পানি দিয়ে বানানো টক খাই ঠিকই, কিন্তু ফুচকার দোকানের পানি খাই না। 😌

©️

আজ চিঠি দিবসে সে মায়ের জন্য চিঠি লিখছে🥺❤️-সংগৃহীত
01/09/2023

আজ চিঠি দিবসে সে মায়ের জন্য চিঠি লিখছে🥺❤️

-সংগৃহীত

প্রধানমন্ত্রী বলেছেন 'ডিমের দাম কমলে ডিম সিদ্ধ করে ফ্রিজে রেখে দিবেন!'তোমরা যারা আমার সাথে 'দাম' দেখাও, তোমাদের 'দাম' এক...
30/08/2023

প্রধানমন্ত্রী বলেছেন 'ডিমের দাম কমলে ডিম সিদ্ধ করে ফ্রিজে রেখে দিবেন!'

তোমরা যারা আমার সাথে 'দাম' দেখাও, তোমাদের 'দাম' একবার কমাও, প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে ফ্রিজে রাইখা দিবো তোমাদের! আর দাম দেখাইতে পারবা না!🤧

©️

আপনি যদি জীবনের সাথে বিরক্ত হন –তাহলে আপনি প্রতিদিন সকালে কিছু করার জন্য জ্বলন্ত ইচ্ছা নিয়ে উঠবেন না –অপরিকল্পিত লক্ষই ...
30/08/2023

আপনি যদি জীবনের সাথে বিরক্ত হন –
তাহলে আপনি প্রতিদিন সকালে কিছু করার জন্য জ্বলন্ত ইচ্ছা নিয়ে উঠবেন না –
অপরিকল্পিত লক্ষই আপনার জীবনের বিরক্তির কারণ।

ছবি - সাদ্দাম হোসেন

29/08/2023

টাকাকে ভদ্র ভাষায় ক্যারিয়ার বলে।

হোস্টেল আর শ্বশুর বাড়ি এক'ই, ননদের ভূমিকায় সিনিয়র আর শাশুড়ীর ভূমিকায় হাউস কিপার।রইল বাকি উনি। ধরে নেন সে কাতার গেছে! 😄😮‍...
28/08/2023

হোস্টেল আর শ্বশুর বাড়ি এক'ই, ননদের ভূমিকায় সিনিয়র আর শাশুড়ীর ভূমিকায় হাউস কিপার।

রইল বাকি উনি। ধরে নেন সে কাতার গেছে! 😄😮‍💨

©️

28/08/2023

অল্প পরিচিত মানুষের সাথে যোগাযোগ না থাকলেও, কোন একদিন পথে দেখা হলে আলাপ হয়।

কাছের মানুষের সাথে একবার যোগাযোগ বন্ধ হয়ে গেলে, একদিন হুট করে পথে দেখা হলেও; ঠিকঠাক কথা হয়না।

অধিকারবোধ বড্ড ভয়ংকর জিনিস। কখনো এর বিনাশ হলে, সেই অধিকারহীন অস্তিত্বের প্রতি ভুল করেও আর মুখ ফেরাতে ইচ্ছে করেনা।

____Asaduzzaman Jibon

মা বাসায় নাই  বুঝতে পারছি না ভাজা হোইছে  নাকি আরেকটু হবে আপনারা বলেনতো! 🤔🥴
28/08/2023

মা বাসায় নাই বুঝতে পারছি না ভাজা হোইছে নাকি আরেকটু হবে আপনারা বলেনতো! 🤔🥴

27/08/2023

- ছোটবেলার সেরা ১২ টি ধারনা...🙂👍

১. পৃথিবীতে দুইটা দেশ আছে বাংলাদেশ
আর বিদেশ।

২. বিয়ে করলে বাচ্চা হয় নাইলে হয় না।

৩. সাড়ে বারোটার পর বাজে সাড়ে একটা,
সাড়ে একটার পর সাড়ে দুইটা।

৪. কারো মাথার সাথে যদি নিজের মাথা
একটা গুঁ*তা খায় তাইলে শিং ওঠে, দুইটা
খাইলে আর ওঠে না।

৫. কোন ফলের বিচি খাইয়া ফেললে
পেটের মধ্যে সেই ফলের গাছ হয়।

৬. সিনেমার মধ্যে নায়ক নায়িকারা
নিজের গলায় গান গায়।

৭. "আই লাভ ইউ" খুব খা*রাপ একটা শব্দ,
একেবারে অ*শ্লীল।

৮. টিভির পেছনে উকি দিলে ভেতরে মানুষ
দেখা যাবে।

৯. যে যত ভালো ছাত্র তার রোল তত কম
আর যত খারাপ তত বেশি... এইটা কেমন
সিস্টেম?

১০. সিনেমার গানের মধ্যে নায়ক নায়িকা
এত তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে কেমনে?
নিশ্চয়ই একটার উপর আরেকটা পরে
থাকে, হুট করে উপরেরটা খুলে ফেলে
দেয় কোনো সময়।

১১. আপনি শুয়ে থাকলে উপর দিয়ে
কেউ আপনাকে ডিঙিয়ে গেলে আপনি
আর বড় হবেন না।

১২. কালো পিঁপড়া মুসলমান, আর লাল পিঁপড়া হিন্দু্।😑

©️

Beauty of the Switzerland💚
26/08/2023

Beauty of the Switzerland💚

পেছন থেকে বোঝা যায় কিনা জানিনা, সামনে থেকে একটা দারুন স্মার্ট ছেলে সে।পেছন থেকে বোঝা যায় কিনা, সামনে তার বাচনভঙ্গি, কথা ...
26/08/2023

পেছন থেকে বোঝা যায় কিনা জানিনা, সামনে থেকে একটা দারুন স্মার্ট ছেলে সে।

পেছন থেকে বোঝা যায় কিনা, সামনে তার বাচনভঙ্গি, কথা বলার ধরন খুব সুন্দর।

পেছন থেকে বোঝা যায় কিনা জানিনা, সামনে থেকে দেখলে দেখা যাবে যে মূলত রিকশা চালাচ্ছে।

আমি বনানী থেকে গুলশান যাবো, দুইটা রিকশার সাথে ভাড়া না মেলায় একটু সামনে আগাতেই পেছন থেকে এসে সে শুদ্ধ ভাষায় বললো, কোথায় যাবেন স্যার?

পেছনে তাকাতেই চমকে উঠলাম, পরিষ্কার টিশার্ট, শর্ট প্যান্ট আর স্যান্ডেল পরা এক তরুণ।

কোনোভাবেই মেলাতে পারলাম না সে রিকশা চালায়। ভাড়া না বলেই উঠে পড়লাম।

জিজ্ঞাসা করলাম, কী করে?

