Itz Friday

Itz Friday It's all about our family and birds

16/12/2023

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩 👶

11/12/2023

পদ্মাপাড়ে ছাগলের সাথে ছোট্ট মেয়ের দুরন্তপনা 👶

আগামী ১২ই ডিসেম্বর, রোজ মঙ্গলবার দেশব্যাপী আয়োজিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৩।  ক্যাম্পেইনে আপনার...
07/12/2023

আগামী ১২ই ডিসেম্বর, রোজ মঙ্গলবার দেশব্যাপী আয়োজিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৩। ক্যাম্পেইনে আপনার ৬-৫৯ মাস বয়সের শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসুন।

কলাপাতায় মসজিদে দেয়া তবারক। এখানে ৪টা পরিবারের পক্ষ থেকে তবারক আছে। কলাপাতায় মসজিদে তবারক দেয়ার চল গ্রামীণ এলাকায় কালেভদ...
29/11/2023

কলাপাতায় মসজিদে দেয়া তবারক। এখানে ৪টা পরিবারের পক্ষ থেকে তবারক আছে। কলাপাতায় মসজিদে তবারক দেয়ার চল গ্রামীণ এলাকায় কালেভদ্রে দেখা যায়।

28/11/2023

ঢাকার সুন্দর রাস্তাগুলোর মধ্যে একটি রাস্তা হচ্ছে রমনার হেয়ার রোড।

"Discovering serenity on Hare Road, where the city's bustling rhythm meets the elegance of the most beautiful urban journey in Dhaka."

22/11/2023

রমনা থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম 🛵

"Navigating the vibrant chaos of Dhaka City streets, capturing the rhythm of the urban ride. 🏙️🏍️ " 🛵

আমার ছোট বাচ্চার পাগুলোর সাইজ ঠিক ছবিটার শিশুটির পায়ের মতোই 😞
18/10/2023

আমার ছোট বাচ্চার পাগুলোর সাইজ ঠিক ছবিটার শিশুটির পায়ের মতোই 😞

দাপ্তরিক কাজে নারায়ণগঞ্জ গিয়ে কলিগের বদান্যতায় সকালের নাস্তা করা হলো শহরের সুগন্ধা+ রেস্টুরেন্টে।  প্লেটের আকারের পাতলা ...
30/09/2023

দাপ্তরিক কাজে নারায়ণগঞ্জ গিয়ে কলিগের বদান্যতায় সকালের নাস্তা করা হলো শহরের সুগন্ধা+ রেস্টুরেন্টে। প্লেটের আকারের পাতলা লুচি সাথে খাসির কলিজা স্বাদে ছিল অনবদ্য।

লোকেশন- 👇
https://maps.app.goo.gl/T3k3eGDFUn7gEixy6

বাজারে নাকি বেশ চলছে। স্বাদ ভালোই বলতে হয়।
22/09/2023

বাজারে নাকি বেশ চলছে। স্বাদ ভালোই বলতে হয়।

বাংলাদেশের অপূর্ব স্থাপত্যশিল্পের এক অন্যন্য উদাহরণ দিনাজপুর জেলার কান্তজিউ মন্দির। ২০১৮ সালের মে মাসে অসাধারণ টেরাকোটার...
07/09/2023

বাংলাদেশের অপূর্ব স্থাপত্যশিল্পের এক অন্যন্য উদাহরণ দিনাজপুর জেলার কান্তজিউ মন্দির। ২০১৮ সালের মে মাসে অসাধারণ টেরাকোটার কারুকাজ সমৃদ্ধ কান্তজিউ মন্দির দেখার সুযোগ হয়েছিল।

