Bangla Waz Islamic Lecture

Bangla Waz Islamic Lecture এখানে প্রতিদিন নতুন নতুন বিভিন্ন ইসলামিক আলোচনা পাবেন। সহীহ দ্বীন প্রচারের সাথে থাকুন।
(1)

22/08/2024

হৃদয়বিদারক!
একটু মাটির খুঁজে পানিতে দাড়িয়ে আছে মানুষ!🥺

21/08/2024

رَبَّنَا اكۡشِفۡ عَنَّا الۡعَذَابَ اِنَّا مُؤۡمِنُوۡنَ.
‘রাব্বানাকশিফ আন্নাল আযা-বা ইন্না-মু'মিনূন।’
‘হে আমাদের রব, আমাদের থেকে আযাব দূর করুন; নিশ্চয় আমরা মুমিন হব।’
[সূরা আদ-দুখানঃ১২]
হে আল্লাহ, বন্যা কবলিত মানুষের প্রতি সহায় হোন,আমিন।

21/08/2024

বাসায় বা ব্যবসা প্রতিষ্ঠান এলাকায় পানি ঢুকতেছে দেখলেই সবার আগে বিদ্যুতের মেইনসুইচ, গ্যাসের লাইন সব বন্ধ করে দিন।
নিজে সতর্ক থাকুন এবং অন্যকে সতর্ক করুন।

আন্দোলনরত শিক্ষার্থীদের নিজের রিক্সায় দাঁড়িয়ে এভাবেই স্যালুট দেন রিক্সাওয়ালা মামা।২ আগষ্ট,২০২৪শহীদ মিনার,ঢাকা
03/08/2024

আন্দোলনরত শিক্ষার্থীদের নিজের রিক্সায় দাঁড়িয়ে এভাবেই স্যালুট দেন রিক্সাওয়ালা মামা।

২ আগষ্ট,২০২৪
শহীদ মিনার,ঢাকা

সবাই এই দুআ পড়তে থাকুন- اللَّهُمَّ إنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ"আল্লাহুম্মা ইন্না না...
17/07/2024

সবাই এই দুআ পড়তে থাকুন-
اللَّهُمَّ إنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ
"আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরিহিম, ওয়া নাঊযু বিকা মিন শুরূরিহিম।" অর্থাৎ, হে আল্লাহ! আমরা তোমাকে ওদের মুখোমুখি করছি এবং ওদের অনিষ্টতা থেকে তোমার নিকট পানাহ চাচ্ছি।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন শত্রুদলের ক্ষতির আশঙ্কা করতেন তখন এই দু’আ পড়তেন।

(আবূ দাউদঃ ১৫৩৯; সহীহ)













চলছে বর্ষার মৌসুম। রাসেল ভাইপার নামক বিষাক্ত সাপের প্রকোপে পুরো দেশ দিশেহারা। বাংলাদেশসহ পুরো বিশ্বে যেসব সাপ দেখা যায় ...
21/06/2024

চলছে বর্ষার মৌসুম। রাসেল ভাইপার নামক বিষাক্ত সাপের প্রকোপে পুরো দেশ দিশেহারা। বাংলাদেশসহ পুরো বিশ্বে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি অন্যতম বিষাক্ত সাপ। দেশে বিলুপ্ত প্রায় বিষধর প্রজাতির এ সাপ নতুন করে ফিরে এসেছে। এর কামড়ে দেশের বিভিন্ন জায়গায় প্রাণহানির ঘটনাও ঘটছে। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন। সাপের বিস্তার রোধে বাসা-বাড়ি ও ক্ষেত-খামারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাসহ এই দুআটি বেশী বেশী পাঠ করুন।

16/06/2024

ঈদ মুবারাক 🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ হোক আনন্দময় ও বরকতময়।


#কুরবানী

হজ্বের আনুষ্ঠানিকতা ইতিমধ্যেই শুরু হয়েছে। ধবধবে সাদা দুটি কাপড় দেহে ধারণ করে লাখো হাজ্বীর “লাব্বাইক” ধ্বনিতে মুখরিত হবে...
15/06/2024

হজ্বের আনুষ্ঠানিকতা ইতিমধ্যেই শুরু হয়েছে। ধবধবে সাদা দুটি কাপড় দেহে ধারণ করে লাখো হাজ্বীর “লাব্বাইক” ধ্বনিতে মুখরিত হবে মিনা, আরাফাহ এবং মুজদালিফা।

