BDC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BDC, Digital creator, Dhaka.
(1)

যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা চলছে , ডাকাত, সংখ্যা লঘু , সুশীল, আনসার ইত্যাদি।
25/08/2024

যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা চলছে , ডাকাত, সংখ্যা লঘু , সুশীল, আনসার ইত্যাদি।

25/08/2024

যেকোন সরকারি প্রতিষ্ঠানে ঘুষের প্রধান মাধ্যম হলো আনসার বাহিনী।
বাদ দেওয়া হোক এই আনসার নামক ক্যান্সার বাহিনীকে।

এগুলো চাইলে প্রোফাইল পিকচার দিতে পারেন
21/08/2024

এগুলো চাইলে প্রোফাইল পিকচার দিতে পারেন

মুসলিম যুবকরা তাকিয়ে দেখো, তারা তোমাদের বোনদের ধ=র্ষ=ণ করাকে জাতীয় ভাবে হালাল করতেছে গণভোটের মাধ্যমে! ইsraয়ে"লি সেনাদে...
17/08/2024

মুসলিম যুবকরা তাকিয়ে দেখো, তারা তোমাদের বোনদের ধ=র্ষ=ণ করাকে জাতীয় ভাবে হালাল করতেছে গণভোটের মাধ্যমে!

ইsraয়ে"লি সেনাদের কারাগারে মুসলিম নারীদের ধ=র্ষ=ণ করার অধিকার আছে কিনা? তা নিয়ে যা=য়=ন=বা=দী=দের মধ্যে একটি জরিপ করা হয়েছিল।
ফলাফল: মুসলিম নারীদের ধ=র্ষ=ণ করা তাদের অধিকার, এর পক্ষে ৪৭% হ্যাঁ আর ৪৩% না!

সুবহানাল্লাহ! মুসলিম মেয়েদের এ'কি করুন হালত? তাদের ইজ্জত নিয়ে ভোট করা হচ্ছে! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ইতিহাসে মুসলিম নারীদের সম্মান: এই ইsraয়ে"লিদের পূর্ব পুরুষ ইhuদি"দের বাজারে এক ইhuদি যুবকের দোকানে একজন মুসলিম নারী যায়, ইhuদি যুবকটি মুসলিম নারীর কাপড়ের কোনা ধরে টান দেয়! এতে সেই মুসলিম নারী চিৎকার করে উঠে। সেই বাজারে উপস্থিত ছিলেন একজন যুবক সাহাবী, তিনি এসে যখন ঘটনাটি শুনেছে সাথে সাথে তরবারি বাহির করে ইhuদি যুবকের গাড় থেকে মাথা আলাদা করে দেয়! পরে ইhuদি"রা সবাই মিলে মুসলিম যুবককে শহীদ করে দেয়। এই ঘটনাটি যখন নবীজীর কানে পৌঁছায় সাথে সাথে নবীজী ইhuদি"দের বিরুদ্ধে যু=দ্ধে=র ঘোষণা দেয়, পরে তাদের সবাইকে সেই অঞ্চল থেকে বাহির করে দেয়।
(সংক্ষিপ্তে বললাম)।

খেয়াল করুন: একজন মুসলিম নারীর শুধু কাপড়ের কোনা ধরে টান দিয়েছে এর জন্য সেই ইhuদি যুবকের মাথা আলাদা করে দেওয়া হয়েছে, পরে তাদের সবাইকে সেই অঞ্চল থেকে বিতাড়িত করেছেন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর আজ সেই মুসলিমদের নারীদের ধ.....ন করাকে তারা তাদের অধিকার বলে মনে করতেছে! অথচ মুসলিম যুবকরা এই সব কিছু সহ্য করে তাকিয়ে তাকিয়ে দেখতেছে!

হে যুবক একটু কল্পনা করো: তোমার জন্মদাত্রী মা'কে! তোমার কলিজার টুকরা বোন'কে! তোমার প্রিয়তম স্ত্রী'কে! তোমার চোখের মণি কন্যা'কে! তারা ধ.....ন করতেছে! এখন বলো তুমি কি করবে? তুমি কি এই দুর্গন্ধময় দুনিয়ার পিছে পড়ে থাকবে? নাকি তাদের বাঁচাবে?

হে যুবক আল্লাহর দোহাই দিয়ে আমি তোমাকে জিজ্ঞেস করতেছি? ফিলিস্তিনের মুসলিম নারীরা কি তোমার বোন নয়? কাশ্মীরের মুসলিম নারীরা কি তোমার বোন নয়? তবে কেনো তাদের বাঁচাতে এগিয়ে আসছো না? দেখো তাকিয়ে সেই হায়নারা তোমার বোনদের সাথে কি জঘন্য কাজ করতেছে! কি জবাব দিবে আল্লাহর কাছে? কোন মুখ নিয়ে দাঁড়াবে নবীজীর সামনে?
হায় লজ্জা আমার জন্য! আমি কি জবাব দিবো আল্লাহকে!

