Shuvo Sarkar

Shuvo Sarkar সদা জাগ্রত আমাদের চোখ!

15/06/2024
13/06/2024

আল্লাহ তুমি রহমতে বৃষ্টি হচ্ছে

10/06/2024

রাতে রাস্তা একদম ভয়ংকর রুপ দারুন করে...!

08/06/2024

গ্রাম কত না সুন্দর..

05/06/2024

১০০% মোজো...!

03/06/2024

আলহামদুলিল্লাহ রহমতে বৃষ্টি হচ্ছে

30/05/2024

মাছ ধরার অসাধারণ দৃশ্য...!

ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাবে কাজিপুরে দমকা হাওয়া ও বৃষ্টি হচ্ছে ...!
27/05/2024

ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাবে কাজিপুরে দমকা হাওয়া ও বৃষ্টি হচ্ছে ...!

27/05/2024

ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাবে কাজিপুরে দমকা হাওয়া ও হালকা বৃষ্টি,,

26/05/2024

সোনামুখি হাটের দৃশ্য

24/05/2024

গজার মাছের পোনা...!

21/05/2024

অপরুপ সুন্দর একটি আম গাছ..!

20/05/2024

আলহামদুলিল্লাহ রহমতে বৃষ্টি,,,!

02/05/2024

আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দাও অতি তাড়াতাড়ি...!

সময়ে পরিবর্তনে কারুণে এই জিনিস টা,, আর বেশি দেখা যায় না জিনিসটার নাম কী কেউ কী বলতে পারবেন দেখি কে..বলতে পারেন...!
15/04/2024

সময়ে পরিবর্তনে কারুণে এই জিনিস টা,, আর বেশি দেখা যায় না জিনিসটার নাম কী কেউ কী বলতে পারবেন দেখি কে..বলতে পারেন...!

প্রচণ্ড মেঘ তারপরে বৃষ্টি নেই বৃষ্টি পানি পড়েছে একদুই ফোঁটা 🥲🥲লোকেশনঃ  সোনামুখি কাজিপুর সিরাজগঞ্জ
07/04/2024

প্রচণ্ড মেঘ তারপরে বৃষ্টি নেই বৃষ্টি পানি পড়েছে একদুই ফোঁটা 🥲🥲

লোকেশনঃ সোনামুখি কাজিপুর সিরাজগঞ্জ

30/03/2023

ধুনট কাজিপুর সংযোগ সড়কের ব্রিজটি এখন মরণ ফাঁদ

মাহমুদুল হাসান শুভ ধুনট ( বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনট ও কাজিপুর উপজেলার সংযোগ সড়কের পাঁচগাছি চরপাড়া
গ্রামের গুরুত্বপূর্ণ ব্রিজটির ।

পাতাটন ভেঙে এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে এ কারুণে দীর্ঘদিন ধরেই ঐ গ্রামের লোকজন জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত করতেছে।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন আগামী অর্থবছরের আগে মেরামত করার কোনো সম্ভাবনা নেই, প্রতিনিয়ত এই ব্রিজে গর্তে পড়ে ছোট বড় অনেক দুর্ঘটনা হচ্ছে!

স্থানীয়সূএে জানা গিয়েছে এই সড়ক ব্যবহার করে ধুনট ও কাজিপুর উপজেলার স্কুল কলেজের শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ ও পণ্যবাহী যানবাহন যাতায়াত করে থাকে, কিন্তুু ব্রিজটির পাতাটন ভেঙে যাওয়া সব থেকে ভোগান্তি পড়েছেন ধুনট ও কাজিপুর উপজেলার কৃষকরা তারা জমিতে কৃষি পণ্য নিয়ে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।
সোনামুখি হাটে এক ব্যবসায়ী সাথে কথা হয় তিনি বলেন ব্রিজটি ভেঙে যাওয়ার কারুনে আমার ১০ কিলোমিটার ঘুরে কৃষি পণ্য নিয়ে আসতে হয় হাটে, এতে আমার অনেক সম্যাসা পোহাতে হয়।

পাঁচগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল রানা (বাবু) বলেন আমার স্কুলের শিক্ষার্থীদের অনেক ভোগান্তি পোহাতে হয় ব্রিজটি ভেঙে যাওয়ার কারুণে।

তবে সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাদয় শাহজাহান আলী খাঁন বলেন ব্রিজটি ভেঙে যাওয়ার পর থেকে ঐ এলাকার লোকজন চরম ভোগান্তিতে পড়েছে এটা আমি জানি।

এ বিষয়ের উপজেলার প্রকৌশলীকে বার বার জানানো হলোও ব্রীজের কাজ শুরু করতেছে না তারা।

তবে এই বিষয়ের কাজিপুর উপজেলার এলজিই-ডি অফিসের সহকারী প্রকৌশলী কামরুজ্জামান জানান

আমাদের এলজিই-ডি তে অতিরিক্ত কোনো বরাদ্দ থাকে না তাই, আগামী অর্থবছরের আগে ব্রীজটি মেরামত করা সম্ভাব না!

আজও বৃষ্টি থাকবে, বৃষ্টি কমলে বাড়বে শীত!পাঁচ বিভাগের কিছু কিছু অঞ্চলে আজ মঙ্গলবারও বৃষ্টি অব্যাহত থাকবে! বৃষ্টি চলে গেলে...
27/12/2022

আজও বৃষ্টি থাকবে, বৃষ্টি কমলে বাড়বে শীত!
পাঁচ বিভাগের কিছু কিছু অঞ্চলে আজ মঙ্গলবারও বৃষ্টি অব্যাহত থাকবে!

বৃষ্টি চলে গেলে আগামী তিনদিনের মধ্যে শীত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর!

মঙ্গলবার ভোরে ঢাকায় বৃষ্টি হয়েছে সকাল থেকে বৃষ্টি না থাকলেও আকাশ মেঘলা রয়েছে। তবে দুপুর ১২টার আগে আরেক দফা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। সারাদিনই ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা!

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জাগো নিউজকে জানান, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র!

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে!

কাজিপুর প্রতিনিধি:সিরাজগঞ্জের কাজিপুরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ফায়নাল অনুষ্ঠিত হয়েছে।  কাজিপুর উপজেলা...
17/12/2022

কাজিপুর প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ফায়নাল অনুষ্ঠিত হয়েছে। কাজিপুর উপজেলার চরভানুডাঙ্গা গ্রামের জনসাধারণের আয়োজনে ৩ দিন ব্যাপি ঘোড়দৌড় প্রতিযোগিতার খেলা পরিচালনা করেন রেফ্রি আব্দুল বারিক। এতে প্রধান অতিথি করা হয় মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় সিরাজগঞ্জ -১ কাজিপুর, উদ্বোধন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী!

এসময় আরো উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি শফিকুল ইসলাম, কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, ইউনিয়ন ওয়ার্ডে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিলন হোসেন, উপজেলা পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম কুড়ান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক বনওপরিবেশ সম্পাদক এনামুল হক রাজু, সঞ্চালক আশারাফুল সহ আয়োজক কমিটির সদস্য ও সাংবাদিক গন!

আয়োজক কমিটির মিলন হোসেন বলেন, কালের বিবর্তনে হারিয়ে যাওয়া গ্রামবাংলার খেলাগুলো নতুন প্রজন্মের কাছে পরিচিত করাতেই এ প্রতিযোগিতার আয়োজন।!

আগামীতে এ আয়োজনের আরও প্রসার ঘটানো হবে!

এদিকে এ প্রতিযোগিতাকে ঘিরে চরভানুডাঙ্গা পতিত মাঠে বসেছে মনোহরি আর গ্রামবাংলার বিভিন্ন মিষ্টান্নের দোকানের পসরা!
সব মিলিয়ে সেখানে মেলায় পরিণত হয়। এমন আয়োজনে যোগ দিতে পেরে খুশি গ্রামবাসি সহ মেলায় আশা দর্শনার্থীরা!

01/12/2022

কাজীপুরের সোনামুখীতে,
হেলথ কেয়ার জেনারেল হসপিটালে
জন্ম নিলেন জমজ দুই শিশু
নাম রেখেছেন সুজন সখি,
গতকাল ৩০ নভেম্বর ২০২২
বুধবার বিকেল।

সিরাজগঞ্জের কাজিপুরে স্থলবাড়ি গ্রামে হাডুডু খেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জের কাজিপুরে স্থলবাড়িগ্রামে হাডুডু খেলা... কাজিপুর প্...
25/11/2022

সিরাজগঞ্জের কাজিপুরে স্থলবাড়ি গ্রামে হাডুডু খেলা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের কাজিপুরে স্থলবাড়িগ্রামে হাডুডু খেলা...
কাজিপুর প্রতিনিধিঃ মাহমুদুল হাসান

