Nomad's Eye

Nomad's Eye বিশ্ব ভ্রমণের স্বপ্ন দেখি 💝
exploring places and sharing experiences...
Travel Filmmaker I Love to share experiences with the People.

I am a passionate Solo traveler, exploring new places, and new countries. are all real experiences and all opinions are my personal.

Handle with care.One month of New Bangladesh.© Mehedi Haque
05/09/2024

Handle with care.
One month of New Bangladesh.

© Mehedi Haque

এবার ওরেও পুড়িয়ে দেয়া হোক👊✊
02/09/2024

এবার ওরেও পুড়িয়ে দেয়া হোক👊✊

চোর, মিথ্যাবাদি, খুনি আরাফাত কে রিমান্ডে এই গানটাই বার বার শুনানোর আবেদন করা টা কি খুব বেশি চাওয়া হয়ে যাবে?
29/08/2024

চোর, মিথ্যাবাদি, খুনি আরাফাত কে রিমান্ডে এই গানটাই বার বার শুনানোর আবেদন করা টা কি খুব বেশি চাওয়া হয়ে যাবে?

14/12/2023

প্রেম হোক বা বিয়ে ,বউ, প্রেমিকা বা বন্ধু যাই হোক। জীবনে একজন পছন্দের মানুষ থাকাটা সুন্দর। হঠাৎ করে বিধ্বস্ত লাগলে তার কথা মনে করে একটু হেসে ফেলা যায়। অনেক কষ্ট ফেলে তার কোলে মাথা রেখে একটু ঘুমানো যায় যখন সে মাথার চুল নেড়ে একটু শান্তি দিবে। শত ব্যস্ততায় তার প্রোফাইল চেক করে একটু শান্তি পাওয়া যায় ❤️🏵️
সবসময় ভালো থাকুক সবার পছন্দের মানুষ 🖤

হঠাৎ দাম বেড়ে গেলে এড়িয়ে চলুন। হোক তা পিঁয়াজ অথবা মানুষ।দেখবেন কয়েকদিন পর পচা গন্ধ বের হবে!!
14/12/2023

হঠাৎ দাম বেড়ে গেলে এড়িয়ে চলুন। হোক তা পিঁয়াজ অথবা মানুষ।
দেখবেন কয়েকদিন পর পচা গন্ধ বের হবে!!

আমারও এমন একটা সুন্দর শৈশব  ছিলো❤️
13/12/2023

আমারও এমন একটা সুন্দর শৈশব ছিলো❤️

সময়ের সাথে সাথে হারিয়ে গেছে মহান শিল্পটি এই শিল্পের শিল্পীরা এখন দেশের এমপি-মন্ত্রী 😆😆😆
11/12/2023

সময়ের সাথে সাথে হারিয়ে গেছে মহান শিল্পটি এই শিল্পের শিল্পীরা এখন দেশের এমপি-মন্ত্রী 😆😆😆

আয় আর একটি বারআয়রে সখা প্রাণের মাঝে আয়মোরা সুখের দুখের কথা কবপ্রাণ জুড়াবে তায় ………!!
03/12/2023

আয় আর একটি বার
আয়রে সখা প্রাণের মাঝে আয়
মোরা সুখের দুখের কথা কব
প্রাণ জুড়াবে তায় ………!!

আপডেট: ঢাকা-কক্সবাজার বাণিজ্যিক ট্রেনের আগাম টিকিট বিক্রি পিছিয়েছে। মঙ্গলবার (21 নভেম্বর) থেকে টিকিট বিক্রির কথা থাকলেও ...
24/11/2023