হে আমার ভাই! আল্লাহর ওয়াস্তে এই দুনিয়াকে ছাড়ো, তোমার বোনদের বাঁচাতে এগিয়ে আসো, নিজ সাধ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করো, আল্লাহর হুকুম কে আঁকড়ে ধর। আমার এই বার্তা টি তোমার কাছে পৌঁছানোর পরেও যদি তুমি প্রস্তুতি গ্রহণ না করো, তবে অপেক্ষা করো আল্লাহর আজাবের! আল্লাহ সব চেয়ে কঠিন আজাব দাতা।

টানা  ৩৬ ঘন্টার অক্লান্ত  ডিউটি শেষে মৌমিতা সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক এ সময় তাকে ধর্ষণ ও হত্যা করা হলো। নির্মম...
15/08/2024

টানা ৩৬ ঘন্টার অক্লান্ত ডিউটি শেষে মৌমিতা সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক এ সময় তাকে ধর্ষণ ও হত্যা করা হলো। নির্মম সেই মৃত্যুকে কর্তৃপক্ষ চালিয়ে দিতে চাইল আত্মহত্যা বলে।

মেয়েটার সারা দেহে পৈশাচিক, বর্বর আঘাতের চিহ্ন
পুরো দেহে ১১৩ টা কামড়ের দাগ !

ভাবতে পারেন- একজন যুবতী, সুস্থ মেয়েকে কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের মনি দিয়ে রক্ত বেরিয়ে আসা সম্ভব?

এই পুরো সময়টা যে দুইজন ব্যক্তি মৌমিতার হাত চেপে ধরে ছিল। তাদের মধ্যে একজন মৌমিতার ফিমেল কলিগ। আই রিপিট, মৌমিতার ফিমেল কলিগ।

চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসার আগমুহূর্তে মৌমিতা নিশ্চয়ই এই ফিমেল কলিগের দিকে তাকিয়ে ছিল। চোখের ভাষায় বারবার বোঝানোর চেষ্টা করছিল, ‘আমাকে বাঁচাও, তুমিও তো একটি মেয়ে।

১৫০ গ্রাম রক্ত এবং বডিলি ফ্লুইড মিশ্রিত সিমেন পাওয়া গেছে, ভাবা যায়?

সাধারনত একজন সক্ষম পুরুষের সিমেনের পরিমান গড়ে ৫-৬ গ্রাম, যদি ফ্লুইডের ১০০ গ্রামও সিমেন ধরা হয় তারমানে কম পক্ষে ১৮-২০ জন পুরুষের সমান সিমেন পাওয়া গেছে মেয়েটার দেহে...

এমন পৈশাচিক গণধর্ষণকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া মানে হলো একটা গোটা রাষ্ট্রকে অন্যায় মেনে নিতে বলা, গোটা রাষ্ট্রের মানুষকে নিয়ে মশকারি করা!

এই বিভৎসতার পক্ষে যারা সাফাই গাইছে তারা সাক্ষাৎ রাক্ষস। এই রাক্ষসদের বিনাশ করতে আজ সারা কোলকাতাবাসী লড়ছে।

আমি একজন বাঙ্গালী, একজন বাংলাদেশী এবং একজন মানুষ হিসেবে এই অন্যায় ও জুলুমের তীব্র নিন্দা জানাচ্ছি এবং কোলকাতার মৌমিতা দেবনাথ খুনীদের এমন বিচার চাই যেন আর কখনো কোন নরপিশাচ এমন ঘটনা ঘটাবার আগে তার অন্তরাত্মা কেঁপে ওঠে।

ছিহ🤭
05/08/2024

ছিহ🤭

05/08/2024

গণভবনের সব নিয়া আইয়া পড়ছে জনগন খুশিতে ঠেলায়

03/08/2024

খুনির সাথে আবার কিসের আলোচনা
___ শেখ হাসিনা

🖋️লিখেছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী◾হারুন নামা এক হৃদয়বিদারক রাত (১)😭-------------------------------------------------...
01/08/2024

🖋️লিখেছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী

◾হারুন নামা এক হৃদয়বিদারক রাত (১)😭
-------------------------------------------------
রমজানের মাঝামাঝি সময় আমাকে একের পর এক রি মা ন্ডে নিচ্ছে এক থানা থেকে অন্য থানায়!
সিরিয়াল পড়ল তেজগাঁও থানায় বিকেল ৫টা হঠাৎ এসআই শোয়েব আসল আমার শরীরের মাপ নিচ্ছে কাপড় বানালে দর্জি যেমন মাপ নেয়!
আমি কিছুই বুঝতেছিলাম না তবে মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে কেন মাপ নিল..?
বুঝে আসল রাত ১২টার দিকে, মামলার আয়ু শোয়েব বলল হুজুর লকাপ থেকে বের হয়ে আসেন এক যায়গায় যেতে হবে আমি ত অবাক এত রাতে কোথায় নিয়ে যাচ্ছে.?

