Media Swadesh - মিডিয়া স্বদেশ

Media Swadesh - মিডিয়া স্বদেশ Media Swadesh (মিডিয়া স্বদেশ) is Delivering Entertainment.

25/11/2021
24/11/2021
24/11/2021
20/11/2021

Nice Story

19/11/2021

পুরুষ মানুষ অনেকটা খেজুর গাছের মতো।
আদর পায় না, যত্ন পায় না, কেউ পানি দেয় না, সার দেয় না, গোঁড়ায় কেউ মাটি দেয় না, আরো বলে নিজের পায়ের তলার মাটি নিজে শক্ত করো!

অযত্নে অবহেলায় বেড়ে উঠে! বেড়ে উঠার পর কিন্তু তার কাছে প্রত্যাশা অনেক!

তার ফল খুব মিষ্টি, তার রসের জন্য হাহাকার, তার রসের গুড় চিনির চেয়ে কয়েকগুন বেশি উপকারী। তাকে বছরের পর বছর ক্ষতবিক্ষত করা হয়! যতদিন বেঁচে থাকে তাকে কাটা হয়, তার রস এক ফোঁটা এক ফোঁটা করে নিগড়ে নেওয়া হয়! রস নেওয়া শেষ হয়ে গেলে আর তার কোন কদর থাকে না, পথে ধারে একাকী অযত্নে অবহেলায় পড়ে থাকে!

আবার জীবন শেষ করে জ্বালানির কাঠ হিসেবে অধিক বিশ্বস্ত। মাছ ধরার ফাদ পাতার জন্য তার জুড়ি নেই।

তারপরও খেজুর গাছ কোন অভিযোগ করে না, কিছু প্রত্যাশা করে না, ভালোবাসা চায় না। শুধু ফল দিয়ে যায়, রস দিয়ে যায় আর মাথা উঁচু করে বেঁচে থাকে নিঃস্বার্থভাবে আপনার পরিবারের পুরুষ মানুষটির মতো!

আজ ১৯ নভেম্বর বিশ্ব পুরুষ দিবস।
সবাইকে শুভেচ্ছা। ভালো থাকুক সবাই।

19 November, World Men's Day

Copyright: Collected

#বিশ্ব_পুরুষ_দিবস

18/11/2021
16/11/2021
13/11/2021
07/11/2021

চাঁপাইনবাবগঞ্জে বড় দুটি বালতির পানিতে ডুবে মারা গেছে তিন বছর বয়সী যমজ বোন। রোববার সকালে জেলা শহরের সিঅ্যান্ডবি ঘাট এলাকায় ঘটনাটি ঘটেছে। ভাড়া বাসায় সব সময় পানি না থাকায় দুটি বালতিতে পানি ভরে রাখা হয়েছিল।

সদর থানায় এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন। যমজ বোনদের নাম সাবা ও সারা। তাদের বাবা এবাদ আলী পুলিশের কনস্টেবল। বর্তমানে ঢাকায় কর্মরত।

শিশুদের মা নাইমা খাতুন প্রথম আলোকে বলেন, মেয়ে দুটি বালতির পানিতে পরনের প্যান্ট রেখে নাড়াচাড়া করছিল। এ সময় তিনি ময়লা ফেলতে বাড়ির বাইরে গিয়েছিলেন। এসে দেখেন পানিভর্তি বালতির ভেতর দুই বোনের মাথা নিচে ও পা ওপরে। হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নাইমা খাতুন কাঁদতে কাঁদতে বলেন, ‘ওরা পৃথিবীতে এসেছিল একসঙ্গে, ছেড়েও গেল একসঙ্গে। যা করত সবই একসঙ্গেই করত। ওরা আমাকে শোকের সাগরে ভাসিয়ে গেল।’

একসময় সপরিবার ঢাকায় থাকতেন নাইমারা। এক মাস আগে চাঁপাইনবাবগঞ্জে এসে ভাইয়ের বাড়ির পাশে দুটি কক্ষ ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। ভাড়া বাসায় সব সময় পানি পাওয়া যায় না। তাই দুটি বড় বালতিতে পানি ধরে রাখা হতো। সে পানিতে ডুবেই মারা গেল শিশু দুটি।

সদর থানার (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, যেহেতু দুটি শিশু একসঙ্গে মারা গেছে, তাই বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ জন্যই লাশের ময়নাতদন্ত করা হচ্ছে।

সুত্রঃ প্রথম আলো।

07/11/2021
06/11/2021
06/11/2021
18/10/2021
15/10/2021
14/10/2021
10/10/2021
06/10/2021
23/09/2021
22/09/2021
22/09/2021
19/09/2021
18/09/2021
18/09/2021

Address

Road # 12, Sector # 10, Uttara
Dhaka
1230

Products

Media Swadesh (মিডিয়া স্বদেশ) is Delivering Entertainment.

Alerts

Be the first to know and let us send you an email when Media Swadesh - মিডিয়া স্বদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies