24/09/2024
"কনসার্ট ফর রিশাদ"
রিশাদ কবির,
(সেশন: ২০১৮-১৯)
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী, দুটো কিডনি অকেজো হওয়ায় জরুরি ভিত্তিতে কিডনি স্থানান্তরের প্রয়োজন। চিকিৎসার জন্য প্রায় ২৫ লক্ষ টাকার প্রয়োজন, মধ্যবিত্ত পরিবারের পক্ষে বিষয়টি খুবই কঠিন। "টঙের গান" বিশ্ববিদ্যালয়ের একটি ব্যান্ড হিসেবে এই চ্যারিটি কনসার্টটির আয়োজন করতে যাচ্ছে, যেখানে পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহযোগিতা করছে।
সাথে যুক্ত হবে দেশ বরেণ্য "শিরোনামহীন, জলের গান, রিদয় জেজে এন্ড ফ্রেন্ডস এবং বায়োস্কোপ ব্যান্ড" !
লোকেশন : স্টেডিয়াম, রংপুর।
গেট ওপেন হবে বিকেল তিনটায়, ২৭ সেপ্টেম্বর,শুক্রবার। টিকেট : ১৫০/-
রিশাদের জন্য ডোনেশন স্বরুপ টিকেটের শুভেচ্ছা মূল্য চিকিৎসায় ব্যয় করা হবে।
এছাড়া ভিতরে আলাদা ডোনেশন বুথ থাকবে, আপনাদের সকলের সহযোগিতায় পারে রিশাদ'কে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে। মানবতার হাত বাড়িয়ে এগিয়ে আসুন, ধন্যবাদ।