এক নজরে কান্তজিউ মন্দির- 👇

দিনাজপুর শহর থেকে ২১ কিলোমিটার দূরে কাহারোল থানার কান্তনগর গ্রামে অবস্থিত কান্তজিউ মন্দির। অনেকের মতে কান্তনগরে স্থাপিত বলে-এর নাম কান্তজিউ মন্দির। জনশ্রুতি আছে, শ্রী-কৃষ্ণের বিগ্রহ অধিষ্ঠানের জন্য এ মন্দির নির্মিত হয়েছিল। দিনাজপুরের তৎকালীন জমিদার প্রাণনাথ রায় ১৭২২ খ্রিস্টাব্দে পোড়ামাটির অলঙ্করণ সমৃদ্ধ এ মন্দিরটির নির্মাণ কাজ শুরু করেন। তবে তার জীবদ্দশায় এ মন্দিরের নির্মাণ কাজ শেষ করে যেতে পারেন নি। পরে ১৭৫২ খ্রিস্টাব্দে তারই পালক পুত্র রাম নাথ রায় মন্দিরের নির্মাণ কাজ শেষ করেন।

স্থাপত্যিক রীতি, গঠন বিন্যাস, শিল্পচাতুর্য মন্দিরটির সামগ্রিক দৃশ্যকে এতই মাধুর্যমণ্ডিত করে তুলেছে যে এর চেয়ে সুন্দর, নয়নাভিরাম মন্দির বাংলাদেশে দ্বিতীয়টি নেই। শৈল্পিক বিশ্লেষণে প্রায় ৩ ফুট উঁচু এবং ৬০ ফুট বাহু বিশিষ্ট প্রচ্চর নির্মিত বর্গাকৃতি সমান্তরাল জায়গার উপর এই মন্দির দণ্ডায়মান। সৌধ পরিকল্পনায় মন্দিরটি তিন ধাপে নির্মিত। সামগ্রিক দৃষ্টিতে মন্দিরটি দেখতে সুবৃহৎ রথের মতো। তিনতলা বিশিষ্ট এবং বর্গাকারে নির্মিত মন্দিরের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ৫২ ফুট এবং উচ্চতা ৭০ ফুট। ১৮৯৭ সালের ভূমিকম্পে কিছু অংশ ভেঙে যাওয়ায় উপরের গম্বুজ ঘরের আকৃতি ধারণ করেছে। ভূমিকম্পে ভেঙে যাওয়ার আগে গম্বুজের উপরে ৯টি সুদৃশ্য চুড়া ছিল।

মন্দিরের বেদির নিচে এবং দেয়ালের গায়ে পোড়ামাটি খচিত প্রায় লক্ষাধিক ছবি রয়েছে। পৌরণিক চিত্র সংবলিত টেরাকোটা ছাড়াও মন্দিরের দেয়ালের বিভিন্ন স্থানে বিভিন্ন মূর্তির টেরাকোটাও রয়েছে। কান্তজিউ মন্দিরের ঐতিহ্য অনুযায়ী প্রতি বছর রাস পূর্ণিমায় এখানে বসে পক্ষকালব্যাপী মেলা। দিনাজপুর কেন্দ্রীয় বাস স্টেশন থেকে পীরগঞ্জের বাসে কান্তনগর নামতে হবে। সেখানে নেমে ঢেপা নদী পার হয়ে একটু সামনেই মন্দিরটি। শীতের সময় নদী পায়ে হেঁটে পার হতে পারলেও বর্ষায় কিন্তু নৌকায় পার হতে হবে।
[ সূত্র- বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ]

ঢাকার আহসান মঞ্জিলের পর যে জমিদার বাড়িটি আমার প্রিয় সেটা হলো রংপুরের তাজহাটে অবস্থিত জমিদার বাড়িটি। 👇[ সংক্ষিপ্ত ইতিহাস-...
02/09/2023

ঢাকার আহসান মঞ্জিলের পর যে জমিদার বাড়িটি আমার প্রিয় সেটা হলো রংপুরের তাজহাটে অবস্থিত জমিদার বাড়িটি। 👇

