News Daily Bangladesh

News Daily Bangladesh সংবাদ প্রতিদিন বাংলাদেশ | News Daily Bangladesh | Latest Online Popular Bangla News Paper. Also Bangl

ভারতের বিপক্ষে হেরে যা বললেন পাকিস্তান অধিনায়ক বাবরএশিয়া কাপের সুপার ফোরের ভারত-পাকিস্তান ম্যাচটি শেষ হয়েছে গতকাল। গ্রুপ...
12/09/2023

ভারতের বিপক্ষে হেরে যা বললেন পাকিস্তান অধিনায়ক বাবর

এশিয়া কাপের সুপার ফোরের ভারত-পাকিস্তান ম্যাচটি শেষ হয়েছে গতকাল। গ্রুপপর্বের ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। এরপর সুপার ফোরের ম্যাচেও হানা দেয় বৃষ্টি। ফলে ম্যাচ গড়ায় রিজার্ভ ডে-তে। প্রবল বর্ষণে ম্যাচ বাতিল হওয়ার শঙ্কা জেগেছিল কালও, তবে তা হয়নি। বৃষ্টিবিঘ্নিত দিনে পাকিস্তান হেরেছে ২২৮ রানে। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এমন হারের পর পাক অধিনায়ক বাবর আজম বলেন, ব্যাটিং, বোলিং দুই বিভাগেই খারাপ করায় হেরেছে তার দল।

আগের দিন ভারতকে ভালো শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার রোহিত শর্মা এবং শুবমান গিল। পাকিস্তানি পেসার ত্রয়ীকে খুব ভালোভাবেই সামলেছেন তারা। এরপর গতকাল লোকেশ রাহুল এবং বিরাট কোহলি মিলে দারুণভাবে পালন করেছেন নিজেদের দায়িত্ব।

চোট থেকে ফেরা রাহুল মাঠে নেমেই তুলে নিয়েছেন দুর্দান্ত এক শতক। আগের ম্যাচে শাহীনের বলে বোল্ড হওয়া কোহলিও হাঁকিয়েছেন ক্যারিয়ারের ৭৭তম সেঞ্চুরি। এ দুজনের ব্যাটে দুই উইকেটে ৩৫৬ রানের সংগ্রহ পায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১২৮ রানেই থামে পাকিস্তানের ইনিংস। ফলাফল ২২৮ রানের লজ্জাজনক হার।

এমন হারের পর পাকিস্তান অধিনায়ক বাবর স্বীকার করেছেন নিজেদের ভুল ভ্রান্তির কথা। বলেছেন ব্যাটিং-বলিং কোনো বিভাগেই যুতসই ছিল না তার দল, তাই এমন পরাজয়। ম্যাচ হারের কারণ প্রসঙ্গে পাক দলনেতা বলেন, ‘প্রকৃতি তো আর আমাদের হাতে নেই। তবে ব্যাটিং ও বোলিংয়ে (হেরেছি)।’

প্রতিপক্ষের ক্রিকেটারদের প্রশংসা করে বাবর বলেন, ‘আমাদের বোলারদের বিপক্ষে তাদের পরিকল্পনা ছিল। রাহুল ও বিরাট দারুণ ফিনিশ করেছে। যশপ্রীত ও সিরাজ প্রথম ১০ ওভারে দুদিকেই সুইং করিয়েছে। আমরাও দ্রুত কিছু উইকেট হারিয়েছি, জুটি গড়তে পারিনি।

মুক্তির দ্বিতীয় দিনে জওয়ান’ সিনেমা যত কোটি আয় করলবিশ্বজুড়ে চলছে এখন ‘জওয়ান’ ঝড়। শুক্রবার (৮ সেপ্টেম্বর) মুক্তি পায় শাহরু...
10/09/2023

মুক্তির দ্বিতীয় দিনে জওয়ান’ সিনেমা যত কোটি আয় করল

বিশ্বজুড়ে চলছে এখন ‘জওয়ান’ ঝড়। শুক্রবার (৮ সেপ্টেম্বর) মুক্তি পায় শাহরুখ অভিনীত এই সিনেমা। মুক্তির পরই উপচেপড়া ভিড় দেখা যায় হলগুলোতে। বক্স অফিসে প্রথম দিনেই কোটির ঘর ছাড়িয়েছে এটি।

চার বছর বিরতির পর ‘পাঠান’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় ফেরেন শাহরুখ। আর ফিরেই রীতিমতো বাজিমাত করেন তিনি। রীতিমতো বক্সঅফিস কাঁপান বলিউডের এই বাদশাহ। ‘পাঠান’র সাফল্যের ৯ মাসের মাথায় ফের ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে পর্দা মাতাচ্ছেন শাহরুক।

শুধু তাই নয়, ভেঙে দিয়েছেন আগের সব নজির। প্রথম দিনেই ভারতে সিনেমাটি আয় করেছে ৭৫ কোটি টাকা। যা হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম। তবে দ্বিতীয় দিন সিনেমার আয় খানিকটা কমেছে। দ্বিতীয় দিনে ভারতীয় বক্স অফিসে সমস্ত ভাষা মিলিয়ে ৫৩ কোটি টাকা আয় করেছে ‘জওয়ান’।

ভারতীয় সূত্র অনুযায়ী, ভারতের বাজারে প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন ২২ কোটি টাকা কম আয় করেছে সিনেমাটি। প্রথম দিনে বিশ্বব্যাপী ১৫০ কোটি টাকা ঘরে তুলেছে শাহরুখের ‘জওয়ান’। কেবল হিন্দি ভাষায় এটি প্রায় ৪৭ কোটি টাকা আয় করেছে বক্সঅফিসে। অর্থাৎ দুই দিনে এই সিনেমা আয় প্রায় ১২৭.৫০ কোটি টাকা।

‘জওয়ান’ সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক অ্যাটলি। এতে সিনেমায় শাহরুখ ছাড়া আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় থালাপতি প্রমুখ। ক্যামিও চরিত্রে দেখা যাবে তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে!

বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কি হাসিনা-কন্যা?বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল’ই কি সে দ...
10/09/2023

বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কি হাসিনা-কন্যা?

