Md Shahriar Sohag

Md Shahriar Sohag Welcome to our page

“মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি। তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না।”___  আর্নেস্ট হেমিংওয়ে
01/12/2022

“মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি। তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না।”

___ আর্নেস্ট হেমিংওয়ে

ভালো থাকার জন্যই একা থাকা উচিত!'🌸🖤
13/10/2022

ভালো থাকার জন্যই একা থাকা উচিত!'🌸🖤

12/10/2022

জীবনে ভালো থাকার জন্য প্রেম নয়
কয়েকটা ভালো মনের মতো বন্ধুই যথেষ্ট

12/10/2022

ইয়া রব,আমাদের সফলকাম হওয়ার তৌফিক দান করুন।’🌸

19/09/2022

তর্কে নয়, আমি দুরত্ব বাড়িয়ে
গুরুত্ব বোঝানোয় বেশি বিশ্বাসী।

14/09/2022

বিশ্বাস করুন টাকা ছাড়া জীবন ভয়ংকর রকমের অসুন্দর। টাকা ছাড়া ভালোবাসা দেখানো যায় না। আন্তরিকতা প্রকাশ করা যায় না, সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, আপন হওয়া যায় না। টাকা ছাড়া পৃথিবীতে আদৌ ও কিচ্ছুটি হয় না। টাকার অভাব বড় অভাব।

 #অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং। ফ্লেমিং স্যার বলেছিলেন, "এই এন্টিবায়োটিকের কারণে আজ কোট...
11/09/2022

#অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং। ফ্লেমিং স্যার বলেছিলেন, "এই এন্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি লোক বেঁচে যাবে। অনেক বছর পর এগুলো আর কাজ করবেনা। তুচ্ছ কারণে কোটি কোটি লোক মারা যাবে আবার।''
:
এন্টিবায়োটিক খাওয়ার কিছু নিয়ম আছে। একটা নির্দিষ্ট ডোজে, একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এন্টিবায়োটিক খেতে হয়। না খেলে যেটা হতে পারে সেটাকে বলা হয় "এন্টিবায়োটিক রেজিসটেন্স''।
:
ধরি, আমার দেহে এক লক্ষ ব্যাকটেরিয়া আছে। এগুলোকে মারার জন্য আমার ১০টা এম্পিসিলিন খাওয়া দরকার। এম্পিসিলিন এক প্রকার এন্টিবায়োটিক। খেলাম আমি ৭ টা। ব্যাকটেরিয়া মরলো ৭০ হাজার এবং আমি সুস্থ হয়ে গেলাম। ৩০ হাজার ব্যাকটেরিয়া কিন্তু রয়েই গেলো। এগুলো শরীরে ঘাপটি মেরে বসে জটিল এক কান্ড করলো নিজেরা নিজেরা।
:
তারা ভাবলো, যেহেতু এম্পিসিলিন দিয়ে আমাদের ৭০ হাজার ভাইকে হত্যা করা হয়েছে। অতএব আমাদেরকে এম্পিসিলিন প্রুফ জ্যাকেট পরতে হবে এবার। প্ল্যান করে থেমে থাকেনা এরা, বরং সত্যি সত্যি জ্যাকেট তৈরি করে ফেলে এই ব্যাকটেরিয়া গুলো। এরা বাচ্চা-কাচ্চাও পয়দা করে একই সময়ে। বাচ্চাদেরকেও সেই জ্যাকেট পরিয়ে দেয়।
এর ফলে যেটা হয়, পরের বার এম্পিসিলিন নামক এন্টিবায়োটিকটা আর কাজ করেনা।
:
সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, জ্যাকেট পরা ব্যাকটেরিয়া গুলো কেবল ঐ ব্যাক্তির শরীরেই বসে থাকেনা। তিনি হাঁচি দেন, কাশি দেন, ব্যাকটেরিয়া গুলো ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এক সময় পুরো এলাকায়ই আর ঐ এন্টিবায়োটিক কাজ করেনা। যারা খুব নিয়ম করে ওষুধ খান তারাও বিপদে পড়ে যান সবার সাথে।
:
আমরা খুব ভয়ংকর একটা সময়ের দিকে এগিয়ে যাচ্ছি দ্রুত। ব্যাকটেরিয়া আর তাদের বিভিন্ন 'জ্যাকেট'এর তুলনায় এন্টিবায়োটিকের সংখ্যা খুব বেশি না। অনেক এন্টিবায়োটিক এখন আর কাজ করেনা, বাকিগুলোর ক্ষমতাও কমে আসছে। আমাদের বড় বড় হসপিটাল থাকবে, সেখানে এফসিপিএস, এমডি, পিএইচডি করা ডাক্তাররা থাকবেন কিন্তু কারোরই কিছু করার থাকবেনা। সামান্য সর্দীতেই রোগী মরে সাফ হয়ে যাবে।
:
উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থা আলাদা। তারা নিয়ম মেনে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খায়। বিপদে আছি আমরা। 'মেডিসিনের বাইবেল' নামে পরিচিত ডেভিডসের বইয়েও আমাদের এই উপমহাদেশের উল্লেখ আছে আলাদা করে। অনেক ট্রিটমেন্টে বলা হয়েছে,
"This organism is registrant against this Drugs in Indian subcontinent''
:
টিভি পত্রিকায় নানান বিষয়ে মানুষকে সচেতন করা হয়। বাথরুম করে হাত ধুতে হবে, কাশি হলে ডাক্তার দেখাতে হবে, নিরাপদ পানি খেতে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এন্টিবায়োটিক নিয়ে কোনো কিছু আজও চোখে পড়েনি। অথচ এটা অন্যগুলোর চেয়েও জরুরী। এন্টিবায়োটিক কাজ না করলে এত সচেতনতা দিয়েও আর লাভ হবেনা।
আগুন নিয়ে খেলছে ফার্মেসিওয়ালারা
--------------------------------------------------
রোগী ফার্মেসীতে গিয়ে একটু জ্বরের কথা বললেই ফার্মেসীতে বসে থাকা সেই লোকটি দিয়ে দিচ্ছে Azithromycin or Cefixime or Cefuroxime or Levofloxacin নামক কিছু নামকরা দামী এন্টিবায়োটিক, কিন্তুু কতো দিন খেতে হবে সেটা না জানিয়ে সুন্দর করে বলে দেয় এই ওষধটি ১ ডোজ খাবেন সব রোগ ভালো হয়ে যাবে আর এই ভাবেই আস্তে আস্তে Resistance হচ্ছে সব এন্টিবায়োটিক।
:
চিকিৎসা ব্যবস্থার সাথে যারা জড়িত তাদেরকে এখনই ব্যাপারটা নিয়ে ভাবা উচিত। সবাইকে এন্টিবায়োটিকের সঠিক ব্যবহার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। না হলে আমাদের ভবিষ্যত অন্ধকার।

সংগৃহীত

10/09/2022

নিজের অবস্থান নিয়ে কখনো অ'হংকার করতে নেই। আল্লাহ উপরেও উঠাতে পারেন! নিচেও নামাতে পারেন।

06/09/2022

তর্কে নয়, আমি দুরত্ব বাড়িয়ে
গুরুত্ব বোঝানোয় বেশি বিশ্বাসী।❤️

15/08/2022

বন্ধু ছাড়াও জীবন চলে।

একজন বিশ্বস্ত ভাইর মতো বন্ধু পেলে আপনি স্বয়ংসম্পূর্ণ ❤️🥀
04/07/2022

একজন বিশ্বস্ত ভাইর মতো বন্ধু পেলে আপনি স্বয়ংসম্পূর্ণ ❤️🥀

প্রচুর পরিবর্তন করতে হবে নিজেকে...❤️
02/06/2022

প্রচুর পরিবর্তন করতে হবে নিজেকে...❤️

29/05/2022

কিছু কিছু ব্যবহার কাছের মানুষকেও দূরে ঠেলে দিতে বাধ্য করে!