[ সংক্ষিপ্ত ইতিহাস- রংপুর শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে তাজহাট গ্রামে অবস্থিত তাজহাট জমিদার বাড়িটি। রত্ন ব্যবসায়ী মান্নালাল ছিলেন তাজহাট জমিদারির প্রতিষ্ঠাতা। ব্যবসায়িক কারণে অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে তিনি রংপুরের মাহিগঞ্জে এসে বসবাস শুরু করেন এবং একটি ভবন নির্মাণ করেন। ১৮৯৭ সালের ভূমিকম্পে তার এ ভবনটি ধ্বংস হয়ে যায় এবং তিনি আহত হয়ে পরবর্তীতে মারা যান। তার দত্তক পুত্র গোপাল লাল রায় বাহাদুর জমিদারি দায়িত্ব গ্রহণের পর বিংশ শতাব্দীর মাঝামাঝি প্রায় ২ হাজার রাজমিস্ত্রির সহায়তায় একটি জমিদার বাড়ি নির্মাণ করেন। সেই জমিদার বাড়িটিই বর্তমানে তাজহাট জমিদার বাড়ি হিসেবে সুপরিচিত। বাড়িটি নির্মাণ করতে ব্যয় হয় ততকালীন সময়ে প্রায় দেড় কোটি টাকা। ১৯১৭ সালে ভবনটি সম্পূর্ণ হয়। প্রাসাদ চত্বরে রয়েছে বিশাল খালি মাঠ, গাছের সারি এবং প্রাসাদের দুই পাশে রয়েছে দুইটি পুকুর।

প্রাসাদটি প্রায় ২১০ ফুটের মত প্রশস্ত ও চার তলার সমান উঁচু। এর গঠনশৈলী প্রাচীন মুঘল স্থাপত্য থেকে অনুপ্রাণিত বলে মনে করা হয় যার প্রমাণ মেলে মধ্যভাগে বিশাল একটি গম্বুজ ও দুই পাশে তার ছড়িয়ে যাওয়া দালানগুলোর একটা মসজিদের অবয়ব থেকে। তবে রাজবাড়ী যেই দিক থেকে বাংলাদেশের অন্য সকল প্রাসাদের থেকে আলাদা তা হল এর সিঁড়িগুলো। সর্বমোট ৩১ টি সিড়ি আছে যার প্রতিটাই ইতালীয় ঘরানার মার্বেল পাথরে তৈরী। সিঁড়ি থেকে উঠে জাদুঘর পর্যন্ত মেঝের পুরোটাও একই পাথরে তৈরী। রাজবাড়ীর পশ্চাৎভাগে গুপ্ত সিঁড়ি রয়েছে। এই গুপ্ত সিঁড়ি কোন একটি সুড়ংগের সাথে যুক্ত যা সরাসরি ঘাঘট নদীর সাথে যুক্ত এমন একটা জনশ্রুতি শোনা যায় তবে সিড়ি টা এখন নিরাপত্তা জনিত কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাসাদের সুন্দর ফোয়ারাটি কালের বিবর্তনে শ্বেতশুভ্র মার্বেল ও তার সবুজাভ নকশা কিছুটা মলিন হলেও এখনো এর জৌলুষ বুঝা যায়। কথিত আছে রাণীর জন্যেই বিশেষ ক’রে এটি নির্মাণ করা হয়েছিল। ২০০৫ সালের আগে জমিদার বাড়িটি তাজহাট রাজবাড়ি হিসেবেই সবার কাছে পরিচিত। ( লেখা- আদার ব্যাপারী) ]

অভিশপ্ত এই নগরীতে একে একে হারিয়ে যাচ্ছে তাজা প্রান 🙁
31/08/2023

অভিশপ্ত এই নগরীতে একে একে হারিয়ে যাচ্ছে তাজা প্রান 🙁

'আব্বু ঢাকায় থাকবো না, ঢাকায় মশা' | Dengue Crisis | DhakaSUBSCRIBE NOW! https://www.t.ly/94lVFor more updates TURN the Notification BELL 🔔 ON AND 👉 don’t f...