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল’ই কি সে দেশের ভাবি প্রধানমন্ত্রী? শনিবার এই জল্পনাই ছড়িয়ে পড়ল নয়াদিল্লির প্রগতি ময়দানে সুদৃশ্য ভারত মণ্ডপম সেন্টারের অলিতে গলিতে। জল্পনা শুরু হয়েছে, নিজের সুদীর্ঘ রাজনৈতিক জীবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে নয়াদিল্লির জি-২০ শীর্ষ সম্মেলনেই তাঁর উত্তরসূরীর অভিষেক ঘটালেন মুজিব কন্যা।

নয়াদিল্লির ভারত মণ্ডপম সেন্টারে জি-২০ শীর্ষ সম্মেলন ঘিরে বসেছে চাঁদের হাট। দেশ বিদেশের বিভিন্ন শীর্ষ প্রতিনিধি, রাষ্ট্রনায়কদের পাশাপাশি উপস্থিত হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। সঙ্গে তাঁর সর্বক্ষণের ছায়াসঙ্গী, কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। শুক্রবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে দ্বিপক্ষীয় আলোচনার মঞ্চেও হাজির ছিলেন সায়মা। জানা গিয়েছে, স্বয়ং মোদি তাঁর ‘অটিজম’ নিয়ে আন্তর্জাতিক স্তরের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেছেন।

শনিবারে, মায়ের সঙ্গেই ভারত মণ্ডপম সেন্টারে পা রাখেন সায়মা। গোটা অধিবেশন মায়ের পিছনে তাঁকে বসে থাকতে দেখা যায়, মনোযোগ সহকারে সব বক্তব্য শোনেন, নোট নেন, এমনকি হাসিনার দু দফা ভাষণের খসড়াও দেখে দেন তিনিই। অন্যদিকে, স্বয়ং শেখ হাসিনার সঙ্গে তাঁর মেয়ের ‘রসায়ন’ যে কোন স্তরের তা টের পাওয়া গিয়েছে প্রতিটি পদক্ষেপে, শরীরী ভাষ্যের মাধ্যমে। মধ্যাহ্নভোজের বিরতিতে মেয়ে সায়মাকে সঙ্গে নিয়ে তিনি দেখা করেন প্রায় সমস্ত দেশের শীর্ষ প্রতিনিধি, রাষ্ট্রনায়কদের সঙ্গে। আলাপ করিয়ে দেন কন্যার সঙ্গে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একত্রে সেলফিও তোলেন তাঁরা, পাশে ছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেনও। বাইডেনও সায়মার কাজ সম্পর্কে ওয়াকিবহাল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তর প্রশাসনিক দায়িত্বের জন্য তাঁকে সাধুবাদও দেন বলে জানা যায়। এমনকি ‘হু’-র চিফ টেড্রস এ ঘেব্রেইসাসের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তাঁরা।

স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, জি-২০ এর মঞ্চেই কি চুপিসারে বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রীর আত্মপ্রকাশ ঘটালেন হাসিনা? সমস্ত রাষ্ট্রনায়কদের সঙ্গে তাঁর পরিচয় কি নেহাৎ সৌজন্যমূলক নাকি নেপথ্যে কোনও ইঙ্গিতবাহী বার্তা দিলেন হাসিনা? বস্তুত, বছর শেষে বাংলাদেশের সাধারণ নির্বাচন। তার আগে হাসিনার এই দুদিনের দিল্লি সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনীতিবিদরা। এই আবহে নয়াদিল্লিকে পাশে পেতে এবং নির্বাচনি বৈতরণী পার হতে সম্ভাব্য সবরকম পন্থাই খোলা রাখছেন পোড়খাওয়া রাজনীতিক, মুজিব কন্যা শেখ হাসিনা। সে ক্ষেত্রে আগামী দিনে সুযোগ্য কন্যা সায়মার হাতে যদি ঢাকার রাজপাট তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি, তাতে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।

শাকিব-বুবলী পুত্র বীরকে স্কুলে ভর্তি করাতে গিয়ে এক হলেন জয়ের স্কুলেইপুত্র বীরের সঙ্গে শাকিব-বুবলীঢালিউড তারকা শাকিব খান ...
07/09/2023

শাকিব-বুবলী পুত্র বীরকে স্কুলে ভর্তি করাতে গিয়ে এক হলেন জয়ের স্কুলেই

পুত্র বীরের সঙ্গে শাকিব-বুবলী
ঢালিউড তারকা শাকিব খান ও শবনম বুবলীর মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে নাকি নেই, এই রহস্য পরিষ্কার হয়নি। তার মাঝেই প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে আমেরিকা সফর সেরে এসেছেন নায়ক। সেসব নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে বিস্তর। প্রশ্ন উঠছিল, শাকিবের সব আদর-স্নেহ-দায়িত্ব কি শুধু জয়ের জন্যই?

এ প্রশ্নের উত্তর শাকিব দেশে ফিরেই দিয়েছিলেন। জানান, জয়ের মতো ছোট ছেলে বীরকেও সুন্দর স্মৃতি উপহার দেবেন তিনি। দুই ছেলের প্রতিই তার সমান ভালোবাসা। সেটার নজিরই পাওয়া গেলো বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে।

এদিন শেহজাদ খান বীরকে স্কুলে ভর্তি করিয়েছেন শাকিব খান ও বুবলী। অভিভাবক হিসেবে দুজনেই স্কুলে গেছেন, পুত্রের ‘ফার্স্ট ডে অ্যাট স্কুল’ স্বচক্ষে উপভোগ করেছেন। আনন্দঘন মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন নায়িকা বুবলী।

সঙ্গে বললেন, ‘আজকের (৭ সেপ্টেম্বর) দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার। কারণ আজ আমাদের শেহজাদ বাপজানের স্কুলের প্রথম দিন। এখনও মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাঁটি হাঁটি পা-পা করে আস্তে আস্তে বড় হচ্ছো। আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নাম্বারও আছে। আলহামদুলিল্লাহ!’

