Daily Banglar Chokh

Daily Banglar Chokh A daily printed newspaper from Dhaka, Bangladesh.

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যােগে ফিলিস্তিনে গণ-হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ফিলিস্...
10/05/2024

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যােগে ফিলিস্তিনে গণ-হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে ১০ মে শুক্রবার বাদ জুম'য়া মিছিলটি নারায়ণগঞ্জ শহরের কালিবাজার এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গ্রীন লেস ব্যাংকের মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মোহাম্মদ আবদুল জববার বলেন ফিলিস্তিনের মুসলিম ভাইয়েরা আমাদের ভাই, মায়েরা আমাদের মা,বোনেরা আমাদের বোন অবিলম্বে ফিলিস্তিনে ইসরাইলি বর্বর হামলা বন্ধ করতে হবে। ফিলিস্তিন কে স্বাধীন রাস্ট্র ঘোষণা করতে হবে। তিনি সরকার কে প্রশ্ন করে বলেন যখন বর্বর ইসরাল বাহিনী আমাদের মুসলিমদের হত্যা করছেন আর এর ই মধ্যে গত সপ্তাহে স্বাধীন বাংলাদেশের সীমানায় ইসরাইলের বিমান দুটি বিমান কোন উদ্দেশ্যে এসেছে জাতি জানতে চায়, ইসরায়েলের সাথে সকল ধরনের ব্যবসায়ীক যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য সরকার কে অনুরোধ করে তিনি আরো বলেন প্র‍্যয়োজনে বাংলাদেশের পক্ষ থেকে খাদ্য, ঔষধ ও চিকিৎসার সরঞ্জামাদি পাঠাতে হবে।...

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যােগে ফিলিস্তিনে গণ-হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত...

রাজধানীর সবচেয়ে দ্রুতগামী গণপরিবহণ ব্যবস্থা মেট্রোরেল বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী আনা নেওয়া করছে। এ রুটের...
10/05/2024

রাজধানীর সবচেয়ে দ্রুতগামী গণপরিবহণ ব্যবস্থা মেট্রোরেল বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী আনা নেওয়া করছে। এ রুটের বর্ধিতাংশ গিয়ে ঠেকবে কমলাপুরে। অন্যদিকে উত্তরার দিয়াবাড়ি থেকে একটি লাইন সাভারের আশুলিয়া যাওয়ার কথা ছিল। তবে নতুন পরিকল্পনা অনুযায়ী, আপাতত টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে মেট্রোরেলের ওই লাইন। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক। তিনি বলেন, ‘সাভারের আশুলিয়া পর্যন্ত মেট্রোরেল যাওয়ার কথা। কিন্তু নতুন পরিকল্পনা অনুযায়ী, টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে মেট্রোরেলের লাইন। এমআরটি লাইন-৬ নির্মাণের সময়ই দিয়াবাড়ি থেকে প্রায় এক কিলোমিটার পথ তৈরি করে রাখা হয়েছে ভবিষ্যতের কথা ভেবে। এরই মধ্যে বর্ধিত এ পথের সম্ভাব্যতা যাচাই চলছে। দ্রুতই নকশা চূড়ান্ত করে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।’...

রাজধানীর সবচেয়ে দ্রুতগামী গণপরিবহণ ব্যবস্থা মেট্রোরেল বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী আনা নেওয়া কর....

বাংলার চোখ নিউজ : আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন : রিজভীআওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন। এ কারণে আওয়ামী লীগের নেতারা ঝনঝন...
06/05/2024

বাংলার চোখ নিউজ : আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন : রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন। এ কারণে আওয়ামী লীগের নেতারা ঝনঝন করে কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (৬ মে) প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবীব-উন-নবী খান সোহেল ও সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলসহ সব রাজবন্দির ফরমায়েশি সাজা বাতিল, মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

For details please visit our website: https://dailybanglarchokh.com/?p=52344

বাংলা চোখ নিউজ: স্মার্টফোন বিলুপ্ত হবে এক দশকের মধ্যে, দাবি গবেষকদেরবর্তমানে স্মার্টফোন মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ...
06/05/2024