২০১৬ সালে শীতের কোন এক দিনে গিয়েছিলাম ঐতিহাসিক নাটোর রাজবাড়ীতে। নাটোর রাজবাড়ী- 👇নাটোর মোগল শাসনামলের শেষ সময় থেকে বাংলার...
29/08/2023

২০১৬ সালে শীতের কোন এক দিনে গিয়েছিলাম ঐতিহাসিক নাটোর রাজবাড়ীতে।

নাটোর রাজবাড়ী- 👇

নাটোর মোগল শাসনামলের শেষ সময় থেকে বাংলার ক্ষমতার অন্যতম প্রাণকেন্দ্রে পরিণত হয় । বিশেষ করে নবাবী আমলে তার ব্যাপক ব্যাপ্তি ঘটে । বাংলার সুবেদার মুর্শিদ কুলী খানের (১৭০১-১৭২৭ শাসনকাল) প্রত্যক্ষ তত্ত্বাবধানে বরেন্দ্রী ব্রাহ্মণ রঘুনন্দন তার ছোটভাই রামজীবনের নামে এ অঞ্চলে জমিদারী প্রতিষ্ঠা করেন । রাজা রামজীবন রায় নাটোর রাজবংশের প্রতিষ্ঠাতা। কথিত আছে লস্কর খাঁতার সৈন্য-সামন্তদের জন্য যে স্থান হতে রসদ সংগ্রহ করতেন, কালক্রমে তার নাম হয় লস্করপুর পরগনা। এই পরগনার একটি নীচু জলাভূমির নাম ছিল ছাইভাংগা বিল। ১৭১০ সনে রাজা রামজীবন রায় এই স্থানে মাটি ভরাট করে তার রাজধানী স্থাপন করেন। কালক্রমে মন্দির, প্রাসাদ, দীঘি, উদ্যান ও মনোরম অট্টালিকা দ্বারা সুসজ্জিত নগরীতে পরিণত হয়। ধীরে ধীরে ছাইভাংগা বিলের উপরে প্রতিষ্ঠিত হয় নাটোর শহর। সুবেদার মুর্শিদ কুলী খানের সুপারিশে মোঘল সম্রাট আলমগীরের নিকট হতে রামজীবন ২২ খানা খেলাত এবং রাজা বাহাদুর উপাধি লাভ করেন । নাটোর রাজ্য উন্নতির চরম শিখরে পৌছে রাজা রামজীবনের দত্তক পুত্র রামকান্তের স্ত্রী রাণী ভবানীর রাজত্বকালে । ১৭৮২ সালে ক্যাপ্টেন রেনেল এর ম্যাপ অনুযায়ী রাণী ভবানীর জমিদারীর পরিমাণ ছিল ১২৯৯৯ বর্গমাইল । শাসন ব্যবস্থার সুবিধার জন্য সুবেদার মুর্শিদ কুলী খান বাংলাকে ১৩ টি চাকলায় বিভক্ত করেন । এর মধ্যে রাণী ভবানীর জমিদারী ছিল ৮ চাকলা বিস্তৃত । এই বিশাল জমিদারীর বাৎসরিক আয় ছিল দেড় কোটি টাকার অধিক । বর্তমান বাংলাদেশের রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, দিনাজপুর, কুষ্টিয়া, যশোর এবং পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ ও বীরভূম জেলাব্যাপী বিস্তৃত ছিল তার রাজত্ব । এছাড়া ময়মনসিংহ জেলার পুখুরিয়া পরগণা এবং ঢাকা জেলার রাণীবাড়ী অঞ্চলটিও তার জমিদারীর অন্তর্গত ছিল । এ বিশাল জমিদারীর অধিশ্বরী হওয়ার জন্যই বোধহয় তাকে মহারাণী উপাধী দেয়া হয় এবং তাকে অর্ধ-বঙ্গেশ্বরী হিসাবে অভিহিত করা হতো । একে কেন্দ্র করেই গড়ে উঠেছিল এ অঞ্চলের সর্ববৃহৎ সামন্তরাজ এবং এক মহিয়ষী নারীর রাজ্যশাসন ও জনকল্যাণ ব্যবস্থা।