জানালো, একটা পরিচিত কলেজের নাম। সেখানে ইকোনমিক্সে পড়ে।

অবাক হয়ে জানতে চাইলাম, এই পেশা?
বললো, আর কিছু করার নেই।
বললাম, টিউশনি?
করেছি, ভাল্লাগেনা।

ক্লাশমেটদের সাথে দেখা হয় না?
বললো, এতো অভাবে বড় হয়েছি, দেখা হলেও কিছু যায় আসে না।
তবে চেষ্টা করি না দেখা করতে। মাস্ক পরে থাকি।

রিকশাওয়ালারা তো বাজে আচরন করে। সে সময়টা কেমন লাগে?
চুপ করে থাকি, আর আই ডোন্ট কেয়ার। আমার এসব ভাবলে চলবে না স্যার।

পুরো সময়টা ধরে বোঝার চেষ্টা করছিলাম এটা অভিনয় কিনা, প্রতারণার কৌশল কিনা?

বড় ভাই মারা গেছে, শোকে বাবা বিছানায় মা আর ছোট বোনকে চালাতে রাতে রাতে এই রিকশা চালানোর গল্প আর ভেতরের হাহাকার শুনে কোনো সন্দেহের অবকাশ রইলো না।

ভাড়া ছাড়াও একটা পরিমান টাকা আর ভিজিটিং কার্ড দিয়ে বললাম, আমি বলবো না এই আড়াল থেকে বের হয়ে আসো। তবে কখনো বের হতে চাইলে জানিও।

এক দুনিয়া বিস্ময় নিয়ে তাকিয়ে রইলো। অভাব যাকে এমন পেশায় নিয়ে এসেছে, যার সাথে ওই পেশার কিছুই যায় না।

আল্লাহ তার মংগল করুন...

___Isteaque Ahmed

ভালোলাগা আর আমি...❤️
25/08/2023

ভালোলাগা আর আমি...❤️

==''এটা এডিস মশা।এই মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়। খুব সহজেই চিনতে পারবেন। এটার পায়ে সাদা দাগ থাকে। এই মশা মারতে গেলে হাতে ম...
24/08/2023

==''এটা এডিস মশা।এই মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়। খুব সহজেই চিনতে পারবেন। এটার পায়ে সাদা দাগ থাকে। এই মশা মারতে গেলে হাতে মশার গায়ের এই সাদা পিগমেন্ট লেগে যায় পর্যন্ত। মনে রাখবেন, এডিস মশা ছাড়া অন্য মশার পায়ে সাদা দাগ থাকেনা। বাসায় এই মশা দেখামাত্র সতর্ক হোন। স্প্রে করে মেরে ফেলুন একটা মশা দেখলেও।

বাসার সবাইকে ছবি দেখিয়ে ডেঙ্গু মশা চিনিয়ে দিন। এই মশা আমরা সবাই দেখেছি। কিন্তু এটাই যে এডিস মশা সেটা অনেকেই জানেন না হয়তো"==

আপনি কি পরীক্ষার চিন্তায় ভুগছেন?? 🥺          পড়ালেখা তে মন বসে না!!পড়লেই ভুলে যান!! 😢          পাস করবেন কিনা তা নিয়ে হত...
24/08/2023

আপনি কি পরীক্ষার চিন্তায় ভুগছেন?? 🥺

পড়ালেখা তে মন বসে না!!

পড়লেই ভুলে যান!! 😢

পাস করবেন কিনা তা নিয়ে হতাশ?? 😭

তাহলে শুনেন 😇💕

যা সর......😒

আমার কাছে কোনো সমাধান নাই।

আমিও একই কোম্পানির প্রোডাক্ট...!!! 🙂💔

-সংগৃহীত

সকালে গিয়েছি হোটেলে নাস্তা খেতে। বয় দু'টো তেল ছাড়া পরোটা নিয়ে এসে বললো, ''ভালো গরুর নিহারি আছে, দিবো?''বয়ের দিকে তা...
24/08/2023

সকালে গিয়েছি হোটেলে নাস্তা খেতে। বয় দু'টো তেল ছাড়া পরোটা নিয়ে এসে বললো, ''ভালো গরুর নিহারি আছে, দিবো?''
বয়ের দিকে তাকিয়ে বললাম, ''ব্যাটা আমাকে ফ'কির পেয়েছিস? ডিম ভাজি করে আন!''
দেখলাম, নাস্তা খেতে আসা অনেকেই আমার দিকে ফিরে তাকালো অবাক চোখে। স্বয়ং মালিক এগিয়ে এসে আমার টেবিলটা আরেকবার মুছে দিলো ভালো করে। আমার শরীরটা ভালো আছে কিনা জানতে চাইলো।
সকালে একটু খানদানী খাবার না খেলে আমার আবার চলে না!😌

©️

স্ত্রীকে তালাক দিতে চাওয়ায় স্বামীকে জিজ্ঞেস করা হলো: "তার কোন বিষয়টি আপনাকে কষ্ট দিয়েছে"?জবাবে স্বামী বললেন: "বিবেকবা...
23/08/2023

স্ত্রীকে তালাক দিতে চাওয়ায় স্বামীকে জিজ্ঞেস করা হলো: "তার কোন বিষয়টি আপনাকে কষ্ট দিয়েছে"?

জবাবে স্বামী বললেন: "বিবেকবান লোক কখনও নিজের স্ত্রীর গোপনীয়তা ফাঁস করেনা"।

যখন তালাক দিয়ে দিল পুনরায় জিজ্ঞেস করা হলো: "আপনি তাকে তালাক দিলেন কেন"? স্বামী বললেন: "আমার কি অধিকার আছে নন মাহরাম কোন মহিলা সম্পর্কে মন্তব্য করার"?