আধুনিক সভ্যতার ছোঁয়া ও কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার প্রাচীন খেলা কাবাডি বা হাডুডু। ঐতিহ্যবাহী এ খেলাটি এখন গ্রামবাংলা থেকে হারিয়ে যেতে বসেছে। রূপ নিয়েছে কেবল আনুষ্ঠানিকতায় ঐতিহ্যকে ধরে রাখতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্থলবাড়ী ওয়ার্ড যুবলীগের আয়োজনে জাতীয় নেতা মোহাম্মদ নাসিম স্মৃতি ঐতিহ্যবাহী হাডুডু খেলার ফায়নাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।



২৫ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার স্থলবাড়ী দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চুড়ান্ত ফাইনাল টুর্নামেন্ট ম্যাচে অংশগ্রহণ করেন দুটি দল। বগুড়া ধুনট উপজেলার বেলকুচি ইসামতি স্পোর্টিং ক্লাব বনান কাজিপুর উপজেলার মরহুম ইসমাইল হোসেন স্মৃতি সংসদ।

চুড়ান্ত ফাইনাল খেলায় বেলকুচি ইছামতী স্পোর্টিং ক্লাবকে ২ পয়েন্টে হারিয়ে কাজিপুর ইসমাইল হোসেন স্মৃতি সংসদ বিজয়ী হয়। খেলায় প্রথম পুরষ্কার ছিলো মার্সেল রেফ্রিজারেটর। ২য় পুরষ্কার ছিলো ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন।

কাবাডি খেলায় এক নিঃশ্বাসে প্রতিপক্ষের খেলোয়াড়দের ছুয়ে দিয়ে ফিরে আসতে পারলেই পয়েন্ট দখল করে অন্য দলের খেলোয়াড়রা। কাবাডি খেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছিলো। ঐতিহ্যবাহী এই খেলা দেখতে ভিড় করেন আশপাশ এলাকার মানুষজন। উৎসবমুখর পরিবেশ ছিল মাঠজুড়ে। ছোট্ট শিশু থেকে শুরু করে সবাই হাত তালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দেন। হাডুডু খেলায় অংশ নিতে পেরে খুশি খেলোয়াড়রা।



প্রধান অতিথি করা হয় মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় সিরাজগঞ্জ-১ কাজিপুর । এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সোনামুখী ইউপি চেয়ারম্যান শাজাহান আলী, সোনামুখী ইউনিয়ন আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক,

25/11/2022

গতকাল স্থলবাড়ী প্রাইমারি স্কুল মাঠে হাডুডু ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
যে দুটি দল অংশগ্রহণ করেন তারা হলেন ধনুট বেলকুচি বনাম মেঘাই কাজিপুর।

এখানে উপস্থিত ছিলেন
কাজিপুর উপজেলা পরিষদের সম্মানিত
চেয়ারম্যান জনাব খলিলুর রহমান সিরাজী সাধারণ সম্পাদক, কাজিপুর উপজেলা আওয়ামীলীগ।
আরো
উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিরা...
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কাজিপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব খলিলুর রহমান সিরাজী সাধারণ সম্পাদক কাজিপুর উপজেলা আওয়ামী লীগ....।

24/11/2022

Brazil Argentina মানে যুদ্ধ🇧🇷🇧🇷🇧🇩🇧🇩🇦🇷🇦🇷

আমাদের আজকের পর্ব দর্শকদের মতামত....
কাতার বিশ্বকাপে কোন দল কে... ফেভারিট ভাবছেন....

ব্রাজিল আর্জেন্টিনা কী বিশ্বকাপ পাবে আরো আছে মজার মজার অনেক রোমান্টিক তথ্য...

আমাদের এই অনুষ্ঠান চলবে...
পুরো বিশ্বকাপ সময় তার জন্য অবশ্যই আপনারা যারা এখনো দৈনিক সন্ধ্যাবাণী
পত্রিকার ফেসবুক পেজ
ফলো করেন নাই...

তাড়াতাড়ি ফলো করে ফেলুন....

তেমন কিছু  না ব্রাজিল ছেলেমেয়েদের ভয়ে তার এই অবস্থা... ওমর ফারুক.......
22/11/2022

তেমন কিছু না ব্রাজিল ছেলেমেয়েদের ভয়ে তার এই অবস্থা...
ওমর ফারুক.......

30/10/2022

বগুড়া সারিয়াকান্দি প্রেম যমুনার ঘাট অপরূপ সৌন্দর্য একটি স্থান.....

27/10/2022

সোনামুখী মেলার কিছু আকর্ষনীয় জিনিস...।

আজ কে.. সোনামুখী মেলার সবশেষ অবস্থা.....।
24/10/2022

আজ কে.. সোনামুখী মেলার সবশেষ অবস্থা.....।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shuvo Sarkar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other News & Media Websites in Dhaka

Show All