বীরের স্কুলে শাকিব-বুবলী
পুত্রের জন্য দোয়া চেয়ে বুবলী লিখেছেন, ‘অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে! সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন।

ছবিগুলো পরখ করলে দেখা যায়, পুত্রের সাদা পোশাকের সঙ্গে মিল রেখে শাকিব-বুবলীও সাদা রঙের পোশাক পরে স্কুলে গেছেন। জানা গেছে, আব্রাহাম খান জয় যে স্কুলে পড়ে, সেখানেই বীরকে ভর্তি করানো হয়েছে।

সন্তান কোলে শাকিব ও বুবলী
উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালে বুবলীকে বিয়ে করেন শাকিব খান। এরপর ২০২০ সালের মার্চে তাদের কোলজুড়ে আসে শেহজাদ খান বীর

ভারত-পাকিস্তান হারেনি হারলো ক্রিকেট, মহারণে জয় হলো বৃষ্টির।শনিবার (২ সেপ্টেম্বর) পাল্লেকেলেতে ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ...
02/09/2023

ভারত-পাকিস্তান হারেনি হারলো ক্রিকেট, মহারণে জয় হলো বৃষ্টির।

শনিবার (২ সেপ্টেম্বর) পাল্লেকেলেতে ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।এদিন ভারতের ইনিংস শেষ হতে না হতেই বৃষ্টি নামে। তাতে আর ব্যাট করতে নামাই হলো না পাকিস্তানের।

ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচে জিতল না দুই দলের কেউই। এই মহারণে বিজয়ীর নাম বৃষ্টি। অবশেষে প্রকৃতির কাছেই হার মানতে হলো দুই দলকেই। দর্শকের অভিব্যক্তিই জানিয়ে দিচ্ছে হাইভোল্টেজ ম্যাচের উত্তাপে কীভাবে পানি ঢেলে দিয়েছে বৃষ্টি।

অবশ্য ভারতের ইনিংসের পর বৃষ্টি এসে চলেও গিয়েছিল। মাঠের কভার সরিয়ে ফেলার পর ক্রিকেটাররাও মাঠে শরীর গরম করতে নেমে পড়েছিলেন। আম্পায়াররাও মাঠ পর্যবেক্ষণ করেন এ সময়। কিন্তু তখনই পাল্লেকেলেতে ফের হানা দেয় বেরসিক বৃষ্টি। তাতেই আর মাঠে খেলা গড়ানোর সুযোগই পেল না।

এদিন বৃষ্টির শঙ্কা মাথায় নিয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। প্রথম ইনিংসে দুই দফা বৃষ্টির বাধা কাটিয়ে শেষ পর্যন্ত ৪৮.৫ ওভারেই শেষ হয় ভারতের ইনিংস। হার্দিক পান্ডিয়ার ৮৭ ও ইশান কিষানের ৮২ রানের ইনিংসের ওপর ভর করে সবকয়টি উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করে রোহিত শর্মার দল।

ভারতের সংগ্রহ অবশ্য আরও কম হতেও পারত। মাত্র ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল রোহিত-কোহলিরা। তবে পাকিস্তানের বিপক্ষে সেই চাপকে সামল দিয়ে হাফ সেঞ্চুরি করেন ইশান কিষাণ ও হার্দিক পান্ডিয়া। দুজনের রানে ভর করে ভারত এগিয়ে যাচ্ছিল বড় লক্ষ্যের দিকে। তবে দলীয় ২০৪ রানে ইশানকে ফিরিয়ে সেই যাত্রায় কিছুটা বাধা দেন হারিস। ইশান-পান্ডিয়ার ১৩৮ রানের জুটি ভাঙেন হারিস। পাকিস্তানি এই পেসার তাতে তৃতীয় উইকেটের দেখা পেয়ে যান।

এরপরে এক প্রান্ত আগলে রেখে ঝোড়ো ব্যাটিং শুরু করেন পান্ডিয়া। পরপর বেশ কয়েকটি বাউন্ডারি হাঁকিয়ে তিনি সেঞ্চুরির দিকে এগিয়ে চলেন। তবে তাকেও হতাশ হয়ে ফিরতে হয়েছে। ৮৭ রানে হার্দিককে সাজঘরে ফেরান শাহিন। হার্দিকের বিদায়ের পরে দাঁড়াতে পারেনি ভারত। শুরুর মতোই উইকেট পড়তে থাকে দলটির। শেষের তিন উইকেট তুলে নেন নাসিম শাহ।

তবে, তার আগে ভারতের ইনিংসের শুরুতে আগুনে বোলিংয়ে ত্রাস ছড়িয়েছেন শাহিন আফ্রিদি। পঞ্চম ওভারে দারুণ এক সেটআপে ভারত অধিনায়ক রোহিতকে ফেরান এই বাঁহাতি। টানা দুই আউট সুইঙ্গারের পর একই লেন্থ থেকে দারুণ এক ইনসুইঙ্গারে রোহিতকে স্তব্ধ করে দেন। মাত্র ১১ রান করেই বিদায় নেন ভারত অধিনায়ক। এর পরের ওভারটি করতে এসে ফের বড় ধাক্কা দেন ভারতকে। শাহিনের এবারের শিকার ৪ রান করা বিরাট কোহলি। এর আগে অবশ্য পঞ্চম ওভারে বৃষ্টি এসে বাগড়া দিয়ে গেছে।

শাহিনের সঙ্গে যোগ দেন হারিস রউফও। তিনি শ্রেয়াস আইয়ারকে ফেরান মাত্র ১৪ রানে। ১১.২ ওভারের খেলা চলাকালীন আবারও বৃষ্টি শুরু হয়। এ সময় প্রায় ৩০ মিনিট খেলা বন্ধ থাকে। খেলা শুরুর পর ১০ রান করা শুভমান গিলকে ফেরান হারিস।

তবে এরপরেই ঘুরে দাঁড়ায় ভারত। ইশান-পান্ডিয়ার ব্যাটে চড়ে চাপমুক্ত হয় ভারত। এদিকে দলকে ভালো জায়গায় নিয়ে গেলেও এই দুই ব্যাটসম্যান শেষ পর্যন্ত সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরেছেন।

02/09/2023

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এলিভেটেড এক্সপ্রেস ওয়ে এর একাংশ বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত উদ্বোধন করলেন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত অনুষ্ঠানে যোগ দিতে লক্ষণীয় লক্ষ জনতার ভীরে সরাসরি যুক্ত আছি আপনাদের সাথে শেয়ার করে পাশেই থাকুন...