বাংলা চোখ নিউজ: স্মার্টফোন বিলুপ্ত হবে এক দশকের মধ্যে, দাবি গবেষকদের

বর্তমানে স্মার্টফোন মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। ডিজিটাল যুগে স্মার্টফোন পৃথিবীকে একেবারে মানুষের হাতের মুঠোয় নিয়ে এসেছে। বিশ্বে বর্তমানে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা সাতশো কোটিরও বেশি। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় একানব্বই শতাংশ মানুষের হাতে স্মার্টফোন রয়েছে। কিন্তু আর এক থেকে দেড় দশকের মধ্যেই নাকি অবলুপ্ত হয়ে যাবে স্মার্টফোন! তখন এটি আর মানুষের হাতে হাতে দেখা যাবে না। কথাটা বিস্ময়কর। শুনতে অদ্ভুত একটা মানসিক ধাক্কা লাগলেও সম্প্রতি এমনটাই দাবি করেছেন মেটার শীর্ষ এআই বিজ্ঞানী ইয়ান লেকুন।

For details please our official website: https://dailybanglarchokh.com/?p=52301

আমদানির খবরে হিলি বাজারে কমেছে পেঁয়াজের দামশনিবার থেকে আমদানি আবার শুরু হওয়ার খবরে রবিবার দাম কমেছে প্রতি কেজিতে ১০ টাক...
06/05/2024

আমদানির খবরে হিলি বাজারে কমেছে পেঁয়াজের দাম
শনিবার থেকে আমদানি আবার শুরু হওয়ার খবরে রবিবার দাম কমেছে প্রতি কেজিতে ১০ টাকা। পাঁচ মাস পর ভারতের পেঁয়াজ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এক দিনের মধ্যেই দেশে আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমেছে।

দাম কমে যাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন হিলিতে নিম্ন আয়ের মানুষেরা। পেঁয়াজের চালান আসা শুরু হওয়ায় আমদানিকারকরা দাম আরও কমার আশা করছেন।

গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে : মঈন খানবাংলাদেশের গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্...
05/05/2024

গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে : মঈন খান
বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

তিনি বলেন, বাংলাদেশ গণতন্ত্রের আদর্শে সৃষ্টি হয়েছিল। আর গণতন্ত্র রক্ষার মূল কবজ হচ্ছে মুক্ত গণমাধ্যম। আজকে সেই গণতন্ত্রকে রক্ষা করতে হলে নতুন করে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীন প্রতিষ্ঠা করব। এটাই হোক বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আমাদের শপথ।

For details please visit our website: https://dailybanglarchokh.com/?p=52252

বাংলার চোখ নিউজ : সেনাবাহিনী মানুষের আস্তা ও বিশ্বাস অর্জন করেছে : প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেনাবাহ...
05/05/2024

বাংলার চোখ নিউজ : সেনাবাহিনী মানুষের আস্তা ও বিশ্বাস অর্জন করেছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেনাবাহিনী আজ জনগণের পাশে দাঁড়িয়ে আস্থা ও বিশ্বাস অর্জন করেছে, যা ১৫ আগস্টের পর হারিয়ে ফেলেছিল সাধারণ মানুষ।

রোববার (৫ মে) সকালে ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি (এএফআইপি) ভবন এবং আর্মি সেন্ট্রাল অডিটরিয়াম-সেনাপ্রাঙ্গণের উদ্বোধন করে তিনি এই কথা বলেন।

For details visit our website : https://dailybanglarchokh.com/?p=52244

বাংলার চোখ নিউজ : ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নয়: যুক্তরাষ্ট্রইসরায়েলের সঙ...
05/05/2024

বাংলার চোখ নিউজ : ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নয়: যুক্তরাষ্ট্র
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করা পর্যন্ত সৌদি আরবের সঙ্গে কোনও প্রতিরক্ষা চুক্তি করবে না যুক্তরাষ্ট্র।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এ কথা বলেছেন।