-এটাই "ব্যাক্তিত্ব" 🤎

পেছনে ঘুরঘুর করা ছেলেটা নতুন সম্পর্কে জড়ালে যতোটা কষ্ট লাগে, প্রাক্তন বিয়ে করে নিলেও অতটা কষ্ট লাগেনা..🙂
22/08/2023

পেছনে ঘুরঘুর করা ছেলেটা নতুন সম্পর্কে জড়ালে যতোটা কষ্ট লাগে,
প্রাক্তন বিয়ে করে নিলেও অতটা কষ্ট লাগেনা..🙂

ঘুমাতে গেলে দেখি রাত শেষ আর ঘুম থেকে উঠে দেখি দিন শেষ!😴শুভ সকাল 🥰
22/08/2023

ঘুমাতে গেলে দেখি রাত শেষ
আর ঘুম থেকে উঠে দেখি দিন শেষ!😴

শুভ সকাল 🥰

দু টাকার নোটে ঝাপসা অক্ষরে লেখা।"আমি সুদু তুমাকে চাই, ভালবাসলে কল দেও। আমি অপেক্কা করচি"খুব সম্ভবত ২০১৮ সালের ডিসেম্বর ম...
20/08/2023

দু টাকার নোটে ঝাপসা অক্ষরে লেখা।

"আমি সুদু তুমাকে চাই, ভালবাসলে কল দেও। আমি অপেক্কা করচি"

খুব সম্ভবত ২০১৮ সালের ডিসেম্বর মাসে উক্ত ২টাকার নোটে উপরোক্ত লেখাটার সাথে একটা ফোন নাম্বার পাই। নাই কাজ তো খই ভাজ।

আজাইরা টাকা ছিলো ফোনে। দুষ্টামি করে কল দিলাম। ২/৩ বার রিং হতেই অপর পাশ থেকে সুকন্ঠি রমণী বলল--

"হ্যালো হু ইজ দিস?"
"দিস ইজ আমি সাগর। হু আর ইউ ডার্লিং?"
"হো দ্যা হেল আর ইউ? হুয়াই ইউ কল মি?"
"আই এম ইউর পেয়ারলাল। আই কল ইউ ফর প্রেমিং উইথ ইউ। আলাবু। আর ইউ লাবু মি?"

বন্ধুরা সবাই উচ্চকণ্ঠে হাসাহাসি করছে আমার উ/দ্ভট ইংলিশ শুনে।

এক পর্যায়ে ফোনের ওপাশ থেকে মেয়েটি বলল-- "দেখুন ভাইয়া আপনি কে বলেছেন প্লিজ বলুন"
আমি তখন সিরিয়াসলি বললাম-- "আসলে আপু আমি আপনার নাম্বারটা দুই টাকার নোটে পেয়েছি। আপনি নাকি কার জন্য অপেক্ষা করছেন তাই কল দিয়েছি।"

ওপাশের মেয়েটি বিনিয়ি ভাবে বলল-- "আসলে দেখুন নাম্বার টা আমি লিখিনি।

কেও হয়তো ফাইজলামি করে দিয়ে দিয়েছে"
স্বাভাবিক ভাবেই বুঝলাম শুরুতে ফান করাটা উচিৎ হয় নি। আমিও বিনয়ের সাথেই বললাম-- "ওহ! সরি আপু। প্লিজ কিছু মনে করবেন না। আর একটা কথা বলি, প্লিজ নাম্বার টা চেঞ্জ করে ফেলুন। না হলে এভাবে অনেকেই বিরক্ত করবে"

তিনি আমাকে সুইট ভাবে ধন্যবাদ জানিয়ে ফোন রেখে দিলেন। এটা গেলো ২০১৮ সালের ঘটনা।

কাল রাতে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন এলো আমার ফোনে। অপর পাশ থেকে একজন মাঝ বয়সী ভদ্রলোক বলছে-- "হ্যালো। আপনার নাম্বার টা আমার বউ এর ফোনে সেইভ করা। কে বলছেন বলবেন প্লিজ?"

"নাম্বার যখন সেইভ করা তাহলে কে বলছি বলছেন কেন? আপনার বউ রে জিগান। আমার কোন অবৈধ সম্পর্ক নাই।

ওপাশ থেকে--"ফা/ই/জ/লামি করস? তোর নাম্বার তো "2takar lok" নামে সেইভ করা"

আমি খট করে ফোন কেটে দিলাম।🙂😂

©️

একটি ডিম ১৫ টাকা , এক স্লাইস ভালো মানের ব্রেড ৭ টাকা, একটি সাগর কলা ১৩ টাকা। এইটুকু খাবার মোট ৩৫ টাকা। এবার ভাবুন , কেউ ...
20/08/2023

একটি ডিম ১৫ টাকা , এক স্লাইস ভালো মানের ব্রেড ৭ টাকা, একটি সাগর কলা ১৩ টাকা। এইটুকু খাবার মোট ৩৫ টাকা।

এবার ভাবুন , কেউ আপনাকে ভালোবেসে দাওয়াত করে,অনেক বাজার করে,অনেক রান্না করে খাওয়ালো।তার অর্থ, শ্রম ও সময় সবকিছুর বিনিময়ে সেই দাওয়াত খেয়ে আপনি যদি আবার সেই খাওয়ার বদনাম বা সমালোচনা অন্য কারো সাথে করেন বিষয়টি তাহলে কতটা খারাপ , একবার ভেবে দেখবেন।

দ্রব্য মূল্যের এই সময়ে কেউ কাউকে দাওয়াত দিয়ে খাওয়ানো মানে তার শুধু টাকা আছে ব্যাপারটা তা নয়, তার একটি বড় মনও আছে এটা মনে রাখবেন।দাওয়াত খেয়ে সমালোচনা থেকে বিরত থাকুন।

- Tamanna Chowdhury

একদম ঠিক আছে সামনের বারও পরতে পারবি।😊বাণীতে আম্মু 😂😂
19/08/2023

একদম ঠিক আছে সামনের বারও পরতে পারবি।😊

বাণীতে আম্মু 😂😂

বু'য়া আসেনি। প্রচণ্ড খুদা। পাশেই কমিউনিটি সেন্টার। গিয়ে খেতে বসে পড়লাম। সামনেই দেখি বন্ধু মাহদি।বন্ধু, তুই! ভাইয়ের বিয়ে,...
18/08/2023

বু'য়া আসেনি। প্রচণ্ড খুদা। পাশেই কমিউনিটি সেন্টার। গিয়ে খেতে বসে পড়লাম। সামনেই দেখি বন্ধু মাহদি।
বন্ধু, তুই! ভাইয়ের বিয়ে, ব্যস্ততায় দাওয়াত দিতে পারিনি। এসেছিস, খুব খুশি হয়েছি।🤣

©️

ছেলের সিজি কম বলে আমি বাবা হয়ে ছেলেকে বকাবকি করতে করতে এক পর্যায়ে বললাম " তোমার বয়সে আমার সিজি ফোর আউট অফ ফোর ছিল।  জুনি...
17/08/2023

ছেলের সিজি কম বলে আমি বাবা হয়ে ছেলেকে বকাবকি করতে করতে এক পর্যায়ে বললাম " তোমার বয়সে আমার সিজি ফোর আউট অফ ফোর ছিল। জুনিয়র মেয়েরা টিউশন নিতো কমন রুমে। আর তুমি! ছিহ! "

রান্নাঘর থেকে ছেলের মা বলে উঠলো " তাহলে আমাকে পরীক্ষার সময়ে পিছন থেকে এতো খোচাখোচি করত কে?"

