Salat Mahboob Sampad

Salat Mahboob Sampad Let's Crack Bangla with BANGLA CRACKERS

08/12/2024

Day 06 of sharing 30 Bangla Videos for 30 days!

বাংলা বিষয়টাকে সহজভাবে উপস্থাপনের জন‍্য কাজ করে যাচ্ছি, সবাই দু'আ কইরো। ১২,০০০ শিক্ষার্থীর ভরসার জায়গা আমার এই ইউটিউব চ‍...
08/12/2024

বাংলা বিষয়টাকে সহজভাবে উপস্থাপনের জন‍্য কাজ করে যাচ্ছি, সবাই দু'আ কইরো। ১২,০০০ শিক্ষার্থীর ভরসার জায়গা আমার এই ইউটিউব চ‍্যানেল, চাইলে একবার ঘুরে আসতে পারো। কমেন্ট লিংক দিয়ে দিচ্ছি।

05/12/2024

শুরু হচ্ছে 'বন্ধুকে শেখাই' Campaign।

ডিসেম্বর মাস জুড়ে যারা সব থেকে বেশি আমাদের ক্লাস ভিডিও, কুইজগুলো শেয়ার করবে, তাদের মধ্যে ৩ জন পাবে বিশেষ পুরস্কার।

১ম স্থানঃ ২০০০ টাকা, নতুন বছরের প্রাইভেট ব‍্যাচের ফ্রী Access 😎

২য় স্থানঃ ১০০০ টাকা 🥶

৩য় স্থানঃ ৫০০ টাকা 🥺

01/12/2024

আজকের ক্লাসে আমরা পড়বো 'আঠারো বছর বয়স' কবিতাটি নিয়ে, কবি সুকান্তর লেখা এই কবিতাটি অনেক গুরুত্বপূর্ণ তোমাদের HSC পরীক্ষার জন‍্য।

বিগত বছরের সব বোর্ড প্রশ্ন সমাধান করবো, চলো মনোযোগ দিয়ে সবাই ক্লাসটি করে ফেলি। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যেয়ো না 🥳

24/11/2024

আজকের ক্লাসে আমরা পড়বো আমি 'কিংবদন্তির কথা বলছি' কবিতাটি নিয়ে, আবু জাফর ওবায়দুল্লাহর লেখা এই কবিতাটি অনেক গুরুত্বপূর্ণ। চলো মনোযোগ দিয়ে সবাই ক্লাসটি করে ফেলি।

BANGLA MISSION for HSC 2025 Starts here... ❤

04/11/2024

HSC Bangla Free Course | Live Class 02 | Phase 1

আজকের লাইভ ক্লাসে আমরা সমাসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানবো। আমাদের এই ফ্রি ক্লাসগুলো সম্পর্কে বিস্তারিত জানতে জয়েন করো BANGLA CRACKERS গ্রুপে। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যেয়ো না কিন্তু। Share & Mention your friends.

03/11/2024

আজকে সন্ধ‍্যা ৭ টায় লাইভ ক্লাস হবে বানান এবং উচ্চারণ এর উপর, ক্লাসটি হবে আমার ফেইসবুক পেজ এবং BANGLA CRACKERS গ্রুপে।

ক্লাসটি করতে এখনি জয়েন করো কমেন্টে দেয়া লিংকে। ❤️

এইচ এস সি ২৫ এবং ২৬ ব্যাচ, রুটিন দিয়ে দিলাম কীভাবে আমরা আগামী ৩ মাসে সবগুলো ক্লাস করবো, শুধু লাইভ ক্লাসই না, সাথে থাকছে ...
27/10/2024

এইচ এস সি ২৫ এবং ২৬ ব্যাচ,

রুটিন দিয়ে দিলাম কীভাবে আমরা আগামী ৩ মাসে সবগুলো ক্লাস করবো, শুধু লাইভ ক্লাসই না, সাথে থাকছে বাংলা সৃজনশীল, এমসিকিউ আর আমার মেন্টরসিপ। সৃজনশীল লেখার প্র্যাকটিস শুরু হচ্ছে আগামীকাল থেকে, যারা আমাদের এই জার্নিতে জয়েন হতে চাও, আমাদের BANGLA CRACKERS গ্রুপে জয়েন করে ফেলো।

আমাদের পুরা প্ল্যানকে দুই ভাবে ভাগ করেছি, প্রথম ফেজে আমরা তোমাদের কলেজের প্রিটেস্ট পরীক্ষার কথা মাথায় রেখেছি, দ্বিতীয় ফেজে আমরা তোমাদের এইচ এস সি এর কথা মাথায় রেখেছি। যদি সুস্থ থাকি, ইনশাল্লাহ আগামী ৩ মাস আমার চেষ্টার কোনও কমতি হবে না তোমাদের জন্য। ❤

যদি আমার এই প্রজেক্টটি তোমাদের কাছে ভালো মনে হয়, শুধু একজন বন্ধুর সাথে শেয়ার করে দিও, সবাই মিলে একসাথে শিখি।

দেখা হচ্ছে ক্লাসরুমে। 😍

27/10/2024

আজকের এই লাইভ ভিডিওটি এইচ এস সি ২৫ এবং এইচ এস সি ২৬ ব্যাচের জন্য, জয়েন করে ফেলো দ্রুত পরবর্তী ৫ মাসের বিস্তারিত প্ল্যান জানতে। বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলোনা। ❤

