Sadia zamanシ

Sadia zamanシ আগ্রহ
(8)

পুলিশের পরিবর্তন বাঞ্চনীয়!বাংলাদেশ পুলিশ এর Logo এর ভিতর নৌকার symbol, নৌকার সাথে বাংলাদেশ পুলিশ এর সম্পর্ক কি ? এই Log...
10/08/2024

পুলিশের পরিবর্তন বাঞ্চনীয়!
বাংলাদেশ পুলিশ এর Logo এর ভিতর নৌকার symbol, নৌকার সাথে বাংলাদেশ পুলিশ এর সম্পর্ক কি ? এই Logo পরিবর্তনের পাশাপাশি নতুন পোশাকে নতুন ভাবে ফিরে আসুক পুলিশ।
গোলামী নাকি সংস্কার
আপনার মতামত কি?

এবারের মতো ফুরিয়ে গেল রহমতের দশক। আজ রহমতের শেষদিন। পবিত্র রমজানুল মোবারককে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দশদিন রহমতের, ...
21/03/2024

এবারের মতো ফুরিয়ে গেল রহমতের দশক। আজ রহমতের শেষদিন।

পবিত্র রমজানুল মোবারককে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দশদিন রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের আর তৃতীয় দশক নাজাতের।

মুমিন বান্দা আল্লাহর রহমতে সিক্ত হয়ে মাগফিরাত অর্জন করে, জাহান্নাম থেকে মুক্তির সনদ লাভ করে রমজানের বিশেষ ইবাদতে। আশা করি এ রহমত আমরা লাভ করতে সক্ষম হয়েছি।

মহান আল্লাহ রাব্বুল আল-আমিন অত্যন্ত ক্ষমাশীল। তিনি বিভিন্ন উছিলায় বান্দাদের ক্ষমা করতেই চান । পবিত্র কোরআনে এরশাদ হচ্ছে, এবং জেনে রাখ নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম সহনশীল (বাকারা : ২৩৫)।

রমজানের প্রথম দশকে আমল শুদ্ধ করার ওপর নির্ভর করে ক্ষমার সুসংবাদ। রমজানসহ সারা বছরে বিশেষ বিশেষ দিন ও রজনী আছে যেখানে ক্ষমার সংবাদ দেয়া হয়েছে।

আগামী বছরের রমজানে রহমতের দশক পাব কি না তা আমাদের জানা নেই। নিজের দিকে তাকাই, হিসাব করে নেই কি কি করতে পারিনি। যতটুকু সময় আছে চেষ্টা করি আল্লাহর দয়া পাওয়ার জন্য। রহমতের শেষ সময়ে দান-সদগা বাড়িয়ে দেই। ফরজের পাশাপাশি নফল কাজগুলো বেশি বেশি করি। হৃদয়কে নরম করে, চোখের পানি ঝরিয়ে আল্লাহর কাছে নিজের জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য, আত্মীয়-স্বজনের জন্য, পাড়া-প্রতিবেশির জন্য, সমাজ ও রাষ্ট্রের জন্য রহমতের প্রার্থনা করি।

‘হে প্রভু তোমার রহমত তো আমাদের জন্যই, অনেক কিছু করতে পারিনি, চেষ্টা করেছি, তুমি দয়া কর। যেভাবে তোমার প্রিয় বান্দাদের করেছো।’ আল্লাহ রহমতের শেষ দিনে আমাদের দোয়াকে কবুল করুন। আমিন।

🌙সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা❤️সংযমের শিক্ষায় আলোকিত হোক সবার জীবন🥰
11/03/2024

🌙সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা❤️
সংযমের শিক্ষায় আলোকিত হোক সবার জীবন🥰

সুবাহান'আল্লাহ
11/03/2024

সুবাহান'আল্লাহ

নিজের কষ্ট গুলো নিজের কাছেই চেপে রাখুন,কারণ সবাই শুধু সমবেদনার স্বরে  মজা নিবে, আর সুযোগ পেলে উপহাস করতেও ছাড়বে না।
18/02/2024

নিজের কষ্ট গুলো নিজের কাছেই চেপে রাখুন,
কারণ সবাই শুধু সমবেদনার স্বরে মজা নিবে,
আর সুযোগ পেলে উপহাস করতেও ছাড়বে না।