আপডেট: ঢাকা-কক্সবাজার বাণিজ্যিক ট্রেনের আগাম টিকিট বিক্রি পিছিয়েছে। মঙ্গলবার (21 নভেম্বর) থেকে টিকিট বিক্রির কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।🤔🥲
ট্রেন চালু হবে 01 ডিসেম্বর, 2023 🤘
🚃 ট্রেনের নাম- কক্সবাজার এক্সপ্রেস
✅ নতুন ট্রেনের নম্বর: 813 / 814
✅ নতুন ট্রেনের নাম: কক্সবাজার এক্সপ্রেস
✅ মোট সিট সংখ্যা : 780 টি
❌ সাপ্তাহিক বন্ধের দিন: 814 ( সোমবার ), 813 ( মঙ্গলবার )
✅ ট্রেনের কম্পোজিশন : 16/32
⏰ প্রস্তাবিত ট্রেনের সময় সূচি:
🚃 ট্রেন নম্বর: 813
📍কক্সবাজার থেকে ছাড়বে: দুপুর 12:40 টা বাজে
📍চট্টগ্রাম পৌছাবে: বিকাল 03:40 টা বাজে , ছাড়বে: বিকাল 04:00 টা বাজে।
📍ঢাকা বিমানবন্দর পৌছাবে: রাত 08:30 টা বাজে, ছাড়বে: 08:33 টা বাজে।
📍ঢাকা কমলাপুর পৌছাবে: রাত 09:10 টা বাজে।
🚃 ট্রেন নম্বর: 814
📍ঢাকা কমলাপুর থেকে ছাড়বে: রাত 10:30 টা বাজে
📍ঢাকা বিমানবন্দর পৌছাবে: রাত 10:53 টা বাজে, ছাড়বে: 10:58 টা বাজে।
📍চট্টগ্রাম পৌছাবে: রাত 03:40 টা বাজে , ছাড়বে: ভোর 04:00 টা বাজে।
📍কক্সবাজার পৌছাবে: সকাল 06:40 টা বাজে।
💰 টিকিটের মূল্য :
✅ শোভন চেয়ার: 500 টাকা
✅ প্রথম শ্রেণী চেয়ার: 670 টাকা
✅ এসি চেয়ার ( স্নিগ্ধা) : 961 টাকা
✅ প্রথম শ্রেণী বার্থ বা সিট: 1150 টাকা
✅ এসি বার্থ: 1725 টাকা

সাবাশ বেটা ....আমার জীবনটাই বৃথা, না পারলাম চুরি করতে , না পেলাম বান্ধুবি... জীবনটাই বেদনা :(
23/11/2023

সাবাশ বেটা ....
আমার জীবনটাই বৃথা, না পারলাম চুরি করতে , না পেলাম বান্ধুবি... জীবনটাই বেদনা :(

19/11/2023

সমাজ সভ্যতায় আধুনিকায়নের ছোয়া লাগাতে গিয়ে কখন যে আমার ভুলেই গেছে আমাদের ও একটা গৌরব গাথা ইতিহাস / অতীত ছিলো ।। ভুলে গেছি আমাদের সাংস্কৃতি।

Congratulations   .    #𝙲𝚆𝙲𝟸𝟹 𝙲𝙷𝙰𝙼𝙿𝙸𝙾𝙽𝚂 🎉87 🏆 1999 🏆 2003 🏆 2007 🏆 2015 🏆 2️⃣0️⃣2️⃣3️⃣ 🏆
19/11/2023

Congratulations . #𝙲𝚆𝙲𝟸𝟹 𝙲𝙷𝙰𝙼𝙿𝙸𝙾𝙽𝚂 🎉
87 🏆 1999 🏆 2003 🏆 2007 🏆 2015 🏆 2️⃣0️⃣2️⃣3️⃣ 🏆

ভিরাট ৫০ তম সেঞ্চুরি করলো, সচিন টেন্ডুল্কার দাঁড়িয়ে  অভ্যর্থনা দিলো। বাংলাদেশের এর কেও এমন আরেক বাংলাদেশি কারো রেকর্ড ভা...
15/11/2023

ভিরাট ৫০ তম সেঞ্চুরি করলো, সচিন টেন্ডুল্কার দাঁড়িয়ে অভ্যর্থনা দিলো।
বাংলাদেশের এর কেও এমন আরেক বাংলাদেশি কারো রেকর্ড ভাংলে সে হয়তো রাগ করে যেতইনা বরং তার স্ত্রী পোস্ট ও দিতো 🤣
অভিনন্দন Virat Kohli 🏆

৬৪ জেলা ভ্রমণের আয়োজন চলছে , শীগ্রই রান্নার কাজ শুরু হবে :D সাথেই থাকুন ...
14/11/2023

৬৪ জেলা ভ্রমণের আয়োজন চলছে , শীগ্রই রান্নার কাজ শুরু হবে :D সাথেই থাকুন ...