নাটোরের রাজারা এই বিশাল জমিদারী পরিচালনা করতো নিজস্ব প্রশাসনিক ব্যবস্থাপনায় । নবাবী আমলে তাদের নিজস্ব দেওয়ানী ও ফৌজদারী বিচারের ক্ষমতা ছিল । শান্তি শৃংখলা রক্ষার জন্য তাদের নিজস্ব পুলিশবাহিনী এবং জেলখানা ছিল । ১৮৭৩ সালে ইংরেজ সরকারের এক ঘোষণাবলে রাণী ভবানীর দত্তকপুত্র রামকৃষ্ণ এর হাত থেকে কোম্পানী পুলিশ ও জেলখানা নিজ হাতে তুলে নেয় । কোম্পানী নিজহাতে জেলখানার দায়িত্ব নিয়ে প্রতি জেলায় জেলখানা স্থাপন করে । ইংরেজদের কর্তৃক পরিচালিত প্রথম জেলখানা নাটোরে প্রতিষ্ঠিত হয় ।


রাণী ভবানীর শাসনামল পর্যন্ত নাটোর শহরের দক্ষিণ পাশ দিয়ে প্রবাহিত হতো স্রোতস্বিনী নারদ নদ । পরবর্তীকালে নদের গতিমুখ বন্ধ হয়ে গেলে সমগ্র শহর এক অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে নিপতিত হয় । ড্রেনেজ ব্যবস্থা, জলবদ্ধতা এবং পয়ঃনিষ্কাশনের একমাত্র সংযোগস্থল ছিল নারদ নদ । সেই নদ অচল হয়ে পড়ায় শহরের পরিবেশ ক্রমাগত দূষিত হয়ে পড়ে । ইংরেজ শাসকরা সেজন্য জেলাসদর নাটোর হতে অন্যত্র স্থানান্তরের উদ্যোগ গ্রহণ করে । মি. প্রিংগল ১৮২২ সালে ২৩ শে এপ্রিল জেলাসদর হিসাবে পদ্মানদীর তীরবর্তী রামপুর-বোয়ালিয়ার নাম উল্লেখ করে প্রস্তাবনা পেশ করেন । ১৮২৫ সালে নাটোর থেকে জেলা সদর রামপুর-বোয়ালিয়াতে স্থানান্তরিত হয় । জেলা সদর স্থানান্তরের পর ইংরেজ সরকার মহকুমা প্রশাসনের পরিকাঠামো তৈরি করে । সেই পরিকল্পনা অনুযায়ী মহকুমা হিসাবে নাটোরের পদাবনতি ঘটে । তারপর দীর্ঘ ১৬৫ বছর অর্থাৎ ইংরেজ, পাকিস্তান এবং বাংলাদেশের চৌদ্দ বছরের প্রশাসনিক ইতিহাসে নাটোর মহকুমা সদর হিসাবে পরিচিত ছিল । ১৯৮৪ সালে নাটোর পুনরায় জেলাসদরের মর্যাদা লাভ করে ।

[ তথ্যসূত্রঃ জেলা পরিষদ, নাটোর ]

27/08/2023

বাংলাদেশের মৌলভিবাজার ও সিলেট অঞ্চলে কিছু লোকের বসবাস যারা ধর্মীয় ভাবে মুসলিম কিন্তু রীতিনীতিতে মূলধারার বাঙ্গ...

সবুজ ঘাসের উপর ছোট্ট দুটি পায়ের পরশ....(আল্লাহুমা বারিক লাহা)
19/08/2023

সবুজ ঘাসের উপর ছোট্ট দুটি পায়ের পরশ....
(আল্লাহুমা বারিক লাহা)

14/08/2023
14/08/2023

আজ যে শিশুব্যান্ডঃ রেনেসাঁগীতিকারঃ শহীদ মাহমুদ জঙ্গীসুরঃ শাহবাজ খান পিলুসঙ্গীতঃ রেনেসাঁপরিচালনাঃ আরাফাত সেতু...