02/09/2023

বাংলাদেশ ছাত্রলীগের স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশে যোগ নেতা কর্মীদের উপচে পড়া ভীর, বক্তব্য রাখছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা

অবশেষে শাস্তির মুখে বিএনপির দুই লবিস্টঃ মার্কিন আইন লঙ্ঘনমার্কিন আইন লঙ্ঘন করে শাস্তির মুখে বিএনপির দুই ‘লবিস্ট’। মাদর্ক...
01/09/2023

অবশেষে শাস্তির মুখে বিএনপির দুই লবিস্টঃ মার্কিন আইন লঙ্ঘন

মার্কিন আইন লঙ্ঘন করে শাস্তির মুখে বিএনপির দুই ‘লবিস্ট’। মাদর্কিন আইন ভঙ্গ করে আইনি গ্যাড়াকলে পড়েছেন মার্কিন সাবেক দুই কূটনীতিক। তারা হলেন, উইলিয়াম বি. মিলাম এবং জন ড্যানিলোভিজ। তারা মার্কিন আইন ভঙ্গ করায় শাস্তি পেতে পারেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষে লবিস্ট হিসাবে কাজ করেছেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

২০২১ সালের ১০ ডিসেম্বর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাাব) এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। বাহিনীর সাতজন বর্তমান ও সাবেক কর্মকর্তা, যারা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত রয়েছে অভিযোগ করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে সরকার এবং ক্ষমতাসীন দল অভিযোগ করে যে, বিরোধী দল লবিস্ট নিয়োগ করে র্যা বের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে। আর এই লবিস্টরা নিষেধাজ্ঞার পেছনে চালিকা শক্তি ছিল।

যুক্তরাষ্ট্রের লবিং ব্যয় ডেটাবেস থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ২০০৭ সাল থেকে শুরু করে বিএনপি পর্যায়ক্রমে আটটি লবিং ফার্মের সঙ্গে চুক্তি করে। তাদের দলের প্রধান লবিস্ট ফার্ম ছিল ব্লু স্টার এবং সাব-কন্ট্রাক্টর রাস্কি পার্টনার্স। সম্প্রতি মার্কিন দুই সাবেক কূটনীতিক উইলিয়াম বি মিলাম ও জন ড্যানিলোভিজ বিএনপির পক্ষে লবিস্ট হিসেবে কাজ করেছে। তবে তারা মার্কিন আইন অনুসারে আনুষ্ঠানিকভাবে লবিস্ট হিসাবে তালিকাভুক্ত না হয়েই এভাবে কাজ করেছে। এতে করে দেশটির ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট (এফএআরএ)-এ বর্ণিত প্রবিধান লঙ্ঘন হয়েছে।

ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস বলছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে এফএআরএ লঙ্ঘন করে, তবে তাদের সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা ২ লাখ ৫০ হাজার ডলার জরিমান বা উভয় দণ্ড হতে পারে। তবে ছোট পরিসরে এ আইন লঙ্ঘন করলে ছয় মাসের জেল বা ৫ হাজার ডলার জরিমান বা উভয় দণ্ড হতে পারে।

উইলিয়াম বি. মিলাম, জন ড্যানিলোভিজ এবং একজন ব্রিটিশ নাগরিক মুশফিকুল ফজল আনসারির ক্রিয়াকলাপ এফএআরএ লঙ্ঘনের দিকেই ইঙ্গিত করে। কেননা তারা গণমাধ্যমের সোর্স হওয়ার কথা বলে স্পষ্টত বিএনপির মতো অতি-ইসলামবাদী এজেন্ডা বাস্তবায়নকারী দলের হয়ে কাজ করেছে। তারা সংবাদের উৎস হওয়ার অজুহাতে লবিস্ট হিসাবে তাদের ভূমিকা অস্পষ্ট করে; যদিও বাস্তবে, এ সব সংস্থাগুলো নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জন্য লবিস্ট হিসাবে কাজ করছে, একটি অতি-ইসলামবাদী এজেন্ডা দ্বারা চালিত হয়ে। অথচ এফএআরএ’র অধীনে মার্কিন আইন অনুযায়ী, বিদেশিদের তথ্য দেওয়া বা তাদের হয়ে কাজ করতে হলে তাদের রেজিস্ট্রেশনের স্বচ্ছ ডকুমেন্ট থাকতে হবে। তাদের কার্যকলাপ থেকে অর্জিত অর্থের বিবরণ এবং ব্যয়গুলোর স্বচ্ছ বিবরণ দিতে হয়। কিন্তু উইলিয়াম বি. মিলাম, জন ড্যানিলোভিজ ও মুশফিকুল আনসারে এফএআরএ’র অধীনে লবিস্ট হিসাবে নিবন্ধনের আইনি প্রয়োজনীয়তা মেনে চলেননি না বলে মনে হচ্ছে।

জন ড্যানিলোভিজ আগে বাংলাদেশে মার্কিন দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন হিসাবে কাজ করেছিলেন। তিনি ইসলামপন্থী ও জিহাদিদের পক্ষে প্রচারকারী হিসাবে পরিচিত। এখন তিনি সক্রিয়ভাবে ‘রাইট অব ফ্রিডম’ নামের একটি গোষ্ঠীর সাথে যুক্ত। তিনি বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামীর কাছ থেকে অর্থ পান বলেও অভিযোগ রয়েছে। তিনি ২০১৪ সালের নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছিলেন বলেও তথ্য রয়েছে।

জন ড্যানিলোভিজের টুইটার অনুসারে, তিনি বাংলাদেশ এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরোধিতায় সক্রিয়ভাবে নিযুক্ত। বাংলাদেশ সম্পর্কে ক্ষতিকারক ও ভুল তথ্য ছড়ানোকে পেশা হিসেবে নিয়েছেন তিনি। নেতিবাচক তথ্য প্রচারের চলমান প্রচারণার পাশাপাশি, জন সম্প্রতি তার ব্যক্তিগত ওয়েবসাইটে ‘সাউথ এশিয়া পারসপেক্টিভস’ নামে বাংলাদেশ সম্পর্কে অবমাননাকর বিষয়বস্তু প্রকাশ করেছেন।

মুশফিকুল আনসারে উইলিয়াম বি মিলামের সঙ্গে ‘জাস্ট নিউজ’ নামে একটি অননুমোদিত ওয়েবসাইটের ‘স্থায়ী সংবাদদাতা’ হিসাবে কাজ করতেন। মিলার ডেমোক্রেটিক পার্টির একজন শক্তিশালী ব্যক্তিত্ব। মিলারের সঙ্গে ‘রাইট অব ফ্রিডম’ পরিচালনা করেন আনসারে। বাংলাদেশ, ক্ষমতাসীন আওয়ামী লীগ দল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয় প্রতিপন্ন করার জন্য বানোয়াট তথ্য ছাড়ানোই ছিল তাদের কাজ।