কিছুক্ষন পরে মনে পরল আমার বউ তো আমার ডিপ্টেরই আর গতকালই তার সাথে ঝগড়া হইসে।

ছোট মেয়ে আমার দিকে তাকিয়ে মুখ চেপে হাসা শুরু করলো৷ আমি রাগ করে বাসা থেকে চলে গেলাম। সে সময়ে ভাবতাম নিজের কাছের এই মানুষটাকে বিবাহ করিলে শান্তিতে সংসার করব। আমার বউ আমার সব জানবে।

আজকে বুঝতেসি বউকে সব জানানোর খুব একটা প্রয়োজন নেই। এরপর থেকে কখনোই আমি সিজি নিয়ে কথা বলি নি :)

©ইমন সাহেব

আমার বিয়ের মাসখানিকও হয় নি আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিতে চায়। ডিভোর্সের কারণ হিসাবে সে আমার শ্বশুর শাশুড়ীকে  বলেছে আমি ...
16/08/2023

আমার বিয়ের মাসখানিকও হয় নি আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিতে চায়। ডিভোর্সের কারণ হিসাবে সে আমার শ্বশুর শাশুড়ীকে বলেছে আমি নাকি পুরুষত্ব'হীন। আমার দ্বারা নাকি কখনো বাচ্চার বাবা হওয়ার সম্ভাবনা নেই।

কথা গুলো শুনে আমার লজ্জায় অপমানে ম'রে যেতে ইচ্ছে করছিলো। আমার স্ত্রী অনুকে নিতে শ্বশুরবাড়ি এসেছিলাম কিন্তু শ্বশুরের মুখ থেকে আমার পুরুষত্ব নিয়ে কথা শুনতে হবে সেটা কখনো ভাবি নি। আমি শ্বশুরের পাশে বসে থাকা আমার শ্বাশুরীকে বললাম,
-মা, অনুকে একটু ডাকবেন? ওর সাথে আমি কিছু কথা বলতে চাই।

শ্বাশুড়ী সোফায় বসে থাকা অবস্থায় অনুকে কয়েকবার ডাকলো কিন্তু অনু আসলো না। তাই শ্বাশুড়ী উঠে অনুর রুমের দিকে গেলেন। আমার শ্বশুর তখন আমার কাছে নিচু সুরে বললেন,
-" বাবা, শ্বশুর হয়ে তোমাকে বলতে লজ্জা লাগছে তবুও বলছি, তুমি ভালো কোন ডাক্তার দেখাও। তোমার তো টাকা পয়সার অভাব নেই দরকার পড়লে দেশের বাইরে চিকিৎসার জন্য যাও। যদি সুস্থ হও তবেই তোমার সংসারে আমার মেয়েকে পাঠাবো। তা না হলে না"

শ্বশুরের কথা শুনে আমি মাথা নিচু করেছিলাম। উনার কথার কোন জবাব দিতে পারছিলাম না। অপেক্ষা করছিলাম শুধু অনু আসার জন্য। কিছুক্ষণ পর অনু রেগে আগুন হয়ে ড্রয়িংরুমে আসলো। আমি কিছু বলার আগেই ও রাগে চিৎকার করে বললো,
-"আপনি এখনো কোন মুখে এইখানে বসে আছেন? আমি আপনার মতো কোন হিজরার সাথে সংসার করবো না। আপনি চলে যান"

আমি মাথা নিচু রেখেই আমার শ্বশুরকে বললাম,
-" দেশের বাইরে চিকিৎসা করালেও আমার এই অসুখ ভালো হবে না। তারচেয়ে বরং আপনারা ডিভোর্সের ব্যবস্থা করুন আমি সাইন করে দিবো।"

এই কথা বলে আমি বাসা থেকে বের হয়ে আসলাম। রাস্তায় হাটছি আর ভাবছি অনু আমার সাথে কেন এমনটা করলো। বিয়ের দ্বিতীয়দিন রাতে আমি যখন ওর কাছে যায় তখন ও মাথা নিচু করে বলেছিলো, " আমায় কিছুদিন সময় দিন। আমি এখনো এইসবের জন্য মানসিক ভাবে প্রস্তুত না।"
আমি তখন ওর হাতটা ধরে বলেছিলাম, তোমার যতদিন ইচ্ছে সময় নাও। আমার কোন সমস্যা নেই।

সেদিনের পর থেকে আমি কখনো অনুকে স্পর্শ পর্যন্ত করি নি। একই বিছানায় ঘুমিয়েছি অথচ কখনো অনুকে স্বামীর অধিকার দেখিয়ে ওকে কাছে আসার জন্য জোর করিনি। অথচ আজ কিনা ও আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুললো। ওকে সময় দেওয়াটা আমার ভুল হয়েছে নাকি ওর সাথে কেন আমি জোর দেখাই নি সেটা আমার ভুল হয়েছে আমি ঠিক বুঝতে পারছিলাম না।

বিয়ের ১মাসের মাথায় স্বামীকে ছেড়ে স্ত্রী চলে গেছে এটা সমাজের মানুষ কখনোই স্বাভাবিক ভাবে দেখে না। সমাজের প্রতিটা মানুষের কাছে আমি হাসির পাত্র হয়ে গিয়েছিলাম। রাস্তায় চলাচল করার সময় এলাকার ছোট ভাইরা পর্যন্ত আমায় দেখে মজা করে বলতো,
-"কলিকাতা হারবাল এক ফাইল যথেষ্ট মূল্যমাত্র ১৪৯০ টাকা"
আমি এইসব কথার কোন জবাব দিতে পারতাম না। মাথা নিচু করে চলে যেতাম।

এমনকি আমার নিজের মা পর্যন্ত আমায় বলেছে,
-"বাবা তুই কোন ডাক্তার কিংবা কবিরাজ দেখা। তুই আমার একমাত্র ছেলে। আমি চাই না তোর জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাক"

আমি আমার মায়ের কথাগুলো শুধু নিরবে শুনলাম। এখন আমি আমার মাকে কিভাবে বলি, মা আমার কোন সমস্যা নেই। সমস্যাটা মেয়ের ছিলো। সে আমার সুযোগ নিয়ে আমায় ধোকা দিয়েছে।

