নারায়ণগঞ্জ জেলা পরিষদ কোটি টাকা বেয় করে ভিতরেরএই রাস্তাটি করেও কোন লাভ হয় নাই, এই পরিষদ সব কয়টি যেনো খাই খাই অবস্থা।
ঈদ মোবারক, ইদ মোবারক, ইদ মোবারক
নারায়ণগঞ্জ চাষাড়া মোরে বিক্খাত শহিদ জিয়া হলের জিয়ার ছবিটি ভেঙে জাতীর সাথে নোংরা রাজনীতির পরিচয় দিয়েছে
নারায়ণগঞ্জস্হ মতলব থানা জনকল্যাণ সমিতির উদ্যোগে আজ ০১/০৪/২০২৪ সকাল ৯টায় ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণে সমিতির সভাপতি আলহাজ্ব কাজী সামসুজ্জজোহা ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ জুয়েলসহ কমিটির অনেকেই উপস্থত ছিলেন। স্হান মিশন পাড়া মসজিদ আইভিশন চোখ হাসপাতালের নিচে।
নারায়ণগঞ্জস্হ চাঁদপুর জেলা জনকল্যাণ সমিতির উদোগে বনভোজন ২০২৪ আজ শুক্রবার আল্লাহর রহমতে শেষ হলো এতে ছেলে মেয়ে ছোট বড় সকলেই আনন্দ করেছে। দোয়া করিএমনি প্রতি বছর যেনো ফিরে আশে।
অমর একুশে ফেব্রুয়ারির এই দিনে শত সহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি, সহীদের রক্ত অমর হউক
আলহাজ্ব মো : রেজাউল করিম রানার কনিষ্ঠ মেয়ে তানহ আক্তার নিসাব সাথে অস্ট্রেলিয়ার প্রবাসী মো: জিলানীর কাবিন সম্পন্ন হয় এতে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বাবু চন্দন শীল ও গন্যমাণ্য ব্যাক্তি বর্গ।
রোটারিয়ান আলহাজ্ব মো: মকবুল হোসাইন এর বড় ছেলে মিহাজ হোসেন দেশ উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়ার এডিল্যাট ইউনিভার্সিটিতে শিক্ষার উদ্দেশে রওনা দিবেন এই উপলক্ষে মসজিদের ইমামদের হাতে আল কোরান তুলে দেন এবং সকলের কাছে দোয়া চান।
বিপি নুরের গনঅধিকার পরিষদ কালো পতাকামিছিলে পুলিশের মোখমুখি হয়। বেগম খালেদা জিয়ার মুক্তি সহ সকল বন্দিদের মুক্তি, ডামি নির্বাচনের বিরুদ্ধে কালো পতাকা আন্দোলন করে।
নারায়ণগঞ্জস্হ চাঁদপুর জেলা জনকল্যাণ সমিতির নতুন কমিটির পরিচিত এবং বনভোজনের তারিখ নিদারুণ উপলক্ষে দোয়া ও আপায়ণ আনুষ্ঠিত হয়।
মুফতি হজ্জ গ্রুপ এবং শা"বান এয়ার ইন্টারন্যাশনালে যোগাযোগ করুন অভিঙ মোয়াল্লেম দ্বারা সহী ও শুদ্ধভাবে হজ্জ ও ওমরার কাজ সন্পাদন করানো হয়। মোবাইল নং ০১৮১৩১৯৫৮৪৮
আজ বৃহস্পতিবার ০৪/০১/২০২৪ বিকাল ৩টার সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ ওসমানিয়া স্টেডিয়ামে নির্বাচনী নৌকার প্রচার করার জন্য বিশাল জনসভায় বক্তব্য দেন পাশে শামীম ওসমান
মতলবের মাটি ও মানুষের নেতা স্বতন্ত্র সংসদ সদস্য এম ইসফাক আহসান এর উপর নৌকা মার্কার গুন্ডা বাহিনীর হামলা। আমরা মতলব বাসী সান্তি চাই অতএব সাবধান!! সমান আধিকার থাকতে হবে আমার ভোট আমি দিবো জাকে ইচ্ছে তাকে দিবো ------
মতলব উত্তর উপজেলার মোহনপুর গ্রামের আলাউদ্দিন খানের ছেলে দুবাই প্রবাসী আবু ইউছুব খান আজ সকাল ৮ টার সময় সকলকে ছেরে দুনিয়ার মায়া রেখে না ফেরার দেশে চলে গেলেন ইন্না-লিল্লাহে অইন্নাইলাহে রাজেউন।আমরা নারায়নগঞ্জস্হ চাঁদপুর জেলা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে শোক প্রকাশ করেছি, আল্লাহ যেনো ওনাকে বেহেশত নছিব করেন আমিন।
মতলব উওর নিশ্চিত পুর দক্ষিণ ওসমান মিয়া বাড়ী জামে মসজিদে এতিম মাদ্রাসায় পড়ুয়া ছাএদের নিজেদের মসজিদে খাওয়ার ব্যবস্হা করেন মো: টারজান মিয়া, আমিন।।
আল্লাহর রহমত দেখুন ঈদের দিন যেনো নারায়ণগঞ্জ শহর শীতলক্ষ্যার নদী,আমিন
"মতলব বার্তা"পএিকার দেশের বাহিরের সাংবাদিক
নাইমুজ্জামান চৌধুরী মোস্তাক - usa
মাইনুল হোসেন - canada
মো:বাবু মাতব্বর - Dubai
মো: শাহিন - Singapore
মো: কামাল - Malaysia
নাজমা বেগম - ইন্ডিয়া ( দিল্লি)
সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা বাবু নিহত এবং আরো দুই জন আহত,নিজেদের পূর্ব শত্রুতার জন্য এই সন্ত্রাসী হামলা।