তারেক রহমানের কুখ্যাত হাওয়া ভবনের প্রেক্ষাপটে একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে আবির্ভূত হন আনসারে। তিনি খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সহকারী প্রেস সচিবের দায়িত্বে ছিলেন।

যদিও, প্রাথমিক ফোকাস বিএনপির লবিংকে ঘিরে নয়, বরং অর্থের উৎস ঘিরে। ২০২২ সালের ১৮ জানুয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এক বিবৃতিতে বলেন, বিএনপি যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগের জন্য ৩.৭ মিলিয়ন ডলার খরচ করেছে। এ কাজে ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৭ সালের এপ্রিল পর্যন্ত বিএনপি প্রতি বছর ২.৭ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে। যা যুক্তরাষ্ট্রের ওয়েবসাইটগুলিতে প্রকাশিত হয়েছে।

উদ্বেগের বিষয় হলো, লবিস্ট নিয়োগে আন্তর্জাতিকভাবে তহবিল স্থানান্তরের আইনি জটিলতা রয়েছে, এর মধ্যে বিএনপি কীভাবে তা করলো? বিষয়টি সরকার তদন্ত করছে।

01/09/2023

ছাত্রলীগের নেতাকর্মীরা ভাই-বোন নয় আমার নাতিপুতি: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ছাত্রসমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছাত্রলীগের নেতা-কর্মী ভাইবোনদের আমার শুভেচ্ছা জানাই। তারপর হাসতে হাসতে বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা আমার নাতিপুতি। কারণ আমি তো নানি-দানি হয়ে গেছি।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান ছাত্রলীগের ছাত্রসমাবেশের মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। দুনীতির বিরুদ্ধে, অর্থপাচারের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে।

ওবায়দুল কাদের বলেন, ক্ষমতা থেকে উৎখাতের ষড়যন্ত্র চলছে। বিদেশি মুরব্বিদের ডাকছে শেখ হাসিনাকে হঠাও। নিষেধাজ্ঞা ও ভিসানীতি প্রয়োগের চেষ্টা চলছে। আজ বাংলাদেশে স্যাটেলাইট যুগে প্রবেশ করেছে। এটা কার অবদান? সারাদেশে বিদ্যুত নিশ্চিত করেছে কে? এক সময় এ দেশ অন্ধকারে ছিল।

কাদের আরও বলেন, শেখ হাসিনা রোহিঙ্গাদের স্থান দিয়ে মানবতার মা হিসেবে ভূষিত হয়েছেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় পলিটিশিয়ান শেখ হাসিনা।

সমাবেশে প্রধানমন্ত্রী বর্তমান প্রেক্ষাপটে তরুণদের দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি দেশবাসীর উদ্দেশে বার্তা দেবেন বলে জানান আয়োজকরা। সমাবেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদ শেখ ইনানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

এর আগে শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন গেটের সামনে জড়ো হতে থাকেন। মিছিল-স্লোগানে টিএসসি গেইট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেট, বাংলা একাডেমির সামনের গেইটসহ পুরো সোহরাওয়ার্দী উদ্যান এলাকা মুখরিত হয়ে উঠেছে

01/09/2023

বাংলাদেশ ছাত্রলীগের স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ শেষে নেতা কর্মীরা সমাবেশ থেকে বিদায়ের বেলা...

01/09/2023

বাংলাদেশ ছাত্রলীগের স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশে যোগ দিতে নেতা কর্মীদের উপচে পড়া ভীরে সমাবেশ চলছে...

01/09/2023

বাংলাদেশ ছাত্রলীগের স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশে যোগ দিতে নেতা কর্মীদের উপচে পড়া ভীর...

বাবা-মা তোমাদের সম্মান রাখতে পারিনি, ক্ষমা করে দিওচট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন পোস্ট অফিস গলি এলাকায় প্রবেশপত্র হারিয়ে...
29/08/2023

বাবা-মা তোমাদের সম্মান রাখতে পারিনি, ক্ষমা করে দিও

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন পোস্ট অফিস গলি এলাকায় প্রবেশপত্র হারিয়ে ফেলায় এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন।

সোমবার (২৮ আগস্ট) সদরঘাট থানার ওসি গোলাম রাব্বানি এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (২৬ আগস্ট) রাতে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রী হলেন, ওই এলাকার ব্যবসায়ী রাজীব দাশগুপ্তের মেয়ে রিমঝিম দাশগুপ্ত (২০)। তিনি নগরীর এনায়েত বাজার মহিলা কলেজের শিক্ষার্থী ছিল ।

জানা গেছে, রিমঝিমের রোববার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু দুই দিন আগে রিমঝিম কলেজ থেকে প্রবেশপত্র নিয়ে ফেরার পথে রিকশা থেকে পড়ে যান। এ সময় অসাবধানতাবশত হারিয়ে যায় প্রবেশপত্র। পরে মা-বাবার ভয়ে বিষয়টি শুরুতে গোপন রাখেন।

নিহতের প্রতিবেশীরা জানান, রিমঝিম বাসায় দাদির সঙ্গে ঘুমান। শনিবার খাওয়া-দাওয়ার পর পরীক্ষার প্রস্তুতি হিসেবে পড়াশোনার কথা জানিয়ে দাদিকে ঘুমিয়ে যেতে বলে সে। পরে একই দিন রাত ৩টার দিকে ঘুম ভেঙে রিমঝিমকে না পেয়ে তার বাবাকে জানান দাদি। এ সময় বাসার ডাইনিং রুমের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার মরদেহ। পরে ডাইনিং টেবিলে পাওয়া যায় রিমঝিমের হাতে লেখা একটি চিরকুট।

ওই চিরকুটে রিমঝিম লিখেন, ‘মা ও বাবা, তোমরা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করিয়েছো, কিন্তু আমি তোমাদের সম্মান রাখতে পারিনি। আমাকে তোমরা ক্ষমা করে দিও।’ চিরকুটে প্রবেশপত্র হারানোর কারণে যে তার এ সিদ্ধান্ত, তা স্পষ্ট করে লিখেন তিনি।