ভালোবাসতে হয় লুকিয়ে, গোপনে, ব্যক্তিগতভাবে! ভালবাসাকে জনসম্মুখে প্রকাশ করে বেড়ানোর কোন প্রয়োজন নেই। বিজ্ঞপ্তির মতো এখানে ...
14/02/2024

ভালোবাসতে হয় লুকিয়ে, গোপনে, ব্যক্তিগতভাবে! ভালবাসাকে জনসম্মুখে প্রকাশ করে বেড়ানোর কোন প্রয়োজন নেই। বিজ্ঞপ্তির মতো এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে দিতে নেই।

প্রকাশ্যে দেখিয়ে যা হয় সেটা আর যাই হউক ভালবাসা নয়, বড়জোর সেটাকে প্রেম যায় ভালবাসা নয়।
প্রেমকে ভালবাসা বলে চালিয়ে দেওয়া অন্যায়!
ভালবাসা পবিত্র, গোপনীয়,
এবং একান্ত ব্যক্তিগত✧🌺✧🌺꧂
┊┊┊⇣❥
┊┊⇣❥

পৃথিবীতে প্রেম ভালোবাসা বলতে কিছু নেই, যা আছে তা হচ্ছে আবেগ আর অজানা কিছু অনুভূতি।
31/01/2024

পৃথিবীতে প্রেম ভালোবাসা বলতে কিছু নেই, যা আছে তা হচ্ছে আবেগ আর অজানা কিছু অনুভূতি।

︵🦋💚___ღ||-~জীবনের গল্প ভূমিকাহীন,প্রতিটা লাইন পড়া সহজ,  বোঝা অনেক কঠিন! 🙂!!-🖤🌻
28/01/2024

︵🦋💚
___ღ||-~জীবনের গল্প ভূমিকাহীন,
প্রতিটা লাইন পড়া সহজ, বোঝা অনেক কঠিন! 🙂!!-🖤🌻

──🦋ლ-ლ─── "চোখের চাহনি'কে সুন্দর করো"দেখবে অবাঞ্চিত ফেলে দেওয়া (জিনিস) গুলোও তোমাকে অসম্ভব মুগ্ধ করবে"──🦋ლ-ლ───
28/01/2024

──🦋ლ-ლ───

"চোখের চাহনি'কে সুন্দর করো"
দেখবে অবাঞ্চিত ফেলে দেওয়া (জিনিস) গুলোও তোমাকে অসম্ভব মুগ্ধ করবে"

──🦋ლ-ლ───

মাঝে মাঝে মনে হয় তোমার সাথেআমার হৃদয়টা পাল্টাপাল্টি করি,যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকেকতোটা ভালোবাসি.. আর আমি বুঝতেপা...
27/01/2024

মাঝে মাঝে মনে হয় তোমার সাথে
আমার হৃদয়টা পাল্টাপাল্টি করি,
যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকে
কতোটা ভালোবাসি.. আর আমি বুঝতে
পারি, তুমি আমাকে কতোটা ঘৃণা করো...

┏╮/╱   ╰🚀•••⊰❂⊱ ╱/ ╰┛অপেক্ষা যদিও ক্ষনিকের হয়, কিন্তু সময়টা অনেক বিশাল মনে হয়.কারণ অপেক্ষার সময় কাটতে চায় না,একাকীত্বতা ...
26/01/2024

┏╮/╱
╰🚀•••⊰❂⊱
╱/ ╰┛অপেক্ষা যদিও ক্ষনিকের হয়,
কিন্তু সময়টা অনেক বিশাল মনে হয়.
কারণ অপেক্ষার সময় কাটতে চায় না,
একাকীত্বতা বারে....✧🌺✧🌺꧂
┊┊┊⇣❥
┊┊⇣❥

কষ্ট গুলো যদি কাগজ হতোআগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম।কিন্তু কষ্ট গুলো হল আগুনযা আমাকে কাগজের মত পুড়িয়ে ছাই করে দিচ্ছে।
20/01/2024

কষ্ট গুলো যদি কাগজ হতো
আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম।
কিন্তু কষ্ট গুলো হল আগুন
যা আমাকে কাগজের মত পুড়িয়ে ছাই করে দিচ্ছে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sadia zamanシ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sadia zamanシ:

Videos

Share