Bnews Hub

Bnews Hub Bnews Hub is your source for news and information, original reporting, and insightful opinions about the stories that matter most.

03/08/2022
জীবনে মাঝে মাঝে এমন মুহূর্ত আসে, বুঝলেন। তখন কেমন জানি লাগে! একেবারে হতাশার চূড়ান্ত অবস্থা। ওই সময়টায় দুঃখে কখনো কখনো এম...
11/07/2022

জীবনে মাঝে মাঝে এমন মুহূর্ত আসে, বুঝলেন। তখন কেমন জানি লাগে! একেবারে হতাশার চূড়ান্ত অবস্থা। ওই সময়টায় দুঃখে কখনো কখনো এমনটাই মনে হয় যে, আগামীকালই ‘একটা সেলাই মেশিন কিনে শাবানা হয়ে যাব’!

শাবানা এ দেশের কিংবদন্তিতুল্য অভিনয়শিল্পী। শৈশব থেকে বিটিভিতে তাঁর অভিনীত প্রচুর চলচ্চিত্র দেখা হয়েছে। একটি বিষয় প্রণিধানযোগ্য যে, শাবানা অভিনীত চরিত্রগুলোর মধ্য দিয়েই আমরা ছোটরা এবং অনেক বড়রাও লাঞ্ছনা–গঞ্জনা–শোক–দুঃখ সহ্য করে অবিচল থাকার শিক্ষা পেতাম। এগুলো কাজেও লেগেছে বটে। এই যে এখন হাজারো কিছু সহ্য করে আদর্শ ‘সহনশীল’ প্রাণী হওয়ার যোগ্যতা অর্জন করেছি, তার জন্য অনেকটা ধন্যবাদ ওই ছবিগুলোর প্রাপ্য।

তবে তারপরও হতাশা আসে। এমন জোরেশোরেই আসে যে, মনে হয় রাস্তায় নেমে যাই সন্ন্যাসীর মতো। সন্ন্যাস গ্রহণ করে সবাই তো টিকে থাকতে পারে না। সেই টিকে না থাকা ব্যক্তিরাই সৎ সাহসের অভাবে একপর্যায়ে সেলাই মেশিন কিনে শাবানা হতে চায়! ওই যতটা পারা যায় আর কী।

বলে ফেলা ভালো, শিরোনামের বক্তব্যটি সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে নেওয়া। কোনো এক সৃষ্টিশীল মানুষের প্রোফাইলেই হয়তো পাওয়া গিয়েছিল। পরে দেখা গেল এ প্রক্রিয়ায় সবাই–ই ট্রোলে অংশ নিচ্ছে। তা ভাবলাম, আমিই বা বাদ থাকি কেন?

যদিও মনকে চোখ মেরেছে এই নির্দিষ্ট লাইনটির অন্তর্নিহিত তাৎপর্য ও দর্শন। নিজের হতাশা প্রকাশ করার জন্য এর চেয়ে ভালো আর কী হতে পারে? ‘অন্তর্নিহিত তাৎপর্য’–এর বিষয়টির সঙ্গে স্কুল থেকেই আমরা বেশ পরিচিত। কিন্তু সত্যি বলছি, এতটা গভীর ‘অন্তর্নিহিত তাৎপর্য’ আর কোনো কথায় খুঁজে পাইনি। দ্বিমত থাকলে আমার সীমাবদ্ধতা মেনে ক্ষমা করে দেবেন, প্লিজ।

প্রথমে ভেবেছিলাম, এ লাইনটা শুনেই বিক্ষিপ্ত হয়ে যাওয়া ব্যক্তিটি বুঝি আমি একাই। পরে দেখলাম, না না, এ দেশে এমন অনেকেই আছে। সেটি নিশ্চিত করল বিশ্বখ্যাত প্রতিষ্ঠান গ্যালপ। কিছুদিন আগে বিশ্বে নেতিবাচক অভিজ্ঞতার সূচকে থাকা দেশগুলোর তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের জনমত জরিপকারী সংস্থা গ্যালপ। নাম ‘গ্লোবাল ইমোশনস রিপোর্ট-২০২২’। সেখানে সর্বোচ্চ নেতিবাচক অভিজ্ঞতার সূচকে প্রথম ১০টি দেশের মধ্যে সপ্তম স্থান পেয়েছে বাংলাদেশ।