তেজগাঁও থানার সামনে থেকে গাড়িতে উঠানো হল সাথে গাড়িতে ওসি তদন্ত (শাহ আলম)বাড়ি নেত্রকোনা মদনপুর এসআই শোয়েব ও গাড়ির ড্রাইভার নাম মনে নেই!

চোখের সামনে কাপড় বেঁধে দিল কোথায় নিয়ে যাচ্ছে বুঝার উপায় নেই কিছুক্ষণ পর মানুষের হই হুল্লোড় শুনে বুঝতে পারলাম কাওরান বাজার জ্যামের কারনে গাড়ি অন্য দিকে ঘুরিয়ে নেওয়া হল!

গাড়ি থামল জোড় করে আমার পাঞ্জাবী খোলা হল লুঙ্গি খোলা হল আমার মাপের একটা শার্ট এবং প্যান্ট পরানো হল তখন বুঝতে পারলাম কেন দিনের বেলা মাপ নেওয়া হয়েছিল!
গাড়ি থেকে আমাকে শার্ট প্যান্ট পরা অবস্থায় ধরে ধরে নামানো হল চোখ খুলে নিজেকে একটা লাল বোরকা পরহিত মেয়ের কাছে আবিষ্কার করলাম!

◾হারুন নামা এক হৃদয়বিদারক রাত(২)😭

আমাকে গাড়ী থেকে ধরে ধরে নামানো হল,চোখ খুলে নিজেকে একটা লাল বোরকা পরহিত মেয়ের কাছে দেখে আমার অন্তরাত্মা কাঁপার অবস্থা হায় আল্লাহ না জানি আমার সাথে কি হতে যাচ্ছে আজ.?
আয়হায় চারদিকে অসংখ্য ক্যামেরা নিয়ে বসে আছে লোকজন, সামনে একটা নদীর মতো খাল, বসার জন্য সিড়ি করা সুন্দর যায়গা উপরে সুন্দর সুন্দর গাছ একবার ঢাকার হাতিরঝিল লেকে যাওয়া যে কেউ চিনতে পারবে জায়গাটা!

চারদিকে শুনশান নীরবতা আসার সময় একবার হাত দিয়ে চোখের কাপরটা সরিয়ে দেখেছিলাম রাস্তার প্রবেশপথে অনেক গুলো পুলিশের গাড়ি বুঝতে বাকি রইলো না ২ পাশে রাস্তা পুলিশ দিয়ে বন্ধ করা!
ভেবেছিলাম চিৎকার দিব তখনই মনে হলো রাস্তা ত বন্ধ আমার আওয়াজ কেউ শুনবে না হঠাৎ একটা ইনডিপেনডেন্ট চ্যানেলের গাড়ি রাস্তায় এসে গেল মনে একটু আসা জেগেছিল সাংবাদিকদের গাড়ি চলে এসেছে হয়তো আমাকে আর কিছু করতে পারবে না!
কিন্তু ওরা সবাই রাগে ফায়ার হু ম কি ধা মকি দিয়ে সরিয়ে দিল গাড়িটাকে!

এবার মেয়েটা আমাকে জড়িয়ে ধরছে আমি হাত সরিয়ে নিব ঠিক তখনই জোর করে আমাকে আরেকজন মেয়েটার হাতে হাত তুলে দিচ্ছে ধমক দিচ্ছে গা লি দিচ্ছে জোরে একটা চাপ দিয়ে বসিয়ে ফেলছে আর চারদিকে ছবি তুলছে!
আমার চোখ দিয়ে অঝোরে পানি পড়ছিল উপর দিকে তাকিয়ে আল্লাহ কে বলছিলাম মালিক তুমি ত সব দেখছ তারপর আমার হাতে একটা সিগারেট ধরিয়ে দিল আমি ফেলে দিলাম গা লি দিয়ে ধমক দিয়ে হাতে চাপ দিয়ে আবার সিগারেট ধরিয়ে দিল এসবকিছু হচ্ছে অনেকগুলো ক্যামেরা অন অবস্থায়!
নিজেকে কতটা অসহায় মনে হয়েছিল বলতে পারব না শুধু মনে হচ্ছিল এই দুনিয়ায় আমার আল্লাহ ছাড়া কেউ নাই আর আমার চেয়ে অসহায়ও কেউ নাই!
কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে যাচ্ছিল গাড়িতে উঠানো হল,আমার অতিরিক্ত কান্না দেখে ওসি তদন্ত শাহ আলম বাড়ি নেত্রকোনা ও এসআই শোয়েব ওদের খুব কষ্ট হচ্ছিল ওরা বলল হুজুর আমাদের কোন দোষ নেই আমাদের জন্য বদদোয়া কইরেন না, ঘটনাটা ২০২১ সালের এপ্রিলে রমজানের মাঝামাঝি সময়ে!