দুই বছর পরের ঘটনাঃ-

রাস্তায় হুট করে আমার প্রাক্তন স্ত্রী অনুর সাথে দেখা। অনুকে দেখে আমি বেশ চমকে গেলাম। এই অনু আর দুইবছর আগের অনুর মাঝে অনেক তফাৎ। চেহেরাটা একদম ভেঙে গেছে। চোখের নিচে কালো দাগ পড়েছে। অনু আমায় দেখে নিজ থেকেই শুকনো হাসি হেসে আমায় বললো,
-" কেমন আছেন?"
আমি বললাম,
--আমি ভালো কিন্তু তোমার এই অবস্থা কেন?
অনু মাথা নিচু করে বললো,
-"আমি আপনার উপর করা অন্যায়ের শাস্তি পাচ্ছি। এই শাস্তিটা আমার সারাজীবন ভোগ করতে হবে"
আমি অবাক হয়ে বললাম,
--মানে!
অনুর চোখের জল মুছতে মুছতে বললো,
-" আসলে আপনার সাথে বিয়ে হবার আগে থেকেই আমার এক কাজিনের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিলো। কিন্তু আমরা ভয়ে কারো পরিবারকে জানাতে পারছিলাম না যেহেতু আমরা মামাতো ভাই বোন হই সেহেতু এটা কেউ মেনে নিবে না। তাই আমরা দুইজনে মিলে প্ল্যান করলাম আমি বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবো আর বিয়ের মাসখানিক পরেই বাবা মাকে বলবো ছেলের মাঝে শারীরিক সমস্যা আছে ও পুরুষত্বহীন। বিষয়টা যেহেতু খুব সেনসিটিভ তাই বাবা মা এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করবে না। সহজেই ডিভোর্স হয়ে যাবে। ডিভোর্সি মেয়েকে কেউ বিয়ে করতে চাইবে না তখন আমার কাজিন আমাকে বিয়ের কথা বলবে আর বাবা মা আপত্তি করবে না।
আমি তখন বললাম,
--তাহলে এখন কি কোন সমস্যা হয়ছে?
অনু বললো,
-" আপনায় পুরুষত্বহীন অপবাদ দিয়ে আমি আমার কাজিন আরিফকে বিয়ে করি। সে তার পুরুষত্ব প্রমাণ করার জন্য প্রতিদিন রাতেই আমার উপর নির্যাতন চালায়। তরকারিতে লবণ বেশি হলে আমার গালে থাপ্পড় মেরে তার পুরুষত্ব প্রকাশ করে, জামা কাপড় সময় মতো না ধুলে আমার চুলের মুঠি ধরে পুরুষত্ব প্রকাশ করে। আর কিছু হলেই আমার চরিত্র নিয়ে নোংরা নোংরা কথা বলে। আমি নাকি এক নাম্বারের ধোকাবাজ। অথচ আমি ওকে পাবার জন্যই সব করেছি"

আমার প্রাক্তন স্ত্রীর কথা শুনে আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম,
-- নিজের স্ত্রীর গায়ে হাত তুলে যদি কেউ পুরুষত্ব প্রকাশ করতে চায় তাহলে সে পুরুষ না কাপুরুষ। তোমার প্রতি আমার অনেক রাগ আর ঘৃণা ছিলো। আজকের পর আর কিছুই নেই। তুমি আমায় যতখানি কষ্ট দিয়েছো তারচেয়ে বেশি পাচ্ছো। তাই শুধু শুধু তোমার প্রতি রাগ পুষে রেখে লাভ নেই।

এই কথা বলে আমি চলে গেলাম আর ভাবতে লাগলাম,
উপরওয়ালা ছাড় দেন... কিন্তু ছেড়ে দেন না।
আজ তোমার প্রতি যদি কেউ অন্যায় করে তবে সে কাল.. নয়তো পরশু সেই অন্যায়ের শাস্তি পাবে।

(সমাপ্ত)
পুরুষত্বহীন
আবুল_বাশার_পিয়াস
vai

ময়মনসিংহ রেলস্টেশনে বসে বই পড়া মানুষটি হলেন সৈয়দ নজরুল কলেজের রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক সুভাষ স্যার। যারা উনার ক্...
15/08/2023

ময়মনসিংহ রেলস্টেশনে বসে বই পড়া মানুষটি হলেন সৈয়দ নজরুল কলেজের রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক সুভাষ স্যার।

যারা উনার ক্লাস করার সুযোগ পেয়েছেন তারা নিঃসন্দেহে নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন।
এই বয়সে তিনি গফরগাঁও থেকে ট্রেনে এসে(প্রায় ৪০কিমি) ক্লাস নিয়ে আবার ট্রেনে চলে যান। টিফিন বক্সে খাবার নিয়ে আসেন নাকি শুধু ভাত আর সবজি।

এমন হয়েছে ক্লাসে কেউ বুঝতে পারেনি শুনলে উনি ক্লাস শেষে অফিসে নিয়ে পাশে বসিয়ে বুঝিয়েছেন। শুনেছিলাম স্টেশনে কেউ একজন তাকে কোন প্রশ্ন করায় তাকে বোঝানোর জন্য উনি ট্রেন ছেড়ে দিয়েছিলেন।

উনার মত মহান মানুষদের জন্যই হয়ত পৃথিবীটা আজও অনেক সুন্দর!💚

(সংগৃহীত)

পাশের ফ্ল্যাটের ভাবীর সাথে বুয়ার কথা কাটাকাটি হচ্ছে। বুয়া চিৎকার করে বলছে, আমার সাথে বাড়ি,গাড়ির গরম দেখাইবেন না কইলা...
15/08/2023

পাশের ফ্ল্যাটের ভাবীর সাথে বুয়ার কথা কাটাকাটি হচ্ছে। বুয়া চিৎকার করে বলছে, আমার সাথে বাড়ি,গাড়ির গরম দেখাইবেন না কইলাম। এত্তো বড় বিল্ডিংয়ের এইটুক একটা ফিলাটের মালিক হয়ি গরম দেখায় আমারে। গিরামে আমি তিনতলা বিল্ডিং বাড়ি করছি যায়ি দেইখি আইসেন। আর গাড়ি? পনরো লাখ ট্যাকা ব্যাংকে রাখা আছে। পুলাই ডাইভিং লাইসেন পাইলেই গাড়ি কিনমু।

আইছে আমার বেতনের ট্যাকা কাটতে! যান আপনেরে পুরা মাসের ট্যাকাই ফেতরা দিলাম। বলে ধম করে ঐ বাসার দরজা বন্ধ করে বুয়া আমার বাসায় আসলো।

ঘটনা হলো এই বুয়া আমার বাসায়ও কাজ করে। আমি ভয়ে ভয়ে বললাম, "কি হয়েছে মীমের মা? রাগ হয়েছে কেন????

