13/12/2022
বাংলাদেশে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের শেষদিকে দেশের শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য পেশাজীবীদের টার্গেট করে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। স্বাধীনতার পর থেকে তাদের স্মরণে প্রতি বছর ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। কিন্তু দিবস থাকলেও বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় কোন তালিকা নেই।
স্বাধীনতার প্রায় ৫০ বছর পরে সরকার শহীদ বুদ্ধিজীবীর একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ১৩ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের একটি প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে। এতে ১২২২ জন শহীদ বুদ্ধিজীবীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
শহীদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরির কাজ প্রথমে ১৯৭২ সালে শুরু হলেও, সে তালিকা কখনো সরকারি নথি বা গেজেটভুক্ত হয়নি। এখন যে ১২২২ জনের প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে, সেটি গেজেটভুক্ত করা হবে।
শহীদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরির জন্য চলতি বছরের ১৯শে নভেম্বর একটি কমিটি গঠন করা হয়। কমিটির একজন সদস্য একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। তিনি বলেছেন, ১৯৭২ সালের ডিসেম্বরে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীর একটি তালিকা প্রকাশ করা হয়েছিল।
"এরপর ডাক মন্ত্রণালয় থেকে শহীদ বুদ্ধিজীবীদের ডাকটিকেট বের করা হয়েছে। এরপর আরো নতুন নাম যুক্ত করে বাংলা একাডেমীর একটা গবেষণা আছে। এই সব মিলিয়ে সরকারিভাবে যাদের সম্মাননা বা স্বীকৃতি দেয়া হয়েছে, সেগুলোকে অনুমোদন দেয়া হয়েছে।"
"এই তালিকাটি সম্পূর্ণ নয়। আমরা ঠিক করেছি জেলা-উপজেলা পর্যায়ে যাতে একটা পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা যায়। এক বছরের মধ্যে সেটা শেষ করবো বলে আমরা আশা করছি," বলছেন শাহরিয়ার কবির।
শাহরিয়ার কবির বলেছেন, শহর-গ্রাম নির্বিশেষে সব জায়গা থেকে তথ্য সংগ্রহ করে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরির কাজে প্রথমবারের মত মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের মধ্যে কতজন বুদ্ধিজীবী ছিলেন, তার সঠিক সংখ্যা এখনো পাওয়া যায় না। যাদের নাম জানা যায়, তাদের মধ্যেও শহরকেন্দ্রিক বুদ্ধিজীবীদের সংখ্যাই বেশি।
১৯৭২ সালে প্রাথমিকভাবে এক হাজার ৭০ জন শহীদ বুদ্ধিজীবীর একটি তালিকা করেছিল তৎকালীন সরকার। পরে বাংলাদেশ ডাক বিভাগ ১৫২ জন শহীদ বুদ্ধিজীবীর ডাকটিকেট প্রকাশ করে।
সরকারের তৈরি করা শহীদ বুদ্ধিজীবীর নতুন তালিকা এই দুইটি হিসাবের ওপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। এর বাইরে বাংলা একাডেমী প্রণীত শহীদ বুদ্ধিজীবী কোষ গবেষণা গ্রন্থেও আরো বুদ্ধিজীবীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস।।Dream of Bangladesh SocietyWelcome To The Our Official YouTube Channel “Dream of Bangladesh” ...