13/11/2023

প্রশ্নকর্তা: আপনার পচন্দের খাবার কি ?
আমি : কাচ্চি
প্রশ্নকর্তা: আর অপচন্দের খাবার ?
আমি : কাচ্চি ..
প্রশ্নকর্তা : মানে বুজলাম না!!
না বুজার কিছু নাই , কেন না আমি কাচ্ছির বাহিরে কিছু ট্রাই করি নাই এখনো 😛

পিছনে তাকিয়ে দেখি কি অসাধারণ সুন্দর শৈশব কেটেছে আমাদের! আহ কথিত আধুনিক প্রজন্ম তোমাদের জন্য দুঃখিত ।তোমরা এক ডিজিটাল যন্...
09/11/2023

পিছনে তাকিয়ে দেখি কি অসাধারণ সুন্দর শৈশব কেটেছে আমাদের! আহ কথিত আধুনিক প্রজন্ম তোমাদের জন্য দুঃখিত ।তোমরা এক ডিজিটাল যন্ত্রণার দুনিয়া পেয়েছ যখন তোমাদের পাওয়া উচিত ছিলো এক স্নিগ্ধ সুন্দর জীবন।

09/11/2023

অনেকদিন দরে জীবনে প্রেম, বিয়ে, টাকা, ট্যুর কিচ্ছু নাই, এই ফেসবুক আইডিটা ছাড়া!🙂

Glenn Maxwell Show her Beauty 🥰what a innings
07/11/2023

Glenn Maxwell Show her Beauty 🥰
what a innings

আমাদের পরিবারের  সদস্য বর্তমানে ২৫০০+ , সবাই যদি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করি তাহলে চ্যানেলের সাবস্ক্রাইব ও সমান হয়ে...
05/11/2023

আমাদের পরিবারের সদস্য বর্তমানে ২৫০০+ , সবাই যদি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করি তাহলে চ্যানেলের সাবস্ক্রাইব ও সমান হয়ে যায় । আপনাদের সহযোগীতা এবং ভালোবাসা প্রয়োজন , সকল আয়োজন প্রায় শেষ পর্যায়ে , শীগ্রই আমরা শুরু হবে । স্পন্সরদের সাথে আলোচনা চলছে । একটার পর একটা মিটিং চলছে , যেহেতু আমাদের সম্পূর্ণ ট্যুরটি হবে এক টানা , প্রায় ৪৫ দিনের মতো , সুতরাং অর্থের একটা বিষয় আছে এইখানে । আপনাদের ভালোবাসা এবং সহযোগীতা পেলে কাজটি সহজ হয়ে যাবে । না অর্থ দিয়ে নয় , একটু সহযোগীতা করে , চ্যানেল এবং পেইজটি লাইক / সাবস্ক্রাইব করে সহযোগীতা করতে পারেন ।।

সবার প্রতি ভালোবাসা এবং কতজ্ঞতা
https://www.youtube.com/channel/UCHt9a1zc97Invm8cgOo_hfw

আপনাদের যে কোন মতামত , পরামর্শ শেয়ার করার জন্য আমাদের একটি কমিউনিটি গ্রুপ রয়েছে সবাইকে গ্রুপে এ্যাড হওয়ার অনুরোধ থাকলো, এবং আপনার মূল্যবান পরামর্শ শেয়ার করা , এবং আমাদের সকল আপডেট এর সাথে থাকে সহযোগীতা প্রার্থনা করছি ।।
গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/nomadeyefamily

Passionate Solo Travel Filmmaker​​​​​​​ 📷---------------------------------------------------------Hey, welcome!!!Thanks for showing your kind interest to t...

নেহাত ভালোবেসেছিলাম তাই...
04/11/2023

নেহাত ভালোবেসেছিলাম তাই...

Happy 11 Anniversary BikeBD  🌹🌹Proud to be a Bangladeshi Biker 👌❤️Best wishes from My Hart  ❤️👍
02/11/2023

Happy 11 Anniversary BikeBD 🌹🌹
Proud to be a Bangladeshi Biker 👌❤️
Best wishes from My Hart ❤️👍

একটা জেনারেশনকে বোঝানো হয়েছিল -"বিকেলে মাঠে খেলতে যাওয়ার চাইতে টিউটরের কাছে পড়াটা বেশি Important."এরা বিকেলে মাঠ ছেড়ে পড়...
01/11/2023