বাংলার চোখ নিউজ :  দ্বিতীয় টি-টোয়েন্টিতে সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়েটি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তু...
05/05/2024

বাংলার চোখ নিউজ : দ্বিতীয় টি-টোয়েন্টিতে সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ দল। ইতোমধ্যে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টাইগাররা ৮ উইকেটে বড় জয় পেয়েছিল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ (রোববার) সন্ধ্যা ৬টায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে দু’দল।
For details visit our official website:
https://dailybanglarchokh.com/?p=52183

বাংলার চোখ নিউজ : বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না : ওবায়দুল কাদেরআওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণতান...
05/05/2024

বাংলার চোখ নিউজ : বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণতান্ত্রিক যেকোনও বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে। প্রকৃতপক্ষে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই গণতান্ত্রিক রীতিনীতি, প্রথা, বিধি-বিধান ও নির্বাচন তাদের কাছে ফাঁদ বলে মনে হয়। সে কারণে তারা চলমান উপজেলা পরিষদ নির্বাচনকে হালকা হিসেবে জনগণের সামনে তুলে ধরার অপচেষ্টা চালাচ্ছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন :
https://dailybanglarchokh.com/?p=52170

বাংলার চোখ নিউজ : পাকিস্তানে নজিরবিহীন বৃষ্টি-বন্যা১৯৬১ সালের পর ইতিহাসের সবচেয়ে আর্দ্র এপ্রিল মাসের রেকর্ড হয়েছে পাকিস্...
04/05/2024

বাংলার চোখ নিউজ : পাকিস্তানে নজিরবিহীন বৃষ্টি-বন্যা
১৯৬১ সালের পর ইতিহাসের সবচেয়ে আর্দ্র এপ্রিল মাসের রেকর্ড হয়েছে পাকিস্তানে। গত এপ্রিলে দেশটিতে অন্যান্য মাসের স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। শনিবার পাকিস্তানের আবহাওয়া সংস্থার এক প্রতিবেদনের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

04/05/2024
বাংলার চোখ নিউজ : চার জেলার সড়কে ঝরলো ১০ প্রাণদেশের চার জেলা নোয়াখালী, মুন্সিগঞ্জ, মাদারীপুর ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মো...
04/05/2024

বাংলার চোখ নিউজ : চার জেলার সড়কে ঝরলো ১০ প্রাণ
দেশের চার জেলা নোয়াখালী, মুন্সিগঞ্জ, মাদারীপুর ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মোট ১০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার (৩ মে) রাত ও শনিবার (৪ মে) সকালে এসব দুর্ঘটনা ঘটে।

বাংলার চোখ নিউজ : রাজশাহীতে ৫২ বছরের মধ্যে সর্বোচ্চ তাপ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল...
04/05/2024

বাংলার চোখ নিউজ : রাজশাহীতে ৫২ বছরের মধ্যে সর্বোচ্চ তাপ
১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
৫২ বছরের মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া কার্যালয়।

রাজশাহী আবহাওয়া কার্যালয়ের কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, “মঙ্গলবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আর্দ্রতা ১৮ শতাংশ।

07/03/2024
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদে বলেছেন, পবিত্র রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হব...
29/02/2024

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদে বলেছেন, পবিত্র রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে। তিনি বলেন, আমি আশা করি পবিত্র রমজান মাসে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে থাকবে এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগাম টেনে ধরা সম্ভব হবে। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে ভোলা-২ থেকে নির্বাচিত ক্ষমতাসীন দলের আইন প্রণেতা আলী আজমের লিখিত প্রশ্নের জবাবে সংসদ নেতা শেখ হাসিনা একথা বলেন।...

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদে বলেছেন, পবিত্র রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখ.....

