Naznin Chowdhury

26/11/2024

ঢাকা বিশ্ববিদ্যালয় ঐক্যবদ্ধ....

26/08/2024

বিরল দৃশ্য। গতকাল রাতে আনসারদের অবরোধ সমাধানের পর উপদেষ্টা নাহিদ ইসলাম মহোদয়ের কথা শুনতে অসুবিধা হলে আর্মির ভাইয়েরা তাঁকে কাঁধের উপর তুলে ফেলেন।

ওহে স্বৈরাচারের প্রেতাত্মারা, তোমাদের কোনো চক্রান্তই টিকবে না ইনশাআল্লাহ। এ বাংলাদেশ নতুন এক বাংলাদেশ।

25/08/2024

মুরুব্বি! মুরুব্বি উ-হুঁ হুঁ ; এভাবে জামা কাপড় খুলে তো উত্তমমধ্যম থেকে রেহাই পাবেন না..

23/08/2024

মুরব্বি কট খাইছে৷ লিজেন্ডরাই মুরব্বিরে চিনতে পারবে 😂 Naznin Chy

মুরুব্বি মুরুব্বি হু হু হু
23/08/2024

মুরুব্বি মুরুব্বি হু হু হু

আহারে 💔কী বলবো আর কী করবো বুঝতে পারছি না ! 💔সবাই দেয়া করুন 🤲🏻
23/08/2024

আহারে 💔
কী বলবো আর কী করবো বুঝতে পারছি না ! 💔
সবাই দেয়া করুন 🤲🏻

22/08/2024

‼️ দৃষ্টি আকর্ষণ ‼️
একজন স্বেচ্ছাসেবক এর পোস্ট

আমাদের রেসকিউ টিমের বাস ইশাপুর পর্যন্ত যাইতে পারছে। আর সামনে আগানো যাচ্ছেনা পানির জন্য। বোট লাগবে বোট।

কুমিল্লা বুড়িচং এর বুড়বুরিয়া,খারাতাইয়া,মহিষমারা মানুষ ছাদের উপর উঠে প্রান বাচাইসে আরেকটু পর হয়তো শেষ রক্ষা হবেনা। মানুষ কল করছে, হায়রে বাচার আকুতি,,তাদের কিছু বলার শক্তি পাচ্ছিনা। মানুষ গুলারে বাচাতে সাহায্য করেন প্লিজ।
দয়া করে যে যেভাবে পারেন যেখান থেকে পারেন একটু বোট ম্যানেজ করে নিয়ে আসেন কুমিল্লা বুড়িচং এর দিকে.. মানুষগুলোরে বাচাইতে হবে।

যোগাযোগ :
01992430109
01893917022

22/08/2024

❗ATTENTION❗

কুমিল্লা চৌদ্দগ্রামের ম্যাক্সিমাম গ্রাম পানিতে তলিয়ে গেছে। পুরো চৌদ্দগ্রাম নেটওয়ার্ক বিছিন্ন। সব জায়গায় অন্ধকার হয়ে আছে। নেটওয়ার্ক নাই।

স্বেচ্ছাসেবক টিমের যারা আছেন সবাই মোমবাতি আর শুকনো খাবার পাঠিয়ে সহায়তা করুন🙏

22/08/2024

দয়া করে আর কেউ ফেনী আইসেন না। দুই পাশে অন্তত ৩০০ এর মত বোট সহ ত্রাণবাহী ট্রাক আটকা পরে আছে, রাস্তা ব্লক। অসংখ্য লাশ উদ্ধার হচ্ছে, সবাই দোয়া করেন।

22/08/2024

উদ্ধারের জন্য অনুরোধ ‼️

ফটিকছড়িতে এইমাত্র খবর এক বৃদ্ধা ডুবে মারা গেছেন খবর পেয়েছি।

ফটিকছড়ির মানুষ 'বোট, বোট' করে আহাজারি করছে রীতিমতো। ফেনীর যারা পথে আছেন বা ঢুকতে পারেন নি দয়া করে ফটিকছড়ি রওনা দিন।