ওসি গোলাম রাব্বানি জানান, এ ঘটনার সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

তারেককে ফেরানোর সম্ভাবনায় বাংলাদেশ-যুক্তরাজ্য কৌশলগত সংলাপবাংলাদেশ ও যুক্তরাজ্যের ৫ম কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে সে...
29/08/2023

তারেককে ফেরানোর সম্ভাবনায় বাংলাদেশ-যুক্তরাজ্য কৌশলগত সংলাপ

বাংলাদেশ ও যুক্তরাজ্যের ৫ম কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে। আগামী ১২ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য এই বৈঠকে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন দেশটির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

কূটনৈতিক সূত্র জানায়, আসন্ন সংলাপে ঢাকার পক্ষ থেকে বন্দি বিনিময় ও মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসট্যান্স (এমএলএ) বিষয়ে জোর দেয়া হবে। তা ছাড়া যুক্তরাজ্য থেকে নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকারে জোর দেবে।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার ৫ম কৌশলগত সংলাপ নিয়ে গতকাল রোববার একটি আন্তমন্ত্রণালয় সভার আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের কর্মকর্তারা এতে অংশ গ্রহণ করেন।

বৈঠকে অংশ নেয়া এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, ‘এমন কিছু অপরাধী রয়েছেন যারা যুক্তরাজ্যে অপরাধ করে বাংলাদেশে চলে আসেন। আবার কিছু অপরাধী রয়েছেন যারা বাংলাদেশ থেকে অপরাধ করে যুক্তরাজ্যে গিয়ে বসবাস করছেন। দুই দেশেই অপরাধীদের শাস্তি ও বিচারের আওতায় আনতে ঢাকা ও লন্ডন আগেই একমত হয়েছিল। তবে আলোচনার পরে বিষয়টি আর এগোয়নি। এবারের সংলাপে এ বিষয়টি নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, বাংলাদেশের আদালতে সাজাপ্রাপ্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, অবৈধ অস্ত্র ও জাল টাকা রাখার মামলায় সাজা হওয়া সেনাবাহিনীর সাবেক কর্নেল শহীদ উদ্দিন খানসহ বেশ কয়েকজন এ মুহূর্তে যুক্তরাজ্যে অবস্থান করছেন। বাংলাদেশের আদালতে তাদের পলাতক দেখানো হয়েছে।

এ ছাড়া একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে বাংলাদেশের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি চৌধুরী মঈনুদ্দীন যুক্তরাজ্যে অবস্থান করছেন বলে ধারণা করছে বাংলাদেশ। পলাতক থাকায় তার দণ্ড কার্যকর হতে পারেনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, বন্দি বিনিময় ও এমএলএ আইনি কাঠামোতে চূড়ান্ত হলে সাজাপ্রাপ্ত অপরাধীসহ অপপ্রচারকারীদের ফেরত এনে বিচারের মুখোমুখি করা যাবে। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি বাস্তবায়ন করবে।

এর আগে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর দুই দেশের চতুর্থ কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ও যুক্তরাজ্যে অপরাধীরা যাতে নিরাপদে থাকতে না পারেন তা আইনি কাঠামোতে নিয়ে আসতে বন্দি বিনিময় ও এমএলএ বিষয়ে ওই বৈঠকেই একমত হয়েছিল দুই দেশ।

কৌশলগত সংলাপে যুক্তরাজ্যের অগ্রাধিকার নিয়ে জানতে চাইলে সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ওদের এজেন্ডা এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি। তবে বাংলাদেশের আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকারের বিষয়ে জোর দেবে যুক্তরাজ্য। তারা এ দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়- সেটা জোর দিয়ে বলে আসছে। তারা এমন একটি সহায়ক পরিবেশ চায় যাতে সব দল নির্বাচনে অংশ নিতে উৎসাহিত হয়। বিষয়টি তারা অন্যান্য পশ্চিমা দেশের মতোই সরকারকে জানিয়ে আসছে।

সূত্র জানায়, জলবায়ু পরিবর্তন, দক্ষ অভিবাসন, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোকে বাংলাদেশে সুযোগ দেয়া এবং যৌথ সহযোগিতা, প্রতিরক্ষা প্রশিক্ষণ, দুই দেশের সামরিক কর্মকর্তাদের সফর বিনিময়, জাতিসংঘ শান্তিরক্ষা, আঞ্চিলক ও বৈশ্বিক ভূরাজনীতি নিয়ে আলাপ করবে বাংলাদেশ-যুক্তরাজ্য।

সূত্র জানায়, আসন্ন কৌশলগত সংলাপে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি), রোহিঙ্গা সংকট, আগামী বছর দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা সংলাপ, ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) ও সাইবার নিরাপত্তা আইন (সিএসএ), নারীর ক্ষমতায়ন, অভিবাসন, উচ্চশিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ, ব্যবসায়িক পরিবেশ, শ্রম অধিকার ও পরিস্থিতি, ইন্দো-প্যাসিফিক কৌশল (আইপিএস), ইউক্রেন সংকট, শান্তিরক্ষায় সদস্যদের প্রশিক্ষণ ও অর্থায়নের মতো বিষয়গুলোতে অলোচনা হবে। সেই সঙ্গে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে সুশীল সমাজের সংকুচিত স্থান, মত প্রকাশ ও ধর্মীয় স্বাধীনতার বিষয়টি বৈঠকে আলোচনায় আসবে।

28/08/2023

বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বক্তব্য রাখছেন বিএনপি নেতা

সাইবার নিরাপত্তা আইন জামিনযোগ্য করে মন্ত্রিসভায়  চূড়ান্ত অনুমোদনআলোচিত ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কয়েকটি ধারা সংশোধন কর...
28/08/2023

সাইবার নিরাপত্তা আইন জামিনযোগ্য করে মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কয়েকটি ধারা সংশোধন করে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এর আগে ৭ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন বদলে সাইবার নিরাপত্তা আইন-২০২৩ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বলেন, কারিগরি ধারা ছাড়া সাইবার নিরাপত্তা আইনের কোনো ধারা অজামিনযোগ্য নেই।

তখন আইনমন্ত্রী বলেছিলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, সংশোধন হবে। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা কিংবা মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়নি। এ আইনের অপব্যবহার রোধে সমাধানের অংশ হিসেবে এর কিছু সংশোধনী আনা হবে।