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা, আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্...
29/02/2024

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা, আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিসেবে বেশিভাগের পছন্দ বলে জানা গেছে। একটি সমীক্ষায় দেখা গেছে যে ডেমোক্র্যাটদের মধ্যে বেশিভাগই চাইছেন যাতে আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের বদলে মিশেল ওবামা প্রার্থী হন। অর্ধেকের বেশি ডেমোক্র্যাট, যারা রাসমুসেন রিপোর্টের সমীক্ষায় ভোট দিয়েছেন, তারা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করার জন্য বাইডেন ছাড়া অন্য কাউকে তাদের পছন্দ হিসেবে জানিয়েছেন।...

আন্তর্জাতিক ডেস্ক :

এছাড়া আহতের সংখ্যাও ছাড়িয়েছে ৬৮ হাজার। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি সাবা...
16/02/2024

এছাড়া আহতের সংখ্যাও ছাড়িয়েছে ৬৮ হাজার। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি সাবাহ। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অবিরাম আক্রমণে এখন পর্যন্ত অন্তত ২৮ হাজার ৬৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার যুদ্ধ-বিধ্বস্ত এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরায়েলের চলমান বর্বর আক্রমণে আরও ৬৮ হাজার ৩৯৫ জন আহত হয়েছেন।...

এছাড়া আহতের সংখ্যাও ছাড়িয়েছে ৬৮ হাজার। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ড....

আমদানি খাতে নেওয়া বৈদেশিক ঋণ পরিশোধের চাপ বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রার আর্থিক হিসাবে ঘাটতি রেকর্ড পরিমাণে বেড়েছে। চলতি অর...
16/02/2024

আমদানি খাতে নেওয়া বৈদেশিক ঋণ পরিশোধের চাপ বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রার আর্থিক হিসাবে ঘাটতি রেকর্ড পরিমাণে বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বরে এ খাতে ঘাটতি হয়েছে ৫৩৯ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে এ খাতে কোনো ঘাটতি ছিল না। উলটো উদ্বৃত্ত ছিল ১৫ কোটি ডলার। বৈদেশিক মুদ্রার চলতি হিসাবে সাময়িকভাবে ঘাটতি মোকাবিলা করে কিছুটা উদ্বৃত্ত হয়েছে। তবে বৈদেশিক মুদ্রার সার্বিক হিসাবে এখনো ঘাটতি রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।...

আমদানি খাতে নেওয়া বৈদেশিক ঋণ পরিশোধের চাপ বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রার আর্থিক হিসাবে ঘাটতি রেকর্ড পরিমাণে বেড়েছ.....

পাকিস্তানের চলমান ঘটনাপ্রবাহ গোটা দক্ষিণ এশিয়ার জন্য বিশেষ বার্তা দিচ্ছে উল্লেখ করে নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনার...
16/02/2024

পাকিস্তানের চলমান ঘটনাপ্রবাহ গোটা দক্ষিণ এশিয়ার জন্য বিশেষ বার্তা দিচ্ছে উল্লেখ করে নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, জনমতের বিপক্ষে দাঁড়িয়ে বেশিদিন টেকা যায় না, পাকিস্তানে বারবার তার প্রমাণ মিলছে। তিনি মনে করেন, পাকিস্তানের সেনাবাহিনীর অবস্থান, ভুয়া মামলা, জেল দেওয়ার মতো ঘটনা ইমরান খানের জনপ্রিয়তা বাড়িয়েছে। পাকিস্তানের মানুষ কি নিজেরা নিজেদের শাসন করতে পারবে না? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আপনি যদি নিরপেক্ষ বিশ্লেষণ করেন, তাহলে আমরা পাকিস্তানের চেয়ে খারাপ অবস্থায় আছি। পাকিস্তানে তো ভোট চুরি হয়নি। রেজাল্ট চুরি হয়েছে। বাংলাদেশে, ভোট, ব্যালট, রেজাল্ট সবই চুরি হয়। মানুষ ভোট দিতে না পারলে ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থীরা এভাবে বিজয়ী হতে পারতেন না।’...

পাকিস্তানের চলমান ঘটনাপ্রবাহ গোটা দক্ষিণ এশিয়ার জন্য বিশেষ বার্তা দিচ্ছে উল্লেখ করে নিরাপত্তা বিশ্লেষক ব্রিগে....