তখন তেজগাঁও জুনের ডিসি হারুনুর রসিদ বর্তমান ডিবি প্রধান আমি তখন ওদেরকে বললাম আচ্ছা আপানারা

যে আমার সাথে এইরকম করলেন সেটা কি হারুন সাহেব জানে তখন উভয়ই বলল হুজুর এই নাটকের পরিচালক হারুন স্যার!

সেদিন তেজগাঁও থানায় তাহাজ্জুদ পরে সারারাত হাটুর উপর ভর করে গলা উচু করে ২হাত উপরে তুলে এত কান্না করেছি শুধু একটাই দোয়া করেছিলাম মালিক আপনি ছাড়া কেউ নাই আমাকে যারা লাঞ্চিত অপমানিত করেছে তাদের বিচার আপনি করবেন!শেষ কথা আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না!

বিঃ দ্রঃ আমার এই বিষয়টা কারা গারে থাকা দেশের বড় বড় সমস্ত আলেমগনই জানেন আমি সবাইকে বলেছি এমনকি আমি চিৎকার করে আদালতে বিচারকের সামনেও বলেছি!

31/07/2024
দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনদেশব্যাপী ‘মার্চ ফর জাস্টিস’ পালনের পর নতুন কর্মসূচি ঘোষণা ...
31/07/2024

দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

দেশব্যাপী ‘মার্চ ফর জাস্টিস’ পালনের পর নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (৩১ জুলাই) রাতে বিবৃতিতে আন্দোলনের সহ-সমন্বয়ক রিফাত রশিদ জানান, আগামীকাল বৃহস্পতিবার (১ আগস্ট) ‘রিমেম্বারিং দ্য হিরোস’ কর্মসূচি পালন করা হবে।

বিবৃতিতে বলা হয়, প্রিয় বাংলাদেশ আজ সন্ত্রাসের কালো ছায়ায় আচ্ছন্ন। শিক্ষার্থীদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের ওপর গণহত্যা চালিয়েছে। আমাদের ঝলমলে দিনগুলো আজ আঁধারে ছেয়ে গেছে। রাতগুলো হয়ে গেছে গণ-গ্রেপ্তারের আতঙ্কে আরও অন্ধকার।

‘বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমণ্ডলির ওপর ক্যাম্পাসের ভেতরে হামলা করেছে পুলিশের সন্ত্রাসীরা। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষিকা শেহরীন আমিন মোনামী ও নুসরাত জাহান চৌধুরীর গায়েও হাত তুলেছে পুলিশের কিছু কর্মকর্তা। আমরা এসব ন্যক্কারজনক ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একটি স্বাধীন দেশে এমন নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আরও জানায়, এমন ভয়ানক অন্ধকার পরিস্থিতিতে সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণপ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে, জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার (১ আগস্ট) ‘রিমেম্বারিং দ্য হিরোস’ কর্মসূচি পালন করা হবে।

এ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন- নির্যাতনের ভয়ঙ্কর দিন-রাতগুলোর স্মৃতিচারণ; শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ; বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন, গ্রাফিতি, দেওয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোর্ট্রেট তৈরি—শহীদদের স্মরণে এর মধ্যে যেকোনো কন্টেন্ট, লেখা নিয়ে , লিখে অনলাইনে ও অফলাইনে প্রচার করার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি পালনে সর্বাত্মক অংশগ্রহণে বিশেষভাবে অনুরোধ করা হয়।

উত্তরায় কয়েকজন শিক্ষার্থী আশপাশের ভবনে আশ্রয় নিলে সেখানে ঢুকেই নারকীয় হত্যাযজ্ঞ চালায় আওয়ামী পুলিশলীগের সন্ত্রাসীরা।
18/07/2024

উত্তরায় কয়েকজন শিক্ষার্থী আশপাশের ভবনে আশ্রয় নিলে সেখানে ঢুকেই নারকীয় হত্যাযজ্ঞ চালায় আওয়ামী পুলিশলীগের সন্ত্রাসীরা।

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when BDC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share