উল্লেখ্য, ২০১৮ সালে প্রণীত বিতর্কিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ বাতিলে বিভিন্ন সময় দাবি ওঠে। বিশেষ করে এর ৫৭ ধারা দেশে-বিদেশে সমালোচিত হয়। গণমাধ্যমের স্বাধীনতা, মুক্তচিন্তা ও মতপ্রকাশের অধিকার সমুন্নত রাখা, সর্বোপরি মানুষের মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিতে আইনটি বাতিলের দাবি জানিয়ে আসছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।

চাঁদের মাটিতে গরম কেমন, চাঁদের মাটিতে হেঁটে জানাল ভারতীয় বিক্রমচাঁদের মাটির তাপমাত্রা পর্যবেক্ষণ করেছে ভারতের মহাকাশযান ...
27/08/2023

চাঁদের মাটিতে গরম কেমন, চাঁদের মাটিতে হেঁটে জানাল ভারতীয় বিক্রম

চাঁদের মাটির তাপমাত্রা পর্যবেক্ষণ করেছে ভারতের মহাকাশযান বিক্রম। পর্যবেক্ষণ করে সেই তাপমাত্রার একটি গ্রাফ পৃথিবীতে পাঠিয়েছে যানটি। রোববার (২৭ আগস্ট) ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এক্সে (টুইটারের নতুন নাম) সেই গ্রাফ প্রকাশ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, চাঁদের দক্ষিণ মেরুর মাটির তাপমাত্রা হিসেব করে বের করেছে চন্দ্রযান ৩। এর মধ্য দিয়ে চাঁদের এই তথ্য প্রকাশ করা প্রথম দেশের তকমা পেল ভারত। চাঁদের মাটির গভীরের তাপমাত্রা জেনেছে ল্যান্ডার বিক্রম।

ইসরোর প্রকাশিত গ্রাফ থেকে জানা যায়, মাটির ১০ সেন্টিমিটার গভীরের তাপমাত্রাও বের করতে সক্ষম হয়েছে ভারতীয় যান। এই তাপমাত্রা পরিমাপ করেছে চন্দ্রাস সারফেস থার্মোফিজিক্যাল এক্সপেরিমেন্ট। এতে তাপমাত্রা মাপার ১০টি সেন্সর রয়েছে।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্তা ইসরোর গ্রাফ মতে, চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস। মাটির ৭০ মিলিমিটার গভীরে চাঁদের তাপমাত্রা হিমাঙ্ক ছুঁয়ে ফেলে। আরও ১০ মিলিমিটার গভীরে গেলে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস হয় তাপমাত্রা।

চাঁদ ছুঁয়েছে ভারতের চন্দ্রযান-৩ ৪০ দিনের যাত্রার পর ভারতের ‘চন্দ্রযান ৩’-এর ল্যান্ডার ‘বিক্রম’ ভারতীয় সময় বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করে। এর মধ্য দিয়ে চাঁদে অবতরণকারী বিশ্বের চতুর্থ দেশ হিসেবে নাম লেখাল ভারত। এর আগে কেবল আমেরিকা, রাশিয়া ও চীনের মহাকাশযান নিরাপদে চাঁদের মাটিতে নামতে পেরেছে।

২০১৯ সালের ‘চন্দ্রযান-২’ মিশন সফল হতে না পারলেও এবার ‘চন্দ্রযান-৩’ নিয়ে বড় প্রত্যাশায় ছিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বিজ্ঞানীরা। সফল হওয়ায় ভারতজুড়ে আনন্দের বন্যা বইছে।

চাঁদের মাটিতে নামার পর সেখানে হেঁটেছে ভারতের পাঠানো রোভার প্রজ্ঞান। চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম থেকে বের হয়ে এটি সেখানে ঘুরে বেড়াতে শুরু করে। এরই মধ্যে প্রজ্ঞানের হাঁটার একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, চাঁদের বুকে ৮ মিটার হেঁটেছে রোভার প্রজ্ঞান। বিক্রম যেখানে নেমেছে, সেই শিব শক্তি পয়েন্টেই হেঁটেছে এটি। এরই মধ্যে পর্যবেক্ষণ শুরু করেছে ভারতের মহাকাশযান।

ট্রেনের ধাক্কা পুলিশের গাড়ির সঙ্গে, ৩ পুলিশ নিহতচট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের গাড়িতে ট্রেনের ধাক্কায় তিন জন পুলিশ নিহত ...
27/08/2023

ট্রেনের ধাক্কা পুলিশের গাড়ির সঙ্গে, ৩ পুলিশ নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের গাড়িতে ট্রেনের ধাক্কায় তিন জন পুলিশ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। রোববার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার সলিমপুর-ফকিরহাট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমি এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি। শুনেছি পুলিশ সদস্যদের বহনকারী গাড়ি ও ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানতে পারব।’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনার পর আহত অবস্থায় চমেক হাসপাতালে তিনজনকে নিয়ে আসা হয়েছে।

ব্রিকসে বাংলাদেশ ডাক পায়নি ইরান, সৌদিসহ আমন্ত্রিত নতুন ৬ দেশব্রিকস সম্মেলনে (বাঁ থেকে) ব্রাজিলের প্রেসিডেন্ট, চীনের প্র...
24/08/2023

ব্রিকসে বাংলাদেশ ডাক পায়নি ইরান, সৌদিসহ আমন্ত্রিত নতুন ৬ দেশ

ব্রিকস সম্মেলনে (বাঁ থেকে) ব্রাজিলের প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট , দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট , ভারতের প্রধানমন্ত্রী ও রুশ পররাষ্ট্রমন্ত্রী।

বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসে ইরান, সৌদি আরবসহ ছয়টি দেশ নতুন সদস্য হিসেবে আগামী বছর যুক্ত হচ্ছে। তবে এতে নেই বাংলাদেশের নাম। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চলমান সম্মেলনের শেষ দিনে বৃহস্পতিবার জোটের সদস্যসংখ্যা বাড়ানোর ব্যাপারে সম্মত হন ব্রিকসের পাঁচ নেতা। সম্মেলনের শেষ দিনে নতুন সদস্য নেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়। খবর আল জাজিরা।