15/10/2024

এস এস সি পরীক্ষা খারাপ হওয়ার পরও থেমে না গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছে এইচ এস সি তে ভালো করবে এই লক্ষ‍্যে, কিন্তু শেষ পর্যন্ত মনমতো ভালো ফলাফল করতে পারেনি - এমন শিক্ষার্থীর সংখ‍্যা অনেক।

মনে রেখো ভাগ‍্য সবসময় তোমার সাথে থাকে না।
জীবনে চলার পথে এমন অনেক পরীক্ষা দিতে হবে। কখনো তুমি সফল হবে, কখনো তোমার সবপ্রচেষ্টা ব‍্যর্থ যাবে। কিন্তু থামা যাবে না, জীবন শেষ এগুলো ভাবা যাবে না।

এমন অনেক শিক্ষার্থী আছে, যাদের কাঙ্ক্ষিত জিপিএ না থাকায় হয়তো মেডিকেল, বুয়েট, কিংবা স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাই দেওয়ার সুযোগ হবে না। মন খারাপ হবে, কষ্ট লাগবে, কান্না পাবে - এটাই স্বাভাবিক। মেনে নিয়ে নতুন করে শুরু করো। নতুনভাবে স্বপ্ন দেখো, বাস্তবায়নের জন‍্য কাজ করো এখন থেকেই।

যারা খুব ভালো ফলাফল করেছো, তোমাদেরকে অনেক অভিনন্দন ❤️

১৫ অক্টোবর, ২০২৪
ফলাফল ঘোষনা, এইচ এস সি ২০২৪

07/10/2024

মাস্টার্সের প্রথম সেমিস্টারের শেষ ফাইনাল পরীক্ষা ছিলো, এখন আবার শুরু হবে তোমাদের সাথে প্রস্তুতি ❤

01/10/2024

সিলেবাস এবং দুঃখ কোনোটাই শেষ হচ্ছে না 😭

Congratulations to Sadman Sadik bhaiya and Apu for your new journey! ❤️
27/09/2024

Congratulations to Sadman Sadik bhaiya and Apu for your new journey! ❤️

প্রিয় শিক্ষার্থীরা, জীবনে মানুষের মতো মানুষ হওয়ার টার্গেট করো, একটা চান্স পাইলেই তোমার জীবনটা গড়ে উঠবে না। আর প্রাতিষ্ঠ...
19/09/2024

প্রিয় শিক্ষার্থীরা, জীবনে মানুষের মতো মানুষ হওয়ার টার্গেট করো, একটা চান্স পাইলেই তোমার জীবনটা গড়ে উঠবে না।

আর প্রাতিষ্ঠানিক এই দম্ভ যদি আমার কোনো শিক্ষার্থী কখনো করো, আমি মনে করবো তোমাদের ভালো নম্বর পাইতে হেল্প করেছি কিন্তু মানুষ হইতে গাইড করতে পারি নাই।

Context: লোকটাকে কালকে চোর সন্দেহে ঢাবিব হলে পিটায় মারা হইছে, হলে তাকে শেষ বারের মতো খাইতে দিয়ে ভিডিও বানানো হইছে, আপনাদের হলের খাবার ভালো - এইটাই লোকটার শেষ কথা এবং খাওয়া।

________ and attractive? 🧐 দেখি কেমন ইংরেজি পারো, Fill in the blanks এ সুন্দর একটা শব্দ বসাও দেখি 😌ছবিটা Hua Hin এ তোলা,...
10/09/2024

________ and attractive? 🧐 দেখি কেমন ইংরেজি পারো, Fill in the blanks এ সুন্দর একটা শব্দ বসাও দেখি 😌

ছবিটা Hua Hin এ তোলা, Thailand এর খুবই সুন্দর একটা জায়গা ❤️

২০২০ সালে যখন প্রথম টেন মিনিট স্কুলে কাজ শুরু করি, তখন থেকে আয়মান ভাইয়ার সাথে পরিচয়। ভাইয়া সম্পর্কে লিখতে গিয়ে বুঝলাম লি...
02/09/2024

২০২০ সালে যখন প্রথম টেন মিনিট স্কুলে কাজ শুরু করি, তখন থেকে আয়মান ভাইয়ার সাথে পরিচয়। ভাইয়া সম্পর্কে
লিখতে গিয়ে বুঝলাম লিখার শুরু আছে কিন্তু শেষ নেই, তাই সংক্ষিপ্ত রাখাই শ্রেয়। শুধু বলতে পারি, আজকের সম্পদ হয়ে উঠার জন্য এই মানুষটার অবদান অনেক অনেক বেশি।

মা বাবার মতো কিছু মানুষের ঋণ হয়তো সারাজীবনেও শোধ করা যায় না, আয়মান ভাই তেমনি একজন মানুষ আমার জীবনে। জন্মদিনের শুভেচ্ছা ভাই, আপনার নেক হায়াত এবং সুস্থতা কামনা করি।

শুভ জন্মদিন, ভাই ❤️

20/08/2024

HSC 24!

অটোপাস যদি টেস্ট পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে দেয়, পাশার দান উল্টে যাবে এক পলকে 🕕😭

Address

Dhaka
1217

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salat Mahboob Sampad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Salat Mahboob Sampad:

Videos

Share