গ্লোবাল ইমোশনস রিপোর্টে চারটি বিভাগ রয়েছে—সর্বনিম্ন ইতিবাচক অভিজ্ঞতা সূচক, সর্বোচ্চ ইতিবাচক অভিজ্ঞতা সূচক, সর্বনিম্ন নেতিবাচক অভিজ্ঞতা সূচক ও সর্বোচ্চ নেতিবাচক অভিজ্ঞতা সূচক। এসব সূচক নির্ধারণ করা হয়েছে মানুষের রাগ-ক্ষোভ-ক্রোধ, মানসিক চাপ ও বিষাদের অভিজ্ঞতার আলোকে।

গ্যালপের প্রতিবেদন বলছে, রাগ-ক্ষোভ-ক্রোধ, মানসিক চাপ ও বিষাদের দিক থেকে একেবারে শীর্ষে রয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান। দেশটির স্কোর ৫৯। সেখানে সপ্তম স্থানে থাকা বাংলাদেশের স্কোর ৪৫। একই স্কোর নিয়ে ৭ম অবস্থানে আছে ইকুয়েডর ও গিনি।

অর্থাৎ, আমার মতো সেলাই মেশিন কিনে হতাশা প্রকাশ করার মতো অনেক মানুষ এ দেশে আছে। তাদের দুঃখ, হতাশা, রাগ, ক্ষোভের কারণগুলো কী আসলে? আরে সব কি আর বলা যায় নাকি! পকেটের টান বড় টান, প্রেমের টানের চেয়েও শক্তিশালী। বর্তমান বিশ্বে পকেট খালি তো মন বসবে না পড়ার (বা কাজের) টেবিলে! এবার দয়া করে জিজ্ঞেস করে বসবেন না যেন, পকেটে কেন টান লাগছে। সব কথা এভাবে বলা যায় না যে! যদিও দুঃখের কথা ভাগাভাগি করলে মন হালকা হয়, তবে মাথা ব্যথা বলে মাথা কাটার মতো কোনো পরিবেশ সৃষ্টি করে হালকা হওয়ার কোনো ইচ্ছা এই অধমের নেই।

শেষটা করি নাসিরুদ্দিন হোজ্জাকে দিয়ে। মোল্লা নাসিরুদ্দিন একটা সময় নাকি চিকিৎসা করতেন মানুষের। এ নিয়ে আশ্চর্য হতেই পারেন, তবে হোজ্জাকে দিয়ে সবই সম্ভব। তো এক দিন এক লোক তাঁর বাড়ির কাছে এসে ‘বাবা গো, মা গো’ চিৎকার শুরু করে দিল। চিকিৎসকরূপী মোল্লা স্বভাবতই জিজ্ঞেস করলেন, ‘কী হয়েছে?’ জবাবে ওই ব্যক্তি জানাল তার পেটে ব্যাপক ব্যথা। জানা গেল, রোগী খেয়েছিল পচা পিঠা। আর এই না শুনে কাল বিলম্ব না করে মোল্লা নাসিরুদ্দিন গেলেন রোগীর চোখে ওষুধ দিতে। সঙ্গে সঙ্গে রোগী জানাল—চোখে নয়, চোখে নয়, ব্যথা পেটে।

তখন হোজ্জা বললেন, ‘আসল রোগ তো চোখে। চোখ খারাপ না হলে কি আর কেউ পচা পিঠা খায়?’

আমরাও সবাই জানি যে, রোগটা আসলে কোথায়! কিন্তু পেট ঠিক করার আশায় চোখ কানা করার শখ কার হয়, বলুন!

সে যাক গে। জেনে রাখুন, গ্যালপের জরিপ অনুযায়ী সর্বোচ্চ ইতিবাচক অভিজ্ঞতা তথা সবচেয়ে কম নেতিবাচক অভিজ্ঞতার দেশের তালিকায় শীর্ষে আছে পানামা, স্কোর ৮৫। এবার কি তবে হতাশ বোধ করলে একটা জাহাজ কিনে পানামা চলে যাব?

ভেবে দেখতে পারেন কিন্তু। আইডিয়া একেবারে খারাপ না!

সূত্র : আজকের পত্রিকা

Address

Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Bnews Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies


Other News & Media Websites in Dhaka

Show All

You may also like