সে থালাবাটি ধুতে ধুতে বলে, এই যে আপা এই বাড়ির ভাড়াইট্টা। কতদিন কাজ করি। কুনুদিন তো ঝগড়াঝাঁটি হয় না। ভাড়াইট্টা হইলো নিরীহ। নিরীহদের সাথে আমার বাদাবাদি নাই। আমার সাথে টক্কর দিতে আইলে তখন লাইগা যায়। ট্যাকার গরম দেখায় আমারে!আমারে কি হাবাইতে বুয়া পাইছে যে বেতন কাটার ভয় দেখায়। হাতিরঝিলে বাদাম বেঁচে দিনে আমার দুই হাজারের বেশি বায়ে পড়ে। সকালে কিছু করার নাই তাই দুই এক বাড়ি কাজ করি। শখে করি। তাই বলে আমারে ট্যাকার গরম দেখাবে? এত সাহস!...........

বলাবাহুল্য এই বুয়ার আসলেই মাসে ৫০ হাজারের উপর ইনকাম। এটা আমি জানি।
তাই চুপ থাকি। সমানে সমান না হলে কি আর টক্কর দেয়া যায়?

ট্যাকাওলা বুয়া

-দীপা

I can...
14/08/2023

I can...

বিড়ালটার নাম জেরি। আমার বোনের সবচেয়ে আদরের বিড়াল ছিলো এই জেরি, সারা দিন-রাত ওর সাথেই থাকতো। আমার বোন হঠাৎ স্ট্রোক করে মা...
14/08/2023

বিড়ালটার নাম জেরি। আমার বোনের সবচেয়ে আদরের বিড়াল ছিলো এই জেরি, সারা দিন-রাত ওর সাথেই থাকতো। আমার বোন হঠাৎ স্ট্রোক করে মা-রা যাওয়ার পর জেরি খুব একা হয়ে যায় ওর সংগী টমের সাথেও মিশতোনা তেমন একটা, খাওয়া দাওয়াও খুব কম।
বোনের চলে যাওয়ার এক বছর পর মিলাদে যখন গ্রামের বাড়িতে যাই সবাই তখন জেরিকেও সাথে নিয়ে যাই।
কিন্তু জেরি যাওয়ার সাথে সাথে কিভাবে যেনো বোনের কবরটা নিজ থেকে খুজে নিয়ে তার উপরে এভাবে বসে কান্না করছিলো, ওর এই বেপারটা দেখে খুব অবাক হয়েছিলাম।

হোক সে পশু তাও তার ভালবাসা দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম।
প্রিয়জনের ভালবাসা, মায়া বড়ই অদ্ভুত সেটা কাটানো যায়না ❤️

~samia zaman🌸

স্বামী ম*দ খায় এই অজুহাতে অনেক স্ত্রীকে চলে যেতে দেখেছি!কিন্তু স্বামী ঘু*ষ খায়, এই অজুহাতে কখনো কোনো স্ত্রীকে ছেড়ে যেতে ...
14/08/2023

স্বামী ম*দ খায় এই অজুহাতে অনেক স্ত্রীকে চলে যেতে দেখেছি!
কিন্তু স্বামী ঘু*ষ খায়, এই অজুহাতে কখনো কোনো স্ত্রীকে ছেড়ে যেতে দেখিনি🙂
শুভ সকাল ☕

একটা মেয়েকে দেখে আসার পর যদি মেয়েটা জানতে পারে আপনি তাকে পছন্দ করেননি, তাহলে মেয়েটা সত্যিই খুব কষ্ট পায়।একটি মেয়ে ক...
13/08/2023

একটা মেয়েকে দেখে আসার পর যদি মেয়েটা জানতে পারে আপনি তাকে পছন্দ করেননি, তাহলে মেয়েটা সত্যিই খুব কষ্ট পায়।
একটি মেয়ে কারো সন্তান, কারো বোন, তাই পন্যের মতো মনে করে এভাবে

আনুষ্ঠানিকতা করে না দেখা উচিত।। প্রয়োজন হলে গোপনে দেখেনিন সহজ কোন মাধ্যমে বা মেয়ের নিকট আত্মীয়ের মাধ্যমে দেখা পরিচিত হোন।

এভাবে কাউকে কষ্ট দিবেন না।
কোনো মেয়েকে দেখতে যাওয়ার আগে তার সম্পর্কে ভাল করে জেনে নিন।
যদি মনে করেন, আপনার সাথে তার বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তবেই তাকে দেখতে যাবেন।
ব্যাক্তিগত মতামত।🖤

✍️সংগৃহীত

বৃষ্টিস্নাত শুভ সকাল! 🤍ছবি - সাদ্দাম হোসেন।
13/08/2023

বৃষ্টিস্নাত শুভ সকাল! 🤍

ছবি - সাদ্দাম হোসেন।

আমি জীবনে অনেকবার প্রেমে পড়েছি। চৌদ্দ বছর ধরে একজনেরই প্রেমে পড়েছি। আর সে হলো আমার স্ত্রী! ❤️- আফরান নিশো
12/08/2023

আমি জীবনে অনেকবার প্রেমে পড়েছি। চৌদ্দ বছর ধরে একজনেরই প্রেমে পড়েছি। আর সে হলো আমার স্ত্রী! ❤️

- আফরান নিশো

আমার সাদা সহজসরল মনে একটা প্রশ্ন ছিলো।আচ্ছা তোমরা যারা প্রেমের টানে বিদেশি ব্যাডা ব্যাডি গো দেশে নিয়ে আসো। তোমরা কি খুব ...
12/08/2023

আমার সাদা সহজসরল মনে একটা প্রশ্ন ছিলো।

আচ্ছা তোমরা যারা প্রেমের টানে বিদেশি ব্যাডা ব্যাডি গো দেশে নিয়ে আসো। তোমরা কি খুব শিক্ষিত? না মানে আমি অনার্স কমপ্লিট করলাম তবুও ইংলিশে কথা বলতে ভয় পাই।

তোমরা কিভাবে কথা বলো? আচ্ছা তোমরা কি মাঝেমাঝে কলে কথা বলো? আমি যদি দুই মিনিট কলে কথা বলি আমাকে তো ব্লক করে চলে যাবে। তোমাদের টানে তো দেশেই চলে আসে। কিভাবে?