আরাফার দিন বছরের সর্বশ্রেষ্ঠ দিন। অসংখ্য অগণিত বনি আদমকে এদিন ক্ষমার ঘোষণা দেয়া হয়। এদিনের রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ। যেন কেউ মিস না করি।

আল্লাহ তা’আলা সকল হাজ্বীদের হাজ্বে মাবরুর নসিব করুন। যারা এখনো যেতে পারেননি, ভবিষ্যতে তাদের যাওয়ার তাওফিক দিন।

05/04/2024

"আমি ক্ষমাপ্রার্থী"
ইসলামে নির্দেশ দেয়া হয়েছে, গীবতকারীকে লাইলাতুল কদরেও ক্ষমা করা হবে না!! যতক্ষণনা সে তার (যার নামে গীবত করা হয়েছে) কাছে ক্ষমা প্রার্থনা করে।
আমাকে যারা কষ্ট দিয়েছেন কখনো, আমার সম্মুখে বা অজ্ঞাতে আমার সমালোচনা বা গীবত করেছেন আমি তাদের ক্ষমা করে দিলাম..
একই সাথে, আমি একজন মানুষ, আমি হয়তো মনের অজান্তে ভুলবশত কিংবা ইচ্ছাকৃতভাবে গীবত করেছি বা আপনার সম্পর্কে খারাপ কথা বলেছি তাই আমি বিনীতভাবে আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। তাই আমাকে ক্ষমা করে দিন।আমি দুঃখিত, আপনাকে যে সমস্ত ব্যথা দিয়েছি তার জন্য এবং আপনি যদি কোনও দিন কাঁদেন অথবা আমার কারণে খারাপ অনুভব করে থাকেন তার জন্যও।আপনার জন্য দুআ রইলো, আল্লাহ্ সর্বদা আপনার মঙ্গল করুন।

রমজান মাস আমাদের আত্মা পরিষ্কার , পরিশুদ্ধ করার শ্রেষ্ঠ সুযোগ। তাই এই বরকতময় মাসে আসুন আমরা সবাই আল্লাহর আনুগত্য ও নৈকট্য লাভের উদ্দেশ্যে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে বেশি বেশি ইবাদত করি।আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন, আমিন।আল্লাহ পাক রাব্বুল আলামীন আমাদের সবাইকে রহমত, বরকত, হেদায়াত, ঈমান, তাকওয়া ও সবর দান করুন, আমিন। ❤️
কপি পোস্ট

প্রকৃত রোজা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার মধ্যেই নিহিত, শুধু পানাহার থেকে বিরত থাকার মধ্যে নয়।
15/03/2024

প্রকৃত রোজা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার মধ্যেই নিহিত, শুধু পানাহার থেকে বিরত থাকার মধ্যে নয়।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন😪আমাদের সবার প্রিয় হুজুর আল্লামা লুৎফুর রহমান সাহেব আমাদের মাঝে আর নেই 😭আল্লাহ হুজ...
03/03/2024

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন😪
আমাদের সবার প্রিয় হুজুর আল্লামা লুৎফুর রহমান সাহেব আমাদের মাঝে আর নেই 😭
আল্লাহ হুজুরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন।

থার্টি ফাস্ট নাইটকে না বলুনগুনাহ দিয়ে নয় বরং ভাল কাজে বছর হোক শুরু।
31/12/2023

থার্টি ফাস্ট নাইটকে না বলুন

গুনাহ দিয়ে নয় বরং ভাল কাজে বছর হোক শুরু।


রাসূল ﷺ ইরশাদ করেন— তোমরা কৃপণতার ব্যাপারে সাবধান হও। কেননা তোমাদের পূর্ববর্তীরা কৃপণতার কারণে ধ্বংস হয়েছে। [আবূ দাউদ : ...
29/12/2023

রাসূল ﷺ ইরশাদ করেন— তোমরা কৃপণতার ব্যাপারে সাবধান হও। কেননা তোমাদের পূর্ববর্তীরা কৃপণতার কারণে ধ্বংস হয়েছে। [আবূ দাউদ : ১৬৯৮]

বদনজর থেকে হিফাযতের দোয়া 🤲
29/12/2023

বদনজর থেকে হিফাযতের দোয়া 🤲

01/12/2023

যে ভয়ংকর হাদিস বলতে গিয়ে কাঁদলেন, ড.মিজানুর রহমান আজহারী



Address

Bhatara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Waz Islamic Lecture posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangla Waz Islamic Lecture:

Videos

Share

Category

Nearby media companies