পাকিস্তানে এবারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সাধারণ নির্বাচনের পাঁচ দিন পেরিয়ে গেলেও কোন দল সরকার গঠন করবে এবং দেশের পরবর্তী ...
14/02/2024

পাকিস্তানে এবারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সাধারণ নির্বাচনের পাঁচ দিন পেরিয়ে গেলেও কোন দল সরকার গঠন করবে এবং দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা পরিষ্কার হয়নি। দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান একাধিক মামলায় গ্রেফতার এবং তার দল নির্বাচন থেকে ছিটকে পড়লেও দলটির সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সংসদের বেশির ভাগ আসন জিতেছে। স্বতন্ত্র প্রার্থীরা মোট ১০১টি আসনে জয়ী হয়েছে। এর মধ্যে ৯৩টি আসনেই জয় পেয়েছেন পিটিআই সমর্থিত প্রার্থিরা। যা এবারের নির্বাচনের সবচেয়ে বড় চমক। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৩৪ আসনের সহজ সংখ্যাগরিষ্ঠতা তারা অর্জন করতে পারেনি। নির্বাচনি ফলাফল অনুযায়ী, বর্তমানে কোনো দলেরই এককভাবে সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন নেই। এমন অবস্থায় নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-(নওয়াজ পিএমএল-এন) এবং বিলাওয়াল ভুট্টোর জারদারির দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) সরকার গঠনের লক্ষ্যে কৌশলী পদক্ষেপ নিতে শুরু করেছে। অন্যদিকে ইমরান খানের দল পাকিস্তান পিটিআই একটি জোট গঠনের বিষয়ে চিন্তাভাবনা করছে। আসন সংখ্যার দিক দিয়ে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে নওয়াজ শরিফের দল। তার দল ৭৫টি আসন পেয়েছে। এর পরের অবস্থানে থাকা বিলাওয়াল ভুট্টোর দল পেয়েছে ৫৪টি আসন। তবে দেশটির সামরিক সরকার নওয়াজ খানকে সমর্থন দেয় বলে গুঞ্জন রয়েছে। পাকিস্তানে সরকার গঠনের প্রক্রিয়া সম্পর্কে দেশটির সংবিধান ও নির্বাচনি আইনে স্পষ্টভাবে নির্ধারিত আছে। এই প্রক্রিয়াটি বোঝার আগে রাজনৈতিক দলগুলো কী করছে এবং তাদের সামনে কী ধরনের বিকল্প রয়েছে তা জানতে হবে। এই অবস্থায় জোট সরকার গঠন নিয়ে পাকিস্তানে জট লেগে গেছে। বিবিসি বাংলার মূল্যায়ন।...

পাকিস্তানে এবারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সাধারণ নির্বাচনের পাঁচ দিন পেরিয়ে গেলেও কোন দল সরকার গঠন করবে এবং দেশে...

কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর ও শুভ্রদেব, অভিনেত্রী ডলি জহুর, কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২১...
14/02/2024

কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর ও শুভ্রদেব, অভিনেত্রী ডলি জহুর, কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২১ জন বিশিষ্ট নাগরিক চলতি বছর (২০২৪) একুশে পদক পাচ্ছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়। এবার ভাষা আন্দোলনে দুজন, শিল্পকলায় ১২ জন, শিক্ষায় একজন, সমাজসেবায় দুজন এবং ভাষা ও সাহিত্যে ৪ জন একুশে পদক পাচ্ছেন।...

কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর ও শুভ্রদেব, অভিনেত্রী ডলি জহুর, কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান.....

Address

195, New Circular Road, Motijhil
Dhaka
1000

Telephone

+8801830731954

Website

https://e.dailybanglarchokh.com/

Alerts

Be the first to know and let us send you an email when Daily Banglar Chokh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Banglar Chokh:

Videos

Share


Other Dhaka media companies

Show All

You may also like