উত্তর টা দিলে খুব উপকৃত হতাম, শর্টকাটে কোটিপতি হতে চাই। 😞

- সুমনা

🗣 বাবাকে একদিন জিজ্ঞেস করেছিলাম- মায়েদের রোজগার করাটাও কি সমান ভাবে উচিৎ নয়?🧑‍💼 বাবা বলেছিলেন- মায়েরা রোজগার করে তো, সাহ...
11/08/2023

🗣 বাবাকে একদিন জিজ্ঞেস করেছিলাম- মায়েদের রোজগার করাটাও কি সমান ভাবে উচিৎ নয়?
🧑‍💼 বাবা বলেছিলেন- মায়েরা রোজগার করে তো, সাহস রোজগার করে। আমি যখনই ভেঙে পড়েছি, তোর মা আমাকে সাহস দিয়েছে।

__মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়।

বাঙালি বুদ্ধি যারা কোথাও ঠেকে না!😂
11/08/2023

বাঙালি বুদ্ধি যারা কোথাও ঠেকে না!😂

শুভ সন্ধ্যা! 🌸
11/08/2023

শুভ সন্ধ্যা! 🌸

10/08/2023

শিক্ষার্থীর অকৃতকার্যতায় শিক্ষাপ্রতিষ্ঠানের কি আসে যায়?পথিক পথ না চললে পথের হয় না পরাজয় ..অহংকারে অন্ধকার মানলে আলোর হয় না ক্ষয়🌺

10/08/2023

লজ্জা লাগছে কেউ সাহায্য চাইলে আমরা ভাংতি খুঁজে পাই না.....
চট্টগ্রামের বাঁশখালী থানার বাজারে একটি হোটেলে বসলাম, সিংগাড়া খাবো। টেবিল ফাঁকা না থাকায় ম্যানাজারের খুব কাছের একটি টেবিলে বসলাম। তার সব কথা শুনতে পাচ্ছিলাম।
একজন বয়োঃবৃদ্ধা ভিক্ষুক এলেন। কাতর কন্ঠে বললেন, "বাবা, খুব ক্ষুধা লেগেছে। কিছু খেতে দিতে পারো?"
ম্যানেজার একটা টেবিল দেখিয়ে বললেন, "ঐ জায়গায় গিয়ে বসেন খালা।" তারপর চিৎকার দিয়ে বললেন, "খালাকে এক প্লেট খিচুড়ি দে।"
আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। ছোট্ট হোটেল। তেমন বেচাকেনা হয় বলেও মনে হলো না।
দুই তিন মিনিটের মধ্যেই আরো একজন বৃদ্ধা ভিক্ষুক ভিক্ষা নিতে এলেন। ম্যানেজার বললেন, "খাওয়া দাওয়া হয়েছে খালা?"
খালাকে নিশ্চুপ দেখে আগের খালার পাশের চেয়ারে বসালেন এবং তাকেও এক প্লেট খিচুড়ি দেওয়া হলো। দুই জন ক্লান্ত পরিশ্রান্ত বয়োঃবৃদ্ধাকে খেতে দেখে কী যে ভালো লাগছিলো!
এরপর আরো একজন বয়োঃবৃদ্ধা ভিক্ষুক এলেন। ম্যানাজারের সামনে দাঁড়ালেন। বললেন, "বাবা, ভিক্ষা করতে এসেছিলাম। তেমন ভিক্ষা পাইনি আজ। বাড়ি যাওয়ার ভাড়া নেই। ভাড়াটা দিতে পারো।"
ম্যানাজার বললো, "আমার তেমন বিক্রি হয়নি খালা। আপনি বরং একটু খেয়ে যান। দেখেন কেউ ভাড়াটা দিতে পারে কিনা।"
এতোক্ষণ যে বয়টি খাবার পরিবেশন করছিলো সে বললো, "খালা কয় টাকা ভাড়া লাগে বাড়ি যেতে?"
-১৫ টাকা বাবা।
হোটেল বয়টি পকেট থেকে ২০ টাকার একটা নোট বের করে খালার হাতে দিয়ে বললেন, "নেন, এটা রাখেন। একটু খিচুড়ি খেয়ে বাড়ি যান। আমি খিচুড়ি দিচ্ছি।"
হোটেল ম্যানাজার হাসতে হাসতে বললেন, "শালা যেমন ম্যানাজার, তেমন তার কর্মচারীরা! কেউ মানুষকে ফিরাতে জানে না।"
তারপর বললেন, "শোন, কোন ভিক্ষুক যেন খেতে এসে না ফিরে যায়। সবাইকে খাওয়াবি।"
আমি সব দেখছিলাম। মাথা নিচু করে বসে আছি। চোখ ঝাপসা হয়ে আসছে। মনের ভেতর তোলপাড় চলছে।
ম্যানাজারকে এক সময় কাছে গিয়ে ফিসফিস করে বললাম, "ভাই, আপনার ঐ কর্মচারী ছেলেটি সম্পর্কে আমাকে একটু বলুন তো প্লিজ। কয় টাকা বেতন দেন ওকে।"
- ব্যবসা তো তেমন চলে না ভাই। সারাদিন হোটেল খোলা। রাত নয়টা পর্যন্ত। ওকে ১২০ টাকা দিই।
- বাড়িতে কে কে আছে ওর?
- কেউ নেই তেমন। মা মারা গেছে। বাবা আরেকটি বিয়ে করেছে। ওর নানা-নানি বয়স্ক হয়ে গেছে। কোন কাজ করতে পারে না। এই ছেলেটি কাজ করে নানা-নানিকে খাওয়ায়।
আমার কাছে এবার অনেক কিছু পরিস্কার হয়ে গেল। সারাজীবন ভালোবাসা, মায়া, স্নেহ বঞ্চিত বলেই, এই ছেলেটার হৃদয় ভালোবাসা আর মায়ায় পরিপূর্ণ।

ছোট্ট ছেলেটিকে কাছে ডাকলাম। বললাম, "লেখাপড়া করেছো?"
- না স্যার।
- ঢাকার দিকে কোন কাজ ম্যানেজ করে দিলে যাবা? একটু বেশি বেতনের?

- নানা-নানি চলতে পারে না। তাদের গোসল করার পানি তুলে দিতে হয়। টয়লেটের, অযুর। খাওয়ার রান্না করতে হয়। আমি এদের রেখে যেতে পারবো না স্যার।

আরো কিছুক্ষণ কথা বলে ফিরে এসেছি। মনটা কেমন ভার হয়ে আছে। ছেলেটা সারাদিন কাজ করে একশত কুড়ি টাকা পায়। তিন জন মানুষের সংসার। কীভাবে চলে! এর থেকে সে আবার অসহায়দের দান করে!