লাশের সংখ্যা বাড়ার আগেই রওনা দিন।
চট্টগ্রাম উত্তর জেলা ফটিকছড়ি

ফটিকছড়ি উপজেলা ইউএনও
01733334348

#ফেনী

22/08/2024

ATTENTION PLEASE….
আমার মনে হয় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা-আখাউড়া উপজেলার বন্যার খবর পর্যাপ্ত মিডিয়া কভারেজের অভাবে দেশবাসীর কাছে এখানকার বর্তমান খবর পৌঁছতেছে না। অনেকেই স্থানীয়ভাবে বিক্ষিপ্তভাবে সাহায্যের চেষ্টা করছেন যা পর্যাপ্ত নয়।বিশেষ করে কসবা উপজেলার বায়েক ইউনিয়ন এখন প্রধান দূর্গত এরিয়া।

আমি সবাইকে অনুরোধ করবো আপনারা এই পোস্টটি শেয়ারের মাধ্যমে এখানকার মানুষদের দুঃখ-দূর্দশার খবরটি একটু ছড়িয়ে দিন।এই দুই উপজেলায় বড় পরিসরে সাহায্যের প্রয়োজন।
We really need help asap.🙏

22/08/2024

🗣️

লাকসাম রেলওয়ে স্কুলে প্রায় ৩০০+ মানুষ আশ্রয় নিয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাঁরা কোনো খাবার পায় নাই। যোগাযোগ: 01612958780

22/08/2024

HELP POST 🗣️

আর ১-২ ঘন্টার মধ্যে আমাদের উদ্ধার করা না হলে হয়তোবা ভেসে যাবো। আমি এবং আমার পরিবার একদম পানি বন্দি হয়ে গেছি। আমাদের ঘরের রুমের মধ্যে আর ঢুকা যাচ্ছে না।আমরা সিড়ির রুমে অবস্থান করছি। যে যেভাবে পারেন দয়া করে উদ্ধার করার জন্য সহায়তা করুন।
বাড়ি: আইধন ভুইঞা বাড়ি
গ্রাম: দক্ষিন দমদমা
ইউনিয়ন: ছনুয়া
পোস্ট অফিস: লস্করহাট
জেলা: ফেনী
মোবাইলঃ 01725334803, 01887949694

ভেঙে গেছে গোমতী নদীর বাঁধ
22/08/2024

ভেঙে গেছে গোমতী নদীর বাঁধ

22/08/2024

‼️ ফটিকছড়ির বন্যা কবলিত মানুষের পাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান

কারণ সেখানে কোন নৌযান নেই। কোন দোকানপাট নেই, মোমবাতি নেই, চাল ডাল কিনে রান্না করে খাওয়ার কোন ব্যবস্থা অবশিষ্ট নেই। টাকা থাকলেও এলাকার কেউ কোন পণ্য কিনে নিজেদের প্রয়োজন মিটানোর মতো অবস্থায় নেই।

৩০০-৪০০ প্যাকেট নাস্তা / ভাতের কেউ ব্যবস্তা করে দিতে পারবেন?

যোগাযোগ - 01863683966

22/08/2024

ফেনী-কুমিল্লাসহ ৬ জেলায় সেনা মোতায়েন

22/08/2024

ফেনীতে পানি বেড়েই চলছে!
পানি কমছে এই তথ্য সঠিক নয়।
বর্তমানে ফেনী শহরেই মাথা পরিমান পানি।
আন্তরিক দোয়ার আবেদন। 🤲🏻

22/08/2024

অবশেষে ধসে গেল গোমতী নদীর বাঁধ, ব্যাপক ক্ষতির আশঙ্কা।

Address

Dhaka

Website

http://whatsapp.com/channel, http://t.me/nazninchowdhury0

Alerts

Be the first to know and let us send you an email when Naznin Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share