ব্রিকসে যুক্ত হতে আমন্ত্রণ পাওয়া দেশগুলো হলো- মিশর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা আজ বলেছেন, ব্রিকসে যুক্ত হতে যাওয়া দেশগুলোর সদস্যপদ আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। জোটের বর্তমান সদস্য হলো- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।

গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন শুরু হয়। এতে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এই সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হন তিনি।

এই পাঁচ দেশ ছাড়াও জোটে যুক্ত হতে আগ্রহী দেশগুলোর প্রতিনিধিরা জোহানেসবার্গে সম্মেলনে যোগ দিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সম্মেলনে যোগ দিয়েছেন।

জোটের সদস্য হতে চলা নতুন দেশগুলোকে স্বাগত জানিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি দেশগুলোর নেতা ও জনগণকে অভিনন্দন জানান। জোটের লক্ষ্য বাণিজ্য সম্প্রসারণ ও বিশ্বমঞ্চে সদস্যদেশগুলোর স্বার্থরক্ষা। তবে ব্রিকসকে পশ্চিমা দেশগুলোর আধিপত্যের বিপরীতে বিকল্প এক বিশ্বব্যবস্থা তৈরির উপায় হিসেবে দেখছে চীন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুরের উদ্দেশ্যে পরিবারসহ দেশ ছাড়লেনচিকিৎসার জন্য স্ত্রী-সন্তানসহ সিঙ্গাপুর গেলেন বিএনপি ...
24/08/2023

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুরের উদ্দেশ্যে পরিবারসহ দেশ ছাড়লেন

চিকিৎসার জন্য স্ত্রী-সন্তানসহ সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ( ২৪ আগস্ট ) সকাল সাড়ে ৬টার দিকে বাসা থেকে বের হন তারা। এরপর সকাল সাড়ে ৮টায় ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসকের পরামর্শে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী সিঙ্গাপুর যাচ্ছেন।

তৃতীয় কেউ এলেই দুজনের মধ্যে সম্পর্ক শেষ হয়ে যায় দোষটা পুরুষের একার নয়!সম্প্রতি ‘অপলাপ’ নামের একটি ওয়েব সিরিজের শুটিং শেষ...
23/08/2023

তৃতীয় কেউ এলেই দুজনের মধ্যে সম্পর্ক শেষ হয়ে যায় দোষটা পুরুষের একার নয়!

সম্প্রতি ‘অপলাপ’ নামের একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ আক্তার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে এবার সিনেমার প্রচারণায় ভিন্ন একটি পথ বেছে নিয়েছেন এই নায়িকা।

সিনেমায় এই নায়িকার সঙ্গে দেখা যাবে এ প্রজন্মের তরুণ দুই অভিনেতা ইমতিয়াজ বর্ষণ ও রোশানকে। সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক মোহাম্মদ আলী মুন্না।
দিন কয়েক আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, আসলে সম্পর্ক শেষ হয়ে যায় দুজনের ভেতর তৃতীয় কেউ এলেই।

এ দিকে সেই পোস্টের স্ক্রিনশট নিজের ফেসবুকে পোস্ট করেন বর্ষণ। ক্যাপশনে তিনি লেখেন, দোষটা সবসময় পুরুষের হয় না। কিছু দায় নিজের কাঁধেও নিতে হয় নিপুণ। শুধু তিনি নন, বিষয়টি নিয়ে স্ট্যাটাস দেন রোশানও। এই চিত্রনায়ক লিখেন, খেলা তাহলে শুরু হয়ে গেছে?

মূলত ‘অপলাপ’নিয়ে দর্শক মনে কৌতূহল সৃষ্টি করতেই এই অভিনব পথ অবলম্বন করছেন তারা। আগামী ২৯ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে নিপুণ অভিনীত এই সিনেমাটি।

জানা গেছে, সম্পর্ক, ভালোবাসা ও সন্দেহকে কেন্দ্র করেই মূলত নির্মিত হয়েছে ওয়েব ফিল্মটি। সিনেমাটির গল্পে দেখা যাবে, স্ত্রী সুমিকে খুনের অপরাধে সাইকিয়াট্রিস্ট অর্ক রহমানকে গ্রেফতার করা হয়। পুলিশের জিজ্ঞাসায় অকপটে খুনের দায় স্বীকার করে নেন অর্ক। এতে মামলা চলে যায় আদালতে।

কিন্তু তার পার্সোনাল সেক্রেটারি বর্ষার বিশ্বাস অর্ক খুনটা করেননি। তাই সাহায্যের আশায় অর্কের বাল্যবন্ধু ডিবি অফিসার এডিসি সাইফ হাসাণের কাছে যান বর্ষা। তবে সাইফ কি পারবে সত্যিটা বের করে বন্ধুকে বাঁচাতে? সেই প্রশ্নের জবাব মিলবে সিনেমাটির শেষাংশে।

নির্মাতা মোহাম্মদ আলী মুন্না বলেন, ‘অপলাপ’ মূলত ফ্যামেলি ক্রাইম থ্রিলার। সুস্বাদু ফলকে যেমন ফলের পোকা নষ্ট করে দেয়, তেমনি ভালোবাসাকে ঘৃণায় রূপান্তরিত করে ফেলে সন্দেহ। এ রূপান্তর প্রক্রিয়া আমাদের সাবলাইম টার্গেট, যেন দর্শক সন্দেহের এই ভয়াবহ প্রবণতার ব্যাপারে সচেতন হতে পারে। হারিয়ে ফেলার আগেই যেন নিজেদের অমূল্য ভালোবাসার প্রতি যত্নশীল হতে পারে।

22/08/2023

ফখরুলকে জঘন্য, কুৎসিত, বীভৎস, মিথ্যাচার রাজনীতিবিদ বলে মন্তব্য করলেন- তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এমপি

তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জঘন্য, কুৎসিত, বীভৎস, মিথ্যাচার আমি কাওকে করতে দেখিনি বলে মন্তব্য করলেন।

Address

West Agargong
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when News Daily Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Daily Bangladesh:

Videos

Share

NewsDailyBd.com| News Daily Bangladesh| Latest Online Popular Bangla News Paper

সংবাদ প্রতিদিন বাংলাদেশ | News Daily Bangladesh | Bangla Most Largest and Popular news publisher by reach up to - 24/7, article opened to public In International/Worldwide for BD news Bangla.

Nearby media companies


Other News & Media Websites in Dhaka

Show All