মন খারাপ হলে আমি আল-কুরআন খুলে বসি। আজও কুরআনুল কারীম খুলতেই সূরা আল-বাকারার একটি আয়াতে চোখ আটকে গেল। "এরা নিজেদের রিজিক থেকে অসহায়দের দান করে.. "

আমি আয়াতটির তাফসীর পড়া শুরু করলাম। সেখানে লেখা, "মানুষের এমন পরিমাণ দান করা উচিত, যাতে তার নিজের খাবারে টান পড়ে।"

মনের মধ্যে তোলপাড় হচ্ছে। নিজের খাবারে টান পড়া মানে, গোশত খেতাম, দান করার কারণে এখন মাছ খেতে হচ্ছে। দুই প্লেট ভাত খেতাম এখন এক প্লেট খেতে হচ্ছে।

কী অদ্ভুতভাবে আয়াতটি আমার কাছে খুলে যাচ্ছে! তাবুক যুদ্ধের সময় আল্লাহর রাসূল মুহাম্মদ(সাঃ) বললেন, "আজ কে বেশি দান করতে পারো দেখি?"
উসমান (রাঃ) একশত উট দিয়েছিলেন। উমর (রাঃ) তার সম্পদের অর্ধেক দিয়েছিলেন। আবু বকর (রাঃ) দিয়েছিলেন এক মুষ্টি খেজুর বা একটু যব জাতীয় কিছু আর তার বাড়িতে ঐটুকু সম্পদই ছিলো।

রাসূল (সাঃ) যা বলেছিলেন তার সারমর্ম হলো, আবু বকর সিদ্দিক (রাঃ) দানে প্রথম হয়েছে। সে তার সম্পদের শতভাগ দিয়েছে।

আমার চোখে ইসলামের ইতিহাসের সেই সোনালী দিন, আজকের ঐ হোটেল কর্মচারী আর আল-কুরআনের আয়াত "তারা রিজিক থেকে অসহায়দের দান করে" এই বিষয়গুলো এক অসহ্য ভালোলাগার এবং পরিতাপের বিষয় হয়ে উঠলো। কী করতে পারলাম জীবনে ভাবতে গিয়ে চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা পানি পড়লো আল-কুরআনের পাতায়। আমি তাড়াতাড়ি কুরআনুল কারীম বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে থাকলাম। আরশে আজীম থেকে আল্লাহ তায়ালাও নিশ্চয় আমার দিকে তাকিয়ে আছেন। কোন কিছুই তো তার দৃষ্টির আড়ালে নয়।

(সংগৃহীত)

স্ত্রীঃ শোনো না? স্বামীঃ বলো। স্ত্রীঃ ফ্রিজে আর তিনটে ডিম পড়ে আছে..ওগুলো দিয়ে ঝোল করে আর কি হবে! ফেটিয়ে নিয়ে চুলে মেখে ফ...
10/08/2023

স্ত্রীঃ শোনো না?
স্বামীঃ বলো।
স্ত্রীঃ ফ্রিজে আর তিনটে ডিম পড়ে আছে..ওগুলো দিয়ে ঝোল করে আর কি হবে! ফেটিয়ে নিয়ে চুলে মেখে ফেলি?
স্বামীঃ তাই করো।
স্ত্রীঃ কিন্তু আঁশটে গন্ধ বেরোবে।
স্বামীঃ তাহলে করো না।
স্ত্রীঃ তাহলে লেবুর রসের সাথে মাস্ক বানিয়ে নাকের উপর লাগাই? অনেক ব্ল্যাকহেডস হয়েছে।
স্বামীঃ তাই করো।
স্ত্রীঃ কিন্তু ইউটিউবে দেখছিলাম ডিম লাগিয়ে ব্ল্যাকহেডস ওঠেনা।
স্বামীঃ তাহলে করো না।
স্ত্রীঃ তার চেয়ে বরং ডিম তিনটে দিয়ে কেক বানাই।
স্বামীঃ তাই করো।
স্ত্রীঃ কিন্তু কেক বানাতে পারিনা। যদি শক্ত হয়?
স্বামীঃ তাহলে করো না।
স্ত্রীঃ পুডিং বেশ ইজি। পুডিং বানাই?
স্বামীঃ তাই করো।
স্ত্রীঃ কিন্তু ভ্যানিলা এসেন্স নেই। কুসুমের আঁশটে গন্ধ ছাড়লে খাটনিটা পুরো জলে যাবে।
স্বামীঃ তাহলে করো না।
স্ত্রীঃ তবে কি এগ ভুরজি বানাবো? ব্রেকফাস্টে দি তোমায়?
স্বামীঃ তাই করো।
স্ত্রীঃ কিন্তু তোমার ভুঁড়িটা যা বেড়েছে।
স্বামীঃ তাহলে করো না।
স্ত্রীঃ উফফ মাথাটা কি ব্যথা করছে। তার উপর পাশের বাড়ির হাউসপার্টির চেঁচামেচির জন্য কাল রাতে ঘুমোতেও পারিনি। মনে হচ্ছিলো ডিমগুলো ছুঁড়ে মারি ওদের দিকে।
স্বামীঃ তাই করো।
স্ত্রীঃ সেটা বাজে দেখায় না?
স্বামীঃ তাহলে করো না।
স্ত্রীঃ তবে কি করবো ডিমগুলো নিয়ে? শেলফে সাজিয়ে রাখবো?
স্বামীঃ তাই করো।
স্ত্রীঃ পাগল নাকি?
স্বামীঃ তাহলে করো না।
স্ত্রীঃ কি আজেবাজে বকছো?
স্বামীঃ তাই করো।
স্ত্রী ...........
স্বামীঃ তাহলে করো না।

বেচারা স্বামী এখনো "তাই করো".." তাহলে করো না" করে যাচ্ছে। স্ত্রী বোর হয়ে ডিম দিয়ে ডেভিল্ড এগ বানিয়ে খেয়ে ফেলেছে ।

(সেই আদি অকৃত্রিম "চুল কাটবো..না কাটবোনা" র ছায়ায়)

✍️ সংগৃহীত

10/08/2023

সবাই বর্ষা নিয়ে পরে আছে 🤦‍♀️🤦‍♀️

আমি কত কষ্ট করছি জানেন?
আমরা একটা product sell করি, যার নাম La Roche posay
এটার উচ্চারণ আমার এডমিনরা বলে
লা পুচি পুচি

আমি কত শিখালাম

লা হরশ পোজে

না, কাস্টমারও আরেক কাঠি উপরে
বলে- লা রুচি পুচি দেন 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

(সংগৃহীত)

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Li Shares posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Li Shares:

Share

Category

Nearby media companies