ভাল থাকুক পৃথিবীর সকল শিশু
14/08/2023

ভাল থাকুক পৃথিবীর সকল শিশু

ছোটমনি নিবাস | দেশ 24 প্রতিষ্ঠান | Desh 24 | পর্ব-০৫ | ২৬ এপ্রিল ২০২৩ | Khukumoni Nibash | Channel 24 Welcome to the Offic...

👶😇
13/08/2023

👶😇

02/08/2023

আয়েশা ঢাকা শিশু হাসপাতালের আইসিইউতে রয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। মঙ্গলবার রাত ২ টা থে.....

বাবা আর ছেলের আদরের বিড়ালটাও ভ্রমনসঙ্গী 🐈
30/07/2023

বাবা আর ছেলের আদরের বিড়ালটাও ভ্রমনসঙ্গী 🐈

দেশে উৎপাদিত লেইস এখন হাতের নাগালে। দাম ১০ টাকা এবং ২৫ টাকা। যদিও পুরো এলাকা ঘুরে মাত্র একটা দোকানে পেয়েছি।
13/07/2023

দেশে উৎপাদিত লেইস এখন হাতের নাগালে। দাম ১০ টাকা এবং ২৫ টাকা। যদিও পুরো এলাকা ঘুরে মাত্র একটা দোকানে পেয়েছি।

অফিস চত্ত্বরে বিড়ালছানাদের দুরন্তপনা....
12/07/2023

অফিস চত্ত্বরে বিড়ালছানাদের দুরন্তপনা....

২০১৯ সালে দেশে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। ওই বছরের প্রথম সাত মাসে অর্থাৎ ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্...
10/07/2023

২০১৯ সালে দেশে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। ওই বছরের প্রথম সাত মাসে অর্থাৎ ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল ৮৩৮। আর গতকাল রোববার (৯ জুলাই) এক দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৬ জন। এই সংখ্যা এক দিনে হাসপাতালে ভর্তির দিক থেকে (চলতি বছরে) সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, গত শনিবার সকাল আটটা থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত দেশে ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এক দিনে মৃত্যুর সংখ্যার দিক থেকেও সর্বোচ্চ। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ৭৩। [ প্রথম আলো ]

ঈদের দিন বিকালে বন্ধুর বাসায় চা খাওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম। অত:পর 😱
30/06/2023

ঈদের দিন বিকালে বন্ধুর বাসায় চা খাওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম। অত:পর 😱

দেশের বেশকিছু স্থানে মসজিদে ঈদের নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে
28/06/2023

দেশের বেশকিছু স্থানে মসজিদে ঈদের নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে

https://www.prothomalo.com/bangladesh/kgpy9o9swz
19/06/2023

https://www.prothomalo.com/bangladesh/kgpy9o9swz

এর আগে গত ১৩ জুন আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির সভায় ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করা হয়েছিল।

১৮ জুন, ২০২৩, রবিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। আপনার আদরের ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে সকাল ৮টা থেকে বিকাল ৪ট...
18/06/2023

১৮ জুন, ২০২৩, রবিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। আপনার আদরের ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে দ্রুত নিয়ে যান। তবে বাচ্চাকে ভরাপেটে নিয়ে যাবেন।

১৮ জুন, ২০২৩, রবিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নি...
15/06/2023

১৮ জুন, ২০২৩, রবিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।

"Earth laughs in flowers.” – Ralph Waldo Emerson
14/06/2023

"Earth laughs in flowers.” – Ralph Waldo Emerson

আমের জনপ্রিয় জাতগুলো যেসব জেলায় উৎপাদন হয়
11/06/2023

আমের জনপ্রিয় জাতগুলো যেসব জেলায় উৎপাদন হয়

বাজেট ২০২৩-২৪
01/06/2023

বাজেট ২০২৩-২৪

আম প্রেমিরা প্রস্তুত হয়ে যান
05/05/2023

আম প্রেমিরা প্রস্তুত হয়ে যান

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Itz Friday posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Itz Friday:

Videos

Share


Other Dhaka media companies

Show All