29/09/2023
✅প্রবাসী আয়ের উপর উৎসে কর ছাড় করা হলেও অন্যান্য রেমিটেন্স আয়ের উপর উৎসে কর কর্তন করা হবে – আয়কর আইন ২০২৩
👉উৎসে কর কি? – যখন কোন আয় হবে যেখানে হবে সেখানেই টাকা পরিশোধের সময় নির্দিষ্ট হারে কর কেটে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে। যেহেতু আয়ের উৎস যেখানে এবং আয় পরিশোধের সময় এই কর কেটে রাখা হয় তাই এই কর উৎসে কর হিসেবে পরিচিত। কর্তনকারী কর্তৃপক্ষ কর্তন করে চালানের মাধ্যমে জমা দিবে।
রেমিট্যান্স এ উৎসে কর কত % কাটতে হবে? আয়কর আইন-২০২৩ এর ১২৪ ধারা (পূর্বের 52Q) অনুযায়ী সেবা, রেভিনিউ শেয়ারিং ইত্যাদি বাবদ বিদেশ হতে প্রেরিত অর্থ কোন ব্যক্তির হিসেবে পরিশোধ বা জমা প্রদানের জন্য দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি প্রাপকের হিসেবে অর্থ পরিশোধ বা জমা প্রদানকালে উক্ত পরিশোধিত বা জমাকৃত অর্থের উপর ১০% হারে উৎসে কর কর্তনের বিধান করা হয়েছে। বিদেশ হতে প্রেরিত অর্থ হতে কর কর্তনের এই বিধান এবং জাতীয় রাজস্ব বোর্ডের উৎসে কর কর্তন অধিক্ষেত্র আদেশ অনুযায়ী সমগ্র বাংলাদেশের কর্তিত কর, কর অঞ্চল-১১, ঢাকা এর অধিক্ষেত্রাধীন। এ বিষয়ে আপনার ব্যাংক কর্তৃক কর্তিত ১২৪ ধারার (পূর্বের 52Q) সকল উৎসে কর, কর অঞ্চল-১১, ঢাকার নির্ধারিত কোড এর অনুকূলে জমাদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
প্রবাসীর আয়ের উপর উৎসে কর কর্তন হবে কি? না। অনিবাসী বাংলাদেশী ব্যতীত বাংলাদেশে অনিবাসী এমন ব্যক্তি-করদাতার কর হার ৩০% বলবৎ আছে। তবে অনিবাসী ব্যক্তি-করদাতা বাংলাদেশী নাগরিক হলে তাঁর আয়ের ক্ষেত্রে বাংলাদেশী নিবাসীদের জন্য প্রযোজ্য হারে অর্থাৎ ০%, ১০%, ১৫%, ২০%, ২৫% ও ৩০% আয়কর এবং সারচার্জ প্রদেয় হবে। তবে আয়কর আইন ২০২৩ অনুসারে প্রবাসীর রেমিট্যান্সে উৎসে আয় কর্তন করা হবে না।