26/05/2022

তাকে বন্ধু বানিয়ো না! যে তোমার দোষ মনে রাখে; আর গুণ ভুলে যায়!'🖤

হযরত আলী (রা.)🌸

16/05/2022

সবার সাথে মিসি না, যাদের সাথে মিসি তারা স্পেশাল। ❤️

09/05/2022

- অবহেলার সম্পর্ক ত্যাগ করাই ভালো!
- হোক সেটা বন্ধুত্ব বা ভালোবাসা।

স্বার্থ থাকলে অনেক কথা হবে, - স্বার্থ শেষ হলে চেনার জন্য পরিচয় আবার দিতে হবে 🖤
01/05/2022

স্বার্থ থাকলে অনেক কথা হবে,
- স্বার্থ শেষ হলে চেনার জন্য পরিচয় আবার দিতে হবে 🖤

29/04/2022

মাঝে মাঝে একা থাকা স্বস্তির! 🖤

29/04/2022

শুধুমাত্র বন্ধুত্ব নষ্ট হবে দেখে অনেক মানুষকেই অনেক কথা বলি না!❤️

29/04/2022

রমজান মাসের শেষ শুক্রবার আজকে
আল্লাহ সবার মনের আশা গুলো পূর্ণ করে দিন আমিন...!🤲
জুম্মা মোবারক,

29/04/2022

কোনো কারণ ছাড়াই এখন আর কারো সাথে কথা বলতে ইচ্ছা হয়না!
চুপচাপ আছি ঘন্টার পর ঘন্টা ফেসবুকে ভিডিও দেখি আবার চলে যাই!
আসলে ব্যাপারটা খারাপও লাগে না, ভালোই লাগে।💜

18/04/2022
17/04/2022

আমার সবচেয়ে বড় ইচ্ছা; নিজের টাকায় আম্মু আব্বুকে হজ্ব করাবো!'🖤

ইনশাআল্লাহ 🌸

হে আল্লাহ, পবিত্র রমজান মাসে সবগুলো রোজা সঠিক ভাবে রাখার তৌফিক দান করুন। আমিন।🧡
07/04/2022

হে আল্লাহ, পবিত্র রমজান মাসে সবগুলো রোজা সঠিক ভাবে রাখার তৌফিক দান করুন। আমিন।🧡

06/04/2022

কয়েকদিন এর জন্য নিজে থেকে যোগাযোগ করা! বন্ধ করে দেখো তোমার কাছের মানুষগুলো, তোমার অচেনা হয়ে যাবে।

শেষ পর্যন্ত আমাদের জন্য নির্ধারিত কিছুই নেই-মৃত্যু ছাড়া।
05/04/2022

শেষ পর্যন্ত আমাদের জন্য নির্ধারিত কিছুই নেই-মৃত্যু ছাড়া।

03/04/2022

স্মৃতি এমন একটা অ'স্ত্র যে অ'স্ত্রের আক্রমণে মগজ থেকে শুরু করে শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতবিক্ষত হয়ে যায় কিন্তু এর কোনো চিহ্ন খোঁজে পাওয়া যায়না।

03/04/2022

- রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়.🥀
সুবহানআল্লাহ ❤️

❝আয়না হলো প্রকৃত বন্ধু!! কারণ- আমি হাসলে সে হাসে এবং আমি কাঁদলে সে কাঁদে।।❞
01/04/2022

❝আয়না হলো প্রকৃত বন্ধু!! কারণ- আমি হাসলে সে হাসে এবং আমি কাঁদলে সে কাঁদে।।❞

এমন একটা পরিস্তিতি তে দাঁড়িয়ে আছি চারিপাশ শুধুই শূন্য লাগছে!
29/03/2022

এমন একটা পরিস্তিতি তে দাঁড়িয়ে আছি চারিপাশ শুধুই শূন্য লাগছে!

Address

Dhaka

Telephone

01874882086

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Shahriar Sohag posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Shahriar Sohag:

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All