একটা জেনারেশনকে বোঝানো হয়েছিল -
"বিকেলে মাঠে খেলতে যাওয়ার চাইতে টিউটরের কাছে পড়াটা বেশি Important."
এরা বিকেলে মাঠ ছেড়ে পড়ার টেবিলে চলে গেল । আর মুরুব্বিরা দেখলেন, মাঠ ফাঁকা ফেলে রাখার চাইতে উঁচু ইমারত নির্মাণ করাটা more beneficial, more practical !! 👏
বেঁচে থাকতে হলে লাইফে Entertainment দরকার । সুস্থ এন্টারটেইনমেন্টের মাধ্যমগুলো একে একে বন্ধ করে দেয়া হলো । জেনারেশন সেটাকে রিপ্লেস করলো মোবাইল, পিসি আর প্লে-স্টেশন দিয়ে । কেউ অপরিণত বয়সে রিলেশনে জড়িয়ে গেল । কোথাও মা-দ-ক এবং কি-শো-র গ্যাং তৈরী হলো ।
তারপর হঠাৎ মুরুব্বিদের বোধোদয় হলো-
'আরে, এই জেনারেশনটা এমন হয়ে যাচ্ছে কেন !' 🙂

31/10/2023

কিরে ভাই পানি খেতে গেলাম, এসে দেখি ২ টা নাই :(
এই বার পোর্টেবল কমোড নিয়ে বসছি , আর কোথাও যামু না , কেমনে আউট হয় আমি দেখবোই :D

হ্যালো হেটার্স, বিশ্বসেরা হতে আর কি লাগে? 🫣🥇🏆
31/10/2023

হ্যালো হেটার্স, বিশ্বসেরা হতে আর কি লাগে? 🫣🥇🏆

31/10/2023

-একটা যাবে হাজারটা আসবে। 😟
-রিলেশনের কথা বলি নাই,প্রবলেমের কথা বলেছি।🙃

বিধি তুমি বলে দাও আমি কার 🥹🥹
30/10/2023

বিধি তুমি বলে দাও আমি কার 🥹🥹

আয় ভাই, মারামারি না করে মিলেমিশে থাকি
30/10/2023

আয় ভাই, মারামারি না করে মিলেমিশে থাকি

28/10/2023

বাংলাদেশ ক্রিকেট টিম যদি বিশ্বকাপের বাকী ম্যাচগুলো না খেলে আইসিসির কাছে "আমাদের বুল হয়েছে ক্ষমা করে দিন" বলে মাফ চেয়ে দিকে দেশে চলে আসে তাহলে কী আইসিসি মাইন্ড করবে, আসতে দিবে না?
ওদের আসলে খেলতে অনেক কষ্ট হচ্ছে,এতো কষ্ট মেনে নেয়া যায় না 😭😭😭

যখন ছিলাম না, সে নিয়ে আক্ষেপ নেই। যখন থাকবো না, সে নিয়েও নেই হাহাকার। আনন্দ অনুভূতিগুলো শুধু বেঁচে থাকায়। আমি পৃথিবী দেখ...
28/10/2023

যখন ছিলাম না, সে নিয়ে আক্ষেপ নেই।
যখন থাকবো না, সে নিয়েও নেই হাহাকার।

আনন্দ অনুভূতিগুলো শুধু বেঁচে থাকায়।
আমি পৃথিবী দেখলাম উপলব্ধির চেষ্টায়।
আনন্দধারা বহিছে ভূবনে। তাকে বইতে দেও।

প্রথম প্রথম ঘুরতে যাওয়ার ব্যাপারটা ছিল অবকাশযাপন, একসময় তা রক্তে মিশে যায়। এখন জীবনের প্রথম অগ্রাধিকার—ভ্রমণ

দেশের বৃহত্তম ডাটা হাব, খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান সমূহের প্রতি শোক এবং সহমর্মিতা জ্ঞ...
27/10/2023

দেশের বৃহত্তম ডাটা হাব, খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান সমূহের প্রতি শোক এবং সহমর্মিতা জ্ঞাপন করছি। এটা অনুমেয় যে, এই বিশাল ক্ষতি সামলে নেয়া অনেকের জন্যই ভীষণ কষ্টসাধ্য।
আল্লাহ আমাদের সবার সহায় হোন।

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Nomad's Eye posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies



You may also like